নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অতি সাধারণ, সাধারণ থাকতে চাই ।

পার্থ তালুকদার

আমি ভাই সাধারণ, সাধারণ থাকতে চাই।

পার্থ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

অণুগল্প : মানিব্যাগ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৩



রিক্সাড্রাইভার টকটক করে দরজায় শব্দ করছে। ভেতর থেকে কোনো সাড়াশব্দ আসছে না। একটু পর নিশাত দরজাটা খুলে দিল। সামনে দাঁড়ানো লোকটাকে দেখে খেয়াল হলো এইমাত্র সে তার রিক্সা থেকে নেমে ভাড়াটা মিটিয়ে আসছে।

রুগ্ন শরীর আর জীর্ণশীর্ণ কাপড়ের রিক্সাড্রাইভার তার রুক্ষসুক্ষ ডান হাতটি নিশাতের দিকে বাড়িয়ে বললো- স্যার, আপনার মানিব্যাগ।

নিশাত সচকিত হয়ে তার প্যান্টের ব্যাকপকেটে হাতটা চালিয়ে দিয়ে দেখে নিল তার মানিব্যাগটা ঠিক জায়গায় আছে কিনা।
আছে। তার রুগ্ন মানিব্যাগটা প্যান্টের ব্যাকপকেটে ঠিকই লেপ্টে আছে।

নিশাত মানিব্যাগটা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কার মানিব্যাগ এটা ! হঠাৎ ফোনটা বেজে উঠল তার। তপু'র ফোন।

- নিশাত, আমার মানিব্যাগটা পাচ্ছিনা বন্ধু।
- তাই নাকি ! কোথায় হারালি ?
- এই যে তুই আমাকে আমাদের বাসার সামনে রিক্সা থেকে নামিয়ে দিলে তখনই দেখি মানিব্যাগটা নেই।
-আহারে.... তাই নাকি বন্ধু ! নারে বন্ধু আমি তোর মানিব্যাগটা পাইনি।
- দেখতো বন্ধু, মানিব্যাগটায় হাজার কয়েক টাকা ছিল। স্বর্ণার একটা ছবি ছিল। তার একটা চিঠিও ছিল। টাকার জন্য কোনো কষ্ট হচ্ছেনা বন্ধু। তার ছবিটা,তার চিঠিটা। এটাই তার শেষ চিঠি। আহারে.. কতো স্মৃতি, কতো আবেগ। চিঠিটায়....ছবিটায়...

কথা শেষ না করেই কল কেটে দিল তপু ।

ঠোঁট বাঁকা করে নিশাত হাসছে। হাজার কয়েক টাকা ! পুরো মাসটা চালিয়ে যাওয়া তার জন্য দুঃসাধ্যই ছিল, এখন অবশ্য অনেকটাই সুগম হয়েছে ! এমনকি এখন সে ইভার সাথে ডেটিং করতে গিয়ে বুক উঁচিয়ে রেস্টুরেন্ট বিলটাও পরিশোধ করতে পারবে।

ছবি- গুগল

মন্তব্য ৪২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮

সামিয়া বলেছেন: হায়রে!! এমন ও বন্ধু হয়!!!
ভালো লিখেছেন।।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৩

পার্থ তালুকদার বলেছেন: হ্য় হয় :)

ধন্যবাদ আপু ।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহ
কি হলো শেষে। বন্ধুই চুরি করলো ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫

পার্থ তালুকদার বলেছেন: হা হা .. তাই তো মনে হচ্ছে :)

শুভকামনা জানবেন।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩২

তারেক_মাহমুদ বলেছেন: বন্ধুরা এমনি দুষ্টু হয়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭

পার্থ তালুকদার বলেছেন: মাঝে মাঝে এমন হয়ে যায়। দুষ্টুমি আর দুষ্টুমিতে থাকে না।
ধন্যবাদ ভাই ।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর ছোট গল্প।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ সরকার ভাই ।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৮

প্রামানিক বলেছেন: কাজটা ভালো হয় নাই, অর্ধেক টাকা ফেরৎ দিত।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২০

পার্থ তালুকদার বলেছেন: অর্ধেক দিলে তো চোর হিসাবে ধরা পড়বে :)

ধন্যবাদ প্রামানিক ভাই।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১

সুমন কর বলেছেন: এমন বন্ধুর কোন দরকার নেই.........

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২০

পার্থ তালুকদার বলেছেন: ঠিক তাই দাদা ....

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: বাস্তব গল্প?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১

পার্থ তালুকদার বলেছেন: হতে পারে আবার না ও হতে পারে :D

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বন্ধুর বুঝি এমন নোংরা মন হয়!!!????

গল্পে ভাললাগা :)

++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৩

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই ।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩

পলাশবাবা বলেছেন: প্রেমিকেরা এমনই হয় .।.। :D

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৪

পার্থ তালুকদার বলেছেন: হা হা ...

মাঝে মাঝে হয় হয়তো :D

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো অনুগল্প।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৪

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ কামাল ভাই।

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৬

আহমেদ জী এস বলেছেন: পার্থ তালুকদার ,




একটুখানি গল্পে মানুষ চরিত্রের আরেকটি বাস্তব দিক ফুটিয়ে তুলেছেন চমৎকার করে ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৬

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য খুবই ভাল লাগলো।

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৭

ওমেরা বলেছেন: এরকম বন্ধু থাকার চে্যে না থাকা ভাল ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১১

পার্থ তালুকদার বলেছেন: অবশ্যই না থাকা ভালো।
ধন্যবাদ।

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

অয়ি বলেছেন: গল্পের সমাপ্তি মাঝখান থেকে বোঝা গিয়েছিল । নৈতিকতা শিক্ষা থেকে কতটুকু আসে আর উপলব্ধি থেকে কতটুকু আসে?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২২

পার্থ তালুকদার বলেছেন: আমার তো মনে হয় উপলব্দি করাটা খুবই গুরুত্বপূর্ণ।

ধন্যবাদ।

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

জুন বলেছেন: নিশাতরা কখনোই কারো বন্ধু হবার উপযুক্ত নয় ।
ভালোলাগলো গল্প কনিকাটি ।
+

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৮

পার্থ তালুকদার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩০

তারেক ফাহিম বলেছেন: এমন না হলে দুষ্ট বন্ধুর পরিচয়ও হতো না।

এমনও সময় আসবে, হাজার দুএক টাকা দিয়ে ঐ বন্ধু সাহয্য করছে, কিংবা স্মৃতির ছবি দিয়ে দুষ্টমি করছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৯

বিজন রয় বলেছেন: গল্প গল্পই।
++++

সত্য আর মিথ্যা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৫

পার্থ তালুকদার বলেছেন: গল্প গল্পই - ঠিক বলেছেন।
ধন্যবাদ।

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫০

আকিব হাসান জাভেদ বলেছেন: বন্ধুর সুখে ও আপনি দুখে ও আপনি সুতরাং বন্ধুর মানিব্যাগ চুরি দোষ নেই । তবে চোখ কান খোলা রাখাই ভালো আপনার মানিব্যাগটা যাতে কখনো খুইয়ে না যায়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৩

পার্থ তালুকদার বলেছেন: হা হা.
আমার মানিব্যাগ অনেকবার খুইয়েছে ভাই। তবে কোন বন্ধু নেয়নি। নিয়েছে পকেটমার।
যাইহোক সবার মানিব্যাগ নিরাপদে থাকুক। :-)
ধন্যবাদ।

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩

আটলান্টিক বলেছেন: আমার এমন একটা বন্ধু লাগবে :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২

পার্থ তালুকদার বলেছেন: তখন মানিব্যাগ খুঁজে পাবেন না । :D

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪১

জাইদী রেজা বলেছেন: বন্ধু না বাটপার ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮

পার্থ তালুকদার বলেছেন: বাটপার। :-)

২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৬

কথাকথিকেথিকথন বলেছেন:





গভীর ভাবনা । কাছের জন্য সর্বনাশ করে । এ বড় সর্বনাশ !

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩

পার্থ তালুকদার বলেছেন: এ বড় সর্বনাশ ! মহাসর্বনাশ ! :((

ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।

২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩০

সোহানী বলেছেন: দারুনভাবে দু'টি চরিত্রের তুলনা করলেন..... অসাধারন +++++++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.