নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক ভবঘুড়ে ঝড়ের কবলে সমুদ্র ছাড়িয়ে মহাপ্লাবনের অনিদ্রসীমায় সেদিন পৌঁছে গিয়েছিলাম সৃষ্টির বহু কাছে।

অভিশপ্ত জাহাজী

সুনামিতে ভারাক্রান্ত হৃদয়ের ঠাঁই মহাকলের সুইসাইড পিলেও খুঁজে পাইনি।

অভিশপ্ত জাহাজী › বিস্তারিত পোস্টঃ

আহারে বাংলাদেশ !

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১০



প্রিয়তমা আমার,
সকাল থেকেই মুষুলধারে এসিড বৃষ্টি হচ্ছে
হঠাৎ বারান্দার ভাঙা ঘুলঘুলি পেরিয়ে একটা ফিঙে পাখির উদয়।
আমের বকুলের মত তোমার এক জোড়া চোখ
কপলের চিলেকোঠায় চশমার ফ্রেমে সাজানো
সেই এলোমেলো তোমাকে জানাই আজ স্বাগতম।


এক রোদ্দুর সকালে ক্যাস্পিয়ান সাগরের মহা-বিষন্নতায়
তোমাকে স্বাগতম।
তোমার তৃতীয় প্রেমিকের ভাঙা এশট্রে ছাইগুলো জানায়
স্বাগতম।
জানালায় দমবন্ধের আকাশ থেকে নির্মল আঁধারেরা জানায়
স্বাগতম।
চেষ্টার বেনিংটনের এপিটাফের খোদাইকৃত কান্না থেকে
জানাই স্বাগতম।



প্রিয়তমা
উত্তাল মিছিলে স্লোগানে,টিয়ার সেল আর কাদানি গ্যাস থেকে
জানাই স্বাগতম।
ভালোবাসার বঙ্গবন্ধু আর ভাষানিতে জানাই
স্বাগতম।
একাত্তরের কনসেন্ট্রেশন ক্যাম্পের উলঙ্গ দেশ প্রেমিক
তোমায় জানায় স্বাগতম।
বালুখালির রোহিঙ্গা ক্যাম্পের ধর্ষিত বোনের নাকফুল থেকে
জানায় স্বাগতম।
ডাস্টবিনে পরে থাকা এবরশন করা শিশুর খন্ড খন্ড পা দুটো,
বৃদ্ধাশ্রমে প্রকৌশলীর মায়ের গুনে ধরা লাঠি
চলন্ত বসে ধর্ষিত চাকমা বোনের চিৎকার
মাতাল ড্রাইভারের চাকায় পিষ্ট প্রজাপতিরা
লাইসেন্স লাইসেন্স লাইসেন্স চাই
স্লোগানে স্লোগানে উত্তাল সেই শহর
থমকে গেলো স্বৈরাচার
আর তখনই
শান্তিপ্রিয় সেই শিশুদের কপাল ফেটে গড়িয়ে পরা রক্ত
নিষ্পাপ ফুলের পাপড়ি গুলোতে লাঠিচার্জ
জঙ্গিবাহিনীর হামলা।
আমি আর কাঁদতে পারছি না। বুক ফেটে যাচ্ছে আমার।
আমি অসাড় হয়ে যাচ্ছি, নির্বোধ হয়ে যাচ্ছি।



প্রিয়তমা
প্রশ্নপত্র ফাঁস
রিমান্ডের নামে প্রহসন
রাজপথে রাজপথে ট্যাংকার গোলাবারুদ
দালাল মিডিয়া আর খাকি পোশাকে কুকুরের দল
আদিবাসী ঘরের আগুন
ফেলানিতে ঝুলন্ত দেশ !!
আহারে বাংলাদেশ
নমস্কার নমস্কার।

প্রিয়তমা
স্বৈরাচারীর বাংলাদেশে তোমায় স্বাগতম।
আমি দারুন নিঃস্ব
একটু গণতন্ত্র ভিক্ষা দাও
একটু রাজপথে নেমে এসো
হাতেহাত রেখে এস টিয়ারস্যাল বুকে মাখি।
স্বৈরাচারের টুটি ধরব আর তখন স্লোগান হবে
আমি সেই দিন হব শান্ত,
যবে উত্পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না –
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না-
বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।





এইটা সেফ মুডে আমার প্রথম পোষ্ট । বানানে ভুল থাকলে ধরিয়ে দিবেন দয়া করে। সম্পূর্ণটা পড়ার জন্য ধন্যবাদ। আগের পোষ্ট গুলো পড়বেন আশা করি।
ভালোবাসা রইল। পাশে থাকবেন।

রাষ্ট্রদ্রোহী কবি

বাতাসে লাশের গন্ধ

একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে নপংসুক নিয়ে ভাবনা
জার্নি টু দ্যা সাবকনশাস মাইন্ড

অপেক্ষা

ওয়্যার সিমিট্রি থেকে বলছি

মন্তব্য ৪৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

ঢাবিয়ান বলেছেন: তুমি যদি ভয় পাও, তবে তুমি শেষ
তুমি যদি রুখে দাঁড়াও
তবে তুমি বাংলাদেশ।


যে আলোড়ন তুলেছিল ইউনিফর্ম পড়া স্কুলের বাচ্চারা , ইতিহাসে স্বর্নাক্ষরে লেখা থাকবে এদের কথা।

স্বাগতম ব্লগে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

অভিশপ্ত জাহাজী বলেছেন: ধন্যবাদ দাদা।
আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে দুশ্চিন্তা ছিল যে এরা দেশের প্রতি অনেক উদাসীন ,সেই ভুল আঙ্গুল দিয়ে ভাঙিয়ে দিয়েছে।
এই আন্দোলন থমকে যায়নি। প্রতিটা আন্দোলনকারী লালন করবে বুকের ভেতর।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: আমি দারুণ নিঃস্ব,
একটু গণতন্ত্র ভিক্ষা দাও

ইতিহাস সাক্ষী হয়ে থাকবে ভুলবেনা কখনো সেই দিনগুল।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

অভিশপ্ত জাহাজী বলেছেন: ভুলব না আমরা। এই ইতিহাস ভুলার নয়। ধন্যবাদ দাদা।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: বহা! সুন্দর। মাত্র তিনদিনে সেফ স্ট্যাটাস!!!

অভিনন্দন আপনাকে। তবে আপনার নিকের নাম এরপর থেকে আর অভিশপ্ত বলা যাবেনা। বরং শিপ অফ গুডহোপ বলাই উত্তম।

পাশাপাশি আমরা এখন থেকে আপনার সুন্দর সুন্দর পোস্ট পেয়ে ঋদ্ধ হবো, আশাকরি ।

অন্তরের বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা আপনাকে।


১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

অভিশপ্ত জাহাজী বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা। হ্যা তিনদিনে পেয়ে যাব ভাবতে পারিনি। আর নামের ব্যাখ্যাটা ভালো লেগেছে। আশীর্বাদ করবেন।
ভালোবাসা রইল।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: বুকে জ্বালা ধরা কবিতা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

অভিশপ্ত জাহাজী বলেছেন: দাদা, বুকে জ্বলছে দাউদাউ করে । লিখলেও মনে হয় আগুনের রূপ প্রকাশে ঘাটতি রয়ে গেছে। পাশে থাকবেন দাদা। ভালোবাসা রইল।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাই আপনি ৩ দিনে সেফ। আমিওতো ১০ দিনে সেফ হতে পারলাম না!! কী করব?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

অভিশপ্ত জাহাজী বলেছেন: লেখক বলেছেন: আমাকে কেন সেফ করা হলো তার সঠিক কারন জানিনা ভাই। তবে প্রথম থেকে গঠনমূলক পোষ্ট আর মন্তব্য করার চেষ্টা ছিল। আমার পোষ্ট আর মন্তব্য গুলো দেখলে কিছুটা হয়ত বুঝতে পারবেন। তবে ক্রেডিট সামু মডারেটরদেরকেই দিতে হবে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য। শুভেচ্ছা রইল।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

হাবিব মোহাম্মদ ইমরান বলেছেন: কবিতা সে তো কবির আনন্দ প্রকাশের ভাব মাত্র !

ভালো লিখেছেন। অসাধারণ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

অভিশপ্ত জাহাজী বলেছেন: হৃদয়ের বিক্ষোভ গুলো এইভাবে প্রকাশ করতে ভালোলাগে দাদা। ধন্যবাদ অনুপ্রেরণা দেওয়ার জন্য। শুভেচ্ছা রইল।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

বাকপ্রবাস বলেছেন: ক্ষুরধার লেখনি। আপনাকেও স্বাগতম।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

অভিশপ্ত জাহাজী বলেছেন: ধন্যবাদ দাদা অনুপ্রেরনা দেওয়ার জন্য। তারপরও মনে হয় ক্ষুরধার এর পূর্নতা পায়নি আমার লেখা। ভালোবাসা রইল দাদা।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

এস এম ইসমাঈল বলেছেন: উত্তুংগ আবেগের টালমাটাল ক্যানভাসে লেখা হৃদয় নিংড়ানো ভালবাসার ঝরনা ধারা বইয়ে দিলে তুমি, স্বাগতম হে কবি,সুস্বাগতম!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

অভিশপ্ত জাহাজী বলেছেন: মানচিত্রকে জ্বলে পুড়ে যখন ছাই হতে দেখি তখন এত ক্ষুদ্র লেখাও সামান্য মনে হয়। এদেশটা এইভাবেই বুঝি অতল গহ্বরে হারিয়ে যাবে।
মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

কাওসার চৌধুরী বলেছেন:
অভিনন্দন আপনাকে ৷প্রথম পাতায় স্বাগতম ৷

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

অভিশপ্ত জাহাজী বলেছেন: কাওসার ভাই ,প্রথম থেকে ছিলেন। ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য।
শুভেচ্ছা আর ভালোবাসা রইল।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


প্রথম পাতায় স্বাগতম।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

অভিশপ্ত জাহাজী বলেছেন: গতকাল বললেন না, নিজেকে প্রকাশ করুন। মনে হলো আসলেই প্রকাশ করা জরুরী। ধন্যবাদ দাদা। ভালোবাসা রইল।

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

সাইন বোর্ড বলেছেন: অনেকগুলো চিন্তাকে ধারণ, ভাল উপলব্ধি ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

অভিশপ্ত জাহাজী বলেছেন: ধন্যবাদ দাদা, সম্পূর্ণটা পরে আবার মন্তব্য করার জন্য। পাশে থাকবেন। ভালোবাসা আর শুভেচ্ছা রইল।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

রাকু হাসান বলেছেন: ।
কবিতায় তেঁজ আছে । দারুণ কবিতা ।এমন কবিতা লেখার জন্য অভিনন্দন ।
প্রথম পাতায় স্বাগতম ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

অভিশপ্ত জাহাজী বলেছেন: আমার মনে হলো তেজে ঘাটতি পরে গেছে। এমন কিছু যদি লেখা যেত যে সারা দেশে তান্ডব লেগে যাবে , সব অত্যাচারীরা গদি ছেড়ে পালাবে। তখন একে তেজ বলা যেত।
মন্তব্য করার জন্য ধন্যবাদ দাদা। ভালোবাসা রইল।

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

সৈয়দ ইসলাম বলেছেন:
প্রথম পাতায় স্বাগতম।

গণতন্ত্র এমনই শান্তি দেয় ভাই!
এ শান্তি চাওয়া লাগে না,
এটা গণতন্ত্রের পাওনা।।

পাওনা মিটিয়ে দাও
তোমার রক্তে সুখের শ্লোগান আসবে
বস্তুত, যা সুখের শ্লোগান না;
'শোকের'!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২

অভিশপ্ত জাহাজী বলেছেন: বিশ্লেষণ করার জন্য ধন্যবাদ দাদা।
ইতিহাস বলে কেউ কারো অধিকার ,এনিতেই দেয়না। প্রশাসনিক ভাবে, আদালতের কাছে ,মিডিয়ার কাছে যখন সরকারের ইচ্ছাই প্রাধান্য দেওয়া হয় তখন শান্তি এত সহজে পাওয়া যাবে বলে মনে হয় না। এমন দেশ পৃথিবীতে খুব কম আছে যেখানে আদালত সরকার দ্বারা নিয়ন্ত্রিত এমনকি সরকার অগ্রিম বলে দিতে পারে কোন অপরাধীর কি রকম সাজা হবে। প্রশাসন আর দালাল মিডিয়ার কথা নাইবা বললাম।

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৭

সনেট কবি বলেছেন: দারুণ কবিতা ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২

অভিশপ্ত জাহাজী বলেছেন: ধন্যবাদ।

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:০১

ঠাকুরমাহমুদ বলেছেন: হায় আমার বাংলাদেশ
- প্রয়াত শিল্পী আজম খান

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১৯

অভিশপ্ত জাহাজী বলেছেন: হায় আমার বাংলাদেশ ! বাংলাদেশ ! বাংলাদেশ ! বাংলাদেশ !
আমার দেশ আর আমার রইল না।

১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিশপ্ত জাহাজীর লেখাগুলো কিন্তু অভিশপ্ত নয়, যেন মুক্ত প্রজাপতি হয়ে ব্লগের বাতাসে উড়ছে।

++++++++++

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

অভিশপ্ত জাহাজী বলেছেন: মইদুল ভাইয়ের এমন মন্তব্যে আমি দারুন উচ্ছাসিত। ভাইটি পাশে থাকবেন আর ভালোবাসা নিবেন। আশীর্বাদ জানতে ভুলবেন না ভাই।
ধন্যবাদ।

১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। কিন্তু আমার নাম মাইদুল। মইদুল নয়।

অনিচ্ছাকৃত ভুলের জন্য কিছু মনে করিনি। আপনার আরও সুন্দর লেখা পড়ার অপেক্ষায় রইলাম।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

অভিশপ্ত জাহাজী বলেছেন: আমি আন্তরিক ভাবে দুঃখিত ভাই। আর ভুল স্মরণ করিয়ে দেওয়ার জন্যও ধন্যবাদ। ব্লগে আমি নতুন। তবে একটা ব্যাপার খেয়াল করলাম যে ভুল ধরিয়ে দেওয়ার থেকে বাহ্ বাহ্ দেওয়ার মানুষ বেশি। নতুন হিসেবে যদি সিনিয়র ব্লগাররা ভুল ধরিয়ে দিত তাহলে সামনে আরো ভালো কিছু লিখতে পারতাম।
ভালোবাসা রইল মাইদুল ভাই। :D

১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: একটা জিনিষ মাথায় রাখবেন- সবায় চায় প্রসংশা। ভুল ধরাতে গেলে যদি সম্পর্ক নষ্ট হয়, ভুল বুঝাবুঝি হয়

এই ভয়ে ভুল ধরিয়ে দেয় না, দেয় বাহ বা। কিন্তু এটা ঠিক নয়।

আবার অনেকে খুব সুন্দর করে ভুলটাকে ভুল বলে উপস্থাপন করে।


ভাল থাকুন জাহাজী।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

অভিশপ্ত জাহাজী বলেছেন: ধন্যবাদ প্রতিউত্তের জন্য।
আপনিও ভালো থাকুন ভাইজান।

১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

অক্পটে বলেছেন: রক্ত কণিকায় আগুন ধরানো কবিতা। মনের ভেতর গুমরে মরা জ্বালা গুলো যখন ভাষা পায় তখন এর প্রকাশ বোধ হয় এমনই হয়। তাইতো নজরুল 'বিদ্রোহী' লিখতে পেরেছিলেন।

সু স্বাগতম এবং ব্লগে মসৃণ হোক আপনার পথচলা।
পোস্টটি প্রিয়তে গেল।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

অভিশপ্ত জাহাজী বলেছেন: আপানর মন্তব্য আমাকে অনেক উচ্ছাসিত আর প্রনন্দিত করল। সামনে আরো ভালো কিছু লিখতে উৎসাহ যোগাবে আশা করি। ভালোবাসা রইল দাদা।

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

লাবণ্য ২ বলেছেন: অভিনন্দন আপনাকে!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

অভিশপ্ত জাহাজী বলেছেন: ধন্যবাদ আপনাকে দিদি।

২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

তারেক ফাহিম বলেছেন: অসাধারন কবিতা।

প্রথম পাতায় স্বাগতম।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

অভিশপ্ত জাহাজী বলেছেন: ধন্যবাদ তারেক ভাই। আপানর নাম দেখে তারেক মাসুদ এর কথা মনে পরে গেলো।

২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১১

বলেছেন: বিমুগ্ধ ভালোবাসা Ship of fabulous poetry

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০০

অভিশপ্ত জাহাজী বলেছেন: ধন্যবাদ আর ভালোবাসা নিবেন দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.