নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

কোটার নাতি

২২ শে মে, ২০১৮ সকাল ১১:৩৮


পবন সরকার

কিরে হাবু, পড়ছিস না ক্যান
চলবি কেমন করে
সারা জীবন বাপ মায়েরা
পালবে নাকি তোরে?

হা হা হেসে বলল হাবু,
চিন্তুা করিস কেন,
কোটার রাজ্যে বসত করে
চাকরির অভাব যেন?

বাপ হলো মোর ন্যাংড়া-ন্যুলো
মায়ে উপজাতি
দাদা হলো মুক্তিযোদ্ধা
আমি যে তার নাতি।

তিনটি কোটায় রাজত্ব মোর
সারা বাংলা ধরে
চাকরির জন্য ঘাড় গুঁজিয়ে
কি লাভ এত পড়ে?

(ছবি ঃ গুগল)

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৮ সকাল ১১:৪১

কাইকর বলেছেন: ভাইজান প্রথম দিগে আমার দাদাকে খুঁজে পেয়েছিলাম।যখন ছোটছিলাম তখন দাদা এইসব কথা বলতো।ধন্যবাদ আপনাকে

২২ শে মে, ২০১৮ সকাল ১১:৪২

পবন সরকার বলেছেন: ধন্যবাদ কাইকর।

২| ২২ শে মে, ২০১৮ সকাল ১১:৪৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সমসাময়িক কবিতা।

২২ শে মে, ২০১৮ সকাল ১১:৪৯

পবন সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ২২ শে মে, ২০১৮ দুপুর ১২:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চলমান সময়ের আন্দোলনের
পক্ষ থেকে দাঁত ভাঙ্গা জবাব,
রম্য বটে বুঝবে কি সে
বোঝার লোকের অভাব!!

২২ শে মে, ২০১৮ দুপুর ১২:১৮

পবন সরকার বলেছেন: আপনি হলেন আমার ছড়া লেখার গুরু
আপনার দেখাদেখি ছড়া লেখা শুরু।
আমার লেখায় মন্তব্যতে শুভেচ্ছা জানাই
আপনার মত ছড়া লেখায় তুলনা কারো নাই।

৪| ২২ শে মে, ২০১৮ দুপুর ১২:১৩

তারেক_মাহমুদ বলেছেন: দারুণ রম্য ছড়া লিখেছেন পবন ভাই। লাইক দিলাম।

২২ শে মে, ২০১৮ দুপুর ১২:১৯

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম।

৫| ২২ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৫

কাওসার চৌধুরী বলেছেন: কোটার বিরুদ্ধে শক্তিশালী রম্য ছড়া। ভাল লেগেছে

২২ শে মে, ২০১৮ দুপুর ১:০০

পবন সরকার বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই, মন্তব্য করায় খুশি হলাম। শুভ্চেছা রইল।

৬| ২২ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৬

আবু ছােলহ বলেছেন:



ছড়া সুন্দর হয়েছে। ধন্যবাদ।

২২ শে মে, ২০১৮ দুপুর ১:০১

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ২২ শে মে, ২০১৮ দুপুর ১:১৬

ফেনা বলেছেন: দারুণ হয়ছে।
এইটাই বংলাদেশে..... হা হা হা..

২২ শে মে, ২০১৮ দুপুর ১:১৯

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা।

৮| ২২ শে মে, ২০১৮ দুপুর ১:৩৪

আবু তালেব শেখ বলেছেন: আপনার এলেম আছে দেখছি

২২ শে মে, ২০১৮ দুপুর ১:৩৯

পবন সরকার বলেছেন: আপনার মুখে ফুল চন্দন পড়ুক। ধন্যবাদ ভাই।

৯| ২২ শে মে, ২০১৮ দুপুর ১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি খুব খুশি হলাম
এ কথাটি জেনে
গুরু বলে আপনি
আমায় নিছেন মেনে।

সত্য কথন, সত্য বচন
সদা চর্চা করো,
অন্যায় কভি নেহি
যদিও তাতে মরো।


২২ শে মে, ২০১৮ দুপুর ২:৩৯

পবন সরকার বলেছেন: বয়সেতে বড় আপনি
লেখালেখিতেও বড়
আমার পক্ষে শিষ্য বলা
শোভা পায় কি তারপরো?

১০| ২২ শে মে, ২০১৮ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: যত যাইই বলুন, চাকরির দরকার আছে।

২২ শে মে, ২০১৮ দুপুর ২:৪০

পবন সরকার বলেছেন: একদম সত্য কথা, চাকরী নাই বেকার ভাই, সমাজে মূল্য নাই।

১১| ২২ শে মে, ২০১৮ দুপুর ২:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কোটা প্রথা মানি না। এটা সমাজে বৈষম্য আর হতাশা বৃদ্ধি করে।

২২ শে মে, ২০১৮ দুপুর ২:৪১

পবন সরকার বলেছেন: সব কোটা উঠানো ঠিক হবে না, কিছু কোটার দরকার আছে।

১২| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০১

সুমন কর বলেছেন: হাবু তো ঠিকই বলেছে......

সুন্দর হয়েছে।

২২ শে মে, ২০১৮ রাত ১০:২৪

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.