নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিরক্ষর কিন্তু বুদ্ধিমতী মায়ের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছিলাম,যথাযথ কর্তব্য পালন করেই উপযুক্ত অধিকার আদায় করা সম্ভব। - মহাত্মা গান্ধী

পদাতিক চৌধুরি

হাই,আমি পদাতিক চৌধুরী।পথেঘাটে ঘুরে বেড়াই।আগডুম বাগডুম লিখি। এমনই আগডুম বাগডুমের পরিচয় পেতে হলে আমার ব্লগে আপনাদেরকে স্বাগত।

পদাতিক চৌধুরি › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ যেখানে মো নিজামউদ্দিন মন্ডল

১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৮:১৫





বিগত কয়েকদিন ধরে আমাদের সামু পরিবারের একজন সক্রিয় সদস্য আমাদের অত্যন্ত আপনজন প্রিয় নিজামউদ্দিন মন্ডল ভায়ের কমেন্টের উপর নিষেধাজ্ঞা আরোপ থাকায় ওনার সঙ্গে আমরাও এমপ্যাথিটিক্যালি ব্যাথিত । অথচ পূর্বে ওনার উজ্জ্বল উপস্থিতিতে আমরা অনেকেই আনন্দ পেতাম, পেতাম অনুপ্রেরণাও । আমরা প্রত্যেকেই দোষেগুনে মানুষ । এমতাবস্থায় মাননীয় মডারেট স্যরের কাছে
কাতর আবেদন, ওনাকে আবার সেফ জোনে ফিরিয়ে দিয়ে ব্লগকে সরগরম করার সুযোগ দিন ।

আবেদন গৃহীত হলে কৃতজ্ঞ থাকবো।

সহব্লগারদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় থাকলাম।

মন্তব্য ৯২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২৭

স্রাঞ্জি সে বলেছেন: শুভ সকাল ভাইয়া।

আমিও আশা রাখি যেন মাননীয় মডারেট স্যার প্রিয় নিজামউদ্দীন মন্ডল ভাইয়ের মন্তব্যের উপর নিষেধাজ্ঞা তুলে নেন।

প্রিয় ভাই খুব অনুপ্রেরণা মূলক আর মজার মন্তব্য করতেন।

১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় স্রাঞ্জি সে ভাই,

সুপ্রভাত আপনাকে। প্রথমেই জানিয়ে রাখি এই পর্যায়ে কারোও জন্য প্রার্থনা করাটা অত্যন্ত বেদনার । তবুও একটি কঠিন পরিস্থিতির ফলে করতে বাধ্য হলাম। যে কারনে আমি ব্যক্তিগত ভাবে সুপ্রিয় মন্ডল ভায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার আসি পোষ্ট প্রসঙ্গে আপনাকে প্রথম পাশে পেয়ে আমি আনন্দিত । আশাকরি মাননীয় কতৃপক্ষ বিষয়টি বিবেচনা করবেন।

অনেক শুভকামনা ভাই আপনাকে।

২| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


উনাকে "সেফ ষ্ট্যাটাস" দেয়ার জন্য অনুরোধ করছি।

১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: মান্যবরেষু ,

আপনাকে পাশে পেয়ে আমরা আনন্দিত । বাকিটা মডুদের উপর নির্ভরশীল। আমরা আশাবাদী, বাকিটা সময় বলবে।


শুভেচ্ছা আপনাকে।

৩| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আবেদনে সহমত।

প্রিয় নিজামউদ্দীন মন্ডল ভাইয়ের মন্তব্যের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে "সেফ ষ্ট্যাটাস" দেয়ার জন্য অনুরোধ করছি।

১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রভাত কবি ভাই,

ধন্যবাদ আপনাকে, এভাবে আমাদের পাশে পেয়ে আনন্দিতও । আশাকরি কতৃপক্ষ দ্রুত সদয় হবেন।

শুভকামনা জানবেন।

৪| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৫

খাঁজা বাবা বলেছেন: ঘটনা কি? নিষেধাজ্ঞা কেন?

১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় ভাইজান,

আপনি সঙ্গত কারনেই জানতে চেয়েছেন, নিষেধাজ্ঞার কারনটি। কিন্তু কোনও একজন সহব্লগারকে নিয়ে আমাদের এভাবে দরবার করাটাও ওনার পক্ষে বেদনার বৈকি। যদিও সেকথা মাথায় রেখেও আমারা এগিয়েছি।
। শুধু সেফ স্ট্যাটাস ফিরে পেতে আমাদের আবেদন।

আমরা সংসারের বহু অপ্রিয় ঘটনা মুখে আনিনা। প্লীজ আজ আর পিছনে না দেখতে চেয়ে বরং ওনার জন্য আমরা সমমর্মিতা হয়ে দরবার করি।

শুভকামনা আপনাকে।

৫| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৬

টারজান০০০০৭ বলেছেন: মন্ডল ভাইয়া কাহার ইয়েতে ইয়ে দিয়াছিল সেইটা ঝাতি ঝানিতে চায় !

১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: টারজান ভাই,

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, নিজের অক্ষমতার জন্য। আপনার তীক্ষ্ণ ক্ষুরধার কমেন্টের আমি একজন অনুরাগি । কিন্তু আজ আপনি আমাকে ক্ষমা করবেন।

নিরন্তর শুভেচ্চা আপনাকে।

৬| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনার সামান্য সমস্যা থাকলেও লোক খারাপ না। উনার উপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয়া হোক।

১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রভাত সাজ্জাদ ভাই,

ধন্যবাদ আপনাকে। সহমত পোষন করায় আনন্দিত ।

শুভকামনা নিরন্তর ।

৭| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৫

সিগন্যাস বলেছেন: জ্বি পদাতিক ভাই ঠিক বলছেন ।
নিজাম মন্ডলের রসাত্মক মন্তব্যে বেশ মজা পেতাম । উনাকে সেফ করার ব্যাপারে সহমত

১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয় সিগন্যাসভাই,

একেবারে মনের কথা বলছেন। আমরা ওনাকে প্রচন্ড মিস করছি। আশাকরি মাননীয় কতৃপক্ষ বিসয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন।

অনেক শুভকামনা ভাই আপনাকে।

৮| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৪

ঋতো আহমেদ বলেছেন: রসাত্মক মন্তব্যের জন্য উনি সুপরিচিত । মডু ভাই, নিষেধাজ্ঞা তুলে নিন।

১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: সম্ভবত স্যর আমার কোনও পোষ্টে আপনার প্রথম কমেন্ট । সুস্বাগতম আপনাকে । তবে আজ আমি বিষন্ন, আমাদের ভাইজানের জন্য। আপনি যথার্থই লাইকও দিয়ে আমাদের দাবিকে মান্যতা দিয়েছেন। এখন দেখার মাননীয় মডারেটরা কী সিদ্ধান্ত নেন।

অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।

৯| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৬

তারেক_মাহমুদ বলেছেন: নিজাম ভাইকে সেফ স্ট্যাটাস দেওয়ার অনুরোধ রইলো।

১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রভাত তারেক ভাই,

আপনাকে পাশে পেয়ে মনের বল আরোও বাড়লো। আশাকরি দ্রুত সমস্যার সমাধান হবে।


নিরন্তর শুভকামনা আপনাকে।

১০| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৮

সনেট কবি বলেছেন: সহমত

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ কবিভাই আপনাকে।

আশাকরি সমস্যার দ্রুত সমাধান হবে।

অফুরান শুভেচ্ছা আপনাকে ।

১১| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৫

লাবণ্য ২ বলেছেন: উনার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক।

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১০

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ আপু,

আপনাকে পাশে পেয়ে আমরা আনন্দিত।

কতৃপক্ষকে আমাদের কাতর আর্জি যেন ওনার স্ট্যাটাস ফিরিয়ে দেওয়া হয়।

নিরন্তর শুভেচ্ছা আপনাকে।

১২| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৩

কথার ফুলঝুরি! বলেছেন: মোঃ নিজাম উদ্দিন মন্ডল ভাই আমার অনেক প্রিয় একজন ব্লগার। সামুতে আমার প্রথম পোস্ট এর প্রথম মন্তব্যকারী মন্ডল ভাই। তার কাছে থেকে অনুপ্রানিত হয়ে আমি ছড়া লিখা শিখেছি । :( তার মন্তব্বে দেওয়া ( X(( X(( ) angry emo আমার বেশী ভালো লাগে। তিনি মন্তব্বে খুব রাগী রাগী ভাব দেখান কিন্তু সেটির পেছন অনেক বেশী ভালোবাসা লুকানো থাকে :P বিষয়টা ভালো লাগে খুব। তার পোস্ট গুলো ও খুব মজার হয়।

আশা করি শ্রদ্ধেয় মোডারেটররা তার উপর দেওয়া নিষেধাজ্ঞা অতি জলদি তুলে নিবেন।

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: আমার স্নেহের ছোটোবোন,

আপনার প্রথম পোষ্টের প্রথম মন্তব্যকারী মন্ডলভাই, কাজেই আলাদা ভালোলাগা থাকাটা স্বাভাবিক। তার উপর বিভিন্ন রসাত্মক মন্তব্য ও এমোদিয়ে ব্লগ মাতিয়ে রাখার ওনার কোনও জুঁড়ি নেই। আমার বোনের আবার ছড়া লেখার হাতেখড়িও মন্ডল ভায়ের কাছ থেকে। বিষয়টি জেনে পুলকিত হলাম এবং দুঃখও পেলাম ওনার বর্তমান অবস্থার জন্য। পাশাপাশি মন্তব্যে খুব দরদ দিয়ে রাগিরাগি ভাব দেখান, যার পিছনে একটা হৃদয়ের টান থাকে। এবিষয়ে আমি আমার বোনকে একশোতে একশো দেবো। একদম মনের কথা আমারও। ঠিকইতো ওনার পোষ্টগুলি অত্যন্ত মজাদারও বটে ।

শ্রদ্ধেয় মডারেটররা আমাদের কাতর আর্জি বিবেচনা করবেন আশারাখি।

১৩| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: নিজামউদ্দিন মন্ডল ভাই কি করেছেন আমি জানি। উনি খারাপ মন্তব্য করার মানুষ না।
উনাকে মন্তব্য করার সুযোগ ফিরিয়ে দেওয়া হোক। উনি ব্লগারদের উৎসাহিত করেন সব সময়।

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: আমি জানি আমার ছোটোভাইকে পাশে পাবো।

হ্যাঁ ঠিকই , যা হবার হয়ে গেছে। এখন শুধু ওনার সেফ স্ট্যাটাস ফিরে পেতে চাই। প্লীজ মাননীয় মডারেট স্যর একটু সহানুভূতির সঙ্গে বিষয়টা দেখুন।

শুভকামনা নিরন্তর।

১৪| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৬

কুঁড়ের_বাদশা বলেছেন:


নিজাম দাদার নিঃশর্তে মুক্তি চাই !!!!!!!!!!! ;) :P :P নিজাম দাদার নিঃশর্তে মুক্তি চাই !!!!!!!!!!! ;) :P :P



নিজাম দাদার নিঃশর্তে মুক্তি না দিলে সামুতে হরতাল দেওয়া হবে !!!!!!!!!!! ;) :P :P

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় বাদশা ভাই,

রাজামশায়কে পাশে পেয়ে প্রজাদের আনন্দ পাওয়াটা স্বাভাবিক। এহেন রাজামশায়ের হুকুম পেয়ে যদি সমস্যার সমাধান হয় সেই আশাতে আমরা।

অনেক অনেক শুভকামনা আপনাকে।

১৫| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০২

কুঁড়ের_বাদশা বলেছেন:

সকলের বিনোদন বন্ধু নিজাম দাদার নিঃশর্তে মুক্তি চাই !!!!!!!!!!! ;) :P :P







মডারেটর ভাইয়েরা, নিজাম দাদার মুক্তি না দিলে, জ্বলবে আগুন ব্লগে ব্লগে !!!!!!!!!!!! ;) :P :)

১৪ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: সরি বাদশা ভাই,

সারাদিন প্রচন্ড চাপে ছিলাম। একটু আগে বাড়ি ফিরলাম। বেশকিছু কমেন্ট জমে গেছে। এবার একেএকে সব কমেন্টের উত্তর দেব



। হ্যাঁ, পোষ্ট প্রসঙ্গে আমরা মনেপ্রাণে মন্ডলভায়ের স্ট্যাটাস বদলের আবেদন করছি। মাননীয় কতৃপক্ষ শীঘ্রই ব্যবস্থা নেবেন আশাকরি । তবে আমাদের মন্ডল ভায়ের চেহারার হালৎ দেখে না হেসে পারলাম না । হা হা হা। একি!! কথা বলতে না পারার জন্য পেটের মধ্যে কথা জমে জমে এত্তমোটা পেট হয়েছে?? তাহলেতো আবার নুতন করে বিপত্তি হল। আচ্ছা জাঁহাপনা ঐ কুমড়োটা নিয়ে মন্ডলভাই করবেটা কি?? আমার মনে হচ্ছে সামুতে কুমড়োর ভোজ দেওয়ার জন্য এই ব্যবস্থা । যাক ভালোই হবে আমরা সবাই দারুণ তৃপ্তি করে খাবো। হা হা হা।

১৬| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৫

টারজান০০০০৭ বলেছেন: মাফি মাংতাহু ভাইডি ! মন্তব্য মুছিয়া দিয়েন ! মন্ডল ভাই কি করিয়াছেন যে ব্যান খাইয়াছেন?

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় টারজান ভাই,

২৪ নম্বর কমেন্টে বিষয়টা পাবেন। উনি অন্য নিকে বলার জন্য আপনার সঙ্গে অনেকেরই বিষয়টা পরিষ্কার হবে আশাকরি ।

শুভকামনা জানবেন ।

১৭| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫১

ভুয়া মফিজ বলেছেন: খুব একটা সমস্যা নাই, উনি অন্য নিকে কমেন্ট করছেন। তবে ওরিজিনালটা চালু থাকলে বেশী ভালো।
মন্ডল সাহেবের মন্তব্যের স্টাইলটা আমার খুব পছন্দ। উনার ব্যান তুলে নেয়ার দাবী জানাচ্ছি। সেইসাথে একজন সহব্লগারের প্রতি আপনার ভালোবাসা দেখে ভালো লাগলো।
সামু পরিবারের সকল সদস্যের বন্ধন আরও সুদৃঢ় হোক।

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:১২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মফিজভাই,

খুব একটা সমস্যা নাই,উনি অন্য নিকে কমেন্ট করছেন। তবে ওরিজিনালটা চালু থাকলে বেশী ভালো। একদম ঠিক কথা বলেছেন। নিক যে কেউ যতগুলি নামে খুলতেই পারে। তবে যে নিকে কেউ প্রতিষ্ঠা পায় তার উপর নিককর্তার অসম্ভব টান তৈরী হয়। ব্লগটাকে নিক কর্তা নিজের মত করে সাজায়। এখন যদি সেই ব্লগ ব্লক হয় তাহলে তার অবসাদ আসাটা স্বাভাবিক।

মন্ডল ভায়ের মন্তব্যে যে আমরা মজে গেছি। আমি অস্বীকার করবো না যে অমন আড্ডাচলা মন্তব্য আমি সারা জীবন তপস্যা করলেও পারবোনা । আর সহ ব্লগারের প্রতি ভালোবাসা আমি সত্যিই যদি করে থাকি তা শিখেছি মাননীয় মফিজ ভাইদের মত গুনি মানুষজনের সান্নিধ্য থেকে। হা হা হা।

অনেক শুভকামনা আপনাকে।

১৮| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২২

নতুন নকিব বলেছেন:




We are applying with you to re-provide comment facility of our beloved Mondol bhai. Hope, respected authority will step soon. Liked this good post. Thanks please.

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: মান্যবর নকিবভাই,

আপনাকে পাশে পেয়ে আমরা আনন্দিত, গর্বিত, অনুপ্রাণিত। আপনার সান্নিধ্য আমাদের শক্তি যোগাবে। আশাকরি দ্রুত মন্ডলভায়ের সমস্যা সমাধান হবে।

অনেক শুভেচ্ছা আপনাকে।

১৯| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৮

রাকু হাসান বলেছেন: নিজামউদ্দীন মন্ডল ভাইয়ের মন্তব্যের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে "সেফ ষ্ট্যাটাস" দেয়ার জন্য অনুরোধ করছি।
আমি অল্প কয়েকদিনে যা বুঝতে পারছি মানুষটি খুব মজার ,তাঁর কমেন্টগুলো পড় ,অনেক সময় হেসেছি । ব্লগ সরব উপস্থিতি আামাদের আনন্দ দেয় । তাই আমিও চায় তাঁর ব্যান তুলে নেওয়া হোক ।

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় রাকু হাসান ভাই ,

একদম ঠিক কথা বলেছেন। আমিও প্রথম থেকে ওনার প্রেমেপড়ে গেছিলাম।

। ওনার শুভমুক্তি আমাদের কাম্য।

২০| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মন্ডল ভাইকে লঘু পাপে গুরু দন্ড দেয়া হয়েছে কিনা জানি না। তাঁর অপরাধ কত বড় ছিল তাও জানি না। যাই হোক, তাঁকে সেফ দেখতে চাই।

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ, সম্রাট ভাই

আপনাকে পাশে পেয়ে আমরা আনন্দিত । আশাকরি আমাদের মন্ডল ভাই দ্রত সেফহবেন।

শুভকামনা নিরন্তর

২১| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
ও ডিয়ার, ডোন্ট ফেয়ার
হিরো ইজ হিয়ার...;)

চৌধুরি ভাইয়ের জন্য অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।
আচার ব্যবহারে চৌধুরী পরিবার, মন্ডলদের চেয়ে তিনধাপ এগিয়ে। তাই আমি চৌধুরী পরিবারেই বিয়া করমু..:P


গানাঃ
"দাদা হাতে ধরি রে, দাদা পায়ে পড়ি রে,
আমায় তোরা কমেন্ট দে।
নয়তো কলসি দড়ি দে, দাদা ডুবে মরি রে
মেলা থেকে বউ এনে দে....:P

তোরা দাদা ব্লগে এসে, সবাই মিলে সুখে করিস ঘর,
আর আমি কমেন্ট করলে কেন গালে মারিস চড়??(ব্লক)..:P


আরেকটি কমেন্ট করছি....

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: আমরা তখন স্কুলে নবমশ্রেণিতে পড়তাম। আমি নিজে কারো পিছনে লাগতাম না। কিন্তু পার্থ নামের একটি ছেলে অমিতের পিছনে ভীষণ লাগলো। আর টিফিনের পর প্রায়ই বেঞ্চের উপর দাঁড়াতো। অস্বীকার করবোনা যে পার্থর শাস্তি পাবার পিছনে আমাদের উস্কানি দায়ী ছিল। আমরা ওকে লাগিয়ে দিয়ে মজা দেখতাম তবে অমিত রেগে গেলে সঙ্গে সঙ্গে ওর পক্ষ নিয়ে নিজেদেরও বিপদমুক্ত রাখতাম।

ব্লগে আমি যেমন একটু রসিকতা বা কৌতুক এনজয় করি। কিন্তু কেউ যদি এমন সমস্যায় পড়ে তাহলে অপরাধ যে আমারও। এমন বন্ধুর সমস্যা তাই নিজের হওয়াটা স্বাভাবিক। আমরা সবাই বিবেকবান। কাজেই মন্ডলমনে যে আত্মা আছে তিনি চৌধুরী মনেও বিরাজমান । আসুন দুই ভাই মিলে একটু কোলাকুলি করি। হা হা হা

শুভকামনা জানবেন।

২২| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৬

শায়মা বলেছেন: আমি জানিনা ভাইয়ার দোষটা কি.....

তবে ভাইয়াকে ব্যান করতে হলে এর চাইতেও আরও বেশি দোষে দোষী অনেককেই করা উচিৎ ছিলো .....

:(

:(

:(

তবে আমি বলবো নিজামভাইয়া কোনোই দরকার নেই কোনো সুপারিসের .... নতুন নিকটাতেও তুমি আমাদের প্রিয় .... :)

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: দেরীতে উত্তর দেওয়াই দুঃখিত আপু। ঠিকই বলেছেন যে নিজামভাইয়ার কোনোই সুপারিশের দরকার নেই। নুতন নিকেও ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তবুও আপু আমার মনে হয় আসল বা প্রথম নিকের প্রতি একটি দুর্নিবার আকর্ষণ চলে আসে।যাইহোক মন্ডলভায়ের সাফল্য কামনা করি।

২৩| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০১

অচেনা হৃদি বলেছেন: আমার মনে হয় এই ব্লগে মন্ডল ভাইয়া একমাত্র ব্যক্তি যাকে সব ব্লগার সমান চোখে দেখে।
অনেক সিনিয়র প্রমীলা ব্লগার মন্ডল ভাইয়াকে উনাদের পোস্টে আনলিমিটেড কমেন্ট করার অনুমতি দিয়ে রেখেছেন। শিক্ষিত, রূচিসম্পন্ন, ভদ্রমহিলাগণ যেখানে নিজাম মন্ডলকে কমেন্টে সেফ মনে করে থাকে সেখানে সামুর মডারেটরগণ উনাকে কেন কমেন্ট ব্যান দিয়ে রেখেছেন তা বুঝলাম না।
নিজাম মন্ডল ভাইয়ার উপর আরোপিত ব্যান তুলে নেয়ার আবেদন জানাচ্ছি।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: আমার আর এক বোনের কাছে আমি ক্ষমা প্রার্থী দেরীতে উত্তর দেওয়ার কারনে।

ওরে বাবারে!!! মন্ডল বাড়ির পোলার কোথায় সব যাতায়াত। এই জন্য প্রায়ই রাস্তা দিয়ে যেতে য়েতে কাজ আছে বলে বেটা উদাও হয়ে যেত । আজ জানতে পারলুম আসলে কোথায় ঝাড়ি মারতে যায়। তবে আমার বোন যখন পোলাকে অতবড় সার্টিফিকেট দিয়েছে তাহলে সামান্য মডুরা আশাকরি দ্রুত একটা হিল্লে করবেন। এখন আমিও পোলার প্রতি মজে গেলাম, মন্ডলভাই হিরো, মন্ডলভাই হিরো।

অনেক অনেক শুভকামনা প্রিয়বোনকে।

২৪| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @স্রাঞ্জি সে,
@চাঁদগাজী,
@বিদ্রোহী ভৃগু
@মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সিগন্যাস
ধন্যবাদ সবাইকে।

@টারজান০০০০৭
@খাঁজা বাবা
একজন ইভটিজিংকারীকে বাঁশডলা দিতে গিয়ে কয়েকটা সভ্যতা বহির্ভূত শব্দ ব্যবহার করেছিলাম( ব া ল, ধ ো ন, ঠ া প,.... এই জাতীয়:()

@সনেট কবি, ঋতো আহমেদ, লাবণ্য ২, কথার ফুলঝুরি!,
তারেক_মাহমুদ, কুঁড়ের_বাদশা,রাকু হাসান, রাজীব নুর,
ভুয়া মফিজ, নতুন নকিব, সম্রাট ইজ বেস্ট সহ।....
সামু পরিবারের সবার জন্য....
আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
আমার সেফ না হলেও সমস্যা নাই। সবাই মিষ্টি খান.....

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: মান্যবরেষু ব্লগারবৃন্দ ,

বিশেষ প্রয়োজনে সকালে দেশের বাড়িতে আসতে হয়েছে। প্রত্যন্ত গ্রাম, আন্তর্জাল পরিসেবা না থাকারই সমান । দুদুবার প্রতিমন্তব্য লিখে পোষ্ট করেও গেলনা । রাতে শহরে ফিরে প্রত্যেক কমেন্টের উত্তর দেবো। অনিচ্ছাকৃত বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থী। আপনাদের পূর্ণ সহযোগিতা পাবো বলে বিশ্বাস রাখি।

সকলকে আমার অন্তরের শুভেচ্ছা।

২৫| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
@শায়মা,
ঠিক দিদি, ঠিক!
দেখো কত সুন্দর এই পিক..;)
দেখে হাসে সবাই ফিক ফিক
তবু কেন মডুরা,
মারলো আমায় কিক্???X(


@অচেনা হৃদি
সত্য কথা। সত্য কথা।



তবে আমি এই আইডিতেই সবার সাথে আড্ডা দেব। সবাই তো আমাকে চেনেই। নিজাম নামের আইডিতে মন খুলে সব বলা যায় না, বাইরের অনেকে চিনে ফেলবে!
তাই এটা হবে লুল, পাঠক মন্ডল!:P
ওর ওটা হবে ম্যাওপ্যাও লেখক মন্ডল:P

আমার IMEI: 355........400
আর IP Address বারবার চেন্জ হওয়ায় ওটা দেয়া গেল না।
সবার জন্য শুভকামনা
লগ আউট করলুম.....

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: ওরে বাবা,!! একি?? আমি কী করবো বুঝতে পারছিনা।

তবে শায়মা দিদি ঠিক ঠিক
মডুরা হাসে ফিক ফিক।
তাইনা দেখে মন্ডল কাঁদে,
শায়মাদিদি মারে কিক্।
হৃদিবোনের সান্ত্বনা পেয়ে
মন্ডল বলে ধিক ধিক।

পাশাপাশি আপনি অনেক শক্ত মনের। বিষয়টাকে মাথায় রেখেও একটা উপায় বার করে অদম্য মানষিক শক্তির পরিচয় দিয়েছেন। আপনার সাফল্য কামনা করি । ,

২৬| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৫

শায়মা বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া !


নো পাত্তা-
দিস না কানা কড়ি দামরে
ব্যান করে করুক না, খেয়ে নেই কাম রে ...
চেনে তোরে শত লোক যে নামেই আসিবি
হা হা হে হে খুক খুক হাসিবি কি কাঁশিবি ,

তবে ভুলেও করিস না ইউজিং শব্দ
গালাগালি স্ল্যাং স্লুং , হয়ে যাবি জব্দ
শিক্ষাটা দিতে গেলে বুদ্ধিটা জরুরী
শেয়ালজী হতে পারে বুদ্ধিতে গুরুজী,
লজিকাল ব্রেইনিং স্টর্মিং ঘুরপাক
ছেড়ে দিয়ে লাগিয়ে দে পেটে সব গুরুপাক...

সব কি রে মামাবাড়ী? লাঠি নিয়ে ছুটিবি?
হুঙ্কারে বাঘে ছাগে এক ঘাটে জুটিবি!
এ বড় শক্ত খেলা নার্ভ রবে শান্ত
তোর সাথে লেগে সবে হয়ে যাবে ক্লান্ত ...
তুই রবি এ ধারেতে মহা ম্যুডে গোঁফে তা
পিতি জ্বলে পুড়ে যাবে ওদিকের গাঁধারা!

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!!! ভীষণ সুন্দর লাগলো আপু আপনার অনুপ্রেরণামূলক ও সতর্কবাণী। এটা আমাদের সবার কাছেই গ্রহণীয়, এগিয়ে চলার মন্ত্র স্বরূপ । আমি বরং আপু আপনাকে এমন কবিতাটি প্রথম পেজে দেওয়ার অনুরোধ রাখবো যাতে বহুজন পড়ে নিজেদেরকে তৈরী করার সুযোগ পায়।

অনেক শুভকামনা আপু আপনাকে।

২৭| ১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:



সামু উনাকে "সেইফ ষ্ট্যাটাস" ফিরিয়ে দেবে আশাকরি; তবে, উনাকে আমি ইংগিতে বলেছি কয়েকবার, "ব্লগিং করতে"; উনি যা করছেন, এগুলো ঠিক ব্লগিং'এর মাঝে পড়ে না; উনি যদি নিজকে না বদলান, পরেও সমস্যা হবে; ব্লগিং এখন একটা লেভেলে পৌঁছেছে, সেটা বুঝতে হবে।

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল শ্রদ্ধেয়,

গতকাল রাতে ফিরেও সব উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠিনি। আপনার সতর্কীকরণ আশাকরি উনি দেখেছেন।

সবার মঙ্গল হোক কামনা করি।

২৮| ১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @শায়মা,
ওকে! জো হুকুম। তোমার টিপস মাথায় রাখবো।।
(আমি তো ভাবছি ব্লগটাকে মামাবাড়ী নয়, শ্বশুরবাড়ী বানাবো!:P আমি হবো হিরো, বড় আপু-ভাইয়ারা হবে কাজিন, আর ছোটরা হবে শ্যালক শ্যালিকা!:P আমাদের মধ্যে চলবে ননস্টপ জোকস.....;) চাঁদগাজী ভাইতো এসব শুনলে আমাকে ব্লগছাড়া করবে:P)

ছড়াঃ
ব্যান ট্যান খেয়ে তবু
যদি হয় শরম,(আমার)
জানোই তো ত্যাড়া আমি
মাথা মোর গরম...:(

ব্লগের সব আপুরা
হল মোর জানেমান,
তাদেরকে দিবে গালি?
এতবড় কার জান?X(

যদি আমি জানি সে(গালিবাজ হারামি)
কোন রাড়ীর পুলা!
ঠ্যাংঠ্যুং ভেঙে সবে
করে দেব লুলা।।:P

তবু আমি বলি ম্যান
রবো ক'দিন বিজি,
আবার হয়তো ফিরবো আমি
হই যদি ইজি!:)



@চাঁদগাজী
গাজী ভাই, রিয়েল লাইফে আমি যথেষ্ট প্যাড়ার মধ্যে থাকি। ব্লগে এসেও যদি প্রফেশনালি থাকতে হয়, তাহলে আমি শ্যাষ!!:(
যদিও ব্লগে একটু বেশী বেশীই ন্যাকামি/লুলামি হয়ে যাচ্ছে।:(। (বুঝলুম আমার বয়স হয়েছে। আগে আপুদের লাভ ইউ বললে কিস করতো, আর এখন বললে জুতার দাবড়ানি খেতে হবে। এটা আমার বাড়ী নয়! সবাই আমার আড্ডাবাজ বন্ধুও নয়!))
কথা দিলুম মডুরা সেফ করুক বা না করুক, প্রথম পেজে আমি ব্লগের রুলস মেনেই মন্তব্য করবো!..:)

@পদাতিক চৌধুরি,
আপনি পরেই প্রতিউত্তর করুন।

@মডু সমাজ,
আমার বদ অভ্যেস পরিবর্তনের স্বার্থে , আমাকে আরো কিছুদিন গৃহবন্দী করে রাখা হোক...:(

সবাই ভালো থাকবেন।।

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: @মন্ডলভাইকে,

ব্যান তুমি খেলেও
দুঃখে থেকো নাকো ,
ব্লগে আমরা আছি,
পাশে তুমি যেনো।
মাথাটি ঠান্ডা করে,
সামুর পাতায়,
নুতন নিকে জানিয়ে দাও
তোমার কথায়।

রুপে নয়, গুনে মোরা
দিয়েছি তুলে,
আদরের ছোটো বোন,
মন্ডল পোলারে।
এমন জামাই যে ব্লগে নাই
নিজমনে আপনার করে সবার ।

আট থেকে আশি মোরা,
ভক্ত তোমারে।
এহেন দুর্দিনে তুমি
পেলে দেহমনে। ।
কতকরে বললাম ,
কাভা ভায়ের তরে,
যদিও বরফ গল্লনা,
এতদিন পরেও।

শেষ বেলায় বলি ভাই,
চিন্তা করিওনা।
সবে মোরা ভাইভাই
শুভকামনা।

২৯| ১৪ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

হাঙ্গামা বলেছেন: তীব্র নিন্দা। সরকারের এহেন আচরনে আমি প্রচন্ড বিব্রত, লজ্জিত এবং ক্ষুব্ধ।
শিঘ্রই মুক্তি না দিলে ২০২৮ সালের ঈদের পরে তীব্র আন্দোলনের মাধ্যমে মডারেটদের পদচ্যুত করা হবে।

এখনই মুক্তি চাই।

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:০২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় হাঙ্গামাভাই,

আপনাকে পাশে পেয়ে আমরা আনন্দিত । এখন দেখার যে মাননীয় কতৃপক্ষ কখন বিষয়টি সুরাহা করেন।

শুভকামনা জানবেন।

৩০| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: মন ভালো নেই। সারাদিন এদিক সেদিক ঘুরাফেরা করে কাটিয়েছি। নিজাম উদ্দিন মন্ডল নিক কি কারণে কমেন্ট ব্লক হলো বুঝতে পারছি না। তার ব্লক আনব্লক করা অনুরোধ থাকলো। আর নিজাম ভাই কে অনুরোধ করছি কমেন্ট এ একটু সতর্ক থাকার জন্য।

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল কবিভাই,

সারাদিন ঘোরাঘুরির ফলে শরীরে বেশ ধকল গেছে বলতে হয়। আশাকরি রাতে ঘুমিয়ে বেশ সতেজ অবস্থায় ফিরে এসেছেন।

পোষ্ট প্রসঙ্গে বলি সহমত আপনার সঙ্গে যে একটু সাবধানে কমেন্ট করাই ভালো। আর ওনার সেফ স্ট্যাটাস ফিরে পাওয়ার দাবীর সঙ্গে একমত হওয়ায় কৃতজ্ঞতা জানাই । আশাকরি মডুরা দ্রুত ব্যবস্থা নেবেন।

শুভকামনা নিরন্তর ।

৩১| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন: সামহোয়ারইনব্লগে বিরক্ত হয়ে আছি কিছু বিষয়ে, মাঝে মাঝে মনে হয় নিজেকে নিজে ব্যান করে দেই ।

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: নানা মাহমুদ ভাই,

ওসব চিন্তা ভাবনা আনবেন না। আমরা একেঅপরকে কিন্তু সামুতে আবিষ্কার করেছি। এটাও আমাদের বড় প্রাপ্তি । তবে সব সময় একই রকম যায় না। পরে আবার সব ঠিক হয়ে যায়। কাজেই এসব সমস্যাও সাময়িক। আমরা আবার আনন্দে মেতে উঠবো। মন্ডল ভায়ের স্ট্যাটাস বদল এই মুহূর্তে আমাদের লক্ষ্য।


অনেক শুভকামনা প্রিয় মাহমুদভাইকে।

৩২| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪০

নীলপরি বলেছেন: আশাকরি সব ঠিক হয়ে যাবে । তবে ওনাকে অন্য নিকে দেখে ভালো লাগলো ।

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২০

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল আপু ,

অন্যনিকে যে কেউ কাজ চালাতে পারে ঠিকই, কিন্তু আসল ব্লগকে কেউ নিজের মত সাজালে তার উপর কোনও নিষেধাজ্ঞা আরোপ হলে হতাশা আসাটা বোধহয় স্বাভাবিক। মন্ডলভাই অত্যন্ত কঠিন মনের এবং এনার্জেটিক ব্লগার। নিজেকে আরও বেশি সচল রাখতে বিকল্প নিক নিয়ে মিশেগেছেন ঠিকই , তবে আসল ফিরে পেলে ওনার মনের দ্রোহটা আর থাকবেনা বলে আমার ধারনা।

অনেক শুভকামনা প্রিয়আপুকে।

৩৩| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১:৩০

শামচুল হক বলেছেন: সে আবার কি অপরাধ করল?

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল শামচুলভাই,

২৪ নং কমেন্টে আপনি কিছুটা আভাষ পাবেন। তবে যাই হোক আমাদের প্রার্থনা মডু স্যর দেখবেন আশাকরি ।

নিরন্তর শুভকামনা আপনাকে।

৩৪| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১৫

সিগন্যাস বলেছেন: পদাতিক ভাই কি অবস্থা?

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: সরি সিগন্যাস ভাই,

এখনো পর্যন্ত স্ট্যাটাস পরিবর্তন হয়নি বলে জানি। তবে আশাবাদী অবস্থার উন্নতি হবে। আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ ।

অনেক অনেক শুভেচ্ছা প্রিয় ভাইকে।

৩৫| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৫১

নীল মনি বলেছেন: এটা ঠিক না, তাকে কেন রিমান্ডে নেয়া হল! যাইহোক জামিনের ব্যবস্থা করা হোক। ভাইয়া কমেন্ট করে মজার।

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২০

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল আপু,

আমিও আপনার সঙ্গে একমত। কিন্তু কী আর করা যাবে। মাননীয় কতৃপক্ষের সিদ্ধান্ত না মেনে যে উপায় নেই। এখন বরং দেখার আমাদের আবেদন কখন ওনারা চিন্তাভাবনা করেন।

অনেক অনেক শুভেচ্ছা আপুমনিকে।

৩৬| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৪

জাতির বোঝা বলেছেন:
উনার মাঝে কিঞ্চিত অহংকার রহিয়াছে। উনার সমস্যার সমাধান করা হউক। অহংকার পতনের মূল বা মুলা।

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় জাতির বোঝাভাই,

ঠিকইতো সবার আলোচনা যে একমুখী হবে এমন কোনও কথা নেই। আমরা প্রত্যেকেই দোষেগুনে মানুষ। আমি যেভাবে ওনাকে দেখি বা চিনি আপনিও যে একই ভাবে দেখবেন এমন আশা না করারই কথা। আর অন্যকে কেন বলবো??? আমার নিজেরও বিস্তর অহংকার আছে। আমি য়ে নিজেকে সৌজন্যের এক অবতার ভাবি। তাই বলে আমি কোনও বিপদে পড়লে আপনার সাহায্য থেকে বঞ্চিত হবো এমন বরং ভাবিনা। যাইহোক আপনাদের সুপরামর্শ আমাদের কাম্য। যেমন কাম্য ওনার স্ট্যাটাস বদলের।

অনেক অনেক শুভকামনা আপনাকে।

৩৭| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৯

কাওসার চৌধুরী বলেছেন:


গত এক সপ্তাহ ব্লগে ছিলাম না; এর মধ্যেই প্রিয় মন্ডল ভাই জেনারেল হয়ে গেলেন !!! তিনি আমার খুব প্রিয় ও অসম্ভব ভাল মনের একজন মানুষ। অনেক সময় খোঁচা দিয়ে রম্য করে উত্তর দিলেও তার কমেন্টে থাকে ব্লগারদের প্রতি ভালবাসা ও কেয়ারনেস। তিনি নতুন ব্লগারদের খুব উৎসাহ ও পরামর্শ দেন; সহযোগিতা করেন। হাতে সময় থাকলে সারাক্ষণ ব্লগ মাতিয়ে রাখেন। সামুকে প্রাণবন্ত রাখতে মন্ডল ভাইয়ের জুড়ি মেলা ভার। তিনি আমার একজন ভাই, প্রিয় বন্ধুও বটে।

আমরা মানুষ এজন্যই আমরা প্রতিনিয়ত জেনে অথবা না জেনে ভুল করি। আশা করি অল্প দিনেই মন্ডল ভাইয়ের উপর থেকে ব্যান তুলে নেওয়া হবে। প্রিয় নিজামউদ্দীন মন্ডল ভাইয়ের মন্তব্যের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে "সেফ ষ্ট্যাটাস" দেয়ার জন্য অনুরোধ করছি।

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় কাওসারভাই,

আশাকরি ব্যস্ততা অনেকটা কমেছে। আবার নিয়মিত ব্লগিং শুরু করবেন । হ্যাঁ, আপনার অনুপস্থিত থাকাকালীন মন্ডলভাইকে কমেন্টে ব্যান করেছেন মাননীয় কতৃপক্ষ্। পোষ্টটি দিয়ে একটি আবেদন রেখেছিলাম। সহব্লগারবৃন্দ অনেকেই সহমত দিয়েছিলেন, কিন্তু দর্ভাগ্যের বিষয় এখনও বিষয়টি ঝুলে আছে। জানিনা কবে মন্ডলভাইকে স্ট্যাটাস ফিরিয়ে দেবে। আর রসবোধে, মন্ডলভায়ের জুড়ি মেলা ভার।

আমরা এখনোও প্রতীক্ষায় আছি ওনার সেফজোনে ফিরিয়ে আনার ব্যাপারে।

অনেক অনেক শুভকামনা আপনাকে।

৩৮| ১৮ ই জুলাই, ২০১৮ ভোর ৫:২০

কাইকর বলেছেন: ব্লগে ছিলাম না বেশকিছুদিন ।প্রিয় নিজাম ভাইকে সেফ করার জন্য অনুরোধ করছি মডুকে।

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: সরি ভাই কাইকর,

আমিও গততিনদিন প্রচন্ড ব্যস্ত ছিলাম। প্রতিমন্তব্য দেরীতে দেওয়াই দুঃখিত। তবে আরও দুঃখিত যে আজও পর্যন্ত মন্ডলভায়ের স্ট্যাটাস ফিরিয়ে দেওয়া হয়নি। যদি মন্ডলভাই নুতন নিকেই এখন বেশ মানিয়ে নিয়েছেন। আমরা ওনার সাফল্য কামনা করি।

অনেক অনেক শুভকামনা রইল।

৩৯| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৩:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন: নিজাম উদ্দিন ভাই আমাদের মাঝে ফিরে আসুক এটাই কামনা ।।

১৯ শে জুলাই, ২০১৮ ভোর ৬:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল মাহমুদভাই,

আমরা ওনাকে স্ট্যাটাস ফিরিয়ে দিতে কত করে দরবার করলাম। কিন্তু এখনও পর্যন্ত সুরাহা হলনা। যদিও মন্ডল ভাই ' পাঠকের প্রতিক্রিয়া ' নিকে এখন লিখছে। আপাতত দুঃখ ভূলে স্বাভাবিক হয়েছে। আমরা ওনার সাফল্য কামনা করি।

অনেক অনেক শুভকামনা আপনাকে।

৪০| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৪

বলেছেন: আপনার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা অনেক অনেক প্রিয় লেখক

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:০২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লতিফভাই,

আপনার আগমনে খুশি হলাম। আপনাকেও আমার নিরন্তর ভালোবাসা ও শ্রদ্ধা জানবেন ।

৪১| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:১১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @
হাঙ্গামা
সেলিম আনোয়ার
নীল মনি
জাতির বোঝা
কাওসার চৌধুরী
কাইকর
ঠাকুরমাহমুদ........

সহ সামু পরিবারের সবার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা।:)

@চৌধুরি ভাই,
২৮নাম্বারের দারুন এক ছড়া প্রতিউত্তের জন্য ধন্যবাদ।
আমাকে সেফ করা হয়েছে, তবে আপাতত এই আইডিটাই ভালো লাগছে। ২৫নাম্বারের মতঃ
এই আইডিটা হবে পাঠক মন্ডল!
আর ওটা হবে লেখক মন্ডল।।


পুনশ্চঃ
আপনার প্রোপিক দেখে প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলুম। এ কার পেজে আসলুম, ভেবে!!!:D:P

ভালো থাকবেন, শুভরাত্রি।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: আজ এক অন্য খুশির দিন,
আমরা আছি মন্ডলের পাশে,
সকাল সন্ধ্যে সব সময়তে,
মুক্তিদিনে মুক্তমনে করবো তাধীন ধীন।

পাঠক মন্ডল আসলেযে
নিজামউদ্দিন মন্ডলভাই,
ব্লগ পাড়ার অলি গলিতে
সবাই জানে তাই।
দুই নামেতে সমানভাবে
মিলবো আমরা সবাই।

অনেক অনেক শুভকামনা আমাদের অন্তরের জানকে।

৪২| ২১ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৩০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম।ভুল তো মানুষের ই হয়। তাই বলে এমন অবৈধ ঘোষণা করতে হবে? না এটা ঠিকনা। ভাইয়ের নিষেধাজ্ঞা তুলে নিক।
বরং চো তাকে একটা সতর্ক করা যেতো।।।

২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয় মামুনভাই,

ভুল মানুষ মাত্রেই করে। যে কারনে এমন ভুলে আমাদের সতর্কতা আশা করাটা কাম্য। আপনি ঠিকই বলেছেন, মন্ডলভায়ের এরকম কিছু একটা পেলে ভালো হত। তবে এই মুহূর্তে সমস্যা মিটে গেছে। ৪১ নং কমেন্টে মন্ডলভাই সে কথা জানিয়ে গেছেন।

শুভকামনা জানবেন।

৪৩| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩০

সিগন্যাস বলেছেন: কেমন আছেন পদাতিক ভাই? আপনার তো আর পোষ্ট নাই :)

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় সিগন্যাসভাই,

একটু চাপে আছি। তবে পোষ্ট ইতিমধ্যে এডিট করেছি। আর একটু দেখে পোষ্ট করবো । আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ ।

অনেক অনেক শুভকামনা আপনাকে ।

৪৪| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৫

অনল চৌধুরী বলেছেন: ফেসবুকে একটা জামাতি নিজামউদ্দিন মন্ডল আছে,যে সবসময় উল্টা-পাল্টা মন্তব্য করে অার হুমকি দেয়।।
এ কি সেই?

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় চৌধুরীভাই,

ফেবুতে আমার অন্য নামে পেজ থাকলেও একেবারে দেখা হয়না, যে কারনে আপনার এ প্রশ্নের উত্তর দিতে পারছিনা । আর ব্লগের মন্ডলভাই, আমাদের অত্যন্ত আপনজন। আমরা ওনার রসবোধযুক্ত কমেন্টারি পড়ে আনন্দ পাই। সামু কোনও একটি প্রসঙ্গে ওনাকে কমেন্টে জেনারেল করলে, তখন এই পোষ্টটি দিয়েছিলাম। ঐ সময় উনি আবার ' পাঠকের প্রতিক্রিয়া ' নামে নিক খুলে কমেন্ট চালিয়েগেছেন। যদিও বর্তমানে মন্ডলভায়ের উপর ব্যান উঠে গেছে। আমরাও খুশি।

অনেক শুভকামনা প্রিয় চৌধুরীভাইকে।

৪৫| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ অনল চৌধুরীবলেছেন: ফেসবুকে একটা জামাতি নিজামউদ্দিন মন্ডল আছে,যে সবসময় উল্টা-পাল্টা মন্তব্য করে অার হুমকি দেয়।।এ কি সেই?
... আমি তো ফেসবুকেই যাই না।

@ লেখকবলেছেন: সুপ্রিয় চৌধুরীভাই,ফেবুতে আমার অন্য নামে পেজ থাকলেও একেবারে দেখা হয়না, যে কারনে আপনার এ প্রশ্নের উত্তর দিতে পারছিনা।
.. লেখক! একই নামে হাজার জন আছে। তাই প্রশ্নটা সরাসরি আমাকে করলেই খুশি হতাম।

অনলের এই কমেন্ট পড়ে আমার মেজাজ হট। ওর পেজে গিয়ে একটা ডলা দিতে পারতুম। এখন ক্যাচালের মুড নাই তাই ওকে ছাড় দিলুম...X(

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০১

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা, প্রিয় মন্ডলভাই,

ক্যাচাল আমি পারিনা, তবে কেউ করলে উপভোগ করি । আর আপনি হলেতো কোনও কথাই নেই। তবে ক্যাচাল করতে বোধহয় মুডটাকে বরফ হওয়াটা জরুরী। মুড অফ মানে পিছিয়ে যাওয়া । কাজেই,

হে ক্যাচাল মাস্টার ব্লগের হিরো,
মেজাজ হট হলে হবে যে জিরো।
আমি বলি এভাবে বিশ্ব দেখোনা,
সমালোচনা হবে যে সাফল্যের সূচনা।

৪৬| ০৯ ই জুন, ২০১৯ সকাল ৮:৩৮

খায়রুল আহসান বলেছেন: যাক, আপনার এই সহমর্মী আবেদন একটা ইতিবাচক ফল এনেছিল জানতে পেরে খুশী হ'লাম। (৪১ নং মন্তব্য)
যারা (পাঠকেরা) আপনার আবেদনে সময়মত সাড়া দিয়ে মন্তব্য করেছিলেন, তাদেরকেও ধন্যবাদ।
মন্ডল সাহেব উভয় নিকে পাঠক এবং লেখক হিসেবে সক্রিয় থাকবেন, এই আশা করছি এবং তার সাফল্য কামনা করছি।

১২ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: রেস্পেক্টেড স্যার,

কোনোভাবেই মন্তব্যটি ওভার লুক হওয়াতে সময়ে প্রতিমন্তব্য না দেওয়াতে দুঃখিত। 41 নম্বর মন্তব্যে সেদিন বিষয়টি স্পষ্ট হয়েছিল উনি আবার সেভ হতে পেরেছেন। মন্ডল ভাই ব্লগ মাতিয়ে থাকেন।তবে সাম্প্রতিক কালে কোন ব্যস্ততার কারণে হয়তো উনাকে ব্লগে তেমনভাবে সক্রিয় দেখছি না। এমন একটি পোস্টেও মন্তব্য করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন। ‌


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.