নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

এখন গেঞ্জি পতাকার কি হবে?

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০


পবন সরকার

দল হেরেছে তাতে আমার দুঃখ নাইরে ভাই
কি হবে ঐ পাতাকাগুলো ভাবছি শুধু তাই।
যেই লোকটি কোটি টাকার পতাকা তৈরী করল
একটা গোলের তলে পড়ায় এবার বুঝি মরল!

আমি হলাম খালি সাপোর্টার খালি হাতে লাফাই
দল হারলেও তাইতো আমার গেঞ্জি পাতাকা নাই।
কিন্তু যারা পতাকা কিনে উড়ায় মাথার পর
বিশ্বকাপে তাদের নিয়ে পাচ্ছি বড়ই ডর।

ছাদের পরে মাথার পরে উড়তে ছিল যখন
গায়ে নতুন গেঞ্জি পরে খুশি ছিল তখন
কিন্তু যখন দল হারলো বিশ্ব কাপের থেকে
মরতে মরতে বেঁচে গেলেন হাত তোলেন তো কে কে?

আমি কিন্তু আগেই বলছি আমিও সাপোর্ট করি
আর্জেন্টিনা, ব্রাজিল নয় পুরো বিশ্বকাপ ধরি।
বিশ্বকাপে যেটাই জিতবে সেটাই আমার দল
তাই তো আমি দুর্বল নই সবসময় সবল।

দল হারার পর লাফাঙারা কোথায় দিল ডুব
রাস্তা ঘাট আজ বড়ই নিরব এক্কেবারে চুপ।
আমি কিন্তু ডুব দেই নাই বুক ফুলিয়ে হাটি
বিশ্বকাপে বড় সাপোর্টার আমিই হলাম খাঁটি।

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: হার জিত চিরদিন থাকবে ! :)

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৬

পবন সরকার বলেছেন: এই জন্য তো আমি জাইনা শুইনা আরেক জনের খেলায় বাজি ধরি না।

২| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় দাদা ,

সুন্দর ছড়া। একেবারে ঠিক কথাই তুলে ধরেছেন । খেলাটাকে আমাদের বিনোদন হিসাবেই দেখা দরকার।

শুভকামনা আপনাকে।

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৬

পবন সরকার বলেছেন: হে হে হে পদাতিক দা, সুন্দর কথাই বলেছেন, খেলা শুধু বিনোদন হিসাবে দেখা দরকার, খেলা দেখে মরতে হবে কেন?

৩| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৩

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: খেলা কোনো নেশা নয় হোক উপভোগের।

বিঃদ্রঃ আমি একজন আর্জেন্টিনার প্লাস্টিক সমর্থক...

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৭

পবন সরকার বলেছেন: চমৎকার কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে।

৪| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২২

তারেক_মাহমুদ বলেছেন: হে হে হে সুবিধাবাদী সমর্থক।

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৮

পবন সরকার বলেছেন: এই তো বুঝবার পারছেন, কারণ ছাড়া খামাখা মইরা লাভ কি?

৫| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৪

অর্ক বলেছেন: হে মহাজ্ঞানী পবন সরকার। প্রত্যেকবার বিশ্বকাপ শেষে (ফাইনাল ম্যাচ'র পর) কি হয়?

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৩

পবন সরকার বলেছেন: যা হবার তাই হয় এর ব্যতিক্রম হয় না।

৬| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৮

মো: রাইয়্যান আনান বলেছেন: ভাই ছোটোকাল থেকে মনে প্রাণে র‌্রাজিল সাপোর্ট করি এই হার মেনে নিতে পারছি না :((((((((((((((

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৪

পবন সরকার বলেছেন: আপনার এই কষ্টে অনেকেই আছে। ধন্যবাদ

৭| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: ব্রাজিলকে নিয়ে একটা কথাই বলবো, বার বার যদি তোমরাই চ্যাম্পিওন হও তাহলে অন্যরা কি করবে।
ব্যাপার না ব্রাজিল দলের সমকক্ষ হতে অন্য দলের আরো শত বছর লাগবে।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৫

পবন সরকার বলেছেন: কেউ ব্রাজিলের সমকক্ষ হতে না পারলেও দল তো হেরে গেল। সেইটার কি হবে?

৮| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৭

খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন কবিতা। বিশেষ করে শেষের স্তবকটা বেশী ভাল লেগেছে।
কবিতায় প্লাস + +

৯| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৩

পবন সরকার বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই, ছড়ায় মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা।

১০| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৭

অর্থনীতিবিদ বলেছেন: আদর্শ খেলোয়াড়ি মনোভাব। আমিও এটাই করেছি। নির্দিষ্ট কোনো দল নয়, বরং সমগ্র বিশ্বকাপটাকে উপভোগ করেছি। আর তাইতো ফ্রান্স বিশ্বকাপ জেতায় আমিও খুশি।

৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩১

পবন সরকার বলেছেন: ভালো করেছেন। ধন্যবাদ

১১| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১০

তাহেরা সেহেলী বলেছেন: হি হি হি

২১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০১

পবন সরকার বলেছেন: হি হি হি ছাড়া উপায় নাই

১২| ২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩০

তাহেরা সেহেলী বলেছেন: আমার হি হি হি করা দরকার একটু, নাহলে বৃদ্ধ দেখায়

০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৯

পবন সরকার বলেছেন: মনে সুখ থাকলে বৃদ্ধরাও হি হি করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.