নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

মওলানা ভাসানীর মজার রান্না

০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫২


ষাটের দশকে মুসলিম লীগ নেতা এবং সাবেক মন্ত্রী আবুল কাশেম সাহেবের পুত্র মাঈদুল ইসলাম একজনকে সাথে নিয়ে গেলেন মওলানা ভাসানীর সাথে দেখা করতে। তখন ছিল রোজার সময়। ভাসানী তাদেরকে জিজ্ঞেস করলেন তাঁরা রোজা রেখেছে কিনা। মওলানা সাহেবের এমন কথায় তাঁরা মাথা চুলকাতে চুলকাতে জবাব দিল, রোজা রাখে নাই।

তারা রোজা রাখে নাই শুনে মওলানা সাহেব বলল, রোজার দিন তোমাগো এহন কি খাইবার দেই, বাবুর মাও নাই (মওলানার স্ত্রী আলেমা ভাসানী)। বাবুর মাও আমারে ফালায়া পাঁচবিবি গ্যাছে বাপের বাড়ি। একটু চিন্তা করেই বলল, আচ্ছা বসো। ভাত না খাইয়া কিন্তু যাইয়ো না, দেহি কি করবার পারি।

তাদের বসতে বলে মওলানা সাহেব নিজেই রান্নার কাজে লেগে গেলেন। রান্না করার মত মাছ মাংস কিছুই ছিল না। গতকাল একজনে একটি রুই মাছ দিয়েছিল সেটিও খাওয়া শেষ হয়েছে, শুধু রুই মাছের তেলগুলো আছে। মওলানা এই তেল দিয়েই লাকরির চুলায় বেগুন রান্না করলেন।

খাওয়ার সময় তারা যেন হুশহারা হলেন। মাঈদুল ইসলামের ভাষ্য মতে, রুই মাছের তেল দিয়ে রান্না করা বেগুনের তরকারী এত স্বাদ হয়েছিল যে খেতে খেতে পরিমাণের তুলনায় অনেক বেশি খেয়েছিলেন।

আসলে মওলানা ভাসানীর রান্নার হাত খুবই ভালো ছিল। তরকারীতে একটু ঝাল বেশি দিত ঠিকই কিন্তু খেতে খুব স্বাদ হতো।

এখানে লক্ষ্যনীয় যে, নিজে রোজা রেখেও বে রোজদার অন্যকে নিজের হাতে রান্না করে খাওয়াতে দ্বিধা করতেন না। নিজে ধর্মনিষ্ঠ ছিলেন কিন্তু ধর্মের আচার অনুষ্ঠান অন্যের ঘাড়ে চাপানো পছন্দ করতেন না।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


মওলানা মওলানা রয়ে গেলেন, এরা মন্ত্রী হলেন, কাশেম গ্রুপের মালিক হলেন, একদিন জেলেও যেতে হবে হয়তো।

০৬ ই মে, ২০১৮ রাত ৮:০৩

পবন সরকার বলেছেন: যতটুকু জানি মাঈদুল ইসলামরা আগে থেকেই শিল্পপতি, বাংলাদেশ হওয়ার পরে তারা অতটা ফুলে ফেঁপে উঠতে পারে নাই। মূল্যবান মন্তব্য করার জন্য ধন্যবাদ চাঁদগাজী ভাই।

২| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:০০

সনেট কবি বলেছেন: সে জন্যই তিনি এমন জনপ্রিয়।

০৬ ই মে, ২০১৮ রাত ৮:০৫

পবন সরকার বলেছেন: আসলেই মওলানা মানুষের রাজনীতি করতেন, অনেক সময় তার ঘরে খাবারও থাকতো না। তিনি লোভ করলে অনেক কিছু করতে পারতেন কিন্তু করেন নাই।

৩| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:০২

ব্লগার_প্রান্ত বলেছেন: চাঁদগাজী সুন্দর কথা বলেছেন।
মাওলানা সাহেব একজন সত্যিকারের আদর্শ।

০৬ ই মে, ২০১৮ রাত ৮:০৬

পবন সরকার বলেছেন: ধন্যবাদ প্রান্তর, ভালো রেজাল্ট করার জন্য শুভেচ্ছা।

৪| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:১০

নায়লা রহমান বলেছেন: ভালো লাগলো

০৬ ই মে, ২০১৮ রাত ৮:৩৪

পবন সরকার বলেছেন: ধন্যবাদ বোন, মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

৫| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:১০

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ পবন ভাই :)

০৬ ই মে, ২০১৮ রাত ৮:৩৪

পবন সরকার বলেছেন: তোমার জীবনের উন্নতি কামনা করি।

৬| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:২১

মোহাম্মদ সজল রহমান বলেছেন: লেখাটি পড়ে অনেক ভালো লাগলো। বরাবর বাংলাদেশের একজন রাজনৈতিকের আদর্শকে আমায় টানে তিনি মাওলানা ভাসানী। এমন নেতা খুব কম জন্মে পৃথিবীতে। জয় হোক মেহনতি মানুষের।

০৬ ই মে, ২০১৮ রাত ৮:৩৭

পবন সরকার বলেছেন: বর্তমান রাজনীতিতে তার মত একটা লোকও খুঁজে পাচ্ছি না। তিনি এত নির্লোভ ছিলেন যা ভাষায় প্রকাশ করা যায় না। শ্বশুরের দেয়া সম্পত্তি পর্যন্ত তিনি স্কুল কলেজের নামে দান করে দিয়েছেন।

৭| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:৫০

আবু আফিয়া বলেছেন: চমৎকার একটি বিষয় তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে এটাই ইসলামের শিক্ষা। জোর জবরদস্তি ইসলামের শিক্ষা নয়।

০৬ ই মে, ২০১৮ রাত ৮:৫৬

পবন সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে, ইসলামের অপব্যাখ্যা করে অনেক সময় ভুল পথে নিয়ে যাওয়া হয়, প্রকৃত ইসলাম অত কঠিন নয়।

৮| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অথচ তারাই আঁধারে!
আলোকিত নেতাদের ইতিহাস মুছে ফেলার প্রানান্ত চেষ্টা লক্ষনীয়!
ইতিহাস যেন হাজার বছরের আবহমনা ধারা নয়! হঠাৎ বাঁক খাওয়াতে গিয়ে
ইতিহাসের এই রথি মহারথিরা পেছনে পড়ে আছেন! দু:খজনক

স্মরন করা পোষ্টে +++++++++

০৬ ই মে, ২০১৮ রাত ৯:৫২

পবন সরকার বলেছেন: আসলে এসব নেতার তুলনা হয় না অথচ বর্তমানে এদের নিয়ে খুব একটা আলোচনা দেখি না। ধন্যবাদ

৯| ০৬ ই মে, ২০১৮ রাত ১০:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই সমেয়ে দরকার ছিল উনাকে...

০৬ ই মে, ২০১৮ রাত ১০:১১

পবন সরকার বলেছেন: এইরকম নেতা হয়তো আর আমরা পাব না। ধন্যবাদ

১০| ০৬ ই মে, ২০১৮ রাত ১০:২৬

সমুদ্রচারী বলেছেন: আমরা আমাদের কোন নেতাকেই প্রাপ্য সন্মান দিতে পারিনি।এমনকি ভাসানী নভোথিয়েটারের নামও বদলে বঙ্গবন্ধু নভোথিয়েটার করা হয়েছে এই সরকারের আমলেই । খুব কমই জানি মাওলানা ভাসানী সম্পর্কে,তাঁর নতুন একটা গুন জানলাম। ধন্যবাদ

০৬ ই মে, ২০১৮ রাত ১০:৪০

পবন সরকার বলেছেন: মওলানা ভাসানীর জীবনে এমন অনেক ঘটনা আছে যা শিক্ষনীয়, অন্য কোন নেতার জীবনে এর ছিটে ফোটাও নাই। ধন্যবাদ

১১| ০৭ ই মে, ২০১৮ রাত ১২:২৩

মাআইপা বলেছেন: ছবিটা অনেক আগে দেখেছি কিন্তু পেছনের গল্প জানা ছিল না।

ধন্যবাদ এবং শুভ কামনা রইল

০৮ ই মে, ২০১৮ ভোর ৬:০০

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১২| ০৭ ই মে, ২০১৮ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: ভাসানী নভোথিয়েটারের নাম কি বদলে রাখা হয়েছে? নতুন মান কি হয়েছে?

০৮ ই মে, ২০১৮ ভোর ৬:০১

পবন সরকার বলেছেন: জী ভাই নভোথিয়েটারের নাম পরিবর্তন করা হয়েছে।

১৩| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:০৭

তারেক_মাহমুদ বলেছেন: মাওলানা ভাসানির মত মানুষ এদেশে বড়ই প্রযোজনা।

০৮ ই মে, ২০১৮ ভোর ৬:০২

পবন সরকার বলেছেন: ভাসানীর মত লোক হয়তো আর পৃথিবীতে আসবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.