নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

সিএনজি চালকের গাছ প্রীতি

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:২০


গত বৃহস্পতিবার (০২-০৬-২০১৬) বিকাল তিনটার দিকে অফিসের গাড়িতে সংসদ ভবনের দিকে যাচ্ছিলাম। তেজগাঁও নাবিস্ক দিয়ে ঘুরে ওভার ব্রীজের উপর দিয়ে বিজয় সরনী দিকে যেতে প্রচন্ড জ্যামের কারণে গাড়ি ব্রীজের ঢালে আটকে গেল। গাড়ির সিটে বসে বাম পাশে তাকাতেই সিএনজি চালিত স্কুটারের দিকে নজর দিতেই চোখ আটকে গেল। সিএনজির সামনের দরজায় কয়েকটি গাছ লটকে আছে। প্রথমেই মনে করেছিলাম হয়তো পিছনে বসা প্যাসেঞ্জার গাছের চারা কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু ভালো করে তাকাতেই ভুল ভাঙল। স্কুটারের গায়ে লেখা আছে জীবনে অন্তত একটি গাছ লাগান, গাছ লাগান পরিবেশ বাঁচান। সিএনজি ড্রাইভার নিজের থেকেই যে গাছগুলো স্কুটারের দরজায় লালন পালন করছে তা বুঝতে আর বাকি রইল না। ইচ্ছা হলো গাড়ি থেকে নেমে ড্রাইভারের সাথে তার এই উদ্যোগমূলক কাজটির ব্যাপারে কথা বলতে। কিন্তু মুহুর্তেই জ্যাম ছুটে গিয়ে গাড়ি চলতে লাগল। আর কথা বলার সুযোগ পেলাম না। তবে মনে মনে তার কাজের প্রশংসা না করে পারলাম না। এই রকম গাছ পাগল লোক যদি সারা দেশে থাকতো তাহলে পরিবেশ নিয়ে আমাদের কোন চিন্তা করতে হতো না।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৩৫

গেম চেঞ্জার বলেছেন: এটা কি ভ্রাম্যমান গাছ??

০৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৬

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই গেমচেঞ্জার মন্তব্য করার জন্য খুশি হলাম।

২| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৫০

কল্লোল পথিক বলেছেন:



সুন্দর উদ্দ্যেগ।
সাধুবাদ জানাই।

০৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৭

পবন সরকার বলেছেন: ধন্যবাদ দাদা।

৩| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:৪৮

কলাবাগান১ বলেছেন: ভাল কিন্তু বিপদজনক। উনি ডান দিকের সাইড না দেখতে পারলে এক্সিডেন্ট হওয়ার সমূহ সম্ভাবনা

০৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৭

পবন সরকার বলেছেন: এই গাছওয়ালার চেয়ে খোলামেলারা বেশি এক্সিডেন্ট করে।

৪| ০৫ ই জুন, ২০১৬ রাত ১:১৯

আলআমিন১২৩ বলেছেন: এটা আসলেই পাগলামী । এতে দুঘটনার সম্ভাবনা অনেক বেড়ে গেছে।

০৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৮

পবন সরকার বলেছেন: লুকিং গ্লাসে সে সবসময় সতর্ক থাকে কাজেই তার দ্বারা কোন এক্সিডেন্ট হয় না।

৫| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রশংসনীয় উদ্দেগ। সধুবাদ জানাই।

জন সচেতন মূলক পোষ্টির জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫১

ভ্রমরের ডানা বলেছেন: এসব যদি বনখেকো শিক্ষিত দানবসম্প্রদায় বুঝত ইস!


এই লোক সিএনজি চালালেও তার ভেতরে আসল শিক্ষা রয়েছে!


ব্যতিক্রমধর্মী পোষ্ট ভাল লেগেছে।

১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩০

পবন সরকার বলেছেন: সুন্দর কথাই বলেছেন। সিএনজি ড্রাইভার পরিবেশ নিয়ে চিন্তা করলেও বনখেকো শিক্ষিত লোকেরা বোঝে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.