নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

ভাসানীর মজার রান্নার সেই প্রবীণ নেতা হারিয়ে গেলেন

১২ ই মে, ২০১৮ রাত ১১:০১


ভাসানীর রান্না করা খাবার নিয়ে যার মজার কাহিনী গত ছয় তারিখে এই ব্লগে পোষ্ট করেছিলাম সেই মাঈদুল ইসলাম এমপি (কুড়িগ্রাম) আর নেই। ১০ তারিখ বৃহষ্পতিবার রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। তিনি ১৯৪০সালে জন্মগ্রহণ করেন এবং তার বয়স হয়েছিল ৭৮বছর। তিনি চলমান সংসদের এমপি এবং বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী ছিলেন।
**** আপনাদের জ্ঞাতার্থে কাহিনীটি আবার দেয়া হলো। ****

ষাটের দশকে মুসলিম লীগ নেতা এবং সাবেক মন্ত্রী আবুল কাশেম সাহেবের পুত্র মাঈদুল ইসলাম একজনকে সাথে নিয়ে গেলেন মওলানা ভাসানীর সাথে দেখা করতে। তখন ছিল রোজার সময়। ভাসানী তাদেরকে জিজ্ঞেস করলেন তাঁরা রোজা রেখেছে কিনা। মওলানা সাহেবের এমন কথায় তাঁরা মাথা চুলকাতে চুলকাতে জবাব দিল, রোজা রাখে নাই।

তারা রোজা রাখে নাই শুনে মওলানা সাহেব বলল, রোজার দিন তোমাগো এহন কি খাইবার দেই, বাবুর মাও নাই (মওলানার স্ত্রী আলেমা ভাসানী)। বাবুর মাও আমারে ফালায়া পাঁচবিবি গ্যাছে বাপের বাড়ি। একটু চিন্তা করেই বলল, আচ্ছা বসো। ভাত না খাইয়া কিন্তু যাইয়ো না, দেহি কি করবার পারি।

তাদের বসতে বলে মওলানা সাহেব নিজেই রান্নার কাজে লেগে গেলেন। রান্না করার মত মাছ মাংস কিছুই ছিল না। গতকাল একজনে একটি রুই মাছ দিয়েছিল সেটিও খাওয়া শেষ হয়েছে, শুধু রুই মাছের তেলগুলো আছে। মওলানা এই তেল দিয়েই লাকরির চুলায় বেগুন রান্না করলেন।

খাওয়ার সময় তারা যেন হুশহারা হলেন। মাঈদুল ইসলামের ভাষ্য মতে, রুই মাছের তেল দিয়ে রান্না করা বেগুনের তরকারী এত স্বাদ হয়েছিল যে খেতে খেতে পরিমাণের তুলনায় অনেক বেশি খেয়েছিলেন।

আসলে মওলানা ভাসানীর রান্নার হাত খুবই ভালো ছিল। তরকারীতে একটু ঝাল বেশি দিত ঠিকই কিন্তু খেতে খুব স্বাদ হতো।

এখানে লক্ষ্যনীয় যে, নিজে রোজা রেখেও বে রোজদার অন্যকে নিজের হাতে রান্না করে খাওয়াতে দ্বিধা করতেন না। নিজে ধর্মনিষ্ঠ ছিলেন কিন্তু ধর্মের আচার অনুষ্ঠান অন্যের ঘাড়ে চাপানো পছন্দ করতেন না।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৮ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:


আশাকরি, এমপি হিসেবে দেশের জন্য কিছু করে গেছেন।

১৩ ই মে, ২০১৮ রাত ১২:১২

পবন সরকার বলেছেন: বাংলাদেশের এমপিরা যা করে উনি তাই করেছেন।

২| ১২ ই মে, ২০১৮ রাত ১১:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ইতিহাস থেকে আরেকটি নেতা ?

মওলানা ভাসানীর মুল নীতি ছিল ধর্মনিরোপেক্ষ, কমুনিষ্ট সমাজতান্ত্রিক বাংলাদেশ।

মাঈদুল ইসলাম ও মাইদুলের বাপ ভাসানীর দলত্যাগ করে খুনি সামরিক জান্তার দলে যোগ দিলেন।
পরে আবার আরেকটি সামরিক শৈরশাসক সেবা করতে দলত্যাগ করলেন।

১৩ ই মে, ২০১৮ রাত ১২:১৭

পবন সরকার বলেছেন: ভাই রাজনৈতিক নেতাদের নিয়ে আমার তেমন উৎসাহ নাই, শুধু ভাসানীর কাহিনীর জন্য এটা দিলাম।

৩| ১২ ই মে, ২০১৮ রাত ১১:৩১

শহীদ আম্মার বলেছেন: ঘটনাটি পড়ে ভাল লাগলো। লিখার জন্য ধন্যবাদ।
একটা জায়গায় একটু আপত্তি আছে। যার কাছে ভাসানী বা বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ থাকবে তিনি কখনো চলমান সংসদের মত একটি সংসদে নিজেকে সম্পৃক্ত রাখবেন না।

১৩ ই মে, ২০১৮ রাত ১২:১৯

পবন সরকার বলেছেন: বর্তমান রাজনীতির নেতাদের নিয়ে আমি সন্তুষ্ট না। আমি এখানে ভাসানীর কাহিনীর জন্য দিয়েছি।

৪| ১৩ ই মে, ২০১৮ রাত ১২:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাত্রই কদিন আগে স্মৃতিচারণ করলেন উনাকে নিয়ে আর এখন মারা গেলেন তিনি। অদ্ভূত এই জীবন চক্র...

১৩ ই মে, ২০১৮ দুপুর ১:৩০

পবন সরকার বলেছেন: জী ভাই, আমিও খবরটি শুনে আশ্চার্য হয়েছি। ধন্যবাদ

৫| ১৩ ই মে, ২০১৮ রাত ১:২৮

মাআইপা বলেছেন: ক’দিন আগের পোস্টেই গল্পটা জেনেছিলাম।
আজ সেই লোকটাও চলে গেলেন!!!!!
আল্লাহ ওনাকে বেহেস্ত নসীব করুন

১৩ ই মে, ২০১৮ দুপুর ১:৩১

পবন সরকার বলেছেন: দোয়া করবেন তার জন্য। ধন্যবাদ

৬| ১৩ ই মে, ২০১৮ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: এমন একজন এমপির নাম বলুন, যে সে তার দায়িত্ব যথাযথ পালন করেছেন?

১৩ ই মে, ২০১৮ দুপুর ১:৩২

পবন সরকার বলেছেন: আগে হয়তো দুই একজন ছিল বর্তমানে একটাও চোখে পড়ে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.