নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

ফুটবলের যুদ্ধ এখন ঘরে ঘরে

২৬ শে জুন, ২০১৮ সকাল ১১:৫০



কিসের ভাইরে বিশ্ব কাপ
চলছে মারামারি
অন্য দেশের দলের জন্যে
পরস্পরে আড়ি।

বিনা কারণেই ঘরে ঘরে
হারা-জিতের যুদ্ধ
আর্জেন্টিনা হেরে গেছে
তাতেই অনেক ক্রুদ্ধ।

বড় ভাই কয়, ব্রাজিল মোর
জিতেছে দুই গোলে
চেয়ারে বসে মহা আনন্দে
মিছামিছি তাই ঢোলে।

এইনা দেখে ছোট ভাইটা
ফুঁসছে মহা ক্ষোভে
বন্ধুরা তাতে উসকানি দেয়
খিচুরি খাওয়ার লোভে।

দল হারলেই কাঁদে কেহ
কেউবা করে উল্লাস
কেউবা করে টাকার শ্রাদ্ধ
কেউবা করে ত্রাস।

হায়রে একি যুদ্ধরে ভাই
বিনা স্বার্থেই দ্বন্দ
বিশ্বাকাপের খেলা দেখতে
দোকান রাখে বন্ধ।

ব্যবসাপাতি গুটিয়ে রেখে
টিভির সামনে বসে
গোল দিলে পর হাকাউ চিল্লায়
আপন মনের জোসে।

মজা যেন মিস্টিতে নয়
বিশ্ব কাপের কাছে
গিন্নিরাও আজ স্বামীর ভয়ে
দাঁড়িয়ে থাকে পাছে।

কি জানি কি চেয়ে বসে
খেলায় জিতে গেলে
হারলে পরে মেজাজ গরম
সব কিছু দেয় ফেলে।

হায়রে একি জ্বালারে ভাই
বিশ্ব কাপের জন্য
খেলার সময় ভালোবাসাও
হয় যেন নগন্য।

হারলে পরে ভাবটা এমন
শান্তি কোথাও নাই
সেই দুখেতে আমিও দুখি
ছন্দ লিখলাম তাই।

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: লাগল ভাল ছন্দ ভায়া
আরো কিছু চাই,
বিশ্ব কাপের এই জ্বরেতে
ভুগছে সবে হায়।

সুন্দর পোষ্ট, সমসাময়িক, খুব ভাল লাগল।

২৬ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৯

পবন সরকার বলেছেন: প্রথম মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

২| ২৬ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৯

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: বিশ্বকাপের টর্নেডোতে সবাই ধরাশায়ী। ভালো লাগলো ছন্দগুলো।
ব্লগটি ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৩

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:০০

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো বিশ্বকাপের ছড়া।

২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৪

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৭

সুমন কর বলেছেন: আরে বাবা, ৪ বছর পর পর বিশ্বকাপ হয়; মাতুক না সারা বিশ্ব এ কয়টা দিন, সব কিছু ভুলে.....!!
ভালো লাগল, ছন্দের মিল।

২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৫

পবন সরকার বলেছেন: ফুটবল নিয়ে মাতামাতিতে অসুবিধা নাই, কিন্তু দল হেরে গেলে যখন দেখি খাওয়া দাওয়া বন্ধ তখন খারাপ লাগে। ধন্যবাদ ভাই সুমন কর।

৫| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:১২

সিগন্যাস বলেছেন: বাহ বাহ আপনিতো জিনিয়াস :)

২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৪

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম।

৬| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: পবনদা বেশ ভালো লাগলো। এই না হলে খেলা দেখে মজা!!! তবে গরম খিচুরির সঙ্গে যদি একপিস ইলিশ জোটে তাহলে পবনদা আমি আর্জেন্টিনার হারার দুঃখ ভূলতে বাধ্য।

অনেক শুভ কামনা প্রিয় দাদাকে।

২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৩

পবন সরকার বলেছেন: আহা! দারুণ কথা মনে করে দিলেন ভুনা খিচুড়ি সাথে যদি ইলিশ থাকে তাহলে তো কথাই নাই। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

৭| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:২০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ছড়া ভালো লিখেছেন!

২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫২

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৪

আহমেদ জী এস বলেছেন: পবন সরকার ,




ছন্দে ছন্দে আমাদের দিয়ে গেলেন দোলা ,
ফুটবলের এই যুদ্ধ কিন্তু যাবেনা কখনও ভোলা .....



২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫০

পবন সরকার বলেছেন: আপনি যা কইবেন তাতেই রাজী, ফুটবলের এই যুদ্ধ আসলেই ভুলে থাকার মত নয়।

৯| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১:১৯

তারেক ফাহিম বলেছেন: ছড়ায় ভালোলাগা।

২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৮

পবন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:০৯

কাইকর বলেছেন: ভাল লাগলো। অনেকদিন পড় এলেন মনে হচ্ছে পবন ভাই??

২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৮

পবন সরকার বলেছেন: জী ভাই, অনেক দিন পর এলাম। ধন্যবাদ কাইকর।

১১| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

:P

২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৫৬

পবন সরকার বলেছেন: হা হা হা হতেও পারে। ধন্যবাদ ভাই নিজাম উদ্দিন মন্ডল। আছেন কেমন?

১২| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

আছি আমি গুড
যদিও, ভালো নেই মোর মুড! :(
ব্যস্ত থাকবো খুব
সামনে দিব ডুব!

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৬

পবন সরকার বলেছেন: কোথায় দিবেন ডুব
থাকবেন কেন চুপ
জানতে ইচ্ছে করছে খুব।

১৩| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লাস্ট কমেন্ট,

কেন দিব ডুব?
এখানে আমি চুপ :(
হয়তো ব্লগে আসিব আমি
নিয়ে আরেক রুপ!;)

২৬ শে জুন, ২০১৮ রাত ১০:২৪

পবন সরকার বলেছেন: রুপ বদলান অসুবিধা নাই, তবে ব্লগ ছাইড়া যাইয়েন না। ধন্যবাদ আবার মন্তব্য করার জন্য।

১৪| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৬

কাওসার চৌধুরী বলেছেন: দীর্ঘ এক সপ্তাহ পর আপনার লেখা পেলাম।
বেশ ভাল লেগেছে পড়ে।

বিশ্বকাপের নামে গ্যাঞ্জাম লেগেছে জাতিতে জাতিতে
বাঙালির নাই উছিলার অভাব খুশি উৎসবে মাতিতে।

রাতে রাতে হলো দেয়াল দখল দেয়াল ভরিলো চিকাতে
দল বেঁধে দিলো দেয়াল পাহারা নিজের দখল টিকাতে।
বুদ্ধিমানেরা উন্মাদ হলো পরিণত হলো অবুঝে
দেয়াল রাঙাল আকাশি-সাদায় অথবা হলুদ-সবুজে।
রাজনৈতিক চিকা মুছে দিয়ে কার্টুন হলো আঁকানো
না দেখে উপায় আছে নাকি কারও! দেখতে লাগে না তাকানো।

আমার দেখায়ও ভুল নাই কোনো একটুও ভুল করিনি
আর্জেন্টিনা এ দেয়ালে বাঘ ব্রাজিল নিরীহ হরিণী।
পাশের দেয়ালে উল্টো চিত্র- সবখানে এক কাহিনী
সদা তৎপর আর্জেন্টিনা এবং ব্রাজিল বাহিনী।

দুই দলে ভাগ সমর্থকেরা জান দিয়ে দেয় সকলে
ভাবটা এমন- গলাবাজি করে কাপ নিয়ে নেবে দখলে।
গর্জন করে আর্জেন্টিনা গর্জন করে ব্রাজিলও
প্রতিটি পাড়ায় শান্তি- সুখের পুরোই বারোটা বাজিল।

টেইলারিংয়ের দর্জি ব্যাটারা অর্ডার নেয়া থামিয়ে
রাত দিন শুধু পতাকা বানায় দোকানের ঝাঁপ নামিয়ে।
পতাকা, পতাকা নানা আকারের ওড়ে ছাদ, ব্যালকনিতে
পতাকা উড়াতে নেই ভেদাভেদ দরিদ্র আর ধনীতে।

রাত দিন চলে শ্লোগান মিছিল কে আছে ওদের থামাবে!
এই দেশে নাই এতো বড় ওঝা ফুটবল ভূত নামাবে।

দল জিতে গেলে সমর্থকের চিৎকার কান ফাটানো
পটকার আওয়াজ গুণতে গুণতে নির্ঘুম রাত কাটানো।
দল হেরে গেলে সমর্থকের মুখ ঢাকে চুন-কালিতে
সান্ত¦না খোঁজে টিভি ভাংচুরে রেফারিকে গালাগালিতে।

ফাউল, অফসাইড, পেনাল্টি কিক বুঝুক প্লেয়ার, রেফারি!
এইখানে করে চিল্লাচিল্লি সকল আদার বেপারি।

দুষ্ট গরুর নেই তো অভাব দুই দিককার গোয়ালে
আর্জেন্টিনা মিষ্টি বিলায় ব্রাজিল পয়েন্ট খোয়ালে।
আর্জেন্টিনা যদি গোল খায় কিংবা পয়েন্ট হারালে
ব্রাজিলেরা করে বিজয় মিছিল- প্রকাশ্যে। নয় আড়ালে।

স্বল্পবসনা সাম্বা শিল্পী অংশ হয়েছে খেলারই
সমর্থকেরা মাঠ বাদ দিয়ে সারাক্ষণ খোঁজে গ্যালারি।
খেলা চলাকালে বিদ্যুৎ গেলে প্রাণ ওঠে তাই কাঁদিয়া
গাড়ি ভাংচুরে পথে বের হয় দুই দলই জোট বাাঁধিয়া।

সমর্থকের উচ্ছ্বাস এতো! ধরে রাখা দায় বাড়িতে
চিল্লাচিল্লি ধাক্কাধাক্কি শেষ হয় মারামারিতে।
ফুটবল খেলা যেমন ভরাট ধাক্কা, গুতোতে, লাথিতে
বাঙালি জীবন ভরপুর হলো ভাংচুর, হাতাহাতিতে।
আহত হচ্ছে প্রায়ই গোটা কয় কোন দিন হবে নিহত!
বিশ্বকাপের নামে ফুটবল খেলা না থাকলে কী হত!

এক মাস ধরে শুধু লাগালাগি আর্জেন্টিনা- ব্রাজিলে
ফুটবল খেলা কবে থেকে চালু করেছিলো কোন ফাজিলে!!

(সংগৃহীত)।

২৬ শে জুন, ২০১৮ রাত ১০:২৭

পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা, ফুটবল খেলা আবিস্কার করিল কোন ফাজিলে, দারুণ কথাই বলেছেন। ধন্যবাদ কবিতা মন্তব্যর জন্য।

১৫| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: আজ আর্জেন্টিনা জিতবে।

২৬ শে জুন, ২০১৮ রাত ১০:২৮

পবন সরকার বলেছেন: দেখা যাক কি হয়। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৬| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

কথার ফুলঝুরি! বলেছেন: আমি খেলা দেখিনা তাই খেলা নিয়ে আমার কোন টেনশন নেই :P তবে বিশ্বকাপ নিয়ে ছন্দ দারুন লেগেছে পবন ভাইয়া।

২৬ শে জুন, ২০১৮ রাত ১০:২৯

পবন সরকার বলেছেন: খেলা না দেখাই ভালো খামাখা দলাদলি। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

১৭| ২৬ শে জুন, ২০১৮ রাত ১১:১৯

অর্থনীতিবিদ বলেছেন: একটা মাস নাহয় একটু উন্মাদনাই থাকলো। একটা মাসই তো :-)

২৭ শে জুন, ২০১৮ রাত ১২:২৬

পবন সরকার বলেছেন: কথা মন্দ বলেন নাই, একটা মাস উন্মাদনায় অসুবিধা নাই মারামারি না হলেই হলো। ধন্যবাদ

১৮| ২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১১

মনিরা সুলতানা বলেছেন: ছন্দবন্ধতায় ভালোলাগা রাখলাম :)

২৭ শে জুন, ২০১৮ রাত ৯:৪৮

পবন সরকার বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ২৯ শে জুন, ২০১৮ সকাল ৭:০৯

সিগন্যাস বলেছেন: আপনার পোষ্ট নেই কেন?দেখুন কতজন কত কিছু নিয়ে লিখছে।আপনিও লিখুন

৩০ শে জুন, ২০১৮ রাত ১:৪৯

পবন সরকার বলেছেন: লেখার চেষ্টা করি কিন্তু সময় করে উঠতে পারছি না। লেখার জন্য উৎসাহ দেয়ার অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.