নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

পরাজিত প্রেমিক

০৫ ই মে, ২০১৬ রাত ১২:৪৬



সুনয়নী!
চিনতে পেরেছো?
আমি তোমারি সেই পরাজিত প্রেমিক।

আমি তোমাকে ভালোবাসলাম
তুমি বিত্ত চাইলে
আমি অপারগতা প্রকাশ করায়
তুমি বিত্তবান বৃদ্ধকে বিয়ে করলে
অর্থের কাছে পরাজিত বলে
প্রেমেও ব্যর্থ হলাম।

সুনয়নী!
তোমার জীবন্ত অথচ মৃত মহীরুহসম স্বামী নিয়ে
কেমন আছ?

জানি তুমি সত্য বলবে না
না বললেও তোমার কৃত্রিম হাসিতে
অসুখী হৃদয়ের চিত্র ফুটে উঠে
বুঝতে পারি তুমি কত কষ্টে আছ
তারপরেও তুমি বলছ
তুমি সুখে আছ।

তুমি বললে খুব সুখে আছ
আমিও ভারাক্রান্ত হৃদয়ে আশীর্বাদ করি
সুখেই থাক
এ আমার পরাজিত হৃদয়ের
অব্যক্ত আশীর্বাদ।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৬ রাত ১:১৬

সচেতনহ্যাপী বলেছেন: আপনাকে প্রথমবারের মত আমার ব্লগবাড়িতে দেখে, বেড়াতে এসে দেখি কবিতা!! এটা আমার অবোধ্য।। তাই জানান দিয়েই চলে যাচ্ছি।।

০৫ ই মে, ২০১৬ সকাল ১০:৪২

পবন সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে, আপনি কষ্ট করে আমার ব্লগ বাড়িতে এসে প্রথম মন্তব্য করেছেন এটাই আমার বড় পাওয়া।

২| ০৫ ই মে, ২০১৬ রাত ৩:২৮

ডঃ এম এ আলী বলেছেন: তুমি বললে খুব সুখে আছ
আমিও ভারাক্রান্ত হৃদয়ে আশীর্বাদ করি
সুখেই থাক
এ আমার পরাজিত হৃদয়ের
অব্যাক্ত আশীর্বাদ।
পরাজয় থেকে জয়ের দিকে ধাবিত হওয়ার জন্য আশীর্বাদ রইল নিরন্তন । খুবই সুন্দর ভাল লাগার মত কবিতা ।

০৫ ই মে, ২০১৬ সকাল ১০:৪৩

পবন সরকার বলেছেন: ডঃ এম এ আলী ভাই, খুব খুশি হলাম আপনার মন্তব্য পড়ে। আশীর্বাদ করবেন আপনাদের পাশে যেন থাকতে পারি।

৩| ০৫ ই মে, ২০১৬ সকাল ৮:২১

খায়রুল আহসান বলেছেন: এতদিন তো জেনে এসেছিলাম, 'সুনয়না'।
যাহোক, মনের আবেগ কবিতায় ভালোভাবেই ব্যক্ত হয়েছে। প্রেমিক পরাজিত হতে পারে, তবে প্রেম পরাজিত হয় না।
ব্লগে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক!

০৫ ই মে, ২০১৬ সকাল ১০:৪৪

পবন সরকার বলেছেন: আপনি আমার বড় ভাই, আপনাদের উৎসাহত পেলে উৎসাহিত হই। আপনি আমার নতুন ব্লগে মন্তব্য করায় খুব খুশি হলাম।

৪| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:২৬

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ

০৬ ই মে, ২০১৬ সকাল ১১:২১

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৩

কল্লোল পথিক বলেছেন: সুনয়নী!
চিনতে পেরেছো?
আমি তোমারি সেই পরাজিত প্রেমিক।
বাহ!চমৎকার কবিতা।

০৬ ই মে, ২০১৬ সকাল ১১:২২

পবন সরকার বলেছেন: ধন্যবাদ দাদা। আপনার মন্তব্য পেয়ে উৎসাহিত হলাম।

৬| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন লেখন। হৃদয়
ছুঁয়েছে তাই ভালোলাগা জানিয়ে দিলাম।

০৬ ই মে, ২০১৬ সকাল ১১:২৩

পবন সরকার বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুশি হলাম কবি ভাই।

৭| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন লেখনি। হৃদয়
ছুঁয়েছে তাই ভালোলাগা জানিয়ে দিলাম।

০৬ ই মে, ২০১৬ সকাল ১১:২৩

পবন সরকার বলেছেন: আবারো মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

৮| ০৬ ই মে, ২০১৬ সকাল ১০:৩২

শায়মা বলেছেন: সুনয়নী সুখে থাকুক ভাইয়া!:)

০৬ ই মে, ২০১৬ সকাল ১১:২৪

পবন সরকার বলেছেন: আপনার মত ব্লগার আমার ব্লগ বড়িতে পদার্পন করায় খুব খুশি হলাম।

৯| ২৫ শে মে, ২০১৬ রাত ২:১৪

রুদ্র জাহেদ বলেছেন: তবুও সুনয়নী ভালো থাকুক...

২৭ শে মে, ২০১৬ রাত ১:৪০

পবন সরকার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.