নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অতি সাধারণ, সাধারণ থাকতে চাই ।

পার্থ তালুকদার

আমি ভাই সাধারণ, সাধারণ থাকতে চাই।

পার্থ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

ক্ষুধা ★

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২



আমার বয়স যখন দুই-তিন-পাঁচ অথবা সাত বছর, তখন ক্ষুধা লাগলে বাড়ির সবাই বিশেষ করে আমার ঠাম্মা পুরো বাড়ি চেঁচিয়ে গরম করে ফেলতেন। গালি খেতেন আমার মা। বলতেন- কই গো তুমি, তোমার এতো কীসের কাজ, দাদু ভাই'র জন্য তাড়াতাড়ি খাবার নিয়ে আসো।

আমার বয়স যখন পঁচিশের কোঠায়, পড়াশুনা করি, যখন আমি মেসে থাকতাম, তখন ক্ষুধা লাগলে বুয়াকে বলতাম- বুয়া, রান্না হইছে ? বুয়া বলতো, এতো খাইতাম খাইতাম করেন ক্যান ? রান্না হইলে এমনেই বুঝবার পারবেন !

আমার বয়স যখন পঞ্চাশ ছুঁইছুঁই, যখন আমি অফিসের বড় কর্মকর্তা, তখন ক্ষুধা লাগলে একটা ইশারা দিলেই খাবার রেডি হয়ে যেত । ওরা এসে বলতো- স্যার, আজকের খাবারটা অমুক ফাইবস্টার হোটেল থেকে নিয়ে আসছি। সব রেডি, আপনি চলে আসেন স্যার।

আমার বয়স যখন পঁচাশি পার হয়েছে, যখন আমি বয়সের ভারে ন্যুব্জমান, বেডপ্যান ব্যবহার করি, ক্ষুধার জ্বালায় পেটের নাড়িভুঁড়ি বের হয়ে আসার উপক্রম, যখন আমি রাত-বিরাতে শিশুর মতো চিৎকার করে কেঁদে কেঁদে বলি- আমার ক্ষুধা পেয়েছে, আমার ক্ষুধা পেয়েছে। তখন পাশের রুম থেকে কয়েকটা কর্কশ গলার আওয়াজ ভেসে আসে আমার কানে।

এতো খাই-খাই করেন ক্যান ! ডাক্তার বলছে না দিনে একবার খেতে ! বেডের মধ্যে এতো পায়খানা-প্রস্রাব কে ধুয়ে দিবে শুনি !

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: কত লোক তিন বেলা পেটপুরে খেতে পায় না।

১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

পার্থ তালুকদার বলেছেন: সেটাই । কার খবর কে রাখে বলেন।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২০

আরাফআহনাফ বলেছেন: বয়স্করা বড্ড অসহায়, বিশেষ করে যারা বেড-প্যান ব্যবহার করে থাকেন।
আল্লাহ, সবার সহায় হোন।

সুন্দর লেখনীর জন্য ধন্যবাদ জানবেন।

১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

পার্থ তালুকদার বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: বিষয়টি অমানবিক, বয়স্ক মানুষ বড়ই অসহায় এদের সাথে সবার ভাল ব্যবহার করা উচিৎ।

১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

পার্থ তালুকদার বলেছেন: আমাদের সবারই তাদের দিকে সুনজর দেয়া উচিত।
ধন্যবাদ ভাই।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬

রুরু বলেছেন: আমরা ভুলে যাই যে আমরাও এক দিন বয়স্ক হবো।

১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

পার্থ তালুকদার বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


বেঁচে থাকলে সব শিশুই বৃদ্ধ হবে; এই সমস্যা থেকে বাঁচতে হলে, শিশুদের, কিশোরদের ভালোবাসুন।

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪২

পার্থ তালুকদার বলেছেন: কথা ঠিক।
ধন্যবাদ।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এতো খাই-খাই করেন ক্যান ! ডাক্তার বলছে না দিনে একবার খেতে ! বেডের মধ্যে এতো পায়খানা-প্রস্রাব কে ধুয়ে দিবে শুনি !
ওহ এই অবস্থা !!
তাইতো বলি এত দূঃগন্ধ কেন !!

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৪

পার্থ তালুকদার বলেছেন: :(

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৩

আটলান্টিক বলেছেন: হা হা্ হা।ভাল লিখেছেন।আমার ক্ষুধা লেগে গেল।

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৯

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৫২

কাতিআশা বলেছেন: খুব মন খারাপ করা একটা স্যাটায়ার তুলে ধরেছেন, ভালো লাগলো!

১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৮

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ ভাই।

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:০৬

সচেতনহ্যাপী বলেছেন: সময়ের পরিক্রমায় আমাদের জীবনটা সুন্দর করেই ফুটিয়ে তুলেছেন, এই সংক্ষিপ্ত লেখনীতে।। লেখার স্বার্থকতা এখানেই।।

১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪

পার্থ তালুকদার বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১০| ২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: হায়রে জীবন।

২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৮

পার্থ তালুকদার বলেছেন: এমন জীবন খুবই কষ্টের।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.