নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক হয়েছে, আর না

পাকাচুল

অনেক হয়েছে, আর না

পাকাচুল › বিস্তারিত পোস্টঃ

তেলের দাম কমানোতে ভোক্তা পর্যায়ে কে কতটুকু সুবিধা পাচ্ছে?

০৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩১



বাংলাদেশে তেলের দাম কমানো নিয়ে অনেক কথা হয়েছে। সরকার তিন ধাপে তেলের দাম কমানোর ঘোষণাও দিয়েছে। আমাদের দেশে সবকিছুর দাম বাড়ার নজীর থাকে, কিন্তু কখনো কমার নজীর নাই।

তেলের দাম কমানোতে আপাত দৃষ্টিতে প্রাইভেট গাড়ির মালিক এবং মটর সাইকেল চালক ছাড়া রুট লেভেলের কারো কোন উপকার হবে না।

সাধারণ মানুষ কেউ সরাসরি তেল কিনে না। তারা কিনে তেল দ্বারা উৎপাদিত সেবা। ডিজেল,পেট্রোল, ফার্নেস অয়েল ইত্যাদি ব্যবহার হয় বাসে, ট্রেনে, বিদ্যুত উৎপাদনে, আর কৃষিকাজে। এই গুলো থেকে সার্ভিস পায় সাধারণ জনগণ। সরকার তেলের দাম কমানোতে এই সেবা গুলোর দাম কিন্তু কখনো কমবে না।

সরকার পারবে না বাস ভাড়া কমাতে, সরকার কমাবে না বিদ্যুতের উৎপাদন মূল্য। সরকারী পরিবহন রেলওয়ে, এটার ভাড়া প্রায় ৭-৮ % বাড়ালো মাত্র মাস খানেক আগে। এখন তেলের দাম কমিয়ে কি সরকার রেলের ভাড়া কমাবো? এটা কখনো হবে না।

রেলের ভাড়া কমিয়ে সরকারকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, এবং এতে বাস মালিকেরা পরোক্ষভাবে প্রতিযোগীতামূলক বাজারের চাপে থাকবে, এবং কোন এক সময় হয়ত ভাড়া কমাতে চাইবে রেলের সাথে প্রতিযোগীতায় টিকে থাকতে চাইলে। কিন্তু সরকার রেলের ভাড়া কমাবে, এটা মনে হয় না, বাসের ভাড়া কমাতেও পারবে না।

এক ঢাকা শহরে ৩-৪ হাজার সিএনজি ড্রাইভারের কাছে সরকার অসহায়, তাদেরকে কখনো মিটারে চালাতে পারে না। সারা দেশের বাস ভাড়া কমানোর কথা নাই বললাম। এর আগে যতবার তেলের দাম বাড়িয়েছে সরকার, ততবার বাস ভাড়াও বাড়িয়েছে সরকার। কিন্তু এবার দেখার পালা, বাস ভাড়া কমাতে পারে কিনা?

তেলের দাম কমালে খুব ট্রাকে করে পণ্য পরিবহণ খরচ অনেক কমে আসবে, কিন্তু এর জন্য কোন পণ্যের দাম কিন্তু কমবে না।

কৃষিকাজে সেচের জন্য ডিজেল ব্যবহার করা হয়। কিন্তু ৯৫% কৃষকের কেউই সরাসরি ডিজেল কিনে না। কেউ একজন সেচের পাম্প সার্ভিস দেয়, তার থেকে কৃষকেরা পানি কিনে। তেলের দাম যদি ১০ টাকা লিটারে কমেও, কৃষকের সেচের পানির মূল্য কিন্তু কমবে না। তাই তেলের দাম কমালেও এর সুফল কৃষকের কাছে যাবে না।


তেলের দাম কমানোর সুফল আমজনতা কিভাবে পেতে পারে, এটা নিয়ে একটা আলোচনা হতে পারে।


সরকারের নীতি ঠিক না থাকলে তেলের দামের সুফল কেউ পাবে না।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫১

বিজন রয় বলেছেন: সরকারের নীতি আছে?

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

পাকাচুল বলেছেন: নীতি আছে অনেক, নীতির প্রয়োগ নাই।

২| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৬

রাঘব বোয়াল বলেছেন: ভালো বলেছেন। এই দেশে পজেটিভ কোন আশা করা আমাদের সাধারন জনগণের জন্য এখনও স্বপ্নই রয়ে গেলো।

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

পাকাচুল বলেছেন: সবাই লাভ পেতে চায়। নীতির প্রশ্নে কেউ যেতে চায় না।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৫

আবু শাকিল বলেছেন: সব দোষ সরকারের ।আমাদের সিস্টেম অনেক দূর্বল ।
আমাদেরদেশে একটা জিনিসের দাম বেড়ে গেলে তা কমিয়ে আনতে কখনো দেখি নাই ।

কথা গুলো ভাল বলেছেন-
কৃষিকাজে সেচের জন্য ডিজেল ব্যবহার করা হয়। কিন্তু ৯৫% কৃষকের কেউই সরাসরি ডিজেল কিনে না। কেউ একজন সেচের পাম্প সার্ভিস দেয়, তার থেকে কৃষকেরা পানি কিনে। তেলের দাম যদি ১০ টাকা লিটাে কমেও, কৃষকের সেচের পানির মূল্য কিন্তু কমবে না। তাই তেলের দাম কমালেও এর সুফল কৃষকের কাছে যাবে না।

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

পাকাচুল বলেছেন: ধন্যবাদ।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সত্য বলেছেন, তেলের দাম কমায় সাধারণ মানুষের কোন লাভ হবে না।

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

পাকাচুল বলেছেন: ধন্যবাদ।

৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪০

জনৈক শ্রেয়াস বলেছেন: দাম না কমালেই ভাল। সরকার কিছু রাজস্ব পাবে

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৯

পাকাচুল বলেছেন: দাম কমানোটা সমর্থন করি, কিন্তু এর সুফল নিশ্চিত করতে হবে।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২২

রায়হান মজিদ বলেছেন: Teler dam komale public er kono laav hobena. Karon gari vara to r teler upor depend korena , aro ase bolbe parts er daam barse, tire er daam barse etc habijabi dea chalabe, tar theke dam na barie atake lomba shomoy dhore stable rakha uchit.

Thanks for your post.

০৯ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:১৪

পাকাচুল বলেছেন: ইতিমধ্যে বাস মালিকেরা ঘোষণা দিয়েছে, তেলের দাম কমালেও তারা ভাড়া কমাবে না, কারণ তাদের অন্যান্য যন্ত্রপাতি, শ্রমিকের মজুরী বেড়েছে, তাই তারা ভাড়া কমাতে পারবে না।

৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৬

প্রামানিক বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন। তেলের দাম কমালেও জনসাধারনের কোন লাভ হবে না।

০৯ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:২৭

পাকাচুল বলেছেন: ধন্যবাদ। কিভাবে এর সুফল জনগণ পেতে পারে, এটা আমাদের ভেবে দেখতে হবে।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪২

তাসলিমা আক্তার বলেছেন: চমতকার একটি পোস্ট। প্রয়োজনীয় বিষয় নিয়ে লিখেছেন।

০৯ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:২৮

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩০

ইমরুল_কায়েস বলেছেন: তেলের দাম কমানো বেহুদা ডিসিশান। জনগণের আখের কতটা? প্রশ্ন লাখ টাকার। আমার একান্তই ব্যাক্তিগত অভিমত।

০৯ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:২৮

পাকাচুল বলেছেন: এই প্রশ্নের উত্তর খোজার চেষ্টা করছি গত ২-৩ মাস ধরে, কিন্তু সমাধান কি বুঝতে পারছি না।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:১৮

উদাসী স্বপ্ন বলেছেন: আজকে একটা স্ট্যাটাস দেখলাম:

যুদ্ধাপরাধীর সাজার জন্য যারা লীগকে ভোট দিয়েছিলেন তারা আজ কয়জন নিজেরে ভূদাই করতেছেন ?


স্ট্যাটাস খান পইড়া মনে হইলো পোলাটার এই স্ট্যাটাস ফেসবুকে স্টিকি কইরা রাখি এক মাস!

০৯ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:২৯

পাকাচুল বলেছেন: দেখেছি স্ট্যাটাস খানা। ঘটনা সত্য।

১১| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪১

আমি তুমি আমরা বলেছেন: তেলের দাম কমানোর সুফল আমজনতা কিভাবে পেতে পারে, এটা নিয়ে একটা আলোচনা হতে পারে।


সরকারের নীতি ঠিক না থাকলে তেলের দামের সুফল কেউ পাবে না।

ভাল বলেছেন।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৫

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১২| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৪

হাফিজ বিন শামসী বলেছেন: একদম ঠিক বলেছেন। তেলের দাম বাড়ার নাম নিলেই সাথে সাথে পাবলিক সার্ভিসের ভাড়া বেড়ে যায়।অথচ তেলের দাম কমলে ভাড়া কমানোর বেলায় চলে নানা অজুহাত।তেলের দাম কমানোর সাথে সাথে ভাড়া কমানোর দৃষ্টান্তটা আগে সরকারকে দেখাতে হবে।
চমতকার সম্যোপযোগী পোস্টের জন্য ধন্যবাদ।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২১

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৩| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৪

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫০

পাকাচুল বলেছেন: আপনি কে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.