নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক হয়েছে, আর না

পাকাচুল

অনেক হয়েছে, আর না

পাকাচুল › বিস্তারিত পোস্টঃ

এদেশের মানুষগুলো দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৫

সবাই রাজকপাল নিয়ে যেমন জন্মায় না, তেমনি সবার মৃত্যু একই রকম হয় না। আপনি যদি বিখ্যাত কেউ হন, তবে ৩-৪ দফা আপনার জানাজা হবে, বিদেশ থেকে কেউ আসবে, তাই বারডেমের হিমঘরে লাশ থকবে ১-২দিন, হেলিকপ্টারে করে লাশ উড়িয়ে গ্রামের বাড়ীতে জানাজা পড়ানোর জন্য নিয়ে যাওয়া হবে, সংসদভবনের দক্ষিণ প্লাজায় জানাজা, গুলশানে জানাজা, দলীয় অফিসে জানাজা, সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে শ্রদ্ধাজ্ঞাপন, কালো ব্যাজ ধারণ আরো কত কি? সবাই মাড়দেয়া ইস্ত্রিকরা সাদা পাঞ্জাবী পড়ে জানাজা পড়তে আসবে, আপনার জন্য শোকবই খোলা হবে, বিভিন্ন পত্রিকায় ব্যাংক বীমা কোম্পানীগুলো বড় বড় বিজ্ঞাপন দিয়ে শোক প্রকাশ করবে।

আর যদি আপনি সাধারণ কেউ হন, তবে আপনার সাধারণ মৃত্যুতে কারো কোন মাথাব্যাথা নাই, যদি কোন দুর্ঘটনাতে মারা যান, তবে হয়ত পত্রিকায় আপনার নামটা আসবে সাথে বয়স, অনেক সময় নামটাও আসে না। মৃত্যুটা একটা সংখ্যা হয়ে যায় মাত্র। কোন রাজনৈতিক কর্মসূচীতে মারা গেলে ২-১দিন ফলোআপ থাকে হয়ত।

মারা যাওয়ার পর কেউ আপনার নাম মনে রাখে না, কারণ আপনি একজন সাধারণ মানুষ। আগে এসব চিন্তা করতাম না, কিন্তু ইদানিং কেন জানি একটু ভয় লাগে। আজকে সারাদিন বাসাতেই ছিলাম, প্রতিটা ঘন্টার খবর দেখেছি টিভিতে। প্রত্যেক খবরেই দেখানো হচ্ছে মনিরের মৃত্যু সংবাদ।



আমি মোটেও সহ্য করতে পারছিলাম না এই সংবাদটা। বার বার চ্যানেল পরিবর্তন করি। এই খবরটা আমি এখনো পুরোটা দেখি নাই। বুকের ভেতরটা কেমন জানি করছে। বাকী আট-দশটা মৃত্যুর মতো মনিরের মৃত্যুটা শুধু একটা নাম কিংবা সংখ্যায় পরিণত হবে একসপ্তাহ পরেই। ভয় পাই ঐখানেই, এই মনিরের মতো পরিণতি যে কোন সময় আমারও তো হতে পারে। আমার ভাইয়ের কিংবা আমার অতি আদরের ছেলেটারও হতে পারে।

মানুষ মনে হয় পাশাবিক হয়ে যাচ্ছে দিন দিন, আর আমার নিজেরই ঘৃণা জন্মেছে মানুষ প্রজাতির উপর। নিজের উপর।

আমি আর কিছু লিখতে পারছি না, শুধু মনিরের এই পোড়া শরীরটা চোখের সামনে ভেসে উঠছে, শুধু বলতে ইচ্ছে করছে, এদেশের মানুষগুলো দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে।



মনির, আমাকে ক্ষমা করো, আমার দেশেরই কিছু অমানুষের জন্য তোমার এই পরিণতি, আমি সমগ্রদেশবাসীর পক্ষ থেকে ক্ষমাপ্রার্থী।

এই মনির কোন দলের সাপোর্টার নয়, তাই কোন নেতানেত্রী তাকে দেখতে যাবে না, পরিবারের সদস্যরা ছাড়া মনিরের জন্য কান্না করার কেউ নাই, কিন্তু আমার গুমড়ে কান্না আসছে মনিরের জন্য।


মনির, তুমি আমাদের ক্ষমা করো।




*ছবিসূত্র: ডেইলী স্টার।
*ভিডিও: একুশে টিভি

মন্তব্য ৫৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৯

বোকামন বলেছেন:

. . . . . . . . .

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

পাকাচুল বলেছেন: মনির, তুমি আমাদের ক্ষমা করো।

২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

খেয়া ঘাট বলেছেন: আমার চীৎকার করে এসব জানোয়ারদের শুধু শুয়োর বলতে ইচ্ছে করছে। আর এটুকুই আমার ক্ষমতা।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

পাকাচুল বলেছেন: ইচ্ছে করলেও বলতে পারবেন না, কারণ আপনার বাক স্বাধীনতা নাই।

অনেক কিছুই বলতে ইচ্ছে করে, কিন্তু কাপুরুষের মত চুপ করে থাকি।


মনির, তুমি আমাদের ক্ষমা করো।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

সেফানুয়েল বলেছেন: ভাই মনির, তোমার কাছে ক্ষমা চাওয়ার যোগ্য নই।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

পাকাচুল বলেছেন: মনির, তুমি আমাদের ক্ষমা করো।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

নুসরাতসুলতানা বলেছেন: "মানুষ মনে হয় পাশাবিক হয়ে যাচ্ছে দিন দিন, আর আমার নিজেরই ঘৃণা জন্মেছে মানুষ প্রজাতির উপর। নিজের উপর।"------- কিছু বলার থাকেনা।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫২

পাকাচুল বলেছেন: মনির, তুমি আমাদের ক্ষমা করো।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

বিশ্বাস করি 1971-এ বলেছেন: ভাইরে আগে থেকে এমন অমানুষ ছিলো এখন মিডিয়ার জন্য খবরে আসতেছে। পুরা ডবল ডেকার বাস একবার জ্বালাইয়া দিছিলো মনে আছে আমার। আর একবার ভোরে সকালে একটা পুরা মানুষ ভর্তি বাস জ্বালাইয়া দিছিলো আর সেই বাসের একটা ছবি পেপারে আসছিলো এক মা আর তার ছোট্ট সন্তানের জলন্ত দেহের ছবি। X(

কুত্তাগুলা বহাল তকিয়তে আছে থাকবে আর আমরা বোকাচোদা আমজনতা শুধু পুড়েই যার কেউ শরীরে কেউ মনে!

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৩

পাকাচুল বলেছেন: খারাপ লাগে কি জানেন?

আমাদের দেশে অনেক বড় বড় হত্যাকান্ডের বিচার হয়, সাজা হয়, কিন্তু মনিরের মত এই সব ঘটনার কোন বিচার হয় না।

রাজনৈতিক কর্মসূচীতে কেউ মারা গেলে এর জন্য কারো বিচার কিংবা শাস্তি পেতে কাউকে দেখেছেন গত ২৩ বছরে?

৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৩

আমি তুমি আমরা বলেছেন: সবচেয়ে বড় আফসোস হল এই আমরাই আবার ভোট দিয়ে এইসব বরাহ ছানাদের গদিতে বসাব :(

০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২

পাকাচুল বলেছেন: আমাদের নিস্তার নাই, আমরা অপারগ।

৭| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৮

আবিরে রাঙ্গানো বলেছেন: মনির, আমাকে ক্ষমা করো, আমার দেশেরই কিছু অমানুষের জন্য তোমার এই পরিণতি, আমি সমগ্রদেশবাসীর পক্ষ থেকে ক্ষমাপ্রার্থী।--------------- আমরা তো এভাবে ক্ষমা চেয়েই পার পেয়ে যাই। কুত্তাদের জন্য আমরা কামড়াকামড়ি করে মরি।

০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮

পাকাচুল বলেছেন: মনিরের মত পরিণতি যে কারো হতে পারে, যে কোন সময়, এটা আমরা ভুলে যাই।

৮| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২৫

খেয়া ঘাট বলেছেন: আমি তুমি আমরা বলেছেন: সবচেয়ে বড় আফসোস হল এই আমরাই আবার ভোট দিয়ে এইসব বরাহ ছানাদের গদিতে বসাব

০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

পাকাচুল বলেছেন: আমাদের নিস্তার নাই।

৯| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:২৮

ভোরের সূর্য বলেছেন: এটা কি জঘন্য হত্যা কান্ড না? কোথায় শাহবাগের ভাই বোনেরা? ফেলানীকে যে কাটাতারের বেড়ার উপর জঘন্যভাবে গুলি করে ঝুলিয়ে রাখলো কাউকে দেখছেন শাহবাগে প্রতিবাদ করতে? কেন,এটা কি জেনোসাইড ছিলনা? জঘন্য হত্যাকান্ড ছিলনা? মনির, আসলে আমরা খুবই জাতের মানুষ।

০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

পাকাচুল বলেছেন: এইসব হত্যাকান্ডের কোন বিচার হয় না। মনিরের জন্য প্রতিবাদ করার কেউ নাই।

১০| ০৮ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৪৯

অথৈ সাগর বলেছেন:
আমাদের রাজনৈতিক নেতাদের সন্তানরা দেশের মুখ উজ্জ্বল করার জন্য বিদেশে থাকে । পাতিনেতাদের সন্তানরাও এখন বিদেশমুখি । এদের সবার টাকা থাকে বিদেশি ব্যাংকে । এসব বিচ্ছিন্ন ঘটনা নিয়ে ভাববার সময় নাই তাদের ।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৮

পাকাচুল বলেছেন: আমরা সত্যিই অভাগা।

১১| ০৮ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:২৭

উদাসী স্বপ্ন বলেছেন: মির্জা ফখরুল বলেছেন এই মৃত্যুর দায় নাকি প্রধানমন্ত্রির। প্রধানমন্ত্রী যদি তাদের দাবী মেনে নিতো তাহলে এই মৃত্যুটা হতো না।


ভাবতে অবাক লাগে এরা মানুষ না গোখরা?

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৯

পাকাচুল বলেছেন: মৃত্যুর সংখ্যাটা তাদের জন্য খুবই দরকারী এখন, সামনের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য।

১২| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কিছুই বলার নেই...

দায়িত্বহীন নেতৃত্ব এবং প্রতিশ্রুতিহীন আর নীতিহীন রাজনীতি আমাদেরকে
পিষে মারছে...
শুধুই অপরাধী করে তুলছে।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩০

পাকাচুল বলেছেন: গাড়িতে আগুন দেওয়া, পুড়িয়ে মারা এই জিনিসগুলো গত ১৫ বছর আগেও ছিলো না বাংলাদেশে। সত্যি, জাতি হিসাবে আমরা ভালোই এগিয়ে যাচ্ছি।

১৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪১

মামুন রশিদ বলেছেন: মনির, তুমি আমাদের ক্ষমা কর ।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১

পাকাচুল বলেছেন: আমাদের ক্ষমা কর।

১৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

রমিত বলেছেন: আমরা অনেক আগেই অমানুষ হয়ে গিয়েছি!
অমানুষ হতে হতে এখন এমনই এক পর্যায়ে এসেছি যে, এই সমাজে এখন অমানুষেরই অনেক কদর।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১

পাকাচুল বলেছেন: নষ্টদের জয় সবখানে।

১৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

আমি ইহতিব বলেছেন: কিছু বলার ভাষা নেই আসলে। আমিও সচেতনভাবে এড়িয়ে গিয়েছি এই খবরটা। দুঃখজনক ব্যাপার হল এদের হাত থেকে আমাদের মুক্তি নেই আসলে। ঘুরে ফিরে এই হায়েনার দলই আবার আসবে অন্য রূপে। আমরাই আমাদের মূল্যবান ভোট এদের পক্ষে দিয়ে এদেরকে ক্ষমতায় বসার সুযোগ করে দিবো। আবার জনগণের জীবনকে জাহান্নাম বানানোর সুযোগ করে দিবো।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১

পাকাচুল বলেছেন: এই পারিবারিক গণতন্ত্র থেকে আমাদের মুক্তি নেই। আমরা অসহায়।

১৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

কামরুল ইসলাম রুবেল বলেছেন: কসম করে বলছি, জীবনে কোনদিন ভোট দিবনা, শুয়োরের বাচ্চাদের বিরুদ্ধে এটাই আমার নিরব প্রতিবাদ। বিবেকের কাছে দায়মুক্তির উপায়।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩২

পাকাচুল বলেছেন: অনাস্হা ভোট চালু করা দরকার।

১৭| ০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬

দুরদেশী বালক বলেছেন: মানুষগুলো অমানুষ নয়, অনামুষরাই মািনুষ বেশে দখল নিচ্ছে। এদের তাড়াতে হবে

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩২

পাকাচুল বলেছেন: সেই চেষ্টা কেউ করে না, সবাই চায়, নিজেই পালিয়ে যেতে।

১৮| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

ঝটিকা বলেছেন: ভাই কি বলব, আমার কষ্টগুলো আবেগ গুলো ভাষায় প্রকাশ করতে পারছিলাম না বলে সারাদিন বুকের মধ্যে চাপ হয়ে ছিল। আপনার লেখা পড়তে পড়তে চোখের পানি ঝরিয়ে আর ঐ হায়নাগুলো অন্তর থেকে অভিশাপ দিয়ে দিয়ে মনটা একটু শান্ত হল। বিশ্বনাথ, মনির, আদুরি, ত্বকি, রানা প্লাজায় মা বাবা হারা ছোট্ট মেয়েটা(আমার প্রোপিক) ভাই তোমাদের জন্য আমার কোন উপযুক্ত শান্তনা বানি নেই।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৪

পাকাচুল বলেছেন: কত হাজারো স্বজনহারা মানুষ অভিশাপ দিচ্ছে প্রতিদিন, তারপরও তো কোন পরিবর্তন নাই।

১৯| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: মানুষ এর মাঝে এখন আর কোন নীতিবোধ নাই। এজন্য সবাই দায়ী।

নীতি র অভাব এর কারণে আগেও অনেক জাতি/সভ্যতা বিলীন হয়ে গেছে।

হয়ত মানব সভ্যতার ইতিহাসে আমরা ও একটা ব্যর্থ জাতি হিসেবে চিহ্নিত হচ্ছি।

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৭

পাকাচুল বলেছেন: সবার আগে দায়ী আমাদের রাজনীতিবিদরা।

২০| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১১

ভাইটামিন বদি বলেছেন: ....... কোন অপরাধে 'মৃত্যুদন্ড' নামক সাজাটা আমার কাছে বড় বেশি নিষ্ঠুরতা বলে মনে হয় মানবতার জন্য.......কিন্তু মাঝে মাঝে বড় অভব্য একটা ইচ্ছে চিড়বিড় করে উঠে নিজের ভেতর!.......ইচ্ছে হয় 'রানা প্লাজা'য় দায়ীদের সেই ধ্বংস স্তুুপেই আছড়ে মারি....বা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেই সেই অমানুষ গুলার গায়ে যারা কিশোর মনির এর গায়ে আগুন দিল।.....আচ্ছা এটা কি খুব বেশি খারাপ একটা ইচ্ছা???

০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১২

পাকাচুল বলেছেন: ইচ্ছে তো করে অনেক কিছউ, কিন্তু সব ইচ্ছে পূরণ করা যায় না। ইচ্ছে করছে সব নষ্ট রাজনীতিবিদদের বয়কট করতে, কিন্তু পারি না।

২১| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:



মনির, তুমি আমাদের ক্ষমা করো।

০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

পাকাচুল বলেছেন: মনির, তুমি আমাদের ক্ষমা করো।

২২| ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ভয় পাই ঐখানেই, এই মনিরের মতো পরিণতি যে কোন সময় আমারও তো হতে পারে। আমার ভাইয়ের কিংবা আমার অতি আদরের ছেলেটারও হতে পারে।



এরকম আতঙ্কের মধ্য দিয়েই প্রতিটা মুহূর্ত পার হয় আমাদের।

০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

পাকাচুল বলেছেন: কে মুক্তি মিলবে আমাদের? এর উত্তর কি জানা আছে?

২৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২০

কালীদাস বলেছেন: এই কাজগুলা যারা করে, বেশিরভাগই কোন পলিটিকাল পার্টির না। ভাড়ায় করে, হয়ত নেশার টাকা যোগাড় করার জন্য। মানবতাবোধের ধার না ধরে, এরকম কাউকে পেলে ইনস্ট্যান্টলি আগুনে পুড়িয়ে মেরে ফেলার কাজ। আমি র্যাবের ক্রসফায়ারকে সাপোর্ট করতাম। এই জারজগুলোর জন্যও সেম সিসটেম আশা করি।

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

পাকাচুল বলেছেন: যারা এইসব কাজ করছে, তারা ভাড়া খাটে, আজকে এক দলের হয়ে ককটেল ছুড়ে, কাল আবার অন্য দলের জন্য কাজ করে।

ঢাকায় যে মহাসমাবেশগুলো হয়, তার যে বিশাল জনসমগম হয়, এর ৯৫%ই ভাড়া করা মানুষ। বাস ট্রাক ভাড়া করে জনপ্রতি ২০০টাকা, সাথে প্যাকেট বিরিয়ানী-এভাবেই মহাসমাবেশ সফল হয়।

২৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মারা যাওয়ার পর কেউ আপনার নাম মনে রাখে না, কারণ আপনি একজন সাধারণ মানুষ। আগে এসব চিন্তা করতাম না, কিন্তু ইদানিং কেন জানি একটু ভয় লাগে। আজকে সারাদিন বাসাতেই ছিলাম, প্রতিটা ঘন্টার খবর দেখেছি টিভিতে। প্রত্যেক খবরেই দেখানো হচ্ছে মনিরের মৃত্যু সংবাদ।



"মনির, তুমি আমাদের ক্ষমা করো।"


আমরা যে কেউই যে কোন সময় মনির হয়ে যেতে পারি। ধিক নেতাদের !

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৯

পাকাচুল বলেছেন: যার যায়, শুধু সেই বুঝে। যতদিন না রাজনৈতিক কর্মসূচীতে নিজের পরিবারের কারো ক্ষতি না হচ্ছে, ততদিন পর্যন্ত এরা তার মর্ম বুঝবে না।

২৫| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৩

মাহমুদা সোনিয়া বলেছেন: শিরোনামের সাথে সহমত! :(

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

পাকাচুল বলেছেন: :( :(

২৬| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

শ্রাবণধারা বলেছেন: যারা এই পরিস্থিতির জন্য দায়ী, সেইসব শীর্ষ ন্যাতাদের জনগন যদি কোনদিন এক হয়ে পুড়িয়ে মারতে পারে তাহলেই এই বিভৎস অন্যায়ের প্রতিকার হবে.........।

১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

পাকাচুল বলেছেন: এটা তো সম্ভব হবে না, যারা আজ অসহায়, তারা হয়ত শেষ বিচারের জন্য অপেক্ষা করবে।

২৭| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই মনে করেন না যে কিছু হবে না।

এই দেশে এই ঘটনা স্বাভাবিক তো?
আপনি আমি আমরা মিলে এই ঘটনাকে অস্বাভাবিক করে তুলতে পারি।

আপনার এই লেখাটা তেমনি।
এরচে বেশি সামর্থ্য নাই ভাই। আমার পিছনে আওয়ামীলীগ বিএনপি নাই। তাই পিঠ নাই, যে দেয়ালে ঠেকবে।

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

পাকাচুল বলেছেন: ঘটনা গুলো এতো বেশি ঘটছে, তাই একে স্বাভাবিক মনে হচ্ছে, তাই না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.