নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক ভবঘুড়ে ঝড়ের কবলে সমুদ্র ছাড়িয়ে মহাপ্লাবনের অনিদ্রসীমায় সেদিন পৌঁছে গিয়েছিলাম সৃষ্টির বহু কাছে।

অভিশপ্ত জাহাজী

সুনামিতে ভারাক্রান্ত হৃদয়ের ঠাঁই মহাকলের সুইসাইড পিলেও খুঁজে পাইনি।

অভিশপ্ত জাহাজী › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯

কিছুই শেষ হচ্ছে না,
আমি না তুমিও না।
সময়, বৃক্ষ কিংবা আধারটাও না।
কলমের বল, নিঃশব্দ, পরাজয় কিংবা অলীক অনুভূতি,
কিছুই যেনো শেষ হবার নয়।
কবে কোন তারকা আকাশে ঝরে পরল,
নীরবে কিশোর ঘর ছেড়ে পালালো ,
জাহাজ পাটাতন নিয়ে ভেসে চলল , কবে ?
কবে শেষ হবে এই সব ?

লাস্ট বাসটার ড্রাইভার কবে মাঝ রাতে হাইওয়েতে ঘুমিয়ে পরবে ?
এপাশ ওপাশ করতে করতে কবে কিশোরীর ঘুম আসবে ,
কবে সাইক্লোনে চায়ের দোকানের গ্যাস লাইটার দড়ি ছিড়ে উড়ে যাবে ,
সেই হাওয়ায় কবে বাবার পাজামা উড়ে যাবে না ফিরার দেশে,
কবে নগর বাউল ডাকবে আমায় স্টেজ থেকে,
স্টেনগান হাতে হামিদুর রহমান এ পাড়ায় আসবে ?
কবে আসবে , কবে শেষ হবে অপেক্ষা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১০

রাকু হাসান বলেছেন: বাহ কি চমৎকার । কবিতা । একদিনে ৩ পোস্ট । দুটি কবিতা ,আরেক টি গঠনমূলক লেখা । সব মিলিয়ে আপনাকে নিয়ে আশাবাদী । আপনাকে অনকে পরিপক্ষ মনে হচ্ছে । িএভাবে চলতে থাকলে প্রথম পাতা আপনার জন্য খুব বেশি দেরি হবে না ।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৯

অভিশপ্ত জাহাজী বলেছেন: ইন্সপিরেশন এর জন্য ধন্যবাদ। লিখতে ভালো লাগে ভাই। কতটা হয় জানিনা। আমি নিজে না পারলেও বিশ্বাস করি লেখালেখিই পৃথিবীকে পরিবর্তন করবে।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

লাবণ্য ২ বলেছেন: একটু অন্যরকম।দারুন লিখেছেন কবিতা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০২

অভিশপ্ত জাহাজী বলেছেন: ধন্যবাদ আপনাকে। ^_^

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

স্রাঞ্জি সে বলেছেন:

দারুণ লিখেছেন। চলতে থাকুক, শুভকামনা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

অভিশপ্ত জাহাজী বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

অক্পটে বলেছেন: জাহাজ চলুক সরোবরে। মাস্তুলে বাধা শিখা প্রদীপটি যেন থাকে দূরে বহু দূরে যারা পথ হারিয়েছে তাদের পথের দিশারী হয়ে।আমার সকল শুভ কামনা আপনাকে দিলাম।
পাঠে মুগ্ধতা ছিল।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

অভিশপ্ত জাহাজী বলেছেন: পাঠ ভালো নাকি মন্দ সেটা কিন্তু অনেকটা পাঠক এর উপর নির্ভর করে। আপনি ভালো পাঠক বলেই মুগ্দ্ধ হয়েছেন।
অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ। ভালোবাসা রইল দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.