নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক হয়েছে, আর না

পাকাচুল

অনেক হয়েছে, আর না

পাকাচুল › বিস্তারিত পোস্টঃ

সামাজিকতা এবং ছেলেদের বিয়ের বয়স

০৮ ই জুন, ২০১৬ রাত ৯:০১



ছেলেদের বিয়ের আদর্শ বয়স কত? কখন একটা ছেলেকে আমাদের সমাজ বিয়ের জন্য উপযুক্ত মনে করে?

এটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু অনেকেই বলে, ছেলে উপার্জনক্ষম হলেই বিয়ে দিয়ে দাও। কিন্তু আমরা এখন এমন এক সমাজ ব্যবস্থায় বাস করছি, ছেলেরা শুধু উপার্জনক্ষম হলেই বিয়ে করতে পারে না। একটা ছোটখাট বিয়ের বাজেট করছি, বিয়ে উপলক্ষ্যে নানা ঘটনায় যে সব খরচপাতি হয়, তার।

আমাদের সমাজে বিয়ে লৌকিকতাগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। আমি চট্টগ্রামের উদাহরণ দিচ্ছি, কারণ এখানের অনেক বিয়ের ঘটনা নিজ চোখে দেখা। একটা ছেলে বিয়ে করতে গেলে তাকে কমপক্ষে ৮-১০ লাখ টাকার কাবিন দিতে হয়। বেশিরভাগ ছেলের মাথায় থাকে, টাকাটা নাম কা ওয়াস্তে দেওয়া, পরে মাফ চেয়ে নিব, কিংবা এই টাকা তো দেওয়া লাগে না। ব্যাপারটা আসলে এইরকম হওয়া উচিত নয়।

এর পর আসে স্যোশাল স্ট্যাটাস অনুযায়ী বিয়েতে মেয়েকে গোল্ড দেওয়া লাগে। সেটা মিনিমাম সাড়ে ৭ ভরি থেকে শুরু। মেয়েদের স্ট্যাটাস যত বড়, গোল্ডের দাবী দাওয়ার পরিমাণ তত বাড়তে থাকে। ১০ ভরি গোল্ডের দাম = চার লাখ টাকা।

বিয়ের আগে এনগেজমেন্ট এবং এই উপলক্ষ্যেও মেয়েকে শাড়ী, গোল্ড দেওয়া লাগে (এক থেকে দেড় ভরি)। গোল্ড, শাড়ি অন্যন্য বাবদ = ১ লাখ টাকা।

গায়ে হলুদের অনুষ্ঠান, শুধু অনুষ্ঠানে এখন আর সীমাবদ্ধ নাই। ভাতিজা, ভাগ্নে সবাইকে একই রং এর কাপড়, পাঞ্জাবী কিনে দিতে হয়। মেয়ে পক্ষ কেও , আনুমানিক খরচ ১-১.৫ লাখ টাকা (সর্বনিন্ম)। এখন তো আবার ফটোগ্রফার এর যুগ, ছবি তুলতেই ৪০-৫০ হাজার টাকা চলে যায়।

বিয়ের দিন ছেলে পক্ষের খরচ বেশি না থাকলেও মেয়ের জন্য বিয়ের শাড়ী, কসমেটিক্স, ব্লা, ব্লা ব্লা, আরও ৪-৫টা শাড়ী, দাদী, নানীর জন্য শাড়ী, মিষ্টি, পান সুপারী এই রকম খরচে প্রায় ২ লাখ টাকা চলে যায়।

বিয়ের পর বৌভাত, এই উপলক্ষ্যে ছেলের পরিবারের মিনিমাম ১ লাখ টাকা খরচ আছে।

বিয়ের পর মেয়ের খালার বাড়ী, চাচার বাড়ী, মামার বাড়ী, ছেলের ফুফুর বাড়ী এই রকম দাওয়াত খেতে খেতে আর ঘুরাঘুরি করতে করতে ৫০,০০০ টাকার উপরে খরচ যায়।


তাহলে টোটাল কত খরচ হতে পারে একটু হিসাব করি।

গোল্ড = চার লাখ
বিয়ের শাড়ি ও অন্যন্য= দুই লাখ
গায়ে হলুদ = দেড় লাখ
বৌভাত = এক লাখ
বেড়ানো = পঞ্চাশ হাজার
------------------------------
মোট = নয় লাখ টাকা মাত্র (এখানে প্রত্যেক ক্ষেত্রেই নূন্যতম খরচটা ধরা হয়েছে। বেশির কোন লিমিট নাই।)

কাবিন নামা = মাফ চাওয়া ছাড়া উপায় নাই।

এইবার একটা পাঠিগণিত।

একটা ছেলে যে সদ্য ৩৫, ০০০ টাকা বেতনের চাকুরীতে ঢুকেছে, এবং যারা পিতার কোন ইনকাম নাই, কিংবা পিতা অবর্তমান, সেই ছেলে শহরে মা আর পড়ুয়া ছোট ভাইকে নিয়ে একটা বাসা নিয়ে যদি থাকে, তবে সামাজিকতা বজায় রেখে তার বিয়ের খরচ তুলতে কত বছর লাগবে? (বাসা ভাড়া ১২,০০০ টাকা। তিনজনের বাজার খরচ বাবদ ৮ হাজার টাকা।)


মেয়ে পক্ষ সামাজিকতা ছাড়া বিয়ে দিবে না, কারণ তাদের একটা স্যোশাল স্ট্যাটাস আছে তো। তাদের ফ্যামেলীর একটা মান সন্মান আছে তো!! তাই উপার্জনক্ষম একটা ছেলের পক্ষে বিয়ে করতে চাইলেও বিয়ে করা সম্ভব না সবসময়।

মন্তব্য ৪৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৬ রাত ৯:২৮

বিপ্লব06 বলেছেন: পণ করিতেছি, ইহজগতে বিবাহের নাম লইব না!

০৮ ই জুন, ২০১৬ রাত ৯:২৮

পাকাচুল বলেছেন: খরচের ভয়ে?

২| ০৮ ই জুন, ২০১৬ রাত ৯:৩০

অভিমান ইগো এবং ভালোবাসা বলেছেন: বউ গ্রামে রেখে আসতে হবে।

০৮ ই জুন, ২০১৬ রাত ৯:৩১

পাকাচুল বলেছেন: শহরের মেয়ে কি গ্রামে যাবে?

৩| ০৮ ই জুন, ২০১৬ রাত ৯:৩৩

বিপ্লব06 বলেছেন: নাতো কি? আনলেস, আমার পিতামশায় যদি বলেন, আমার নাতির মুখ দেখার খায়েশ হইয়াছে, বিবাহের যাবতীয় খরচ আমার। তুমি বিবাহটা করিয়া ফালাও। :`>

০৮ ই জুন, ২০১৬ রাত ৯:৩৬

পাকাচুল বলেছেন: অনেক ক্ষেত্রে পিতাই বিয়ের সব খরচ বহন করে। এমনটা হলে বিয়ে করা সহজ।

৪| ০৮ ই জুন, ২০১৬ রাত ১০:০১

অভিমান ইগো এবং ভালোবাসা বলেছেন: গ্রামেই বিয়ে করতে হবে। ঢাকা শহরে জীবন ধারণ প্রায় অসম্ভব।

০৮ ই জুন, ২০১৬ রাত ১০:২৩

পাকাচুল বলেছেন: এটা একটা বিকল্প প্রস্তাব। ভালো আইডিয়া। বিয়ের জন্য হলেও গ্রামে ফিরে যাও।

৫| ০৯ ই জুন, ২০১৬ রাত ১২:৫৯

অশ্রুকারিগর বলেছেন: পাকাচুল ভাই খুব সুন্দরভাবে বাস্তব একটা বিব্রতকর পরিস্থিতি তুলে ধরেছেন ! এই সমাজে বিয়ে করার চাইতে লিভ টুগেদার করা সহজ। আমার কপালে যে কি আছে আল্লাহ জানে তবে সামর্থে যা কুলোবে তাই খরচ করব, যার পোষাবে তাকেই বিয়ে করব এই সিদ্ধান্তে অটল আছি।

০৯ ই জুন, ২০১৬ রাত ১:০৯

পাকাচুল বলেছেন: সমস্যা হলো, নিজের টাকায় যদি এইসব সামাজিকতা করতে যায়, তবে বিয়ে করতে অন্তত ৫ বছর লাগবে। আপনার সামর্থে যা কুলাবে, তাই দিয়ে বিয়ে করুন।

শুভ কামনা রইলো।

৬| ০৯ ই জুন, ২০১৬ রাত ২:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বউর খরচ কিংবা চালানোর খরচ উঠানোর জন্য দেশই ছাড়তে হলো...:(

০৯ ই জুন, ২০১৬ ভোর ৬:১৮

পাকাচুল বলেছেন: সবাই তো আর বিদেশ যেতে পারে না।

৭| ০৯ ই জুন, ২০১৬ বিকাল ৪:১১

মোস্তফা সোহেল বলেছেন: আমাদের সমাজে দিন দিন বিয়ে অনেক কঠিন হয়ে যাচ্ছে

০৯ ই জুন, ২০১৬ রাত ৮:০৮

পাকাচুল বলেছেন: হা, কঠিন ই হয়ে যাচ্ছে। খরচ ছাড়া বিয়ে করতে পারবেন না।

৮| ০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

অপু তানভীর বলেছেন: পালায়া বিবাহ ছাড়া উপায় না দেখতেছি ! :D

আমার সম্ভাব্য উনি আবার চট্টগ্রামেই থাকে । আমি তো শ্যাষ তাইলে :-&

০৯ ই জুন, ২০১৬ রাত ৮:৩১

পাকাচুল বলেছেন: খরচের বহর নিয়ে রেডী থাকেন।

৯| ০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

সুমন কর বলেছেন: চরম সত্য !

ভালো বলেছেন।

০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৪৪

পাকাচুল বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

১০| ০৯ ই জুন, ২০১৬ রাত ১০:১০

কালনী নদী বলেছেন: বিবাহ বন্ধনে আবদ্ধ হবার আপত ইচ্ছা নাই, অনেক গুরুত্বপূর্ন পোস্ট ভাই সংগ্রহে নিলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রয়োজনীয় একটি বিষয়ে আমাদেরকে অবগত রাখার জন্য। শুভ কামনা জানবেন।

০৯ ই জুন, ২০১৬ রাত ১০:৩১

পাকাচুল বলেছেন: ধন্যবাদ, শুভ কামনা রইলো আপনার জন্য।

বিয়েশাদী যত তাড়াতাড়ি করা যায়, তত ভাল। শুভকাজে দেরী করতে নাই।

১১| ০৯ ই জুন, ২০১৬ রাত ১০:৪২

কালনী নদী বলেছেন: বিয়ে থেকেও প্রেম শব্দটা বেশী শক্তিশালী। ভাইয়া।
আমি প্রেমের পূজারী!!

১০ ই জুন, ২০১৬ রাত ২:২৮

পাকাচুল বলেছেন: প্রেম অবশ্যই শক্তিশালী, কিন্তু আমাদের সমাজ কাউকে আজীবন প্রেম করতে দেয় না।

১২| ০৯ ই জুন, ২০১৬ রাত ১১:২৪

আমি তুমি আমরা বলেছেন: ভাই, সাম্প্রতিক সময়ে (গত বছর ডিসেম্বরে) এক কলিগ বিয়ে করেছে। তার গায়ে হলুদ আর ওয়ালিমায় ক্লাব ভাড়া বাবদ গেছে শুধু লাখ দুয়েক টাকা। এটাকে যদি যোগ করেন তাহলে খরচ দশ লাখ ছাড়িয়ে যায় :(

১০ ই জুন, ২০১৬ রাত ২:৫৮

পাকাচুল বলেছেন: আমি এটা সর্বনিন্ম খরচ দিলাম, মোটামোটি মানের সামাজিক বিয়ের জন্য। উপরে তো কোন সীমা নাই। গায়ে হলুদ এখন আর বাা বাড়ীতে হয় না, ক্লাবে চলে যায় সবাই, এতেও খরচের বহর দিন দিন বাড়ছে। আর ব্যাপারটার মাঝে একটা দেখানো ভাব চলে এসেছে, ওরা এইটা করেছে, আমরা কম কিসে? আমরাও করব।

১৩| ১০ ই জুন, ২০১৬ রাত ১২:০০

আব্দুল্লাহ তুহিন বলেছেন: কি পোস্ট দিলেনন গো দাদা....!! বিয়ে করার ত সব মানসিকতা পালিয়ে গেল!! :(

যাইহোক, ধন্যবাদ। সত্যটা অন্তত সামনে আসল!

১০ ই জুন, ২০১৬ রাত ৩:৫৯

পাকাচুল বলেছেন: সত্যটা আড়াল করতে পারবেন না। এইযুগে আয়োজন করে বিয়ে করতে গেলে ১০-১৫ লাখ টাকা হাতে নিয়ে নামতে হবে।

১৪| ১০ ই জুন, ২০১৬ রাত ১২:৩৬

উল্টা দূরবীন বলেছেন: দিলেননি ভয় লাগায়া!!!

অবশ্য এসব অহেতুক খরচের বিপক্ষে আমি যদিও সমাজ নয়। সামাজিক ইশটাসের চেয়ে নব দম্পতির সংসার সাজাতে সমপরিমাণ অর্থকড়িই যথেষ্ট।

১০ ই জুন, ২০১৬ দুপুর ১২:০০

পাকাচুল বলেছেন: ভয়ের কিছু নাই। বিয়ে একটি চরম সত্য।

১৫| ১০ ই জুন, ২০১৬ রাত ৩:২৫

কালনী ছাগু বলেছেন: নিজামী আর শতাব্ধীর সেরা আলেমদের পুসির বিচারে আমাকে সোচ্ছার থাকতে হয়, তাই আপাতত বিয়ে বসতে পারিছ না।

১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

পাকাচুল বলেছেন: ছাগু এবং ফ্লাডিং ব্লকড

১৬| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

মনিরা সুলতানা বলেছেন: এইসব সামাজিকতা আমাদের জন্য ভয়াবহ সাইন ছেলেদের জন্য আতংক আর মেয়ে পরিবারের জন্য মহা আতংকের।

১০ ই জুন, ২০১৬ রাত ৮:০০

পাকাচুল বলেছেন: হা, মেয়েদের পরিবারেরও খরচ অনেক। ৫০০-১০০০ বরযাত্রী, নানা গিফট, যদিও এখন কেউ আর যৌতুক বলে না।

১৭| ১০ ই জুন, ২০১৬ রাত ৮:৫৩

বিজন রয় বলেছেন: জটিল বিষয় সহজ করিয়া তুলিয়া ধরিয়াছেন।

১১ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৮

পাকাচুল বলেছেন: বিয়ের মত সহজ ব্যাপারটাকে সমাজ দিন দিন জটিল করে তুলছে।

১৮| ১১ ই জুন, ২০১৬ রাত ১:০৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহা, জগত অদ্ভুত! ছেলেপক্ষ রাজি, মেয়েপক্ষ রাজি, কেবল স্ট্যাটাস দেখানোর জন্যে, বড় করে বিয়ে দিতে হবে এজন্যে দুশ্চিন্তায় ভোগা, দেরি করা!

১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০০

পাকাচুল বলেছেন: সমাজে নিজের স্ট্যাটাস দেখাতে হবে না? না হলে মানুষ আপনাকে চিনবে কিভাবে?

১৯| ১১ ই জুন, ২০১৬ রাত ৩:১২

সত্যবাদী পোলা বলেছেন: লাভ ম্যারিজ ছাড়া আর উপায় কি? :>

১১ ই জুন, ২০১৬ রাত ৮:১০

পাকাচুল বলেছেন: আমার অভিজ্ঞতায় বলে, এই পদ্ধতিতে খরচ কম। উভয় পক্ষই একটু ছাড় দেয়।

২০| ১১ ই জুন, ২০১৬ দুপুর ২:১১

মোঃমোজাম হক বলেছেন: বিয়ের বয়সটা কিন্তু বের করতে পারেননি :)
আমার অভিজ্ঞতায় দেখেছি মিশরীয়রা এই বিয়ের খরচা ম্যানেজ করতে;
চল্লিশ বছরে গিয়ে বিয়ে করতে পারে।

আপনার ক্যালকুলেশনে রিটার্ন মানি ধরেননি।আজকাল ক্যাশ উপহার হিসেবে অনেক টাকাই ফিরে আসে ;)

১১ ই জুন, ২০১৬ রাত ১০:৫৯

পাকাচুল বলেছেন: সব এলাকাতে ক্যাশ রিটার্ন এই কালচার এখনো আসে নাই। গিফট আইটেম এর উপর ভরসা করে তো বিয়ের খরচ তুলতে পারবেন না।

২১| ১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:




বাংলাদেশে ৩০% মানুষের বিয়ে হয় এমন কস্টের মাঝে যে, নিকট আত্মীয়কে জানানো সম্ভব হয় না। খরচ হয়তো ৫ হাজার টাকা আজকের দিনে।

১১ ই জুন, ২০১৬ রাত ১১:১৩

পাকাচুল বলেছেন: আবার অনেকেই আছে, শুধু বিয়ের জন্য ব্যাংক, এনজিও থেকে লোন নেয়।

যার টাকা আছে, সেও নেয়, বিয়েটাকে আরেকটু ঝাঁকঝমকপূর্ণ করার জন্য।

২২| ১১ ই জুন, ২০১৬ রাত ১১:০৪

গেম চেঞ্জার বলেছেন: ধিলেন তো ডর ঢুকায়ে। অহন কি উপায়। B-))

১১ ই জুন, ২০১৬ রাত ১১:৪৮

পাকাচুল বলেছেন: বিয়ের জন্য টাকা জমান এখন থেকেই

২৩| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ১:৪৮

নীরব দর্শক বলেছেন: এখনি ছেলের বিয়ের জন্য টাকা জমাতে শুরু করেন। ওর বড় হতে হতে ১ কোটিতে দাঁড়াবে মিনিমাম খরচ। আমার ছেলেকে বলব পছন্দ করে নিয়ে চলে যা!

১৬ ই জুন, ২০১৬ সকাল ৯:৩০

পাকাচুল বলেছেন: ২০ বছর পর এই খরচ ১ কোটি হইলে অবাক হব না। আমিও আমার ছেলের জন্য আপনার তরিকা ফলো করব। নিজের বউ নিজে খুজো।

২৪| ১৬ ই জুন, ২০১৬ সকাল ৯:৪১

মানবী বলেছেন: যে ছেলে ৩৫,০০০ টাকা বেতন পেয়ে মাসে ২০ হাজার টাকা খরচ করে জীবনযাপন করছে, সে সময় নিয়ে কিছু টাকা জমিয়ে বিয়ে করবে। আর প্রত্যেককেই নিজের সাধ্যানুযায়ী খরচ করা উচিৎ এবং সেই সাথে অপর পক্ষের সাধ্যও বিবেচনায় রেকে সে হিসেবে আশা করা উচিৎ!

পোস্টের জন্য ধন্যবাদ।

১৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

পাকাচুল বলেছেন: পাঠগণিতের হিসাবে সেই সময়য় টাই জানতে চাচ্ছি

যাদের মেয়ে বিয়ে করতে চাইবে, তারা যদি আড়ম্বর ছাড়া বিয়ে না দেয়? তখন উপায় কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.