নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক হয়েছে, আর না

পাকাচুল

অনেক হয়েছে, আর না

পাকাচুল › বিস্তারিত পোস্টঃ

ফ্লেক্সিলোড এবং একটি মৃত্যু

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৩

প্রায় ৬-৭ বছর আগের কথা। আজকের মতই ফেব্রুয়ারী মাসের প্রথম শুক্রবার। গিন্নীকে নিয়ে তার বাবার বাড়ীতে গেলাম, ঢাকার পার্শ্ববর্তী কোন একটা জেলাতেই। ঢাকা থেকে আসা যাওয়া করতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা। শ্বশুরালয়ে তেমন কেউ থাকে না। গিন্নীর মা-বাবা ছাড়া আর কেউ বাসায় থাকে না। আমার স্ত্রী সবার ছোট, বাকী বোনদের আরো আগে বিয়ে হয়ে গেছে। আমি দুপুরে ভাত খেয়ে বিকাল ৩টা নাগাদ রওনা দিচ্ছি, ঢাকায় ফেরত আসার জন্য। আর গিন্নী কয়েকদিন থাকবে, এমনটাই প্ল্যান ছিল।


আসার আগে গিন্নী আমাকে বললো, তার মোবাইলে ব্যালেন্স শেষ, আমি যেন তাকে দোকান থেকে ৫০ টাকা পাঠিয়ে দেই। আমিও বাসা থেকে বের হলাম, রিক্সা নিয়ে বাস স্টপেজে গেলাম, টাকা লোড করতে একটা দোকানে গেলাম, কিন্তু টাকা ভাংতি সমস্যা কিংবা অন্য কোন কারণে গিন্নীর মোবাইলে টাকা পাঠাতে পারি নাই, এর মধ্যে বাস ছেড়ে দিচ্ছে, পরের বাস আর ৩০ মিনিট পর। ভাবলাম, বাসে উঠে যাই, ঢাকায় গিয়ে টাকা পাঠিয়ে দিব।

৩ ঘন্টা পর বাসায় আসলাম, বাসায় ঢুকার আগেই নিচের দোকান থেকে গিন্নীর মোবাইলে টাকাও পাঠিয়ে দিলাম। বাসায় আসার ১৫ মিনিট পর শ্বশুরবাড়ী থেকে কেউ একজন ফোন করল, "শাশুড়ী মারা গেছেন।"

আবার রওনা দিলাম।

পরে যা শুনলাম, আমি রওনা দেওয়ার পর শাশুড়ীর শ্বাসকষ্ট উঠে, গিন্নী একা ছিল বাসায়, এমন পরিস্থিতিতে সে আগে কখনো পড়ে নাই। কাউকে ফোন করে হেল্প চাইবে, সেটাও সম্ভব হয় নাই মোবা|ইলে ব্যালেন্স না থাকার কারণে। পরে বাড়ী থেকে বের হয়ে পাশের বাড়ীর কারো কাছ থেকে মোবাইলে নিয়ে ফোন করেছিল তার বড়বোন কে। তারপর হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু তার আগেই সব শেষ।

গিন্নী মেনে নিয়েছিল, এটা তার নিয়তি, তার মায়ের মৃত্যুর সময় অন্তত সামনে ছিল, যদিও তিনি মোটামোটি সুস্থ ছিলেন, হঠাৎ মৃত্যু কাম্য ছিল না। কিন্তু এই মৃত্যুটা আমাকে অনেকদিন ধরে অপরাধী করে রেখেছে। আমি যদি ঐ সময় গিন্নীর মোবাইলে ফ্লেক্সি করে দিতাম, ঘটনা অন্য রকমও হতে পারত। যদিও আমার স্ত্রী এটা নিয়ে আমাকে কখনো কোন অভিযোগ করে নাই, কিন্তু নিজেকে তারপরও অপরাধী মনে হয়।

মন্তব্য ৭২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯

অগ্নি কল্লোল বলেছেন: সুন্দর গল্প।।
ধন্যবাদ জানবেন।।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৯

পাকাচুল বলেছেন: এটা গল্প নয়। আমি গল্প লিখতে পারি না। এটা আমার নিজের জীবনের ঘটনা।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪

অগ্নি কল্লোল বলেছেন: ডায়েরি।
সে যাই হোক লেখা তো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৮

পাকাচুল বলেছেন: হা, ডায়েরি বলতে পারেন। ভার্চুয়াল ডায়েরি।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তো কারো হাত নেই।

ভালো লিখেছেন। ধন্যবাদ পাকাচুল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৮

পাকাচুল বলেছেন: সব উপর ওয়ালার ইচ্ছে। এটা মেনে নিতে হবে।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এরকম ঘটনায় নিজেকে অপরাধী মনে হওয়াই স্বাভাবিক।

আসলেই ছোট্ ছোট ঘটনা জীবনে অনেক বড় ঘটনা দূর্ঘটনার কারণ হয়ে দাড়ায়।

কি আর করবেন, উনার জন্য বেশি বেশী দোয়া এবং নিজের আত্মার পীড়ন থেকে মুক্তি পেতে উনার স্মরণে কিছু দরিদ্রকে ভোজ দিতে পারেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬

পাকাচুল বলেছেন: দোয়া করা ছাড়া এখন আর কিছু করার নাই। আত্মার পীড়ন থেকে সহজে মুক্তি মিলে না।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এর নামই নিয়তি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬

পাকাচুল বলেছেন: এটাই মানতে হচ্ছে, নিয়তি।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩

সুমন কর বলেছেন: শুনে খারাপ লাগল। আজ ব্লগিংটা শুরু হলো, একটি মন ভারী করে দেয়া লেখা পড়ে।

ভালো থাকুন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

পাকাচুল বলেছেন: আপনিও ভাল থাকবেন।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২

জুন বলেছেন: যদিও ঘটনাটিতে আপনার কোন দোষ নেই কারন উনি তো অসুস্থ ছিলেন না । তারপর ও নিজেকে দোষী ভাবা ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২

পাকাচুল বলেছেন: হা, তারপরও মাঝে মাঝে নিজেকে দোষী মনে হয়।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আল্লাহ উনাকে জান্নাত বাসি করুন ।

মোবাইল ব্যবহারকারীদের জ্ঞ্যাতব্য - এখন সব মোবাইল কোম্পানি ব্যাল্যান্স হাওলাত দেয় , আপনার মোবাইলে ব্যালান্স না থাকলেও কল দিন , এবং পর নির্দেশন অনুসরণ করুন ।
এতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২১

পাকাচুল বলেছেন: আসলে বিপদের সময় এত কিছু মনে থাকে না। আর এটা অনেককাল আগের ঘটনা। তখন এইসব অফার মনে হয় ছিল না।

আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

অশ্রুত প্রহর বলেছেন: অনেক খারাপ লাগল পড়ে। এখানে আপনার কোনই দোষ নেই। সব কিছুই যে নিয়তির লেখা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২২

পাকাচুল বলেছেন: হা, নিয়তি। এটা বিশ্বাস করি।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩

কাউন্টার নিশাচর বলেছেন: আহারে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৩

পাকাচুল বলেছেন: :(

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮

মোহাম্মদ ইমরান হোসাইন বলেছেন: জন্ম, মৃত্যু এসবে কারো চেষ্টায় কিছু পরিবর্তন হয় না। তাই নিজেকে অপরাধী ভাবার কোনো কারণ নেই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭

পাকাচুল বলেছেন: জন্ম, মৃত্যু, বিয়ে এসবে কারো হাত নাই, এটা জানি। তারপরও

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯

বিজন রয় বলেছেন: ভাগ্য।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯

পাকাচুল বলেছেন: হা।

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫

শামছুল ইসলাম বলেছেন: আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন।

যদিও ঘটনাটায় আপনার হাত নেই, তার পরও বিবেকের তাড়না মানুষকে তাড়িয়ে বেড়ায়-তাই তো মানুষ আশরাফুল মাখলুকাত।
আল্লাহ আপনার সহায় হোন।

ভাল থাকুন। সবসময়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬

হাসান মাহবুব বলেছেন: খুবই দুঃখজনক।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

পাকাচুল বলেছেন: হা, কিন্তু কিছু করার নাই।

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩

আহসানের ব্লগ বলেছেন: :(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬

পাকাচুল বলেছেন: :(

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪

আহসানের ব্লগ বলেছেন: তবে আমার মতে এটা শুধুই নিয়তি ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৬

পাকাচুল বলেছেন: হা, নিয়তি, এটা ছাড়া তো আর কিছু বলার নাই এখন।

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৮

আহসানের ব্লগ বলেছেন: হুম । সব কিছুই উপর ওয়ালার হাতে ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২০

পাকাচুল বলেছেন: সেটা তো অবশ্যই। এখানে কারো হাত নাই।

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫২

মনিরা সুলতানা বলেছেন: সত্যি এসব ব্যাপারে আমাদের হাত নেই
উনার জন্য দোয়া করুন বেশী করে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪১

সুপান্থ সুরাহী বলেছেন: এমন ঘটনায় নিজেকে সহজে ক্ষমা করা যায় না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৪

পাকাচুল বলেছেন: সেটাই।

২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০

এডওয়ার্ড মায়া বলেছেন: যেখানে নিজের কিছু করার থাকে না।সেখানে ঘটনা টা নিয়তি।আসলেই কি তাই ।
ভূল মানুষকে শিক্ষা দেয় ।
আমরাও শিক্ষা নিলাম ।ঘটনা টা শেয়ার করার জন্য ধন্যবাদ ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

পাকাচুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: এতে নিজেকে অপরাধী ভাবার কিচ্ছু নেই কারণ আপনি তো আর ইচ্ছে করে করেননি এসব।
আপনি শান্তিতে থাকুন, এই কামনাই করছি

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৩

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: "ফ্লেক্সিলোড যখন মৃত্যুদূত" কিইবা করার আছে বলুন । গল্প ভেবে পড়তে এসেছিলাম। আপনার সেই অপরাধ বোধটা কতটুকু কাটিয়ে উঠতে পেরেছেন?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:১৫

পাকাচুল বলেছেন: এটা গল্প না, এটাই বাস্তবতা।

২৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৪

নিমচাঁদ বলেছেন: আল্লাহ উনাকে বেহেশ্ত বাসী করুক

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:১৬

পাকাচুল বলেছেন: ধন্যবাদ।

২৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: এরকম ঘটনায় অপরাধির মত হৃদয়ে একটা খোঁচা সব সময় লাগবেই, লজিক যা ই বলুক না কেন। দুঃখ পেলাম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

পরিতাপের বিষয়। এসব ভোলা যায় না।


সেবার নানি বললেন, তার খুব আম খেতে ইচ্ছে করে। অথচ সেটি আমের সিজন নয়। সুস্থ মানুষ। আমি ভাবলাম পরের বার বাড়ি ফেরার সময় অবশ্যই আম নিয়ে আসবো। কিন্তু তার আগেই তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৩

পাকাচুল বলেছেন: আমি তখন ইউনিভার্সিটির হলে থাকতাম, মাঝে মাঝে বাড়ি যেতাম। বাবা বলেছিলেন, উনার জন্য একটা বেডশীট নিয়ে যেতে, ওটা আমার নেওয়া হয় নাই। ভেবেছিলাম, চাকুরী পেলে তখন নিয়ে দিব, আর নিয়ে দেওয়ার সুযোগ পাই নাই । পাশ করার আগেই বাবা মারা গেছেন।

২৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

আবু শাকিল বলেছেন: আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৮

পাকাচুল বলেছেন: ধন্যবাদ।

২৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

সায়েম মুন বলেছেন: দু:খজনক ঘটনা। তবে নিয়তিতে তো কারো হাত নেই। নিজেকে অযথা অপরাধী মনে করবেন না.।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭

পাকাচুল বলেছেন: এটা নিয়তি, এটা মেনে নিচ্ছি।

২৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

এম.এ.জি তালুকদার বলেছেন: সহমর্মীতা রইলো আপনার জন্য। হয়তো- আপনাদের চেয়েও বেশী আপনজনের সাড়ায় চিরবিদায় নিয়েছেন উনি। অবশ্যই একদিন এভাবে আমাকে আপনাকেও সাড়া দিতে হবে। তবু মেনে নিতে কষ্ট হয় এবং অন্যদেরও হবে !!!!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

জসিম বলেছেন: দুর্ঘটনাটা অনেক কষ্টদায়ক.
(যদিও আমরা বুঝি, আমি যদিও নিজেই পালন করি না, তারপরও) করবো বলে ফেলে রাখলে আসলে কিছুই এগুবে না, এটাই সত্য. কিছু করতে হবে মানে- এখনই করতে হবে. পরে করবো এমন হলো হলে অনেক কিছু হারিয়ে যায় অথবা আর করা হয়ে উঠে না.

ভালো থাকুন.
শুভকামনা.

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

এখনই করতে হবে. পরে করবো এমন হলো হলে অনেক কিছু হারিয়ে যায় অথবা আর করা হয়ে উঠে না-- ঠিক বলেছেন। অনেক কিছু হারিয়ে গেছে এভাবে।

৩০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭

আমিনুর রহমান বলেছেন:



বেদনাদায়ক।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

পাকাচুল বলেছেন: :(

৩১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
যদিও ব্যাপারটা ছিলো অনিচ্ছাকৃত, আর ফ্লেক্সি করলেও তার কার্যকারিতা কতটুকু হতো বলা যায়না, তবুও মনের অপরাধবোধ হয়তো কোনদিনই যাবেনা।

কি আর করবেন, আপনার মরহুম শাশুড়ীর প্রতি কিছু দোয়া খায়ের, কিছু গরীবলোককে একবেলা খাওয়ানো, কিছু দান করা, এসবের পাশাপাশি তার প্রিয়তম মেয়েকে (আপনার স্ত্রী) সৎভাবে যথাসাধ্য ভাল রাখতে চেষ্টা করুন।

আপনার শাশুড়ীকে মহান আল্লাহ্তা'আলা বেহেশত নসীব করুন। আমিন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:২১

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আমি ঐ ঘটনার পর সবসময় সবাইকে মোবাইলে রিফিল করে দেই, পরিচিত জনদের মাঝে, যখনই যার টাকা থাকে না, বিকাশ থেকে টাকা পাঠিয়ে দেই।

৩২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কপালে যা আছে তা খন্ডানো যায় না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০১

পাকাচুল বলেছেন: সেটাই, কপালকে মানতে হয় মাঝে মাঝে।

৩৩| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩০

উদাসী স্বপ্ন বলেছেন: একেই বলে পিওর ভালোবাসা।

আপনার অপরাধবোধকেই প্রমান করে আপনি একজন দায়িত্ববান আর আপনার স্ত্রীর আচরন প্রমান করে আপনাদের সম্পর্ক আর অন্য কোনো দুসম্পর্কের না। এরকম অটুট বন্ধন টিকে থাকুক চিরদিন!

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৮

পাকাচুল বলেছেন: দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে।

৩৪| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৩

ফেরদৌস প্রামানিক বলেছেন: খুবই মর্মান্তিক ঘটনা!

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০২

পাকাচুল বলেছেন: :( :(

৩৫| ১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

শায়মা বলেছেন: খারাপ লাগছে জেনে ।

উনি ভালো থাকবেন না ফেরার দেশে।

১৩ ই মার্চ, ২০১৬ রাত ৩:৫২

পাকাচুল বলেছেন: ধন্যবাদ।

৩৬| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৬

বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।

১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৬

পাকাচুল বলেছেন: ধন্যবাদ,

আমি তো গল্পকার কিংবা কবি না, তাই চাইলেও লিখতে পারি না। যা লিখি, অনেকটা পার্সোনাল ডায়েরী বলা যেতে পারে।
চেষ্টা করবো, নতুন কিছু লিখার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.