নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

দশ বছরেও দাম বাড়েনি, রাবিশ!!!

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:১১


দশ বছরেও দাম বাড়েনি
আবুল মালে বলছে
সেই কথাতে অনেক লোকে
মোমের মত গলছে।

আমিও কিন্তু মালের সাথে
গলা মিলিয়ে যাই
তা না হলে তাকিয়ে দেখবো
পিঠের চামড়া নাই।

গ্যাস বিদ্যুতের দাম বাড়লেও
এইটা বাড়া নয়
ষাট টাকা সের চালের মূল্য
বাড়তি কি কেউ কয়?

বাস ভাড়া আর রিক্সা ভাড়া
সেতো শ্রমিক বেতন
বাসা ভাড়া দ্বিগুণ হওয়ায়
মানুষ হচ্ছে চেতন।

লক্ষ কোটি বাজেট বাড়লেও
অভাব তো আর নাই
তেল-নুনের দাম যতই বাড়ুক
বলা যাবে না তাই।

আবুল মাল ঠিকই বলছেন
দাম বাড়েনি কিছু
বাজার খরচ দ্বিগুণ মাত্র
প্রত্যেক মাথা পিছু।

এইটা কি আর বাড়া বলে
হাজার কোটিও নয়?
তাতেই বাঙালি কাঁপছে দেখি
পাচ্ছে ভীষণ ভয়!

ছবিঃ গুগল মামা

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


মুহিত আসলে ড: ইয়াজুদ্দিন সাহেবের মতো পাগল।

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:৩৭

পবন সরকার বলেছেন: মাঝে মাঝেই তিনি উল্টাপাল্টা বক্তব্য দিয়ে হাসির খোরাক হন।

২| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: একি আমি দেখছি?B:-)


আমাদের পবন সাহেব তো
ছড়ার ছড়াছড়ি করে দিচ্ছে!!!;)

পুনশ্চঃ মালের মাথায় মাল কম।X(

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:৩৮

পবন সরকার বলেছেন: মন্ডল ভাই, আপনাদেরই শিষ্য আমি। আপনাদের মন্তব্য পেয়ে উৎসাহিত হই।

৩| ০৫ ই জুন, ২০১৮ রাত ১১:০৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
অগ্রিম ঈদের শুভেচ্ছা।

নুরু ভায়ের পোস্টে আপনির নিয়ে মন্তব্য আছে আমার।

আপনারা তিনজন দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্চেন।
অনেক ধন্যবাদ

০৫ ই জুন, ২০১৮ রাত ১১:২০

পবন সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভ্চেছা রইল।

৪| ০৫ ই জুন, ২০১৮ রাত ১১:৫০

কাওসার চৌধুরী বলেছেন:


মাল জানে 'রাবিশ' শুধু
মাথায় নেই ঘিলু
এমন কিছু বলে এই মাল
ডাকে সবাই মালু।

০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

পবন সরকার বলেছেন: ঠিকই বলেছেন, ধন্যবাদ

৫| ০৫ ই জুন, ২০১৮ রাত ১১:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ লিখেছেন তো!

আচ্ছা, জিনিসপত্রের দাম কিন্তু ১০ বছরে একটুও বাড়ে নি, বরং কমেছে। কীভাবে? জিনিসপত্রের কিছু প্রতিশব্দ বের করুন। বাকিটা উহ্য রইল :)

০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

পবন সরকার বলেছেন: চিন্তার বিষয়, তাহলে তো মাথা খাটাতে হবে। মন্তব্যর জন্য ধন্যবাদ।

৬| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: অর্থমন্ত্রী ভুল কথা বলেছেন।

০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

পবন সরকার বলেছেন: তিনি মাঝে মাঝেই এরকম কথা বলে থাকেন।

৭| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৮

নিয়াজ সুমন বলেছেন: মাল ব্যাংকের টাকা খেয়ে হয়েছে দামাল
তাই বুঝবে কি করে সেই বাজারের হালচাল

০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

পবন সরকার বলেছেন: মন্দ বলেন নাই, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.