নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

লেখক দ্বন্দে ছন্দ আসে

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৭


উৎসর্গঃ চাঁদগাজী আর নুরু ভাই

লাগ ভেলকি লাগ চোখে মুখে লাগ
নুরু ভাই আর গাজী
মামুনকে নিয়ে এই ব্লগে
ধরেছে চরম বাজি।

একজন কয় খুব ভালো লেখেন
আরেকজন কয় মন্দ
এই নিয়ে তো তাদের মধ্যে
শুরু হয়েছে দ্বন্দ।

একটিভ ব্লগার নিজাম উদ্দিন
সেও দেখি আছে ভিরে
আমরা যারা মধ্যপন্থায়
দেখিতেছি ফিরে ফিরে।

চাঁদগাজী কয় মুনতাসীর মামুন
লেখক ভালো নয়
নুরু ভাই কয়, ইতিহাস লিখে
ঢাকা করেছে জয়।

চাঁদগাজী কয় মুনতাসীর মামুন
ব্লগার হলে মাত্র
দুইজনের বেশি ভক্ত পাবে না
তারা হলেন তার ছাত্র।

কার কথা ভাই কোথা যে রাখি
উভয়ের মাঝে দ্বন্দ
ভালোর সাথে মন্দ মিলে
হয়ে যায় দুর্গন্ধ।

লাগ ভেলকি লাগ চোখে মুখে লাগ
চাঁদগাজী আর নুরু
তাদের কারণে মোর বুকটা
করিতেছে দুরু দুরু।

এত লাগালাগি তাড়াতাড়ি ভাগি
নইলে যদি পড়ে ঘুষি
কার আগে কে থুুথু মেরে দেবে
কে যে হবেন মহা খুশি?

তারা তারা ভাই হারাহারি নাই
উভয়ে সমানে সমান
যুক্তিতর্কে পাহাড় সম যেন
আছে যে বহু প্রমাণ।

আমি কিন্তু ভাই পবন সরকার
লাগালাগির মাঝে নাই
তাড়াতাড়ি করে প্রাণ হাতে ধরে
দৌড়ে পালাই তাই।

ছবিঃ গুগল

মন্তব্য ৭২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

বলেছেন: :#) :P

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

পবন সরকার বলেছেন: ধন্যবাদ

২| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


আইন যদি ঠিকভাবে কাজ করে, ড: মহিউদ্দিন আলমগীর ও ড: মুনতাসির মানুন জেলে যাবে। ২২০ টা বই লিখলে, ভাবুন এগুলো কি বই, নাকি উড়ে যাওয়া খই!

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

পবন সরকার বলেছেন: একজন তো যুদ্ধের সময় ডিসি ছিল আরেকজন কি ছিল?

৩| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

সনেট কবি বলেছেন: চমৎকার ছড়া।

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই সনেট কবি। আপনার মন্তব্যে খুশি হলাম।

৪| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পক্ষে নয় বিপক্ষে
সাহস থাকলে লড়ো,
বুক ধরফর করলে
যুদ্ধের মাঠ ছাড়ো।

পরাজয়ে ডরেনা বীর
যুদ্ধ করে আমরণ
ভীতু যারা আড়ালেতে
করে অশ্রু বর্ষণ!!

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

পবন সরকার বলেছেন: হে হে হে নুরু ভাই এসেছেন
হলাম যেন ধন্য
ব্লগটা আজ বড় তাজা লাগে
শুধু আপনাদের জন্য।

ভীতু বলেই তো অনেক কথা
বুকে রেখেছি চেপে
দু'চার কথা যাহাও বলি
তাও খুব মেপে মেপে।

৫| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " একজন তো যুদ্ধের সময় ডিসি ছিল আরেকজন কি ছিল? "

- হয়তো তথাকথিত বই (হয়তো গার্বেজ ) লিখছিলেন!

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

পবন সরকার বলেছেন: হতেও পারে, কারণ তিনি তো তখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। ধন্যবাদ গাজী ভাই।

৬| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
এসে গেছি আমি হে
খুঁজে ফিরি এক বীর,
আমাকে যে হারাবে
মানবো যে তাকে পীর।:P

চাঁদগাজী ভাই শুধু শুধু
ম্যাওপ্যাও করে! :P
আমার মত বীরকে দেখে
দুরে কেন সরে???X(

ব্লগের ইয়ং জেনারেশন
দেশের এক সম্পদ
আছি আমি তাদের পাশে
নেই কোন বিপদ...;)

কবি তুমি লিখে যাও
ভয় নেই, নেই ভয়
সত্যের পথে থাকলে
একদিন হবেই জয়...:)

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

পবন সরকার বলেছেন: হি হি হা হা পারছিনা আর হেসে
তাদের নামে ছড়া লিখে গেছিরে ভাই ফেঁসে
চাঁদগাজী আর নুরু ভাইকে বড়ই ভালো পাই
দুইজনকে লাগতে দেখলে ছন্দ আসে তাই
সাহস আমার বড়ই মজবুত তাইতো ছড়া লিখি
ছন্দে ছন্দে কথা বলার নানান কৌশল শিখি।

৭| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

অর্ক বলেছেন: কী পবন ভাই! পৃথিবীতে মস্তিষ্ক ব্যবহারের মতো বিষয়ের এতোই অভাব! চাঁদগাজী নূরু চাঁদগাজী নূরু চাঁদগাজী নূরু চাঁদগাজী নূরু...! এইসব সম্পূর্ণ অনর্থক চর্চা। তাদেরকে তাদের মতো থাকতে দিন। কবিতা লেখেন, গান গান, ছবি আঁকেন, নাচেন, দেশ বিদেশ পাড়া মহল্লার সমস্যা সম্ভাবনা নিয়ে লেখেন, আলু ভাজি’র ভালো রেসিপি দিন, রান্নাবাড়ার শখ থাকলে।

চাঁদগাজী নূরু চাঁদগাজী নূরু চাঁদগাজী নূরু চাঁদগাজী নূরু চাঁদগাজী নূরু... আর না! কখন আবার আপনাকে নিয়ে আবার আরেকজন না এরকম রসের ছড়া লেখা শুরু করে এই এক নাম্বার ব্লগে।

পবন সরকার চাঁদগাজী নূরু
তিনটাই বুদ্ধিতে গরু
তিমটাই কানে খাটো
মাথাও 0 সাইজ লিন্থিন সরু
ঠিক যেন বলিউড নায়িকা এ্যাশ
এদের মাথায় শুধু # # #.

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

পবন সরকার বলেছেন: চাঁদগাজী নিয়ে ভাই
সমস্যায় আছি
তার মত এই ব্লগে
নাই মশা মাছি।

নুরু ভাই চাঁদগাজী
দ্বন্দ হলে
শিশুদেরও হাসি পায়
মায়ের কোলে।

আমি ভাই পবন সরকার
তাদের কান্ড দেখে
হাসি মুখে দু'টি ছন্দ
মজা পাই লিখে।

ম্যাঁওপ্যাঁও যাই লিখি
অসুবিধা নাই
দুইজনের গুতাগুতি
মজা লাগে তাই।

৮| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অর্ক মিয়া জ্ঞাণী বড়
হাতির মতো মাথা,
মগজ হেথা গামলা ভরা
খায় যে কলার পাতা।

নিজেকে পণ্ডিত ভেবে
ছড়ি ঘুরায় বাতাসে,
আসলেতে জ্ঞান গরিমায়
সাধারণ যা তা সে !!


২৪ শে মে, ২০১৮ রাত ৮:৩৩

পবন সরকার বলেছেন: কি আর করবো ভাই
যার মাথায় যা আসে
খুশখুশিতেই জান দিয়ে দেয়
যক্ষ্ণার মত কাশে।

৯| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:০৮

অর্ক বলেছেন: আরে... মোটা বুদ্ধির বরিশাইল্যা মাথা ঠাণ্ডা রাখ!

২৪ শে মে, ২০১৮ রাত ৮:৪৪

পবন সরকার বলেছেন: আহারে ভাইরে, এভাবে বলবেন না, গাজীর সাথে ঝগড়া করলেও উনারা দুইজনই সমবয়সী এবং বয়স্ক মানুষ, কোন অল্প বয়সী ব্লগারের সাথে তারা কখনও ঝগড়া করে না। তাদের বিষয়টা আমরা মজা হিসাবে নিলেও এখানে হেয় করে মন্তব্য করা ঠিক না।

তাছাড়া আজকে যাকে নিয়ে তাদের মধ্যে খুনশুটি লেগেছে তিনি একজন স্বনামধন্য লেখক। যিনি ২২০টা বই লিখেছেন। এমনি কোন বিষয় নিয়ে লাগে নাই। মুনতাসীর মামুন সম্পর্কে তর্কবিতর্ক করা মানে তার সম্পর্কে কিছু জেনেই তর্ক করতে হয়। আপনার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে কাজেই হুট করে হেয় করে মন্তব্য করা ঠিক না।

১০| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:১২

অনুতপ্ত হৃদয় বলেছেন: দারুন হয়েছে …………

২৪ শে মে, ২০১৮ রাত ৮:৩৮

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:২১

রাজীব নুর বলেছেন: আহা চারিদিকে কত আণন্দ।

২৪ শে মে, ২০১৮ রাত ৮:৩৯

পবন সরকার বলেছেন: ঠিকই বলেছেন, নুরু ভাই আর গাজী ভাইয়ের গুতাগুতিটা আমাদের কাছে আনন্দই মনে হয়।

১২| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:০২

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! খুব ভাল লাগলো। একজন গুণী কবি, আরো দু'জন গুণী মানুষকে কবিতা লেখে উৎসাহিত করার জন্য।

২৪ শে মে, ২০১৮ রাত ৯:০৫

পবন সরকার বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই, মাঝে মাঝে তাদের খুনসুটি আমার কাছে ভালই লাগে। আজকে একজন গুণী লেখককে নিয়ে তাদের খুনসুটিতে অনেক কিছু জানা গেল। তাদের খুনসুটি মানে ঝগড়া নয় জ্ঞানের উদগীরণ করা।

১৩| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:০৪

সুমন কর বলেছেন: হাহাহাহা............ B-)

২৪ শে মে, ২০১৮ রাত ৯:০৫

পবন সরকার বলেছেন: চাঁদগাজী ভাই আর নুরু ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে।

১৪| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:২৫

অর্ক বলেছেন: আপনার পোস্টে মন্তব্য করে বিপদেই পড়লাম দেখি!

যাই হোক, সমস্ত সততার মধ্যে বলবো, আমি আপনাদের তিনজনকেই শ্রদ্ধা করি। কারও প্রতি আমার কোনওরূপ বিরূপ মনোভাব নেই। আপনাকে এইসব বিষয় নিয়ে প্রায় দিনের পর দিন রসিয়ে রসিয়ে ছড়া লিখে ব্যাপারটা আরও উস্কে দেয়া বা প্রচার করার প্রবণতা বন্ধ করার জন্য এভাবে বলা। আমার মন্তব্যে বোঝাতে চাইছি, তারা ঝগড়াঝাঁটি করুক বা যাই করুক এইসব নিয়ে রসিয়ে রসিয়ে ছড়া বানিয়ে আড্ডা দেয়াও তাদের বয়সের ব্যাপারটা বাদ দিলেও, কোনও শোভন কাজ নয়। তারা এইসব ছেলেমানুষি ঝগড়া করে যেমন নিজেদের সুবুদ্ধির পরিচয় দিচ্ছেন না, আপনিও তেমনি এভাবে ছড়া পোস্ট মন্তব্যে এসব নিয়মিত টানাহেঁচড়া করে সুবুদ্ধি’র পরিচয় দিচ্ছেন না!

নূরু ভাই ব্যাপারটা না বুঝেই ৮ নাম্বার মন্তব্যে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে। আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছি, ওরা নাহয় বোকা, অবুঝ, ছেলেমানুষ, শিশুদের মতো তুচ্ছাতিতুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করে, আপনিও তেমনি এসব টানাহ্যাঁচড়া করে, আরও ছড়িয়ে দিয়ে, উভয়কে এসব নিয়ে আরও উস্কে দিয়ে, ওদের থেকেও বেশি ছেলেমানুষি করছেন। ব্যাপারটা এই, বর কিছু নয়। এসব নিয়ে অনেককেই বিভিন্ন তিক্ত মন্তব্য করতে দেখেছি আপনার পোস্টে। আমার মন্তব্যে শুধু আপনাকে বোঝানোর জন্যে হাস্যরসের মাধ্যমে বলা। এর আগেও যেমন বলেছি, তারা দুইজন চোর, সন্ত্রাসী, ৪২০। তাদের ব্লগ থেকে ব্যানসহ আইনানুগ ব্যবস্থা নিয়ে, আসুন আমরা মিলেমিশে ব্লগিং করি! সেখানেও আপনাকে বেঝাতেই বলেছি, এসব অনর্থক এর ওর ব্যাপারস্যাপার নিয়ে অহেতুক টানাহ্যাঁচড়ার ফলাফল শূন্য। এগুলো ব্লগের পরিবেশ নষ্ট করা ছাড়া আর কোনও ফল দিতে পারে না।

এক্ষেত্রে আমার এই ব্যাখ্যা যদি আপনাদের যথেষ্ট মনে না হয়, তাহলে আমি আমার উপরোক্ত মন্তব্য প্রত্যাহার করছি। এব্যাপারে আমার আর কিছু বলার নেই।

পবন ভাই, একসাথে কিছু করলে ভবিষ্যতে কোনওদিনও কারও বয়সের দোহাই দেবেন না! আমরা প্রত্যেকেই আমাদের কর্মের জন্য দায়বদ্ধ! অপ্রাপ্ত বয়স্ক হলে সেটা আলাদা কথা। কিন্তু প্রত্যেক পরিণত বয়সের মানুষের জন্য পৃথিবীর যাবতীয় নিয়মকানুন সব একইরকম। তার বয়স ২১ হোক বা ৮১!

ধন্যবাদ। শুভকামনা।

২৪ শে মে, ২০১৮ রাত ৯:৫৩

পবন সরকার বলেছেন: আপনি খারাপ বলেন নাই, আপনার যুক্তি ঠিক আছে। ধন্যবাদ

১৫| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৩৮

অর্ক বলেছেন: *নূরু

দুঃখিত ভাই, আপনার ৮ নং মন্তব্য পড়ে উপস্থিত হতাশা থেকে আমার দ্বিতীয় মন্তব্যটি করি। যা নির্ঘাত আপনাকে আহত করে থাকবে। আমি তা প্রত্যাহার করলাম। আমার উপরোক্ত প্রথম মন্তব্যটি শুধুমাত্র পোস্টদাঁতা পবন ভাইয়ের উদ্দেশ্যে করা বা বলা। আপনাদের জন্য নয়। আপনাদের কিছু বলার থাকলে আমি তা সরাসরি আপনাদের পোস্টে যেয়েই বলবো। এর আগের মন্তব্যে বিস্তারিত বলেছি। আপনাকে, চাঁদগাজী ভাই, পবন সরকার তিনজনকেই শ্রদ্ধা করি বলেই এতো কথা বলা। এসব নিয়ে অনেকেই পোস্ট দিয়ে থাকেন, কারও পোস্টেই আমার কোনও মন্তব্য পাবেন না।

ধন্যবাদ ও শুভকামনা ভাই। এব্যাপারে ভবিষ্যতে আমি আরও সাবধান হবো। আসলে দেখে থাকবেন, এই ব্লগে এখন এসব অনেক বেড়ে গেছে। এর মধ্যে একমাত্র পবন ভাইকে যাকে বুঝিয়ে বললে, এসব থেকে ফেরানো যেতে পারে। তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে বলা। আশা করি আপনার আমার প্রতি তিক্ততা দূর হয়েছে।

২৪ শে মে, ২০১৮ রাত ১০:০১

পবন সরকার বলেছেন: যতটুকু জানি নুরু ভাই খুব ভদ্রলোক। তাকে ভদ্রভাবে বললেই হতো। চাঁদগাজীর সাথে এমনি এমনি বাধে নাই, চাঁদাগাজী তার লেখায় খোঁচামারা মন্তব্য করেছিল বিধায় লেগেছে। এমনিতে নুরু ভাই মানুষ হিসাবে মোটেই উগ্র নয়।

১৬| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:০৭

আবু তালেব শেখ বলেছেন: এখানে দেখছি বড় পন্ডিতের আগমন হয়েছ।
আপনি খুব উচ্চমানের ছড়াকার মনে হচ্ছে। প্রামানিক,নুরু,বিএম বরকতুল্লা ভাইয়ের মত।

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৩২

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম।

১৭| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: পবন সরকার চাঁদগাজী নূরু
তিনটাই বুদ্ধিতে গরু
তিমটাই কানে খাটো
মাথাও 0 সাইজ লিন্থিন সরু
ঠিক যেন বলিউড নায়িকা এ্যাশ
এদের মাথায় শুধু # # #.


আপনি কতটুকু শালিন তার প্রমাণ দিয়েছেন !
আপনার কথার প্রেক্ষিতে রম্য দিয়ে তার
প্রতিউত্তর করেছিলাম। প্রতিউত্তর গ্রহণের
যোগ্যতা আপনার নাই

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৪৪

পবন সরকার বলেছেন: কি আর বলবো নুরু ভাই, পুরো ছড়াটার মধ্যে কাউকে খাটো করে কিছুই লেখা হয় নাই। রসিকতার মাধ্যমে মুনতাসীর মামুনকে নিয়ে আপনাদের মধ্যে যে যুক্তি তর্ক হচ্ছে তাই তাৎক্ষনিকভাবে ছন্দে তুলে ধরেছি। এখানে খারাপটা কি হলো?

১৮| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:২৩

ব্লগার_প্রান্ত বলেছেন: এগুলো কি বই, নাকি উড়ে যাওয়া খই
এটা কি ছিল B-)

কিছু কিছু মানুষের হিউমার এতো লো কেন বলেন তো পবনদা? এদের জন্য মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে যায়।

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৪৬

পবন সরকার বলেছেন: প্রান্তর, লিখতে গেলে অনেকেই অনেক কিছু মন্তব্য করবে, সব সহ্য করতে হবে। ধন্যবাদ

১৯| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:৪০

অর্ক বলেছেন: নূরু ভাই,

আপনি সম্ভবত কোনও ব্যক্তিগত বিদ্বেষ নিয়ে আছেন আমার ওপর। আমি কেবলমাত্র পবন ভাইকে বোঝাতে চেয়েছি, ব্যাপারটা এই দাঁড়াচ্ছে, ওনারা এরকম ঝগড়াঝাঁটি করেই যাচ্ছে, আর আপনি (পবন ভাই) লিখেই যাচ্ছেন। ফলাফল এই দাঁড়াচ্ছে আপনারা তিনজনই নিজেদের মধ্যে শিশুসুলভ খুনসুটি করেই যাচ্ছেন, যা আপনাদের মতো সিনিয়র সম্মানিত ব্লগারদের মোটেই শোভা পায় না। #'র কোনও বিশেষ অর্থ নেই। এ্যাশ, # (হ্যাশ) মিলিয়ে লেখা। এটা কোনও খারাপ কথা বা গালি সেন্সর করা নয়। আপনার ভুল বোঝা থেকে ব্যাপারটা কোথায় চলে গেছে। ওপরে ক্যাপ্টেনরা আমাকে অপমান করা শুরু করেছে। যাদের সাথে আমার দূরতম কোনও সম্পর্ক নেই।

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৫০

পবন সরকার বলেছেন: যাহোক অর্ক, এবিষয়ে আর কোন মন্তব্য না করাই ভালো, তাৎক্ষনিকভাবে হয়তো ভুলবোঝাবুঝি হচ্ছে। তবে আমার ছড়ায় কিন্তু রসিকতা থাকলেও খারাপ কিছু লেখা নাই, এবং কাউকে খাটো করা হয় নাই।

২০| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: পবন ভাই নো অফেন্স। আপনি দয়া করে অর্ক সাহেব কে বলে দিবেন অপমানবোধ সবারই আছে। ওনি বিশেষ সিনিয়ার মানুষ ওনাকে তাই এড়িয়ে চলতে চাই।
আর অর্ক সাহেবের সাথে আমার একটা ঘটনা ঘটেছিলো, আমাকে সরি বলার সুযোগও দেয়া হয়নি।
আমিও সেখানে অপমানিত বোধ করেছিলাম।
যাহোক ভুল মানুষেরই হয়,
কথায় তো বলে,
To err is human, to forgive divine.
ধন্যবাদ।

২৪ শে মে, ২০১৮ রাত ১১:১৭

পবন সরকার বলেছেন: ধন্যবাদ প্রান্তার তোমার কথা শুনে খুশি হলাম। কষ্ট করে হলেও অতীত ভুলে যাওয়াই ভালো।

২১| ২৫ শে মে, ২০১৮ সকাল ১১:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: কি আর বলবো নুরু ভাই, পুরো ছড়াটার মধ্যে কাউকে খাটো করে কিছুই লেখা হয় নাই। রসিকতার মাধ্যমে মুনতাসীর মামুনকে নিয়ে আপনাদের মধ্যে যে যুক্তি তর্ক হচ্ছে তাই তাৎক্ষনিকভাবে ছন্দে তুলে ধরেছি। এখানে খারাপটা কি হলো?

পবন ভাই, আমি খুবই দুঃখিত যে আমি আমার মন্তব্যে আপনাকে উদ্দেশ্য করে কিছু বলি নাই, কোন প্রেক্ষিতে এবং কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি প্রদান করা হেয়েছে তা বোল্ড আকারে মেনশন করা হয়েছে। ওইখানে সংশ্লিষ্ট মন্তব্য কারী তার সিনিয়র ব্লগারদের নাম উল্লেখ করে বলেছেনঃ
পবন সরকার চাঁদগাজী নূরু
তিনটাই বুদ্ধিতে গরু
তিমটাই কানে খাটো
মাথাও 0 সাইজ লিন্থিন সরু
ঠিক যেন বলিউড নায়িকা এ্যাশ
এদের মাথায় শুধু # # #.


এমন অশালীন উক্তির প্রতিবাদে আমি ও রম্য ছন্দে তাকে জবাব দিয়ে ছিলাম। সে তার প্রতিউত্তর আরো বাজে ভাবে দিয়েছে।
তাই তাকে উপেক্ষা করে চলছি। আপনাকে কোন ভাবেই আক্রোশ করি নাই। আমি আপনাকে উৎসাহ দিচ্ছি নন্দলালদের বক্রবানে স্তিমিত না হয়ে দ্বিগুন উৎসাহে লিখুন। উপস্থিত ছড়া-লেখা, বা কবিতা লেখা সবার পক্ষে সম্ভব হয় না তাই তাদের হিংসাত্বক মনোভাব প্রকাশ পেতেই পারে। তার জন্য দমে যাবেন কেন। আমি মন্ডল ভাইকেও উৎসাহ দেই, আপনাকেও। ফরিদ ভাই সনেট কবি, তিনি তার স্বভাব মতো কবিতা লিখছেন, আমরা উৎসাহ দিচ্ছি। এটাই নিয়ম। কাউকে অশ্রদ্ধা করা, অসম্মান করার রেওয়াজ পরিবার থেকেই আসে। আমরা তাদের হেদায়েতের জন্য প্রার্থনা করতে পারি। ভালো থাকুন, মন খুলে হাসুন, আর সৃষ্টিকে সবার মাঝে বিলিয়ে দিন। তা হলেই প্রফুল্ল থাকতে পারবেন। শুভ কামনা রইলো।

২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

পবন সরকার বলেছেন: নুরু ভাই, আপনাকে সম্বোধন করলেও কথাগুলো আপনাকে বলি নাই। তার এরকম আচরণ আগেও অনেকের লেখাতে দেখেছি। তার মধ্যে প্রামানিকের মত ছড়াকারও বাদ যায় নাই।

২২| ২৫ শে মে, ২০১৮ সকাল ১১:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: @ আর্ক বলেছনঃ নূরু ভাই ব্যাপারটা না বুঝেই ৮ নাম্বার মন্তব্যে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে।

আপনার ৭ নং মন্তব্যে আপনি বলেছেনঃ
পবন সরকার চাঁদগাজী নূরু
তিনটাই বুদ্ধিতে গরু


ব্যক্তিগত আক্রমন কে করলো?
আপনি না আমি, তা ছাড়া তুই তোকারী করা
কোন ভদ্র লোকের পরিচায়ক নয়।

"আড়ালে অপকর্ম করিয়া যাহারা বাহিরে
সাধুর বেশ ধরে তাদেরকে ভূজঙ্গ জ্ঞানে তাদের
সংস্পর্শ পরিহার করো"
গুণীবানী

আপনার প্রদত্ত গরু উপাধী প্রাপ্ত তিন জনই তাদের নিজের মতো করে
ব্লগটিকে গুরু গম্ভীরতায় ভরিয়ে না দিয়ে হাসি খুশির বার্তা দিয়ে থাকে।
তারা কাউকে অসম্মান করেনা।
আপনার তা পছন্দ না হতেই পারে। বুদ্ধিমানেরা যা অপছন্দ করে তা এড়িয়ে চলে,
কিন্তু আপনি তা আড়ালে উপভোগ করেন অথচ প্রকাশে সাধুর ভাব ধরেন।
যাত্রা পালার নগ্ন নৃত্য দেখেন চাদর মুড়ি দিয়ে, অথচ মুখে বলেন অস্তাগ ফিরুল্লা!
এই চরিত্র পরিহার করা উচিত। যে যেটা পছন্দ না করে তা উপেক্ষা করতে পারলে
তা নিয়ে সমালোচনার প্রশ্ন ওঠেনা। অথচ আপনি করছেন তার বিপরীত।

যা হোক আমি শুধু আপনার হেদায়েত কামনা করতে পারি। আল্লাহ আপনাকে
সহি বুঝ বুঝবার তৌফিক দিন। আমিন-

২৩| ২৫ শে মে, ২০১৮ সকাল ১১:২৭

বৃষ্টি বিন্দু বলেছেন:
উচু মাপের দুই ব্লগারকে নিয়ে নৃত্যের ঝনঝনানির মত খুব সুন্দর কবিতা রচনা করলেন। ভাল লাগলো খুব।
প্লাস+++

২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

২৪| ২৫ শে মে, ২০১৮ সকাল ১১:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! খুব সুন্দর । পবনদা ভাল লাগা রেখেগেলাম। ++++

২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

পবন সরকার বলেছেন: ধন্যবাদ পদাতিক দা, শুভেচ্ছা রইল।

২৫| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:০৫

নীল মনি বলেছেন: আপনারা দেখি সবাই দারুণ ঝগড়া করতে পারেন! একদম পা'য়ে পা বাধিয়ে। মজা করার ছলেও। এসব ঠিক ভাবছেন বলেই হয়ত করছেন সবাই। প্রত্যেক ব্লগারের উচিত প্রত্যেককে ভালোবাসা।একটু রাগ কিংবা অভিমান থাকলেও সব ভুলে ক্ষমার আকাশ তলে সবার ঠাঁই নেয়া উচিত।

যিনি পোস্টটি করেছেন তার লেখার হাত ভালো তবে সময়টা তাদের পিছে ব্যয় হয়েছে। আরো ভালো কিছু প্রত্যাশা করি।
আপনার ব্লগ বাড়িতে প্রথম এলাম।সু স্বাস্থ্য কামনা করছি।

২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

পবন সরকার বলেছেন: এখানে পায়ে পা দিয়ে কেউ ঝগড়া করে না, রসিকতা বুঝতে না পারার জন্য আপনাদের কাছে ঝগড়া মনে হয়। মুনতাসির মামুনের মত লেখককে নিয়ে নুরু ভাই আর চাঁদগাজী ভাইয়ের মধ্যে সমালোচনা হচ্ছে এর মানে ঝগড়া নয়। হুট করে একজনে মন্তব্য করে ঝগড়ার পর্যায়ে নিয়ে গেল। এতে দোষটা কার?

২৬| ২৫ শে মে, ২০১৮ দুপুর ২:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: পবনদা এক সময় নিশ্চয় আসবেন এই আশা রাখি। ছড়াটি পড়ে প্রথম কমেন্টটি করেছিলাম। এখন উপরের কমেন্টগুলি পড়ে হতাশ হলাম। আমার ব্লগের বয়স মাত্র সাড়ে তিনমাস। জ্ঞানও খুব সীমিত । তবে এই কদিনে ব্লগে পোষ্টের সঙ্গে মন্তব্যগুলিকে আপনজনের কথোপকথোন বলে মনে করতাম। আমি কাউকে চোখে দেখিন, কিন্তু তাদের পোষ্ট ও কমেন্টটের গুনে কয়েকজনকে শ্রদ্ধা করি ও খুব কাছের মনে হয় । নূরু ভাই আমার অত্যন্ত প্রিয় একজন ব্লগার, যেমন আপন আপনিও। খুব খারাপ লাগছে এভাবে সামুর গাইড লাইনের বাইরেও একজন গাইড লাইনের নামে এমন উপদেশ দেওয়া দেখে। ব্যক্তিগত হতাশা থাকতেই পারে, বহিপ্রকাশ না হওয়াটাই কাম্য।

অনেক শুভ কামনা প্রিয় দাদা আপনাকে।

২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

পবন সরকার বলেছেন: ধন্যবাদ পদাতিক দা, ব্লগে এরকম মন্তব্যর মুখোমুখি অনেক হতে হয় কি আর করা।

২৭| ২৫ শে মে, ২০১৮ দুপুর ২:৫৪

অর্ক বলেছেন: *নূরু ভাই

আমি তো প্রথম মন্তব্যেই পরিষ্কার বলেছি, আপনি (পবন ভাই) যেমন তাদের দুজনকে অহেতুক টানাহেঁচড়া করে পোস্টের পর পোস্ট দিয়ে ব্যাপারটা আরও উস্কে দিচ্ছেন, তেমনি আরেকজন কেউ আবার আপনাদের তিনজনকে নিয়েই না এরকম নিয়মিত ছড়া কবিতা পোস্ট করা শুরু করে। যদি করেও তখন তাকে কিছু বলা যাবে না কারণ আপনিও একই কাজ করে আসছেন। এমনিতেই এসব এই ব্লগে এখন প্রচুর বেড়ে গেছে।

চার পাঁচ লাইনের ছড়ার আগে যেমন লিখেছি-

"কখন আবার আপনাকে (পবন ভাই) নিয়ে আবার আরেকজন না এরকম রসের ছড়া লেখা শুরু করে এই এক নাম্বার ব্লগে।"

কয়েকদিন আগে দেখলামম, আপনি চাঁদগাজী ভাই’কে কোনও কারণ ছাড়াই "তুমি" করে সম্বোধন করছেন। চাঁদগাজী ভাই সেখানে বলেছিল, "তার সাথে আমার এমন কোনও সম্পর্ক নেই যে তুমি করে বলবে।" এরকম হতে পারে। আপনারও হয়েছে।

এখানে তো আপনি সরাসরি আমাকে ব্যক্তিগত আক্রমণ করে মন্তব্য করেছেন। আপনার উচিৎ ছিল, পবন ভাইকে বলা ননিয়মিত এরকম পোস্ট দিয়ে অন্যকে এরকম মন্তব্যের সুযোগ না দেবার জন্য। এটা সম্ভবত তার তৃতীয় কি চতুর্থ ছড়া পোস্ট আপনাদের দুজনকে নিয়ে। ঠাণ্ডা মাথায় ভেবে দেখবেন, এরকম নিত্য তুচ্ছাতিতুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করা আপনাদের ব্যক্তিত্বের সাথে কতোটুকু সামঞ্জস্যপূর্ণ? দেখেন, আপনার সাথে ব্লগে আমার নতুন করে পরস্পরকে উপেক্ষা করার মতো আদৌ কিছু নেই। দুই বছরে পরস্পরের পোস্টে আমরা দশটাও মন্তব্য করিনি।

যাই হোক আপনার ৮ নং মন্তব্য ছিল অপ্রাসঙ্গিক ব্যক্তিগত আক্রমণ, যার প্রেক্ষিতে আমিও ব্যক্তিগত আক্রমণ করি। ঘৃণা তিক্ততা বাড়িয়ে কারও কোনও লাভ নেই, অনেকদিন পর উভয়েরই খারাপ লাগবে এ ঘটনা মনে পড়লে। আমার ব্যাখ্যা যদি আপনার যথাযথ মনে না হয়, তাহলে আমি সেটা প্রত্যাহার করলাম ও দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইছি। আসেন ভালো উদাহরণ সৃষ্টি করি আমরা সবার জন্য।

ধন্যবাদ ও শুভকামনা।

২৮| ২৫ শে মে, ২০১৮ দুপুর ২:৫৯

অর্ক বলেছেন: পবন ভাই, আপনার পোস্টে আমি আর কোনওদিম মন্তব্য করবো না। আমার কোনও কথা আপনাকে আহত করলে আমি দুঃখিত। ওপরে অনেকে আমাকে নিয়ে মন্তব্য করেছে, যাদের সাথে আমার কোনও সম্পর্কই নেই। তাদের পোস্টে আমি কখনওই মন্তব্য করেছি বলে মনে পড়ে না।

২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই অর্ক, কাউকে হেয় করে মন্তব্য করার চেয়ে না করাই উত্তম।

২৯| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:০২

অর্ক বলেছেন: জুম্মায় জুন্মায় সাতদিন ব্লগে এসে পদাতিক আবার গাইডলাইন শেখাচ্ছে! লোকটার চেহারা যেমন খারাপ, মনটাও তেমনি কলুষতায় ভরা।

২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

পবন সরকার বলেছেন: ব্লগের বয়স আর চেহারা দিয়ে ব্লগার মাপা ঠিক না।

৩০| ২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: X(X(

নো মোর লড়াই
মোরা সবে ভাই ভাই,
দেখে সব খুনসুটি
হেসে হই কুটি কুটি।;)

আর কি লিখবো খুঁজে পাচ্ছি না হায়
বিরস বদনে আমি ফিরে চলে যাই...:(

২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

পবন সরকার বলেছেন: আরে ভাই খামাখাই বাধে যত ঝামেলা -- -
নিজে খেটে ভাত খাই তারপরেও হয়ে যাই কামেলা- - -

৩১| ২৫ শে মে, ২০১৮ রাত ৮:১৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমি সাধারণত কবিতা বা ছড়া পছন্দ করিনা। তবে কেন যেন আপনার লেখা এই ছড়া বা কবিতা যাই বলুন না কেন পড়তে খুব আগ্রহ প্রকাশ করেছিলাম। পড়ে অত্যন্ত ভালো লাগলো। তবে কমেন্টগুলো পড়ে একটু হতাশ ই হলাম। সিনিয়ররা দ্বন্ধে লিপ্ত হলে আমরা সদ্য-প্রসূত ব্লগাররা কোথায় যাব!!!

ব্লগে আমি নতুন। আপনাকে আমার ব্লগে নিমন্ত্রণ জানালাম। সময় পেলে ঘুরে কিছু সমালোচনা করে আসলে অত্যন্ত কৃতজ্ঞ থাকব।

২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

পবন সরকার বলেছেন: খামাকা দ্বন্দ এসব বিষয়ে খেয়াল না করাই ভালো। ধন্যবাদ

৩২| ২৫ শে মে, ২০১৮ রাত ৮:১৩

অর্ক বলেছেন: আরেহ পবন সরকার আপনি তো দেখছি, আচ্ছা হারামি ও ত্যাদোর স্বভাবের লোক... কথাবার্তা নেই আবার "প্রামানিক"- এ গেছেন! প্রামানিক ভাইয়ের সাথে ব্লগে আমার চমৎকার সম্পর্ক আগে থেকে চলে আসছে। দুয়েকদিন আগেও আমার পোস্টে আমার পোস্টে মন্তব্য করেছেন তিনি। একবার একটা হক্কা কলকি নিয়ে ছড়ায় প্রামানিক ভাইয়ের সাথে আমার চমৎকার আলোচনা হয়েছিল যে, আপনার মতো জনপ্রিয় ছড়াকার’র এইসব হুক্কা, ভাং, তারি ইত্যাদি মাদক নিয়ে ছড়া লেখা ঠিক নয়, এতে এগুলোর প্রতি শিশুকিশোর কৌতূহলী হতে পারে। আপনার লেখা প্রচুর পঠিত হয়। উনি নিজেও পরে ব্যাপারটা বুঝতে পেরেছেন। সেটা প্রায় সাত আট মাস আগের ঘটনা। তারপরও উনি আমার পোস্টে বহুবার মন্তব্য করেছেন।

সরাসরি আপনি প্রামানিক ভাইয়ের সাথে এব্যাপারে কথা বলে দেখেন। উনি বিশিষ্ট ভদ্রলোক, একই কথা বলবে। সরাসরি প্রামানিক ভাইয়ের পোস্টে মন্তব্য করেন এব্যাপারে। হঠাৎ বানরের মতো লাফ দিয়ে প্রামানিক ভাইয়ে যাওয়াতে বোঝা যাচ্ছে কতোটা নিকৃষ্ট নিচ দুষিত মনমানসিকতার লোক আপনি!

২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

পবন সরকার বলেছেন: আপনি ভাষার প্রয়োগটা ভালো করেন, ছড়াকার প্রামানিকের সাথে কি হয়েছে না হয়েছে আপনিই সব বললেন আমাকে বলা লাগল না।

৩৩| ২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: @ আর্কঃ আপনি বারে বারে ৮ নং মন্তব্যের রেফারেন্স টানছেন!

আট নং মন্তব্যের উৎপত্তি কোথা থেকে। আপনার ৭ নং মন্তব্যের জবাবে ৮ নং মন্তব্যের উৎপত্তি।
ঢিল মারলে পাটকেল খাবার প্রস্তুতি থাকতে হয়। আপনি প্রস্ততি গ্রহণ না করেই ৮ নং মন্তব্যে আঘাত
প্রাপ্ত হয়ে কোমায় চলে গিয়ে ৯ নং মন্তব্য করে সব ভন্ডুল করে দিয়েছেন।
ধনুকের তীর আর মুখের জবান এক বার বের হয়ে গেলে তাকে আর ফিরিয়ে আনা যায়না। আপনার
এই মন্তব্যটি ব্লগে দুষ্টক্ষত হিসেবে আপনার মনোভাবের প্রকাশ ঘটাবে।
গাজীসাহেবকে আমি তুমি করে বলেছি সত্য, বাংলাদেশের কিছু জেলার মানুষ সবাইকে তুমি করে বলে।
আমি সেই রকম কোন এক জেলার রিক্সাচালকের জিজ্ঞাসায় হতচকিত হয়েছিলাম "তুমি কোথায় যাবা"!
তুমি অশালীন কোন শব্দ নয় যেমন টা " চুপ থাক বরিশাইল্যা"! নিজের বিবেককে প্রশ্ন করুন বাক্যটি কি যথা যথ ছিলো।

আপনার সর্বশেষ মন্তব্য (৩২) যা আপনি পবন সরকারের উ্দ্দেশ্যে ব্যবহার করেছেন তার নিন্দা জানাবার ভাষা আমার জানা নাই। আসলে ভদ্রতা,শালীনতা লালন করতে হয়।

যা হোক, আই ফরগিভড ইউ ফর এভার!

২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

পবন সরকার বলেছেন: নুরু ভাই বাদ দেন, অর্কের মানসিকতা বোঝা গেছে, ভদ্র ব্যবহার জানে না।

৩৪| ২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৫৩

নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন । :)

২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

পবন সরকার বলেছেন: ধন্যবাদ বোন নীল পরি। শুভেচ্ছা রইল।

৩৫| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:১৬

অর্ক বলেছেন: *পবন ভাই...

আপনার প্রামানিক ভাইয়ের নামোল্লেখ করে আমাকে মিথ্যা অপবাদ দেয়া কোনওরকমেই ঠিক হয়নি। যাই হোক চালিয়ে যান আপনার নূরু চাঁদগাজী সিরিজ। এক মাসে এটা সম্ভবত পাঁচ নাম্বার পোস্ট। আশা করি বছর ঘুরতেই একশত পোস্টের মাইলফলক স্পর্শ করবেন।
অগ্রিম শুভকামনা। আর ভাই অন্য কাওকে, অন্য ঘটনা অহেতুক টানাহেঁচড়া করে আমাকে বিব্রত করবেন না দাদাভাই। আমি সরি।

*নূরু ভাই...
ফরএভার ফরগিভ’র জন্য অশেষ ধন্যবাদ। তবে ভাই আমার ছোট্ট নামের বানানটা একটু ঠিকভাবে লেখেন, এটা "অর্ক", আর্ক না। আমি কতোবার আপনার নাম নিয়েছি, কোথাও ভুল করিনি! "চুপ থাক বরিশাইল্যা" তো কোথাও বলিনি ভাই!

আপনারা দুইজন ব্লগের বিরাটকায় বৃক্ষ, মেহেগনি গাছ! আমি ঠিক বুঝতে পারিনি! সরি ভাইয়েরা। শুভকামনা। খুব ভালো হতো যদি আপনাদের মতো বুদ্ধিমান ব্যক্তিদের রাষ্ট্রীয় পদ দেশসেবার কাজে লাগানো যেতো।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৯

পবন সরকার বলেছেন: ধন্যবাদ

৩৬| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪০

মিরোরডডল বলেছেন:




ব্লগার নুরু চলে গেছেন না ফেরার দেশে।
তাই এখন আর দুজনের সেই খুনসুটি নেই।


২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৯

পবন সরকার বলেছেন: তার কথা খুব মনে পড়ে

৩৭| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৬

আঁধারের যুবরাজ বলেছেন: আকাশের কত তারা হুট্ করে হারিয়ে যায়। চলে যাওয়া মানুষ গুলি ভালো থাকুন।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০০

পবন সরকার বলেছেন: নুরু ভাইয়ের আত্মার শান্তি কামনা করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.