নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক ভবঘুড়ে ঝড়ের কবলে সমুদ্র ছাড়িয়ে মহাপ্লাবনের অনিদ্রসীমায় সেদিন পৌঁছে গিয়েছিলাম সৃষ্টির বহু কাছে।

অভিশপ্ত জাহাজী

সুনামিতে ভারাক্রান্ত হৃদয়ের ঠাঁই মহাকলের সুইসাইড পিলেও খুঁজে পাইনি।

অভিশপ্ত জাহাজী › বিস্তারিত পোস্টঃ

এক অবাধ্য সন্তানের গন্তব্যহীন অপ্রকাশিত চিঠি

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৬


১৭ই এপ্রিল,২০১৩
মাস্টারদা সূর্যসেন হল, রুম নম্বর ১০৪
হাটহাজারী, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়।

আমার প্রিয় মা,
কোন ঠিকানায় লিখলে চিঠি তোমাতে পৌঁছুবে তা আমার জানা নেই।
জ্বরের তাড়নায় চোখে শুধু তোমার কবরের উপরে জেগে থাকা
হাসনাহেনা গাছটাই বারবার ভেসে আসছে।
আরো জেগে আছে এ শহরে ভিড় করা অট্টালিকার মত ব্যথাগুলো।

একটুও উঠে বসতে পারছি না, মা। সমস্ত শরীর ব্যাথায় টনটন করছে।
হাসনাহেনার পাতাগুলো যেন আমার চোখের পাতায় ঝাপটে ধরে আছে।
মা, সেই চোখের জলে তোমার কবরে আষাঢ়ের ঢল নামল বুঝি?
তোমার খোকার পাঁজরের ভেতর দুমড়ে মুচড়ে যাওয়া
এক অচীন ব্যাথার চিৎকার কি শুনতে পারছো তুমি ?
কত অপমান আর অপদস্তে কাঁদিয়েছি তোমায়।
যেদিন তরকারি ভালো লাগেনি বলে
ছুড়ে ফেলে দিয়েছিলাম ভাতের থালা,
সেদিন বলেছিলে "যেদিন থাকবনা সেদিন বুঝবি খোকা। "
সেদিনের সেই স্মৃতিগুলি আজ মস্তিষ্কের লক্ষ কোটি নিউরনে বিস্ফোরিত হচ্ছে
রাত্রিদিন ইন্টারগেশনের বিভীষিকায়।
তীব্র লজ্জায় চোখ জোড়া খসে পড়ছে অবিরত,
চিৎকার করে হামাগুড়ি দিয়ে কাঁদতে ইচ্ছে করছে আজ।
মাগো, তুমি সুতার সেলাই হয়ে আমার শার্টের ছেঁড়া বুতম পকেটে ফিরে আসো।
কাকরল ভাজি আর সেই দিনের সেই পুঁটি মাছের থালায় ফিরে ফিরে আসো।
দেখো কতটা জরাগ্রস্ত হয়ে তোমার অসহায় খোকা আজ ডাকছে তোমায়,
তুমি ফিরে আসো মা, ফিরে আসো।

তোমার খোকা আজকাল ভাতের থালায় খাঁমচে ধরে রাখে তোমার সেইসব স্মৃতি,
নক্ষত্র ঢাকা আঁধারে নিঃসঙ্গ উড়োজাহাজের নিয়ন উড়োউড়ি আর ভাবায় না তাকে।
ভীষণ কান্নায় তার বুকের ছাউনির কম্পন, তুমি কি দেখতে পারছো না মা ?
সারা দেশে বসন্ত আসে, আসে মহাপ্লাবন আর টাইফুন,
তবুও তোমার খোকার হাহাকারের মতন যেনো কিছুই নয়।

মা, হলের এই বদ্ধ ঘরে কাতরাচ্ছে আজ তোমার খোকা।
জ্বরের তান্ডবে কতটা করুন উদ্ভাসে
তার হাঁটুজোড়া ভাঁজ করে লাশের মতন পরে আছে,
কেনো আজ আর তুমি মাথায় জল দিচ্ছো না মা ?
যে বৈশাখে তুমি চলে গেলে,
সে বছর ভেঙ্গে পরা জারুল গাছের মত
তোমার খোকার মেরুদন্ড আজ চৌচির হয়ে যাচ্ছে।
দেখার মত আর কেউ রইল না তার।

মা, তোমার অবাধ্য খোকা আজ
ভীষণ কষ্টে শান্ত মলীন হয়ে স্মৃতিতে জেগে আছে তোমার।
তুমি ফিরে আসো মা,
তোমার খোকার কপালে টিপ্ হয়ে চাঁদের মত ফিরে আসো।
দারুন অসহায় রাতগুলোর আশ্রয় হয়ে ফিরে আসো মা।
ধূসর সমাধি ছেড়ে তোমার খোকার এই জীবন্ত সমাধিতে ফিরে আসো মা।
তুমি ফিরে আসো।

ইতি
তোমার অবাধ্য খোকা।

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! চমৎকার।

হৃদয় ছুঁয়ে গেল।

শুভকামনা জাহাজভাইকে।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৫

অভিশপ্ত জাহাজী বলেছেন: হৃদয় থেকে ধন্যবাদ জানাই দাদা।
আপনার প্রতি ভালোবাসা রইল।

২| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ কাব্যিক চিঠিটি মন ছূঁয়ে গেল।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৬

অভিশপ্ত জাহাজী বলেছেন: অন্তত সামান্য পরিমান যদি কারো মন ছুঁতে পারি তবে সেখানেই লেখার স্বার্থকতা। ধন্যবাদ দাদা। ভালোবাসা রইল।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫২

প্রামানিক বলেছেন: চমৎকার লেখা

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৭

অভিশপ্ত জাহাজী বলেছেন: ধন্যবাদ প্রামানিক দাদা। ভালো থাকবেন সব সময়।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৫

আরোগ্য বলেছেন: অসাধারন, এর চেয়ে বেশী কিছু বলার নেই।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৮

অভিশপ্ত জাহাজী বলেছেন: দাদা, কতটা ফুটিয়ে তুলতে পারলাম তা জানিনা। তবে মা বেঁচে থাকতে কতটা অবহেলা করি আমরা , একমাত্র চলে গেলে সব থেকে ভালো বুঝি সেটা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড়ই একাকীত্ব ঘেরা জীবনের আত্মকথা, দারুণ কাব্য, হৃদয় ছোঁয়া

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১:০১

অভিশপ্ত জাহাজী বলেছেন: হ্যা ঠিক ধরেছেন , মা হীন জীবনের থেকে একাকিত্ব জীবন আর কি হতে পারে।
ভালোবাসা নিবেন দাদা।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৪

রাফা বলেছেন: হাহাকার করে উঠলো বুকের ভেতরটা।নিজেকেই যেনো দেখতে পেলাম , আপনার কবিতার প্রতিটি ছত্রে।

ধন্যবাদ।অ.জাহাজী।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১:০২

অভিশপ্ত জাহাজী বলেছেন: কারো হৃদয় পর্যন্ত পৌঁছুতে পেরেছে জানতে পারলে লেখক সব সময় বিমোহিত হন।
আপনাকেও স্বাগতম এবং ধন্যবাদ। ভালোবাসা নিবেন দাদা।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪০

খসরু ওয়াহিদ বলেছেন: heart touching

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১২

অভিশপ্ত জাহাজী বলেছেন: মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জ্ঞাপন করি।

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: তারা সন্ধ্যার সময় সবাই মিলে খোলা আকাশের নিচে বসে ।সন্ধ্যার সময়টাই শ্রেষ্ঠ সময় । হাসি-মশকরা হয়, যে যেমন পারে গান গায় । তখন কারো সাথে কারো ভেদাভেদ কিংবা রেষারেষি থাকে না ।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৪

অভিশপ্ত জাহাজী বলেছেন: সুন্দর ছিল। তবে সংযুক্ততা খুঁজে পেতে ব্যর্থ আমি।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ পাঠ!

অসাধারন চিঠি কাব্য!
হৃদয় ছোঁয়া :)

+++++++++++++

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৫

অভিশপ্ত জাহাজী বলেছেন: ধন্যবাদ দাদা। ভালোবাসা নিবেন।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৫

আমি ৎৎৎ বলেছেন: """""" যেদিন থাকব না সেদিন বুঝবি খোকা""""""

অসাধারন ভাল লেগেছে। কারন আমার বাবাও একই কথা আমায় বলেছিল।
ভাল থাকবেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৫

অভিশপ্ত জাহাজী বলেছেন: পৃথিবীর সকল বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা নিবেদন করছি।
আপনিও ভালো থাকবেন।

১১| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১১

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: অনেক ভালো লাগলো। কবিতা আমি কম বুঝি তাই তেমন একটা পড়া হয়না। তবে এমন সহজ আর সাবলীল ভাষায় লেখা মন ছুঁয়ে যাওয়া কবিতা সবারই ভালো লাগবে। :)

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১১

অভিশপ্ত জাহাজী বলেছেন: স্বরচিতা, ধন্যবাদ জানাই। আমিও খুব একটা কবিতা লেখা হয়না। গদ্য লিখি মাঝে মাঝে। আমার মাও বেঁচে আছেন। মা না থাকলে কেমন লাগতে পারে তা ভেবে লিখলাম। এখনো জানিনা তিনি না থাকলে কি হবে।

১২| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২১

মনিরা সুলতানা বলেছেন: মন ছুঁয়ে গেলো।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১২

অভিশপ্ত জাহাজী বলেছেন: ধন্যবাদ সুলতানা। শুভেচ্ছা নিবেন।

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৫

আখেনাটেন বলেছেন: কী করুণভাবে তুলে ধরেছেন অার্তিটুকু? ভীষণরকম ভালো লাগল কবিতা ব্লগার জাহাজী।

টাইপো: অচিন; করুণ

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৬

অভিশপ্ত জাহাজী বলেছেন: ভালোবাসা নিবেন আখেনাটেন। সামান্য প্রচেষ্টা ছিল এই আরকি। শুভেচ্ছা রইল।

১৪| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৭

অক্পটে বলেছেন: চোখের জল সংবরণ করা যায়না এমন কবিতা লিখেছেন। মনও আদ্র হলো। আমার হারানো মাকে মনে পড়ে গেল। মাকে মনে পড়লে আমি খুব অভিমানী হয়ে যাই। এখনও আমার মন যখন অশান্ত হয় মাকেই বলি সব। আহা! কিযে হারালাম। এমন করেই হারালাম একটু পর যে ফিরে পাবো তেমনও নয় চিরতরেই হারালাম!

ভালো থাকবেন।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২৯

অভিশপ্ত জাহাজী বলেছেন: দাদ ভালোবাসা আর অশেষ শ্রদ্ধা রইল আপনার মা সহ পৃথিবীর সকল মায়ের জন্য। আশা করি তিনি আপনাকে দেখছেন খুব কাছ থেকে। শুধু বলতে পারছেন না হয়ত।

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০২

হাসান সাহেব বলেছেন: হৃদয়ে আঁচড় কাটলো কবি।কিছুক্ষনের জন্য খুব স্মৃতি কাতর হয়ে পড়েছিলা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৮

অভিশপ্ত জাহাজী বলেছেন: ধন্যবাদ হাসান ভাই খুঁজে খুঁজে বের করে পড়ার জন্য। আমি চেষ্টা করেছি মাত্র। ভালোবাসা নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.