নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

রোজার দিনেও ঠকালে!!!

০২ রা জুন, ২০১৮ রাত ৯:০৩


পবন সরকার

মিষ্টি কিনলাম চমচম
ওজন লাগলো কমকম
ডিজিটালের পাল্লা
গোমর জানে আল্লাহ
দাঁড়ি পাল্লায় মেপে ভাই
তিন শ' গ্রাম মোটে নাই।

আবার গেলাম দোকানে
বল্লাম জোরে তার কানে,
"বউনি-বাট্টার সকালে
রোজার দিনেও ঠকালে"?

কথা শুনে দোকানী
চ্যাগিয়ে উঠল দাঁতখানি
বলল কুঁদে মোর পানে
সিগারেটের সুখ টানে,
ডিজিটালের জটিল ফের
কেমনে আপনি পেলেন টের?

কম হলেও কেউ আসে না
দু'চার দশ মাসেও না
কমের কথা বলাও পাপ
কি আর বলি মায়রে বাপ
রহমতের মাস রমজান
লাগলে দুইটা খায়া জান
যদি বলেন ঠকামি
কথা বলাও বোকামি।

বোকা হলাম রোজার দিনে
দোকানীকে রাখলাম চিনে
দাঁত খেঁচানীর অভাব নাই
পিছুটানে ফিরলাম তাই।

ছবিঃ গুগল

মন্তব্য ৪৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৮ রাত ৯:০৬

আহমেদ জী এস বলেছেন: পবন সরকার ,



ওয়াও ....................দারুন রিদমিক !

০২ রা জুন, ২০১৮ রাত ৯:১৮

পবন সরকার বলেছেন: ধন্যবাদ মুরুব্বী, আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম।

২| ০২ রা জুন, ২০১৮ রাত ৯:১৩

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! চমৎকার পদ্য। রোযার দিনের ডিজিটাল বাটপারি।

০২ রা জুন, ২০১৮ রাত ৯:১৯

পবন সরকার বলেছেন: ডিজিটাল পাল্লায় যে এত বাটপারি থাকে আগে বুঝতে পারি নাই।

৩| ০২ রা জুন, ২০১৮ রাত ৯:১৬

শায়মা বলেছেন: হা হা হা দারুন মজার ভাইয়া।

ঠকে গিয়ে এত্ত সুন্দর ছড়া এলো।

০২ রা জুন, ২০১৮ রাত ৯:২১

পবন সরকার বলেছেন: আমি মনে করেছিলাম ডিজিটাল পাল্লায় বাটপারি হয় না এখন দেখি বেশি বাটপারি হয়। মন্তব্যর জন্য ধন্যবাদ

৪| ০২ রা জুন, ২০১৮ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


ছড়া ভালো হয়েছে; আগামীতে স্বর্ণ কেনার পর, আরো ছড়া দেবেন, আশাকরি

০২ রা জুন, ২০১৮ রাত ৯:২৩

পবন সরকার বলেছেন: স্বর্ণ কেনার সৌভাগ্য এখনও হয় নাই, স্বর্ণ কিনতে যে কি অবস্থা আল্লায় জানে।

৫| ০২ রা জুন, ২০১৮ রাত ৯:২৪

বিষাদ সময় বলেছেন: ওয়াও ....................দারুন রিদমিক !
আহমেদ জি এস ভাই একদম ঠিক বলেছেন।

রোজারা দিনেও ঠকালো
একটা আকার বেশি হয়ে গেছে।

০২ রা জুন, ২০১৮ রাত ৯:২৬

পবন সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে, আপনি ঠিকই ধরেছেন, এখনই ঠিক করে দিচ্ছি।

৬| ০২ রা জুন, ২০১৮ রাত ১০:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ছড়া কারের আগমন
শুভেচ্ছা স্বাগতম;)
কবিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশান:P
(প্রচারে সামুর ছড়া কমিটি);)

০২ রা জুন, ২০১৮ রাত ১০:৩৯

পবন সরকার বলেছেন: ছড়া কমিটির সভাপতি ভাই
কিলের মধ্যে আমি কিন্তু নাই।

৭| ০২ রা জুন, ২০১৮ রাত ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: দারুন ছন্দবদ্ধ ছড়া।

০২ রা জুন, ২০১৮ রাত ১০:৪০

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ০২ রা জুন, ২০১৮ রাত ১০:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অনাচারের প্রতিবাদে চমৎকার ছড়া। আসলেই আজকাল ওজনে কম দেওয়া যেন সর্বগ্রাসী অনাচারে পরিণত হয়েছে।


সুন্দর ছড়ার জন্য ধন্যবাদ ভাই পবন সরকার।

০২ রা জুন, ২০১৮ রাত ১০:৪১

পবন সরকার বলেছেন: ধন্যবাদ আবুহেনা ভাই, আপনার মন্তব্য পেয়ে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ০২ রা জুন, ২০১৮ রাত ১০:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি যতি নাই থাকেন
কোন সমস্যা নাই, :(
তার পরিবর্তে নিয়মিত
ছড়া লেখা চাই..;)

০২ রা জুন, ২০১৮ রাত ১০:৫১

পবন সরকার বলেছেন: সাথে আছি বলছি তাই
ছড়া লেখায় আপত্তি নাই।

১০| ০২ রা জুন, ২০১৮ রাত ১০:৪৪

সুমন কর বলেছেন: ছন্দময় এবং সুন্দর।

০২ রা জুন, ২০১৮ রাত ১০:৫২

পবন সরকার বলেছেন: মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ০২ রা জুন, ২০১৮ রাত ১০:৫৬

কাইকর বলেছেন: আপনার কবিতা সবসময় ভাল লাগে

০২ রা জুন, ২০১৮ রাত ১১:০০

পবন সরকার বলেছেন: ধন্যবাদ কাইকর, শুভেচ্ছা রইল।

১২| ০২ রা জুন, ২০১৮ রাত ১১:০০

আখেনাটেন বলেছেন: মিষ্টি কিনলাম চমচম
ওজন লাগলো কমকম
-- হা হা হা; কী ছড়া লিখলেন মশাই। কানে এখনও বাজছে মিষ্টি কিনলাম চমচম, ওজন লাগলো কমকম। হা হা হা।

দারুন হয়েছে। ক্লাসিক।

০২ রা জুন, ২০১৮ রাত ১১:০২

পবন সরকার বলেছেন: আর বলেন না ভাই, মিস্টিতেও যে ওজনে কম দেয় এটা জানা ছিল না। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৩| ০৩ রা জুন, ২০১৮ রাত ১২:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর হয়েছে। ব্যবসায়ীরা রোজা মানছে না। জবাব দিতে হবে হাশরের ময়দানে...

০৩ রা জুন, ২০১৮ রাত ৮:৫৯

পবন সরকার বলেছেন: ঠিকই বলেছেন, কিন্তু তারা ইহকালকেই বেশি চেনে পরকালের চিন্তা করে না। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

১৪| ০৩ রা জুন, ২০১৮ রাত ১২:২৬

মুক্তমনা অগ্রদূত বলেছেন: ভালো লাগলো...আরো লিখবেন আশা করি

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:০০

পবন সরকার বলেছেন: আপনার অনুরোধে অবশ্যই লেখার চেষ্টা করবো। ধন্যবাদ

১৫| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:০৫

কথার ফুলঝুরি! বলেছেন: "মিষ্টি কিনলাম চমচম
ওজন লাগল কমকম"

কি দারুন ছড়া। অনেক মজা পেলাম পড়ে =p~
লেখকের প্রোফাইল এর পিক টা পাঠকের মনে ধরেছে। প্রিয় ফুলের ছবি :-B

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:০১

পবন সরকার বলেছেন: ধন্যবাদ বোন কথার ফুলঝুরি, আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভ্চেছা রইল।

১৬| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:০২

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সময় কালে পাইনা কেন
পবন ভাই সরকার
মাঝে মধ্যে আপনাকে যে
আমাদেরও হয় দরকার!!

হাওয়ায় যদি ভেসে বেড়ান
পবনের নাও বাইয়া
ঠিকানাটা রেখে যাবেন
খুঁজবো সেথায় যাইয়া !!

চমৎকার লিখেছেন সরকার ভাই
শুভেচ্ছা রইলো।

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:০৭

পবন সরকার বলেছেন: বিধাতা মোর পেট দিয়েছে
সাথে দিয়েছে ক্ষুধা
বসে থাকলে জোটে নাকো
গরল কিংবা সুধা।

পেটের দুখে তাই তো আমি
কামলা বেচে খাই
কাজের মধ্যে ডুবে থাকায়
সময় পাইনা তাই।

মাঝে মাঝে ব্লগে এসে
আপনাদের সাথে মিশে
মনের আনন্দে হারিয়ে যাই
পাইনাকো আর দিশে।

ব্লগ থাকলে পাবেন দেখা
ব্লগারদের মাঝে
হয়তো দেখা হতেও পারে
সকাল কিংবা সাঝে।

১৮| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৫:৩৫

ফজল বলেছেন: ওয়াহ!!! আমার ব্লগে আসা সার্থক করে দিলেন আজ। চমৎকার।

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:০৮

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য পড়ে আনন্দিত হলাম। শুভেচ্ছা রইল।

১৯| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: ওয়াও!! পবনদা, গত বেশ কিছুদিন নেট যোগের বাইরে ছিলাম। আজ আপনার ছড়াটি আমার তৃপ্ত করল। দারুণ উপভোগ্য। লাইক দিয়েছি।

অনেক ভাল লাগা প্রিয় কবিদাদাকে।

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:০৮

পবন সরকার বলেছেন: ধন্যবাদ পদাতিক দা, আপনি কেমন আছেন? মন্তব্য পড়ে খুব খুশি হলাম, শুভেচ্ছা রইল।

২০| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

শিখা রহমান বলেছেন: বাহ!! ছন্দে ছন্দে পুরো ঘটনার দারুণ বর্ণনা।

ভালো লেগেছে। শুভকামনা। ভালো থাকবেন ছড়াকার।

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:০৯

পবন সরকার বলেছেন: ধন্যবাদ বোন, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ০৩ রা জুন, ২০১৮ রাত ৯:০৯

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! পবন সরকার ! বাহ !

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:০৯

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ০৩ রা জুন, ২০১৮ রাত ১০:২৩

তারেক ফাহিম বলেছেন: পবন সরকার ..
মজা পাইলাম।
ডিজিটালাইজড বাটপারি :(

০৩ রা জুন, ২০১৮ রাত ১০:৪৮

পবন সরকার বলেছেন: ঠিক বলেছেন ভাই, আদতেই ডিজিটাল বাটপারি। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.