নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক ভবঘুড়ে ঝড়ের কবলে সমুদ্র ছাড়িয়ে মহাপ্লাবনের অনিদ্রসীমায় সেদিন পৌঁছে গিয়েছিলাম সৃষ্টির বহু কাছে।

অভিশপ্ত জাহাজী

সুনামিতে ভারাক্রান্ত হৃদয়ের ঠাঁই মহাকলের সুইসাইড পিলেও খুঁজে পাইনি।

অভিশপ্ত জাহাজী › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রদ্রোহী কবি

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩০



কনসেন্ট্রেশন ক্যাম্পে যে আঙ্গুলটা তুলে ফেলেছিল আমার
এখনো সেই হারানো আঙুলের শূন্যস্থান অনুভব করতে পারি।
ওরা চেয়েছিল কবিরা আর না লিখুক
লিখতে গেলে যেন আমার বীভৎস আঙুলের কথা ভেসে উঠে তাদের হৃদয়ে ।
ওরা জানেনা আঙ্গুল হারানোর ব্যাথার চেয়ে কবিতা লিখতে
কবিরা কতই না ভালোবাসে।

চার মাস তেরো দিন পরের কথা
কালো প্যান্ট আর সাদা শার্টের এক ভদ্র লোক আসল
চোট্টার মত হেসে বললো
এই সব বালছাল লিখে নিজেরে কষ্ট দিয়ে কি লাভ মশাই!
আজকে আপনাকে ছেড়ে দিব আমরা
রাষ্ট্রবিরোধী কথা এবার বন্ধ করেন লিখা।


ভোর পাঁচটা বাজে সাইতিরিশ মিনিট
বহু দিন আকাশ দেখি না।
আজ সব বেদনাকে মুক্তি দিয়ে প্রিয়তমার কাছে ফিরব
জড়িয়ে ধরব, ঠোঁটে এক গাদা চুমোয় দুঃখের স্বরলিপি এঁকে যাব।
ক্যাম্পের প্রতিটা দিন কতটা নিগ্রহের স্বীকার হয়েছি
সব খুলে বলব তাকে।
শার্ট খুলে পিঠে আঁকা জ্বলন্ত সিগারেটের দাগ গুলো নিশ্চয়ই
গোলাপের মত চেয়ে থাকবে প্রিয়তমার দিকে।


দুপুর বেলা ঠিক করলাম চায়ের দোকানে যাব,
পথের মাঝেই মুঠোফোনে জানতে পারলাম
বহুকষ্টে পাওয়া চাকরিটা আর নেই।
হতবাক হইনি যদিও।
ওদিকে প্রেমিকার খবর পেতে বিকেল গড়িয়ে গেলো।
খবর পেয়ে বিশ্বাস করতে পারিনি,
মাথা ঝিমঝিম করতে করতে এই ঢলে পরলাম বলে
মনে হলো সেই ক্যাম্পে ফিরে গেছি
উল্টো করে বেঁধে পায়ের পাতায় কেউ লোহা দিয়ে পেটাচ্ছে।
পাগলের মত লাগছে, চিৎকার করতে চাইছে মন।
হাতপা এতটাই কাঁপছে যে সিগারেট মুখ অবধি যাচ্ছে না।



আরো মাস তিনেক পরের কথা,
পৃথিবীটা দিনকে দিন ফিকে হয়ে আসছে।
প্রখর রোদ, ঝড়ো বাতাস,
তরুলতা, সুনীল আকাশ
কিছুই আর ভালো লাগছে না।
সেদিন যখন সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছিলাম,
বড়দা কে বলছিলাম
এত ভালো লাগার সমুদ্রটাও আর লাগছে না ভালো।
এই প্যাথোলজিক্যাল গন্তব্য বা গন্তব্যহীন
জীবন বা শূন্যতায় ভরপুর ট্রাম
ছুটে চলছে মুমুর্ষ কারাগারের রেলিং পেরিয়ে
গভীরের রাত থেকে আরো গভীরতম আঁধারে।


নিঃশব্দ বিলাসের রাত আর মৃত যত জোনাক,
সাথে আমি আর তাহারাত, ছুটেই চলছি ,ছুটেই চলছি।
খুঁজে আর পেলাম না কোথাও
খুঁজে পেলাম না হারিয়ে যাওয়া আমাকে।
নিয়ন আঁধারে বুক চিতিয়ে করি গাঢ় উল্লাস।
এ উল্লাস কতটা আহাজারিতে পূর্ন হয়ে আছে
সে কথা আর প্রিয়তমাকে বলতে পারিনি।


যখন পাহাড়িকা থেকে মহেশখালী
লাইট হাউজ থেকে লালবাগ
সব উজাড় করেও কোথাও খুঁজে পাচ্ছি না আমায়,
তখন মনে পড়ল,
ডোম ঘরে সেদিন আমার লাশ নিতে কেউ আসেনি।
প্রিয়তমাকে ছিড়েবিরে হত্যা করেছে হায়নার দলেরা।
কেউ তার বিচার চায়নি।
আমার শরীরের পঁচা গন্ধে কবিতার লাইনগুলো মুক্তি পেয়েছিল সেদিন।
রাত তিনটে বেজে সতেরো মিনিটে নিয়ে যায় তারা আমার লাশ।
পরিত্যক্ত গেস্ট হাউজে পুঁতে ফেলা হয় অধিক গোপনে।
না চিতায় জ্বলালো না দিলো গোর।
তখন রুদ্রর সেই লাইন মনে পরে যায়
-আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়।


(তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে
"ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক – সকল দেশের সেরা; – )
photocredit duckduckgo

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৪৪

কাওসার চৌধুরী বলেছেন:



বাহ!! দারুন সুন্দর এক অনুভূতির অনুভব পেলাম কবিতা পাঠে; কবিতা লেখার হাত আপনার খুব ভাল৷আপনি কি নিয়মিত কবিতা লেখেন? শুভ কামনা রইল ৷ +++

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৪৯

অভিশপ্ত জাহাজী বলেছেন: ধন্যবাদ। নিয়মিত বিচ্ছিন্ন ভাবে দুচার লাইন লিখি। ব্লগে লিখব বলে ৪ লাইনকে টেনে টুনে বড় করলাম।
৩ দিন পার হলো। প্রথম পাতায় লিখা কবে যাবে বলতে পারেন :D
শুভেচ্ছা রইল কাওসার ভাই।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:২৮

কাওসার চৌধুরী বলেছেন:



যদিও তিন দিন বলা হয়, কিন্তু সেফ হতে আরেকটু বেশি সময় লাগে৷আপনাকে আরো ২ সপ্তাহ (আনুমানিক) মডুরা পর্যবেক্ষণ করবে৷এজন্য কমেন্ট ও প্রতি উত্তরগুলো যাতে সুন্দর হয়৷আর সবচেয়ে ভাল আর নির্ভুল লেখাগুলো পোস্ট করবেন৷তবে ১-২ দিন পরপর পোস্ট লেখলে ভাল হয়৷আর ব্লগে যাদের পোস্ট বেশি ভিউ হবে, কমেন্ট বেশি পড়বে, লেখা মানসম্পন্ন হবে তাদের লেখাটি পড়ে বিষয় ভিত্তিক সুন্দর কমেন্ট করবেন৷এতে সহজে পরিচিতি বাড়বে৷টেনশন করবেন না, ধৈর্য্য ধরুন সহজে সেফ হবেন ৷ (ধন্যবাদ )

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৩২

অভিশপ্ত জাহাজী বলেছেন: তথ্য দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ ভাই। অন্তত ২/৩ সপ্তাহ তাহলে প্রথম পেজের আশায় সময় নষ্ট করব না। আপনাকে স্মরণ থাকবে আমার। ভালো থাকবেন।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৩৬

কাওসার চৌধুরী বলেছেন:



হাতে সময় থাকলে এই লেখাটা একটু মনযোগ দিয়ে পড়ুন; এতে ব্লগিং এর অনেক খুটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ৷

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৭

বলেছেন: শক্তিমান লেখনী, একরাশ মুগ্ধতা রেখে গেলাম দাদা ভাই আমার

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১২

অভিশপ্ত জাহাজী বলেছেন: এতটা উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ দাদা। শুভেচ্ছা রইল।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

স্রাঞ্জি সে বলেছেন:

আপনি দেখেন তো সেফ হইছে কিনা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩

অভিশপ্ত জাহাজী বলেছেন: নাহ, প্রথম পাতায় পাইনি দাদা। মনে হয় আরো সময় নিবে।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

স্রাঞ্জি সে বলেছেন:




এমন লিখা কি আসে নাই।

যারা সেফ হবে তাদের। "আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য" শো হয়। আপনার এখানে তা দেখা যাচ্ছে, তাই বললাম।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

অভিশপ্ত জাহাজী বলেছেন: হ্যা সেফ দাদা। অসংখ্য ধন্যবাদ। আগের নতুন উদ্যমে লিখতে পারব এখন। বিপ্লবী কথা গুলো পেটের ভেতর আর থাকতে চাইছিলো না। তাই কবে সেফ হব সেই খোঁজ করেছি আর কি। :D এখন ব্লগে তুলে ধরতে পারব। ধন্যবাদ দাদা।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪

স্রাঞ্জি সে বলেছেন:

লিখা শুরু করে দেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০১

অভিশপ্ত জাহাজী বলেছেন: হ্যা অবশ্যই। আগের কিছু লেখা শেয়ার করে নেই। ভালোবাসা রইল দাদা।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

অভিশপ্ত জাহাজী বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা। মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

বাকপ্রবাস বলেছেন: আপনার লেখা দারুণ, ফলোআপে রাখলাম। লেখার ষ্টাইল পছন্দ হয়েছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

অভিশপ্ত জাহাজী বলেছেন: অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ। আর ভালো কিছু লেখার চেষ্টা করব সামনে। ভালোবাসা রইল দাদা।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

অক্পটে বলেছেন: চমৎকার! অনবদ্য! অব্যক্ত বেদনা গুলোর সাবলীল প্রকাশ। মুগ্ধ হলাম কবি

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

অভিশপ্ত জাহাজী বলেছেন: আপনার মন্তব্য পড়ে সত্যি আমি বিমোহিত এবং অনুপ্রারিত হলাম। ধন্যবাদ আপনাকে। প্রানঢালা ভালোবাসা নিবেন দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.