নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অতি সাধারণ, সাধারণ থাকতে চাই ।

পার্থ তালুকদার

আমি ভাই সাধারণ, সাধারণ থাকতে চাই।

পার্থ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

অণুগল্পঃ উদ্ভট গল্প

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২



নীরা ঘুমাচ্ছে। গভীর ঘুম। ঘনঘন নাক ডাকছে তার। এই নাক ডাকা স্বভাবটা বিয়ের ঠিক তিন বছরের মাথায় শুরু হয়েছে। আর ক'দিন চলবে কে জানে।

চারদিকে নিস্তব্ধতা। রুমে জ্বলছে মিটিমিটি নীলাভ ডিমলাইট। তার মুক্তর নাকফুল থেকে যেন দৈবিক একগুচ্ছ আলো ঘরময় ছড়িয়ে পড়ছে। আজকেই কাজটা শেষ করে ফেলবো কিনা ভাবছি। এমন সুযোগ বারবার আসে না। নীরা সাধারণত আমার আগে কখনোই ঘুমায় না। আজ হয়তো এটাই তার শেষ ঘুম। জীবনের শেষ দিন। এবার রক্ষা নেই নীরা। এবার তোমার রক্ষা নেই !

গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আমার। এমন না যে কাজটা আমার জন্য সহজ হবে। কঠিন। ইস্পাতসম কঠিন। একগ্লাস পানি খাবো কিনা ভাবছি। অন্যদিন হলে পানির জন্য নীরাকে জাগিয়ে তুলতাম। আজ নয়। আমার শতকষ্টের নেপথ্যে, আমার জীবন দুর্বিষহ করার নেপথ্যে, আমার স্বপ্ন চুরমার করার নেপথ্যে এই কালসাপটই যে দায়ী। সো.....

আমার নাড়ানাড়িতে ঘুম ভেঙ্গে যায় নীরা'র। চোখে এক প্রস্ত ঘুম নিয়ে আমাকে জড়িয়ে ধরে। কন্ঠে জড়তা নিয়ে বলে-তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখলাম জামিল। তুমি ঠিক আছো তো ? স্বপ্নে দেখি পাঁচ ছয়জন লোক তোমার গলা চেপে ধরেছে। তুমি আপ্রাণ বাঁচার জন্য চেষ্টা করছো। কিন্তু পারছো না । তোমাকে নিয়ে খুব টেনশন হয় জামিল। আমাকে ছেড়ে কোথাও যাবেনা তো তুমি। বলো, বলো, কোত্থাও যাবেনা !
আমি হাতদুটি দিয়ে ওর গলাটা চেপে ধরি। নীরা গুঙানি দিয়ে ওঠে। কিছু একটা বলার চেষ্টা করে। আমি আরো জোরে চেপে ধরি, আরো জোরে....

এই পর্যন্ত পড়ে গল্পবইটা রেখে দেয় রায়হান। ধুর.. কী সব ছাইপাঁশ লিখে লেখকরা । যত্তসব উদ্ভট গল্প, মনে মনে বলে সে !

ছবি- গুগল

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯

সৈয়দ ইসলাম বলেছেন: কী সব ছাইপাঁশ লেখে ব্লগাররা। যত্তসব উদ্ভট গল্প, কীবোর্ডে লেখে চলে মন্তব্যকারী।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৪

পার্থ তালুকদার বলেছেন: হা হা ..। দারুণ লিখেছেন তো . :D

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: গল্প! গল্পের মাঝে গল্প!!

জীবনের চলমান টানােপাড়েনইতো আসে সাহিত্যে! আমাদের ক্রুশিয়াল কর্পোরেট বর্তমানে তো কেবলই টিকে থাকার গল্প!
নীতি, নৈতিকতা, ভালবাসা, ত্যাগ অভিধানের শব্দ কেবল!

+++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬

পার্থ তালুকদার বলেছেন: সুন্দর মন্তব্য । আমার গল্পের চেয়েও সুন্দর।

ধন্যবাদ ভৃগু ভাই ।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: কিছু তো বুঝতে পারলাম না।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭

পার্থ তালুকদার বলেছেন: একবার না বুঝিলে পড়েন শতবার :D
হা হা .....রাজীব ভাই !!

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৭

সামিয়া বলেছেন: অনু গল্প ভালো হয়েছে।।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ আপু !!

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২

তারেক_মাহমুদ বলেছেন: আলিফ লাইলার মত গল্পের ভিতর গল্প, আইডিয়াটা ভাল।আপনিতো ভাইয়া অনুগল্পের ওস্তাদ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৩

পার্থ তালুকদার বলেছেন: সুন্দর মন্তব্য ভাই। তবে আমি অণুগল্পের একজন পরমাণু লেখক মাত্র।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১

অয়ি বলেছেন: ভাল লিখেছেন যদিও গল্প ছিল এই টুইস্ট পুরনো ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৫

পার্থ তালুকদার বলেছেন: সবসময় মাথায় টুইস্ট আসেনা। একটু এলোপাতাড়ি হয়ে যায়। :-)
ধন্যবাদ।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭

আটলান্টিক বলেছেন: গল্পের প্রথম কয়েক লাইন পড়েই আমার টেনশন শুরু হয়ে গেছিলো :( :(
কেমনে লেখেন?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

পার্থ তালুকদার বলেছেন: চেষ্টা করছি । হয় না। আমারও অনেককে জিজ্ঞেস করতে ইচ্ছে করে - কেমনে লিখেন ?
ধন্যবাদ।

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০

আমি তুমি আমরা বলেছেন: গল্পটাতো শেষ হল না।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪

পার্থ তালুকদার বলেছেন: পাঠকতো বইটা ন পড়ে রেখে দিয়েছে। আবার পড়তে শুরু করলে বাকিটা জানা যাবে :-)

ধন্যবাদ।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫

করুণাধারা বলেছেন: ভালই। শেষ হইয়াও হইল না শেষ!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ ব্লগার।

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

বিদেশে কামলা খাটি বলেছেন: জীবনের বাইরে কোন গল্প না লেখাই ভালো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১২

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪২

পুলক ঢালী বলেছেন: ঠিক কয়েকদিন আগে রাজীব নুরও মনে হলো একই ঘরানার গল্প লিখেছিলেন !!!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৩

পার্থ তালুকদার বলেছেন: আমার পড়া হয়নি।
ধন্যবাদ ঢালী ভাই।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬

সুমন কর বলেছেন: এমন গল্প কিন্তু আগেও প্রচুর এসেছে........... ;) গল্পের ভিতর গল্প, মোটামুটি লাগল !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৬

পার্থ তালুকদার বলেছেন: এক গল্পের সাথে অন্য গল্প অনেক সময় মিলে যায়। হয়তো আমারটাও মিলে গেল। ধন্যবাদ দাদা।

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

আহমেদ জী এস বলেছেন: পার্থ তালুকদার ,




সুন্দর হয়েছে বলা-ই ভালো নইলে উদ্ভট লাগবে ...................

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৭

পার্থ তালুকদার বলেছেন: হা হা..। না ভাই, সত্যটাই বলেন। সত্যই সুন্দর।

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: এমন গল্প পড়তে ইচ্ছে করেনা, শুধু সুন্দরভাবে বেঁচে থাকার গল্প, ভালোলাগা বালোবাসার গল্প পড়তেই ভালোলাগে। লেখনিতে জোর আছে........শুভেচ্ছা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০০

পার্থ তালুকদার বলেছেন: এমন গল্প কেউ পছন্দ করে না। তবে অনেকের জীবনেই ঘটে যায়।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩০

মোস্তফা সোহেল বলেছেন: গল্পে কত কিছু হয় আবার অনেক সময় বাস্তবতা গল্পকেও হার মানায়।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩

পার্থ তালুকদার বলেছেন: ঠিক তাই .....

ধন্যবাদ সোহেল ভাই । ভাল থাকবেন ।

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৫

মরিয়ম খাতুন বলেছেন: গল্পে ভয়-শঙ্কা-রোমাঞ্চ সবই আছে। সুন্দর বলতেই পারি। তবে এ রকম পরিস্থিতি থেকে আমরা যতই মুক্তির পথ খুঁজছি ততই তলিয়ে যাচ্ছি অতলে। আসলে গল্প তো জীবনের বাইরের কিছু নয়। ধন্যবাদ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৩

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ মরিয়ম খাতুন আপু ! সকালের তরতাজা মন্তব্যের জন্য।
শুভকামনা জানবেন।

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২

তারেক ফাহিম বলেছেন: উদ্ভট অনুগল্প B-)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০২

পার্থ তালুকদার বলেছেন: আসলেই উদ্ভট :D

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭

আখেনাটেন বলেছেন: কী উদ্ভট কাণ্ড?

লেখা ভাল্লাগ্ছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৯

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ ।

১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: একবার না বুঝিলে পড়েন শতবার :D
হা হা .....রাজীব ভাই !


ধন্যবাদ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১০

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ ভাই।

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০

হাসান মাহবুব বলেছেন: সৈয়দ ইসলাম বলেছেন: কী সব ছাইপাঁশ লেখে ব্লগাররা। যত্তসব উদ্ভট গল্প, কীবোর্ডে লেখে চলে মন্তব্যকারী।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৮

পার্থ তালুকদার বলেছেন: :)

২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৯

নির্বাক শাওন বলেছেন: :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৯

পার্থ তালুকদার বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.