নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অতি সাধারণ, সাধারণ থাকতে চাই ।

পার্থ তালুকদার

আমি ভাই সাধারণ, সাধারণ থাকতে চাই।

পার্থ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প: সাইকেল

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৫



আমাদের চিলেকোঠায় দু'চাকার সাইকেলটা জীর্ণশীর্ণ হয়ে পড়ে আছে। মাকড়সা তার বাসা বাঁধে, বাচ্চাকাচ্চা ফোঁটায়-এই সাইকেলকে ঘিরে। মা মাঝেমাঝে সাইকেলটিকে ধুয়েমুছে রুপের পরিবর্তন ঘটান। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেটি পূর্বের বেশে ফিরে যায়। সেই ছোটবেলা থেকে আজকের ষোল বছরের যুবকে পরিনত হওয়া আমার কালের স্বাক্ষী এই দু'চাকার যান।

আমার বন্ধু যেদিন একটা নতুন ফনিক্স সাইকেল কিনলো সেদিনই আমার সাইকেল কিনার শখ জাগলো খুব। মাকে গিয়ে বললাম- মা, সাইকেলটাতো পড়েই আছে। আমি না হয়.......
মায়ের টানটান হাতের চড় পড়লো আমার বাম গালে। তোরে না একশো দিন বলছি এই সাইকেল নিয়ে কথা বলবি না......

সেই থেকে হাজারো বিষয়ে কথা হয়েছে কিন্তু সাইকেল নিয়ে টু-শব্দটি আর হয়নি।

দিন যায়, সন্ধ্যা হয়, রাত আসে। পাহাড়ি ঢলের মতো সময় গড়ায়। প্রকৃতিজাত মানুষ কোনো কিছু গোপন রাখেনা। কু-সংবাদের গতি নাকি আলোর চেয়ে বেশী। আমিও জেনে যাই সাইকেলের প্রতি মায়ের দুর্বলতার হেতু।

সন্ধ্যার আলো-আধারে সাইকেলটা পড়েছিল বাবার মৃতদেহের ঠিক পাশেই। দলবদ্ধ মানুষ যেন কোনো হিংস্র পশুকে হত্যা করে উল্লাস করছিল তখন। ললাট ফেটে গলগল করে ঝরছিল বাবার টকটকে লাল রক্ত। সবাই তখন বলাবলি করছিল, লাশের সাথে সাইকেলটা যেন নিয়ে যাওয়া হয়। মা তখন দৃঢ় কন্ঠে বলেছিলেন, দেহ নয়, শুধু সাইকেলটাই যাবে। লজ্জ্বা-অপমানে মায়ের ফর্সা মুখমন্ডল তখন রক্তিমবর্ণ গ্রাস করেছে।

নেশা মানুষকে তিলেতিলে শেষ ঠিকানায় নিয়ে যায়। বদনেশা হলে মৃত্যুতে আর সু-নেশা হলে সাফল্যের সর্বোচ্চ চূড়ায়। বাবার নেশা ছিল পরকীয়ায় !

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: কাজেই আমাদের ভালো নেশা করতে হবে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭

পার্থ তালুকদার বলেছেন: ভালো নেশা করতে হবে :)
ধন্যবাদ।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৯

হুদাই পাগলামি বলেছেন: দেহ নয়, শুধু সাইকেলটাই যাবে??

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯

পার্থ তালুকদার বলেছেন: হুম... শুধু সাইকেলটাই যাবে :)

ধন্যবাদ।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫

ফয়সাল রকি বলেছেন: সুন্দর গল্প +++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ পাঠের জন্য ।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০২

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৮

ভুতের ছানা বলেছেন: অসাধারন লেখা.........।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৩

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ অশেষ।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৮

শায়মা বলেছেন: :(

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১০

পার্থ তালুকদার বলেছেন: :((

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫২

ফাহমিদা বারী বলেছেন: সুন্দর গল্প।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০১

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ ব্লগার।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯

ফেরদৌসা রুহী বলেছেন: মন খারাপ করা গল্প :(

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০২

পার্থ তালুকদার বলেছেন: শুভকামনা জানবেন।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অল্পে বিশাল ম্যাসেজ ।

ভাল লাগল :)

+++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৬

পার্থ তালুকদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলে গল্প হলেও পিতা মাতাকে নিয়ে নেগেটিভলি না ভাবাই উচিত...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৯

পার্থ তালুকদার বলেছেন: সমাজের কিছু কিছু ঘটনা আমাদের ভাবতে বাধ্য করে। আর এটাই একসময় গল্প হয়ে যায়।

ধন্যবাদ ভাই।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১০

হাসান মাহবুব বলেছেন: সার্থক অণুগল্প।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৫

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ।

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩

ভন্ডদের গুরু বলেছেন: বুঝি নেই :-(

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৭

পার্থ তালুকদার বলেছেন: -(

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৮

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো লেখাটি। অকপট সত্য উপলব্ধি। শুভেচ্ছা।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৮

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ। শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.