নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

সামুকে ধন্যবাদ এবং সাথে বাঘাইড় মাছ

১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৫


সেদিন সাভারের বাজারে গিয়ে হঠাৎ আরিচা থেকে আনা এই বাঘাইড় মাছটি দেখতে পেলাম। জেলেরা দাম পনরো হাজার টাকা চাইলেও গ্রাহকরা কেজিতে দাম দর করতেছিল। অবশেষে সাত শত টাকা কেজিতে বিক্রি হয়েছে। তাতেও দশ হাজার টাকা দাম হয়েছে।

বিখ্যাত লেখক আকতারুজ্জামান ইলিয়াস তাঁর উপন্যাস “খোয়াব নামায়” বাঘাইড় মাছের নাম উল্যেখ করেছেন। অন্য কোন উপন্যাসে এই মাছের নাম আছে কিনা জানি না। ছোট কালে এই মাছ অনেক খেয়েছি। অন্যান্য মাছের তুলনায় এর স্বাদ আলাদা। মুখোরোচক স্বাদ এবং খেতে চমৎকার। মাছটি সব এলাকায় খুব একটা পাওয়া যায় না। পদ্মা, মেঘনা, যমুনা নদীতে বেশির ভাগ পাওয়া যায়। বড় বাঘাইড় মাছ কয়েক মণ ওজনের হয়ে থাকে।

সামুর উপর গোস্বা করেছিলাম। কারিগরি ত্রুটি দূর হওয়াতে আপাতত বাঘাইড় মাছের পোষ্টটি খুশি হয়ে দিলাম। সামুর কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

জুন বলেছেন: রোজার ঈদের পর দেবরের বাসায় দাওয়াত ছিল। পোলাও মাংসের হরেক পদের সাথে সুনামগঞ্জের হাওর থেকে আনা এই মাছ আর ভাত ছিল।। আমি এই বাঘা আইড়ের দোপেয়াজা দিয়ে ভাতই খেলাম পবন সরকার। আর কিছু ছুয়েই দেখিনি। তাহলে বুঝে দেখেন কি মজার মাছ :)

১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

পবন সরকার বলেছেন: জুন আপা, আগে এই মাছ অনেক খেয়েছি, এখন খুব একটা চোখেই পড়ে না।

২| ১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

গেম চেঞ্জার বলেছেন: ওয়াও!! দারুণ ব্যাপার তো!! B-)

১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১০

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, এই মাছ খেতেও অন্য রকম স্বাদ।

৩| ১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই মাছ খুব স্বাদের।

১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১০

পবন সরকার বলেছেন: ঠিকই বলেছেন ভাই, এই মাছ যারা খায় নাই তারা বুঝতে পারবে না।

৪| ১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

সুমন কর বলেছেন: বাঘাইড় মাছ তো খাইনি !! :(

তবে, সামুর সমস্যা দূর হওয়াতে খুশি হলাম.... !:#P

১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১১

পবন সরকার বলেছেন: কথা মন্দ বলেননি। বাঘাইড় মাছ কিছু হোক সামুর সমস্যা দূর হওয়াতে আমরা সবাই খুশি।

৫| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪৫

সোহাগ সকাল বলেছেন: আসলেই চমৎকার মজার একটা মাছ। ছবি দেখেই জিবে জল চলে আসছে।

১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১২

পবন সরকার বলেছেন: জিবে জল আসর মতই মাছ। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.