নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিরক্ষর কিন্তু বুদ্ধিমতী মায়ের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছিলাম,যথাযথ কর্তব্য পালন করেই উপযুক্ত অধিকার আদায় করা সম্ভব। - মহাত্মা গান্ধী

পদাতিক চৌধুরি

হাই,আমি পদাতিক চৌধুরী।পথেঘাটে ঘুরে বেড়াই।আগডুম বাগডুম লিখি। এমনই আগডুম বাগডুমের পরিচয় পেতে হলে আমার ব্লগে আপনাদেরকে স্বাগত।

পদাতিক চৌধুরি › বিস্তারিত পোস্টঃ

বাগোড়ার প্রাকৃতিক সৌন্দর্য ( ছবি ব্লগ)

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:২৩









কচিকাঁচাদের সঙ্গে আমার কলিগের স্বামীজি।



হোমস্টে থেকে একটু আউটিং এ দলের সভ্যরা।





জংলিফুল,বাগোড়ির রাস্তার ধারে।



ধাপচাষ, বাগোড়ি।














কচিকাঁচাদের সঙ্গে আমার কলিগের স্বামীজি।



হোমস্টে থেকে একটু আউটিং এ দলের সভ্যরা।





জংলিফুল,বাগোড়ির রাস্তার ধারে।



ধাপচাষ, বাগোড়ি।



মন্তব্য ৮৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:৪৬

সনেট কবি বলেছেন: চমৎকার ছবি ব্লগ।

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম মন্তব্য। কাজেই আলাদা ভালো লাগা। মুগ্ধ হলাম, প্রিয় কবিভায়ের মন্তব্যে।

অনেক অনেক ভাল লাগা আপনাকে।

২| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইয়েস!
দারুন টাইমিং! ;)
আমি জানি আমি পুরথম:P

বি. দ্রঃ
লেখক সাহেব কেমন আছেন?
লেখা এত কম কেন হে ??

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: আশাকরি মন্ডল ভাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই ভালো আছি। পরিবার নিয়ে শীতের দেশে বেড়াতে গেছিলাম। গত পাঁচদিন নেট পরিসেবারর বাইরে ছিলাম। আজ কার্শিয়ং এ আসতেই নেট পেলাম। গাড়িতে বসে বসে ব্লগের লোভ সামলাতে পারলাম না। আজ রাতে শিলিগুড়ি থেকে ট্রেন। আগামীকাল কলকাতায় ফিরবো। কাজোই বাড়ি ফিরে আবার লেখালেখির পর্ব শুরু করবো। দোয়া করবেন। আর প্রথম কমেন্ট আজ আর হল না। আশাকরি অন্য একদিন নিশ্চয় হবে।


অনেক অনেক ভাল লাগা প্রিয় মন্ডল ভাইকে।

৩| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পুনশ্চঃ
আপনাকেও কি কচুকাটা করতে হবে?:P

ও লেখক,
ছবিগুলে মোবাইলে তোলা?
ছবি তো উল্টো হয়ে গিয়েছে!!!:(
৪:৩ অনুপাতে হলে ছবি দেখতে সুন্দর লাগে!!;)
কিছু ছবি রিপিটও হয়েছে!!X(

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৫:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা, আমাকে আপনি যে ব্যবস্থাপনার কথা শোনালেন, তাতেই মুগ্ধ হলাম বড়। তবে আপনাকে একটু বড় ছুরি নিয়ে কাজে নামতে হবে , নতুবা কাজ হাসিল তো হবে না, উল্টে ছুরি ভেঙে যেতে পারে। হি হি হি। আর হ্যাঁ ছবি গুলি মোবাইলে তোলা। কিছু ছবি উল্টে গেছে, আসলে মোবাইলের ছবির আলো কম হলে দেখেছি উল্টে যায়। পাশাপাশি রিপিট ছবিগুলি তুলে নিচ্ছি ।

অনেক অনেক ভাল লাগা প্রিয় মন্ডল ভাইকে।

৪| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৫:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"গাড়িতে বসে বসে ব্লগের লোভ সামলাতে পারলাম না।আজ রাতে শিলিগুড়ি থেকে ট্রেন।"
-- ওকে, ওকে!
যেখানেই থাকুন ভাল থাকুন!
আমার অভিযোগগুলো তুলে নেয়া হল!!;)

হ্যাভ এ নাইস ঘুরাঘুরি.. ;)

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: মাথা খারাপ নাকি আমার? এমন আন্তরিক কমেন্ট আমি তুলতে দেবোনা না না।

৫| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৫:০৭

জোকস বলেছেন:



ফটোক গুলো দারুন!

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধেয় জোকস ভাইকে। আপনার সুন্দর প্রাসঙ্গিক ছবিতে মুগ্ধ হলাম। ভাগ্যিস আমার কিছু ছবি উল্টে গেছিল, নইলে অমন সুন্দর রম্য ছবিটি পেতাম না।

শুভেচ্ছা রইল মাননীয় ভাইজানকে।

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় জোকস ভাইকে আরও একবার ধন্যবাদ জানাবো পোষ্টটিকে লাইক করার জন্য।

ভাল থাকুন, সুস্থ থাকুন।

৬| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৫:২৬

অচেনা হৃদি বলেছেন: ভাইয়া ছবিগুলো Rotate করে দিন ।

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: এটা আমার কোনও পোষ্টে আপনার প্রথম মন্তব্য। কাজেই আলাদা ভালো লাগা আপু আপনাকে। আপনার পরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ। তবে অনেকটা বাইরে আছি, কতটা যে ঠিক করতে পারবো সন্দেহ । তবুও সময় পেলে চেষ্টা করবো ঠিক করার।

অনেক শুভ কামনা আপু আপনাকে।

৭| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৫:৩০

কাওসার চৌধুরী বলেছেন: ওয়াও!! ফটোগুলো দারুন হয়েছে। আশা করি কলকাতায় ফিরে আরো অনেক ছবি আপলোড করবেন। শুভ কামনা রইলো প্রিয় পদাতিক চৌধুরী ভাই।

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: আশাকরি উপরওয়ালার কৃপায় ভালো আছেন, প্রিয় কাওসার ভাই। অনেকদিন আপনাদের না পেয়ে খুব বিষন্নে ছিলাম। আমি এই মুহূর্তে শিলিগুড়িতে ঢুকলাম।রাত নটায় ট্রেন। বাড়িতে গিয়ে ভালো করে পোষ্ট দেবো। দোয়া করবেন।

অনেক অনেক শুভ কামনা প্রিয় কাওসার ভাইকে।

৮| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৫:৩৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ছবিগুলো ঠিক করে দিন। ছবিব্লগ ভালো হয়েছে!

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০১

পদাতিক চৌধুরি বলেছেন: কৃতজ্ঞতা জানাই প্রিয় সম্রাট ভাইকে, সুন্দর পরামর্শের জন্য। একটু ব্যস্ত আছি, ভাই। সময় পেলে ঠিক করবো আশারাখি।

অনেক অনেক শুভেচ্ছা প্রিশ সম্রাট ভাইকে।

৯| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ! আ‌মি অ‌ভিভূত। দাদা, শেষ পর্যন্ত ভ্রমণ শে‌ষে পোস্ট দি‌লেন।

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সাজ্জাদ ভাই আপনার মন্তব্যে মুগ্ধতা ছুঁয়ে গেল। তবে অস্বীকার করবো না যে, ছবিগুলি সব ভালো হয়েছে।

অনেক শুভেচ্ছা প্রিয় সাজ্জাদ ভাইকে।

১০| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১১

রাজীব নুর বলেছেন: ঘাড় কাত করে ছবি দেখতে দেখতে ঘাড় ব্যথা হয়ে গেল।

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: সরি ছোট ভাই, অনিচ্ছাকৃত কষ্ট দেওয়ার জন্য ব্যাথিত। আসলে মোবাইলের ছবি আলো কম হলে দেখেছি এই সমস্যা হয়। পরের বার ভালো করার চেষ্টা করবো।

অনেক শুভেচ্ছা রইল।

১১| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

মৌরি হক দোলা বলেছেন: ভাইয়া, সুন্দর হয়েছে ছবিগুলো :)

০৩ রা জুন, ২০১৮ রাত ১১:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পরে ছোট্ট বোনটিকে দেখে আলাদা ভালো লাগা রইল। আশাকরি ভালো আছো এবং ভর্তির সমস্যা মিটে গেছে। কাজেই পড়াশোনা শুরু করাটা স্বাভাবিক।

নিরন্তর শুভ কামনা প্রিয় ছোট্ট বোনটিকে।

১২| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

ব্লগার_প্রান্ত বলেছেন: :) :) :)

০৩ রা জুন, ২০১৮ রাত ১১:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই প্রান্তকে।

অনেক অনেক শুভ কামনা প্রিয় ছোট্ট ভাই প্রান্তকে।

১৩| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আসলেই দৃশ্যগুলি অনেক সুন্দর। এই দৃশ্যের পাশাপাশি আরো বেশি বর্ণনা দিলে আরো বেশি ভালো লাগতো।

০৩ রা জুন, ২০১৮ রাত ১১:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: তানভীর ভাই, আপনার সুন্দর গঠন মূলক মন্তব্যে মুগ্ধ হলাম। আসলে আমি এখনও পর্যন্ত ট্রেনে আছি। বাড়িতে ফিরে অবশ্যই ভ্রমনের বর্ননা ধর্মী পোষ্ট দেবো। আপনাকে পাশে পাওয়া আমার নিরন্তর প্রার্থনা ।

অনেক অনেক শুভেচ্ছা প্রিয় তানভীর ভাইকো।

১৪| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

জুন বলেছেন: ঘাড় বাকা করে বাগোড়ার সৌন্দর্য দেখে অভিভূত হোলাম পদাতিক চৌধুরী :)
+

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৭:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল আপু । ছবি দেখে খুশি হলেন দেখে প্রীত হলাম। তবে ঘাড় বাঁকিয়ে দেখতে হওয়ার কারনে দুঃখিত।

অনেক অনেক শুভ কামনা আপু আপনাকে।

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৭:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: পোষ্টটিকে লাইক দেওয়ার জন্য আপুকে কৃতজ্ঞতা জানাই ।

ভাল থাকুন, সুস্থ থাকুন।

১৫| ০৩ রা জুন, ২০১৮ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


বাগোড়া কোথায়? ওখানকার লোকদের আয়ের উৎস কি? কোন ভাষাভাষীর মানুষ বাস করেন?

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৭:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল শ্রদ্ধেয়। আশাকরি আপনার চোখের সমস্যা মিটেছে। বাগোড়া জায়গাটি কার্শিয়ং থেকে প্রায় বারো কিমি দূরে। এখানে বেশ কিছু হোমস্টে আছে, যেখানে আশপাশের মহিলারা পর্যটনের মরশুমে কাজ করে। কিছু ব্যবসা ও রুটে গাড়ি চালানোর সঙ্গে যুক্ত। কার্শিয়ং এর এদিকটাতে মাটি খুব উর্বর হওয়াই ধাপচাষের আধিক্য লক্ষ্য করলাম। উল্লেখ্য আমরা যে বিকি হোমস্টেতে ছিলাম
ওদের যাবতীয় সব্জি পাশের জমিতে চাষ হয়। এখন মাঠে প্রচুর বাধাকপি, স্কোয়াশ, টমেটো সহ নানান ফসল দেখলাম। স্থানীয়দের আরও একটি জীবিকা একটু দূরে কার্শিয়ং এয়ারফোর্সে ক্যাজুয়ালটির কাজ করা। তবে একটু দূরে চা বাগানেও অনেকে জীবিকার্জনে নিযুক্ত।

অনেক অনেক শ্রদ্ধা আপনাকে। ভাল থাকুন, সুস্থ থাকুন।

১৬| ০৩ রা জুন, ২০১৮ রাত ৯:২৮

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! সুন্দর ছবি ব্লগ।

৫ নং মন্তব্যে দারুণ হিউমার

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৭:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় কবি ভাই। আমার কোনও পোষ্টে এটা আপনার প্রথম মন্তব্য। কাজেই আলাদা ভাল লাগা রইল। আর পাঁচ নং মন্তব্য সত্যেই প্রশংসনীয়।

অনেক শুভোচ্ছা প্রিয় কবি ভাইকে।

১৭| ০৩ রা জুন, ২০১৮ রাত ৯:৩০

পবন সরকার বলেছেন: পদাতিক দা, ছবিগুলি সোজা করে দিতে পারলে দেখতে চমৎকার হতো। ধন্যবাদ

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৮:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল পবনদা। ছবিগুলি উল্টে যাওয়ার কারনে দুঃখিত। বাড়ি ফিরে বরং নুতন পোষ্ট দেবো। আশাকরি সেগুলি ভালো লাগবে।

অনেক অনেক ভাল লাগা প্রিয় কবি দাদাকে।

১৮| ০৩ রা জুন, ২০১৮ রাত ১০:৩৩

আখেনাটেন বলেছেন: সুন্দর। সুন্দর।

তবে ছবিগুলো কাত হয়ে থাকায় আমাকেও কাত হয়ে দেখতে হল আর কি! :D

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১১:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা ফ্যারাও ভাই, আসলে আমি নিজেই যেহেতু সোজা নই, কাজেই আমার পোষ্ট একটু কষ্ট করেই পড়তে হবে। এবার বুঝুন আমাকে কীভাবে সারাক্ষণ বাঁকা হয়ে থাকতে হয় ।

অনেক শুভেচ্ছা প্রিয় ফ্যারাও ভাইকে।

১৯| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১:১২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: পদাতিক দার পদধুলি নিয়ে খুব কষ্ট করে ছবিগুলো দেখলাম। কোলকাতায় গিয়ে অনেক ছবি পোস্ট করবেন কিন্তু।

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১১:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: যুক্তদাও ভাই, পদধুলির কথাতে খুব লজ্জা পেলাম। কষ্ট করে দেখার জন্য আমিও দুঃখিত। পরের পোষ্ট গুলিতে আশাকরি সমস্যাটি আর থাকবেনা। পাশাপাশি আপনার অনুপ্রেরণায় মুগ্ধ হলাম।

অনেক অনেক শুভেচ্ছা প্রিয় যুক্তি না নিলে য়ুক্তি দাও ভাইকে।

২০| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১:২৯

ওমেরা বলেছেন: উল্টা পাল্টা হতে হতেই এক সময় সুন্দর ছবি ব্লগ দিতে পারবেন । ধন্যবাদ

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:০১

পদাতিক চৌধুরি বলেছেন: আপু আপনার সুন্দর অনুপ্রেরণা সূচক মন্তব্যে প্রীত হলাম। কৃতজ্ঞতা আপনাকে।

অনেক শুভেচ্ছা আপু আপনাকে।

২১| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ২:৫২

মনিরা সুলতানা বলেছেন: আনন্দদায়ক ভ্রমনের প্রত্যাশায় রইলাম!
আশা করছি কলকাতায় ফিরে ছবি গুলো নিয়ে আবার বসবেন।
জংলী ফুলের ছবি অনেক সুন্দর।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: আজ ভোর বেলা ট্রেনে বসে বসে আপনার সৌদীতে তারাবির জামাতের পোষ্টটি পড়ছিলাম। প্রথম একবার মনের মত করে মন্তব্য লিখে পোষ্ট করলাম, দেখি নেট না থাকার কারনে গেলনা। পরে আবার চেষ্টা করতে গেল ঠিকই, কিন্তু একই লেখা আর হলনা। আপনার পোষ্ট মানে আপু আমার কাছে একটা পারফেকশনের ব্যাপার মনে হয়।

আর জংলি ফুলের প্রচুর ছবি আছে। আপনাকে পাশে পাওয়াটা আমার নিরন্তর প্রার্থনা ।


অনেক শুভেচ্ছা আপু আপনাকে।

২২| ০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৪:৪৪

শিখা রহমান বলেছেন: পদাতিক ছবিগুলো ভালো লেগেছে। ৫ ও ১০ নম্বর মন্তব্যের সাথে একমত। :) ফিরে গিয়ে ছবিগুলো ঠিক করে দেবেন আশাকরি।

শুভকামনা। ভ্রমণ আনন্দময় ও নিরাপদ হোক।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা আপু ভালো লাগিয়ে হয়তো মনে রাখতে পারতাম না। ঘাড় কাত করে যদি একটু ব্যাথা হয় সেটাই আমার বড় প্রাপ্তি আপু।

নিরন্তর শুভেচ্ছা আপনাকে।

২৩| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৮:১৯

নীল মনি বলেছেন: সবচেয়ে পছন্দ হয়েছে জংলিফুল গুলো। ইশ ওদের যদি ছুঁয়ে যেত!

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:০০

পদাতিক চৌধুরি বলেছেন: মুগ্ধতা ছুঁয়ে গেল আপু আপনার ছোট্ট মন্তব্যে, যার ব্যাপ্তিটা অনেক বড়। আমি পরের দিকে আপনার ভালো লাগা কিছু পাহাড়ি ফুলের ছবি দেবো। আমরা তখন সীঙ্গলিলা পর্বতের মাথায় উঠছি, তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড ঠান্ডায় আমাদের তখন হাড় হিম হওয়ার অবস্থা, এমন সময় পাহাড়ের উভয় দিকে অপূর্ব সব ফুলের সমাহার। উচ্চতা ২২০০ ফুটের অধিক হবে। জায়গায় জায়গায় রাস্তাওও নেই। একদিকে ঠান্ডায় কাঁপছি অপর দিকে ছবি তোলার নেশায় বুঁদ হয়ে গেছি। সে অভিজ্ঞতা অসাধারণ।

অনেক অনেক শুভ কামনা আপু আপনাকে।

২৪| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৮:২২

তারেক_মাহমুদ বলেছেন: শুভ সকাল পদাতিক ভাই , বাগোড়া সত্যি সুন্দর যায়গা, আরো কিছু বর্ণনা যোগ করতে পারতেন তবে এলাকাটি সম্পর্কে জানা হতো।

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: আজ সকালে বাড়ি এসে প্রচুর কাজ করতে হয়েছে। আবার গতকাল গাড়িতে কার্শিয়ং থেকে ফেরার পথে এই ছবি ব্লগটি দিই। টাইপ করার মত অবস্থায় ছিলাম না। আপনাদের সাড়া পাওয়া দেখে আগামী কয়েকদিনের মধ্যে ভ্রমন কাহিনী পোষ্ট করবো। দয়া করে পাশে থাকবেন প্রিয় তারেক ভাই।

অনেক অনেক শুভ কামনা আপনাকে।

২৫| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৮:৫২

নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো ।

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: আপু আপনার ছোট্ট কমপ্লিমেন্ট অন্তর ছুঁয়ে গেল। পরে আরও কিছু রেয়ার ছবি দেবো, আশাকরি ভালো লাগবে।

অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।

২৬| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবিগুলো রোটেড করে ঠিক পজিশন করে দিলে আরও সুন্দর দেখাতো।

ধন্যবাদ।

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মাইদুলভাই,মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাই। তবে রোটেড করার ব্যাপারটি যদি আরও একটু স্পেসিফাই করতেন,।

অনেক শুভ কামনা প্রিয় মাইদুল ভাইকে।

২৭| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১১:১৬

আবু ছােলহ বলেছেন:



ধন্যবাদ। সুন্দর পোস্ট।

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আবু ছোলহ ভাই, আপনাকেও অশেষ ধন্যবাদ।

অনেক অনেক শুভ কামনা আপনাকে।

২৮| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো থাকবেন

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:২০

পদাতিক চৌধুরি বলেছেন: এইতো ভাই প্রান্ত চলে এসেছে, মানে নিশ্চয় কোনও খবর আছে। হ্যাঁ, আমি যাচ্ছি।

অনেক শুভ কামনা রইল।

২৯| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: ছবি ব্লগ দারুণ হয়েছে।।



শুভ কামনা রইলো ।।

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: আশাকরি উপরওয়ালার কৃপায় ভালো আছেন কবীর ভাই। ছবি ব্লগ আপনার দারুণ লেগেছে জেনে প্রীত হলাম ।

আপনার জন্যও রইল অনেক শুভেচ্ছা প্রিয় কবীর ভাইয়া।

৩০| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সরি ছোট ভাই, অনিচ্ছাকৃত কষ্ট দেওয়ার জন্য ব্যাথিত। আসলে মোবাইলের ছবি আলো কম হলে দেখেছি এই সমস্যা হয়। পরের বার ভালো করার চেষ্টা করবো।

অনেক শুভেচ্ছা রইল।


ধন্যবাদ দাদা।

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: আবার প্রিয় ছোট ভাইকে পেয়ে খুশি হলাম। সঙ্গে অনেক ভালো লাগা।

শুভ কামনা রইল।

৩১| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৫:৩৮

মিথী_মারজান বলেছেন: জায়গাটা যে খুব সুন্দর বোঝাই যাচ্ছে।
কচিকাঁচাদের সাথে আপনার কলিগের স্বামীজি। কিন্তু কচিকাচাদের তো পরিচয় দিলেন না! বাচ্চাগুলোকে খুব কিউট লাগছে।
ব্যস্ততার জন্য বর্ণনা কম দিয়েছেন জানলাম, কোন সমস্যা নেই, পরবর্তীতে আবার দেখে নেবো তাহলে।
সুন্দর হোক আপনার ভ্রমন।:)

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: আপু আপনার মন্তব্যে মুগ্ধ হলাম। কচিকাঁচাদের ছবিটি ইচ্ছা করেই যেমন তেমন একটি ছবি দিয়েছি। বেশি ভাল ছবি দিলে আমার মনে হয় যেন ফেসবুক হয়ে গেল। এমন দূরের ছবিতেও বাচ্চাদের কিউট লাগছে শুনে আনন্দ পেলাম। কলিগের হাডুর বাম হাতে ধরা নীল সার্ট, একটি আঙ্গুল উচু করে আছে আমার পুত্র। বাকিরা সব আমার কলিগের ছেলেরা। পরবর্তী পোষ্ট গুলি দেখার অনুরোধ থাকলো।

নিরন্তর শুভেচ্ছা আপু আপনাকে।

৩২| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

পুলক ঢালী বলেছেন: সুন্দর ছবিব্লগ। আমার একবার এমন কাৎ হওয়া ছবি এসেছিল পোষ্টে আর ব্লগারদের কিইই সব মজার কমেন্ট! এখানেও তার ছড়াছড়ি বেশ উপভোগ করলাম। আপনার পোস্ট পড়ে কিছুক্ষন স্মৃতি কাতরতায় ভুগলাম ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা পুলকদা, তাহলে বুঝুন কাত হলেও ব্লগ বেশ জমে ওঠে। আমি এতক্ষণ ভাবছিলাম যে আমি একা এমন কাত ব্লগার। আপনাকে সঙ্গে পেয়ে বেশ লাগছে। আমি প্রথমে একটু লজ্জায় পড়েছিলাম, যেটা অস্বীকার করবো না। কিন্তু পরের দিকে ক্রমশ মজাই পেয়েছি । আর আপনাকে পেয়ে বাড়টি ভালো লাগা। পাশাপাশি আপনাকে আরও একবার কৃতজ্ঞতা জানাই যে আমার কোনও পোস্টে এটা আপনার প্রথম মন্তব্য।

নিরন্তর শুভেচ্ছা দাদা আপনাকে।

৩৩| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:০৪

সেলিম আনোয়ার বলেছেন: জঙলিফুল বেশি সুন্দর।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: কৃতজ্ঞতা জানাই প্রিয় কবি ভাইকে। বাস্তবে জংলি ফুলেরাই যেন পাহাড়কে সাজিয়ে রেখছে। আর আমরা তার রুপে মোহিত হই ।

অনেক শ্রদ্ধা প্রিয় কবি ভাইকে।

৩৪| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৬

আহমেদ জী এস বলেছেন: পদাতিক চৌধুরি ,




কপি করে ফটো ভিউয়্যারে নিয়ে ঘুড়িয়ে দেখতে হলো । নইলে সহব্লগার জোকস এর মন্তব্যের মতোই হেটমুন্ড-উর্দ্ধপদ হতে হতো ।
সুন্দর সব ছবি । আশা করা যেতে পারে , দু'এক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে ।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: কৃতজ্ঞতা জানাই আপনার সুন্দর মন্তব্যে। চেষ্টায় আছি সমস্যা মেটানোর।

নিরন্তর শুভেচ্ছা জী এস ভাই আপনাকে।

৩৫| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:০১

আহমেদ জী এস বলেছেন: পদাতিক চৌধুরি ,



ধন্যবাদ প্রতিমন্তব্যে ।
এখানে কয়েকটি ঠিক করে দিলুম ----





০৬ ই জুন, ২০১৮ রাত ১২:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা প্রিয় জি এস ভাই আপনাকে। কিন্তু এই কৌশলটি এখনও আমার অজানা। প্লীজ একটু পদ্ধতিটি বলে দিননা। অপেক্ষায় থাকলাম।

নিরন্তর শুভেচ্ছা ভাই আপনাকে।

৩৬| ০৬ ই জুন, ২০১৮ রাত ৯:১৪

আহমেদ জী এস বলেছেন: পদাতিক চৌধুরি ,



প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ । ছবি ঠিক করে দেয়ার কোশেশ করতে দেরী হচ্ছে বুঝে আমি আগের মন্তব্যটি করেছিলুম ছবি ঠিক করে দিয়ে ।

যাকগে... আমি যেভাবে করি সেটাই বলছি ----
যে ছবিটি দিতে চান সেটাকে আগে JPEG - JFIF Compliant বা jpg ফরমাটে সেভ করে রাখুন ( চেক করে দেখে নিন ছবিটি ঠিক আছে কিনা ) যে কোনও ফাইলে । ডেক্সটপে রাখলে ভালো, খুঁজতে কষ্ট হয়না । এর পরে পোস্টে ছবি সংযুক্ত করতে হলে ক্যামেরার লোগোতে ( যেখানে পোস্ট লিখছেন সেই জায়গার উপরে দেখতে পাবেন ) ক্লিক করুন । একটি উইন্ডো আসবে নীচের বোল্ড করা লেখার মতো ।
আপনার একটি ছবি আপলোড করুন
SELECT FILES

এবারে SELECT FILES এ ক্লিক করুন । একটি উইন্ডো আসবে , সাধারনতঃ ডেক্সটপটিই ওপেন হবে । এবারে আপনার সেভ করা ছবিটিতে ক্লিক করুন । ছবিটি আপলোড হতে দেখবেন আপনার নতুন লেখা পোস্টে ।

আপাতত এভাবে চেষ্টা করে দেখুন ।

০৮ ই জুন, ২০১৮ রাত ১১:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: স্যার আপনার নির্দেশ মনে রেখে চেষ্টা করবো। আপনাকে কৃতজ্ঞতা জানানোর মত ভাষা আমার নেই।অন্তরের কুর্নিশ দিয়ে পরের পাঠে গেলাম।

অনেক অনেক শুভেচ্ছা প্রিয় জি এস ভাইকে।

৩৭| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৪

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: বাগোড়া জায়গাটি কোথায়? যদিও চাঁদগাজী ভাই জানতে চেয়েছিলেন। কিন্তু এটা কি বাংলাদেশ নাকি অন্য কোথাও? সুন্দর ছবি ব্লগ। জোকস ভাই এর ছবিটি ও দারুণ লেগেছে!! হা হা হা!

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: জায়গাটা বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কার্শিয়ং শহর থেকে প্রায় বার কিমি দূরে বাগোড়া জায়গাটি অবস্থিত। শ্রদ্ধেয় গাজী সাহেবের প্রতিমন্তব্যেও আমি বিষয়টা জানিয়েছি। আর জোকসভায়ের নিকটি যথার্থ। উনি সুযোগ পেলে ছবির ভাষাতেই বুঝিয়ে দেন, উনি কতটা রসিক। হি হি হি।

শুভকামনা রইল।

৩৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২২

রাকু হাসান বলেছেন: ভালোলাগা ভাইয়া । ছবি ব্লগ ভালো লাগছে । বিশেষ করে হাস্যউজ্জল ছোট ছেলেদের । কেমন আছো ভাইয়া ? আমি আলহামদুলিল্লাহ্

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০০

পদাতিক চৌধুরি বলেছেন: আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আমার ছোট্ট ভাইটির দেখা পাওয়া মানে যে মনে বিরাট বল পাওয়া। কচিকাঁচাদের মধ্যে ব্লু শার্ট পায়ে হাওয়াই চটি তোমার ভাইপো। দু আঙ্গুলে ভি দেখাচ্ছে।


অন্তরের বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা স্নেহের ছোটোভাইকে।

৩৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৪

রাকু হাসান বলেছেন: ওয়াও দেখলাম :) । কয়েকবার দেখলাম । আমার আদর দিও :) ভাইপো কে । ভাই কে মনে রাখি । ব্লগে দেখলে ভালো লাগে । ব্লগে আসার উদ্দেশ্য ভাইয়ের সাথে দুটি কথা বলা আর কি । :-B
ভালোবাসা নিও ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১১

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ ভাইপো এত আদর নিচ্ছে যে পড়াশোনা সব লাটে উঠেছে। আর তোমার কথা একবার বললে যতক্ষণ না বাড়িতে আসছো ততক্ষণ শান্তি পাবেনা। প্রচন্ড মিশুকে। সমস্যা শুধু পড়াশোনা নিয়ে। ♥♥♥♥ একটি পোস্ট শুরু করেছি। হয়তো আগামীকাল দিতে পারবো। আমন্ত্রণ রইল আমার ছোট্ট ভাইকে।

অনেক শুভকামনা ও ভালোবাসা তোমাকেও।

শুভরাত্রি।

৪০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৮

সুমন কর বলেছেন: দেরি হলেও আজ দেখলাম। ভালো লাগল।

* পোস্ট ২ বার এসেছে। ঠিক করে দিয়েন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ দাদা আপনার আগমনে ও মন্তব্যে আনন্দ পেলাম । হ্যাঁ দাদা দেখেছি যে পোস্টটি দুবার হয়ে গেছে । একটু সময় নিয়ে ঠিক করে দেবো।


শুভকামনা ও বিমুগ্ধ ভালোবাসা আপনাকে।

৪১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৫

খায়রুল আহসান বলেছেন: আমার জা বলার ছিল, তা জুন বলে দিয়েছেন। আর আমারও অন্য আরো অনেকের মত, জংলী ফুলগুলোকে খুব ভাল লেগেছে।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার বিলম্বিত আগমন ও কমেন্টে মুগ্ধ হলাম। জুনাপুর মন্তব্যের মধ্যে আপনার মন্তব্য খুঁজে পেয়ে আবার আনন্দিত। হ্যাঁ ! স্যার জংলি ফুল গুলি সত্যিই খুব সুন্দর।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.