নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক হয়েছে, আর না

পাকাচুল

অনেক হয়েছে, আর না

পাকাচুল › বিস্তারিত পোস্টঃ

লোভ, সংকট এবং বাস্তবতা

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৫১

একা একা গ্রামের পথে রেল লাইন ধরে হাটছেন। সন্ধ্যা নামছে, আশেপাশে কেউ নাই। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। হঠাৎ রেললাইনে ৫০০ টাকা কুড়িয়ে পেলেন। ভাজ করা একটা পুরানো টাকার নোট। সেটা কি পকেটে পুরে নিবেন?




নিজের লোভ কতটুকু সংবরণ করতে পারেন? এই প্রশ্নের নানা উত্তর হতে পারে। আসুন দেখে নেই।




১। নোটখানা দেখেও না দেখার ভান করবেন। কারণ এটা আপনার প্রয়োজন না।

২। টাকাটা নিবেন না। কারণ যে টাকাটা হারিয়েছে, সে হয়ত টাকাটা খুজতে আবার এই পথে আসতে পারে।

৩। নিশ্চিন্তে নোটখানা হাতে নিয়ে নিবেন। উদ্দেশ্য গরীব কাউকে দান করা।

৪। চারপাশে তাকিয়ে দেখবেন, মানুষজন আছে কিনা। তারপর নোটখানা পকেটে চালান করে দিবেন। নিজেই খরচ করবেন।


প্রাথমিক বিশ্লেষণ:

আপনার উত্তর যদি ১ হয়, তবে আপনি মোটামোটি সৎ বলে ভেবে নিব।

আপনার উত্তর যদি ২ হয়, তবে আপনি বাস্তববাদী।

আপনার উত্তর যদি ৩ হয়, তবে আপনি বিনে পয়সায় সওয়াব কামাতে চান। অন্যের টাকা দান করাতে কোন ক্রেডিট নাই।

আপনার উত্তর যদি ৪ হয়, তবে আপনি লোভী। হয়ত সাময়িক আর্থিক সংকট থেকে আপনি নিতে বাধ্য হয়েছেন। কিংবা স্বভাবের কারণে।


যাদের উত্তর ১,২ কিংবা ৩ তাদের জন্য:
যদি সেটা ৫০০ টাকা না হয়ে একলাখ টাকার একটা বান্ডেল কিংবা একটা আইফোন এক্সআর হতো, তবে কি করতেন?

উপরে যারা ১,২ কিংবা ৩ নাম্বারে উত্তর দিয়েছেন, ৫০০ টাকার কাছে যারা সৎ ছিলেন, একলাখ টাকার কাছে কি একই রকম সৎ থাকতে পারবেন?

লোভ জিনিসটা আপেক্ষিক। আপনি হয়ত ৫০০ টাকার কাছে নিজেকে সৎ দাবী করছেন, কিন্তু ৫ লাখ টাকার কাছে নয়। আবার অনেকে হয়ত ৫ কিংবা ৫০ কোটি টাকাতেও সৎ থাকতে পারবে।


স্বীকারোক্তি: প্রায় ১০ বছর আগে বিদেশ বিভুঁইয়ে বেকার অবস্থায় একবার আমি ৪ নাম্বারে উত্তর দিয়েছিলাম।এর বছরখানেক পর নিজের ভুল বুঝতে পেরে সেটাকে ৩ নাম্বারে পরিবর্তন করি। জনমানবহীন জংগলে হাইকিং করতে গিয়ে ২০০ ক্রোনার পেয়েছিলাম। পরে দেশে এসে সমপরিমাণ বাংলাদেশি টাকা দান করে দেই।


আরো প্রশ্ন:

রেস্টুরেন্টে খেতে গিয়েছেন চার বন্ধু মিলে। অনেক আইটেম খাবারের অর্ডার দিলেন। বিল হাতে নেওয়ার পর দেখলেন, একটা মিনারেল ওয়াটার এর বোতল এর দাম হিসাব করা হয় নাই। কিংবা হোটেল ওয়ালা আপনাকে ১০ টাকা বেশি দিয়ে ফেলেছে, আপনি এমন অবস্থায় কি করবেন?


সুপার শপে বাজার করলেন, ২০-২৫ পদের বাজার করলেন। বাসায় এসে ফর্দ মিলিয়ে দেখলেন, একটা চিনির প্যাকেট ভুলে স্ক্যান করা হয় নাই। আপনি কি এর টাকা দেওয়ার জন্য আবার সুপারশপে যাবেন?

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৪৬

শফিউল আলম চৌধূরী বলেছেন: আইফোন এক্সআর বলতে তো কিছু নাই সম্ভবত আছে আইফোন টেন আর! তবে সেটা তো এখনও সাধারণ মানুষের কেউ হাতে নিয়ে দেখেছে বলে জানি না। তবে আমি গত ৮/৯ মাসে অন্তত ৭/৮টা আইফোন ১০ পেয়ে ফিরিয়ে দিয়েছি। এবং এটাকে আসলে আপনার উত্তরের একটার সাথেও মিলাতে পারি নাই। আর এটার জন্য মহা পুরুষ হওয়া লাগে না। :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫৩

পাকাচুল বলেছেন: এত আইফোন পেলেন কিভাবে একসাথে?

টেন আর এক্স তো একই । রোমান ভাষায় লেখা। https://www.apple.com/ca/iphone/compare/

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৪

শফিউল আলম চৌধূরী বলেছেন: এক সাথে না। ৮/৯ মাসে পেয়েছি। আমার একটা পার্টটাইম জবের ধরণই এমন যে প্রচুর মানুষের সাথে কাজ করতে হয়। এবং এদের মধ্যে প্রচুর ধনাঢ্য ব্যক্তিও আছে। টুকটাক টাকা পয়সা থেকে শুরু করে রে-ব্যান সহ বড় বড় ব্রান্ডের চশমা আর মোবাইল এদের ফেলে যাওয়া মোটামুটি কমন একটা বিষয়।

আর এক্স না; আইফোন ঘোষণা দিয়েই টেন বলেছে; সেটাতো বেশ পুরাতন বিষয়।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৫

পাকাচুল বলেছেন: ধন্যবাদ।

আপনার তাহলে সব বড়লোকের সাথে উঠাবসা।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৫

শফিউল আলম চৌধূরী বলেছেন: লিংকঃ Click This Link

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৫

পাকাচুল বলেছেন: ধন্যবাদ

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি তাহলে একটা বাস্তব আর অবাস্তব কথা শুনাই। মনে করুন কোন সিরিয়াল কিলার ফাদ পেতেছে। সেই টাকা দিয়ে। আজ যে লোভ করবে তাকেই মারবো। তখন???
২)হতে পারে সেখানে কোন হাইজ্যাক পার্টি বসে আছে। সে কিছুক্ষণ আগে একজনের কাছ থেকে টাকা ছিন্তাই করেছে আবার আরেকজনের জন্য অপেক্ষা করছে। আর ওই টাকাটা ছিন্তাই করার সময় আগের ভিকটিমের পকেট থেকে পড়েছে। তখন?
এই ২)নাম্বার যুক্তিটা সত্য। কারন রেল লাইনে ছিন্তাই করার পর মেরে রেল লাইনে ফেলে দেয়।

৩)এখন ফোন। ধরুন কাল ওই এলাকায় একটা খুন হইছে। আর ওই ফোনটা ওই খুব হয়ে যাওয়া ব্যক্তির। আপনি ফোনটা আনলেন।
আর সিম কার্ড ঢুকাইলেন। যা হবার তাই। পুলিশ আপনাকে কয়দিন থানায় রাখবে। এমন ও হতে পারে আপনার জেল হয়ে যেতে পারে। আসল খুনিকে না পেয়ে আপনাকে খুনি বানিয়ে। (এটাও বাস্তব মাত্র ১টা ফোন। যা চুরির ছিলো ১ বছর ছেলেটাকে কারাগারে থাকতে হয়েছিল। আর প্রমান করে বের হতে হয়েছে।
আরো ১টি কুড়িয়ে পাওয়া সিম ব্যবহার করে ১জন ৫বছর জেল খেটেছিল। ঘটনা সেই একই।

তাহলে বলুন আপনি এগুলো জানলে কোনদিন ই মোবাইল বা সিম নিবেননা। নিবেন? আমার মনে হয়না।।

লাস্ট যে কথা বললেন যদি দেখি ভিল কম। তাহলে সরাসরি মালিক কে বলবো আপনার ওয়েড়ার পাল্টান।সে একটা চোর।কেন জানেন? অনেক জায়গাতে ভিল কম লেখার বিনিময়ে এই লোক গুলো কাস্টমার এর কাছ থেকে উপরি কামায় করে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫

পাকাচুল বলেছেন: ঘটনা জটিলভাবে চিন্তা করলে অনেক জটিল হয়ে যাবে। আপনি অনেক জটিলভাবে সবকিছু চিন্তা করছেন। আসলে দিন দিন মানুষজনের জীবনমান জটিল হচ্ছে, তাই কোন কিছু আমরা আর সহজভাবে মানতে পারি না।

আর এখন যেই যুগ আসছে, মোবাইল নেওয়া ছাড়াও খুনের আসামী হতে পারেন। খুন তো আরো পরের কথা।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সততা ব্যাপারটা আপেক্ষিক না, অর্থাৎ এটা পরিস্থিতির উপর নির্ভরশীল না। যিনি সৎ তার কাছে ৫০ টাকা আর ৫০ কোটি টাকায় কোনো তফাত নেই, কোনো কিছুই তাকে তার সততা থেকে টলাতে পারবে না। তবে এটাও ঠিক, কোনো মানুষের সততা আপনার দেয়া উদাহরণের মতোই।

আপনার ১ম উদাহরণটা মহামানব হওয়া মনে হয় যুক্তিসঙ্গত হলো না। এটা এড়িয়ে গেলেই মহামানব হওয়া যায় না। একজন মহামানব হয়ত এমন কিছু করবেন যাতে টাকাটা এর মালিকের কাছে পৌঁছায়। সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর অন্যান্য অপশন সামনে আসে।

ব্যাপারটা এখন মনে হলে খুব হাসি পায়। ছোটবেলা পথে হাঁটতে হাঁটতে ভাবতাম, ইশ, যদি একটা আধুলি পাইতাম, একটা সিকি, একটা পেন্সিল!! আজ যেমন হাসি পায়, লজ্জা লাগে।

একটা ভালো বিষয় নিয়ে লিখলেন। আপনাকে দেখলাম অনেকদিন পর।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৯

পাকাচুল বলেছেন: আসলে যুৎসই কোন শব্দ খুজে পাচ্ছিলাম না। "মহামানব" হবে না, সেটা আমিও নিশ্চিত।

রাস্তাঘাটে কুড়িয়ে পাওয়া কিছু কখনো নেওয়া হয় নাই। তবে স্যারদের ডেস্ক থেকে কলম চুরির অভ্যাস ছিল। অনেকটা মজা করেই নিতাম। যে কোন প্রফেসরের সাথে দেখা করতে গেলে তাদের টেবিলে অনেক কলম দেখে লোভ সামলাতে পারতাম না। কোন কলম নিয়ে লেখার ছলে সাথে করে নিয়ে আসতাম।

হ্যা, অনেকদিন পর আসা হলো ব্লগে। আপনাকে পেয়ে ভালো লাগলো।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তাই লোভ করা বা সোয়াব হাসিল।যেটাই মনে থাকুক। সাবধান ।।। আমি ছোট থাকতে রাস্তায় ১টা বান্ডেল পাই।হাত দিয়ে না ধরে ওইটা ওইখানেই রেখে আসি। এসব না ধরাই ভালো এটা আমার দাদা বলতেন

।১দিন ৫,৬টা সিম দেখি টিকিট কাউন্টার এর সামনে। ওই রেল স্টেশনে। মোবাইল ও পেয়েছিলাম। একদিন ভিতরে সিম ভরা ছিল।
বেটাড়ীটা এক জায়গায় মোবাইল অন্য খানে। ফোনটা জুরে এক করে দেখি বাবা লেখা। ফোন দিলাম। বললাম আপনার ছেলের ফোন। সে কোথায়? সে বলে এটা আমার ছেলের নাম্বার না। আমরা বললাম আংকেল সেভ করা ছিলো। বাবা। তাহলে এটা
অন্য মানুষের কেন হবে?

আপনার ছেলেকে বলুন ফোনটা নিয়ে যেতে । আমি বুঝেছি হয়তো সে বিশ্বাস করছেনা। বা ভয় পাচ্ছে।কোন ফাদ নয়তো?

বা নাম্বারটা ফোনে সেভ করা।সিমটা ছেলের গোপণীয়। বাবা এই নাম্বার জানেনা। যাই হোক ফোনের বর্ণনা দেয়ার পর বললাম
মসজিদে এসে নিয়ে যান। সে বলে রেখে যাও।
আমার ছেলে সেখান থেকে নিয়ে আসবে। হয়তো প্রাইভেট বাইরে আছে। যাই হোক আমরা ফোন মসাজিদে মোয়াজ্জিন কে দিলাম
।।।আর নাম বলিনি। এসব বিষয় খুব সেন্সেটিব।আংকেল এমনিই যেমন অবিশ্বাস করতেছিল। ও চোর ও ভাবতে পারে।।
শুধু শুধু সমস্যা করার ইচ্ছা কার থাকে?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫২

পাকাচুল বলেছেন: মোবাইল নিয়ে অনেক অঘটন ঘটেছে অতীতে। কাউকে বিশ্বাস করা ঠিক নয়। তবে আমি একটা একটা মোবাইল ফিরে পেয়েছিলাম। আমার ছেলে চলন্ত ট্রেন থেকে মোবাইল ছুড়ে ফেলে দিয়েছিল। আর এক ভদ্রলোক সেটা কুড়িয়ে পেয়ে আমাকে ফোন দিয়েছিল। অনেক ভয় নিয়ে গিয়েছিলাম মোবাইল ফেরৎ আনতে। যিনি খুজে পেয়েছেন, তিনি গ্রামের নেহায়েত সাধারণ একজন মানুষ।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: ১০-২০ টাকার নোট সবাই ছেড়ে দেয়। সেক্ষেত্রে আমি হলে আবার গিয়ে টাকা ফেরত চাইব :P

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩

পাকাচুল বলেছেন: ধন্যবাদ

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৩

খায়রুল আহসান বলেছেন: এমন বিভিন্ন সম্ভাবনাগুলো নিয়ে আপনি ভেবেছেন, এটাই ভাল লাগলো। সমাজে সব ধরণের মানুষই আছে। একেকজন বর্ণিত অপশনগুলোর একেকটি বেছে নেবে। আমি হলে হয়তো ২ নং অপশনটিই বেছে নিতাম।
ছোটবেলায়, যখন আমার বয়স দশ এর মত, একবার আমাদের বাসার সামনে অনেকগুলো টাকা পড়ে থাকা দেখতে পেয়ে কুড়িয়ে এনে আম্মাকে দিয়েছিলাম। সন্ধ্যায় আমাদের প্রতিবেশী চাকুরীজীবি চাচা (আব্বার কলীগ, আমরা তখন পাশাপাশি বাসায় থাকতাম) মুখ কালো করে আমাদের বাসায় এসে আব্বাকে জানালেন, বিকেলে অফিস থেকে ফেরার সময় তার পকেট থেকে বেশ কিছু টাকা পথে কোথাও হারিয়ে গেছে। আম্মা কথাটা শুনে সাথে সাথে আমার কুড়িয়ে পাওয়া টাকার কথা আব্বাকে জানালেন। দেখা গেল, চাচা যেমন যেমন নোটের বর্ণনা দিচ্ছেন, তেমন তেমন নোটই আমি পেয়েছিলাম। টাকাটা ফেরত পাওয়াতে পরেরদিন চাচা আমাদেরকে সপরিবারে দাওয়াত করে খাইয়েছিলেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমার মা আমাকে শিখিয়েছিলো, গাছ তলে কুড়িয়ে পাওয়া বরই ও খাওয়া উচিত নয় মালিকের অনুমতি ছাড়া। টাকা পয়সা তো আরো অনেক বড় জিনিস। এই শিক্ষা গুলো কমবেশি সবাই ছোটবেলায় পেয়ে থাকে, কিন্তু বড়বেলায় এসে হয়ত ভুলে যায়।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: টাকাটা আমি না নিলে অন্য কেউ নিতোই। ফেলে যাওয়া কাজের কথা না। আমি হলে টাকাটা নিয়ে মালিকের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতাম; না পেলে নিজের সাময়িক অভাব পূরণ করতাম।

আরো প্রশ্নে যেটা বলেছেন, আমার ক্ষেত্রে এমন অনেকবার ঘটেছে। এবং আমি টাকা ফেরত দিয়ে এসেছি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

পাকাচুল বলেছেন: যে জিনিস আপনার না, সেটা আপনি নিবেন কেন? আপনার দরকার হলে সেটা অন্য কথা।

টাকার কথা বাদ দিলাম, ধরলাম একজোড়া চটি জুতা পড়ে আছে। আপনি কি সেটা নিতেন?

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: না আমরাও দেয়ার জন্যই ফোন দিয়েছি। আর তিনি ফোনটা নিয়েছেন। কারন তার ও ভয় পাওয়ার কিছু নাই।মসজিদে কেউ তো আর ফাদ পেতে বসবে না. হে তিনি চিনেন নি নাম্বার। কারন আজকের দিনে অনেকেই বহু সিম ব্যবহার করে। আর সেগুলো
বাবা মা জানেই না।এই জন্য সে প্রথমে ভাবছে এইটা মিথ্যা নয়তো ট্র্যাপ। থাকেনা এমন ফোন করে নিয়ে ছিন্তাই করে।
যাই হোক ফোন সে নিয়েছে। ওই ছেলেই নিয়েছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

পাকাচুল বলেছেন: ধন্যবাদ। নিরাপদে থাকবেন।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
আমেরিকায় টাকাভর্তি ওয়ালেট, আইফোন বা দামী কিছু হারালে ৯০% সম্ভবনা ফেরত পাবেন।
আমি একটি সুপারশপে মানিব্যাগ হারিয়ে তো মাথাখারাপের মত অবস্থা, ২টা ক্রেডিট কার্ড,ড্রাইভিংলাইসেন্স, আর কিছু ডলার।
পরে একজন বলল এত চিন্তার কিছু নেই।
কিছুক্ষন পর মার্কেটের লষ্ট এন্ড ফাউন্ডে খোঁজ করেন,পেয়ে যাবেন।
পেয়ে খুব আশ্চর্য হয়েছিলাম।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

পাকাচুল বলেছেন: আমেরিকা তো আমেরিকাই। আমেরিকা বলেই সবাই মহামানব, সেটা আমার মনে হয় না। লোভ জিনিসটা মানুষের সহজাত।
এটার সাথে কোন দেশের মানুষ, সেটার সম্পর্ক কম। তবে আপনি যদি যথেষ্ট প্রাচুর্যের মাঝে থাকেন, তবে হয়ত ছোটখাটো জিনিসের প্রতি আপনার আকর্ষণ কম থাকবে, এটাই স্বাভাবিক।

ক্রেডিট কার্ড ব্যবহারের প্রত্যেকটা স্থানে সিসি ক্যামেরা থাকে, তাই এটা দিয়ে দোকানে কেনাকাটা করার সম্ভাবনা কম। ধরা পড়লে ক্যাচাল, তাই নেয় নাই। আপনি অন্য কিছু হারিয়ে দেখুন একবার, (যেমন ঘড়ি, ফ্লাশ ড্রাইভ, ব্রেসলেট ইত্যাদি) কতটা খুজে পেলেন জানাবেন।

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: আমি রাস্তায় বেশ কয়েকবার টাকা। এবং টাকা সহ ম্যানিব্যাগ পেয়েছি। কিন্তু লোভ করিনি। রাস্তা খালি ছিল। কিন্তু আমি আমার বিবেগ কে কুলষিত করিনি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনার সততাকে। অনেক বড় মনেের মানুষ হওয়া লাগে লোভকে সামলাতে।

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

সনেট কবি বলেছেন: সুন্দর+++++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

পাকাচুল বলেছেন: ধন্যবাদ সনেট কবি।

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট এখন আরেকবার পড়লাম।

লোভ আসলেই খারাপ। অবশ্য খুব অল্প কিছু মানশূহ লোভকে জয় করতে পেরেছে। আমি পেরেছি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

পাকাচুল বলেছেন: আপনাকে আবারো ধন্যবাদ। আপনি পেরেছেন, সবাই হয়ত পারে না।

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আগে তো টাকাটা রাস্তাতে পাই। তারপর দেখা যাবে কি করি....;)


@ আপনি কি এর টাকা দেওয়ার জন্য আবার সুপারশপে যাবেন?
তখনই না। পরেরবার কোন কাজে ঐ সপে গেলে, টাকাটা ফেরত দেব। :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

পাকাচুল বলেছেন: ধন্যবাদ। আপনার টাকা কুড়িয়ে পাওয়ার অপেক্ষায় রইলাম।

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১৬

উদাসী স্বপ্ন বলেছেন: আমার উত্তর ২। এখন যদি বলেন আইফোন যদি পাই তাহলে যুক্তিতে না নেয়াই ভালো। কারন স্বভাবতই সেটা ফেসআইডি দিয়ে লক করা থাকবে। জেল ব্রেক যদি করতেও পারি তাহলে তার ইন্টিগ্রিটি থাকবে না, তবে প্রথম কথা হলো সেই লক ভাঙ্গা সম্ভব কিনা। এখন যদি বলেন যে আইফোনের বদলে টাকার বান্ডিল বা সোনার বার, তখন আপনি হয়তো জানবেন যে নরডিকের মতো কয়াশলেস দেশে এতগুলো টাকা বা সোনার বার ডকুমেন্ট না নিয়ে গেলে সেটা হজম করতে যে হ্যাপা পোহাতে হবে তাতে করে আপনার ভবিষ্যত অন্ধকারে পড়বে। সেই লজিকে হলেও এসবে হাত দিয়ে লাভ নেই। যারটা হারাইছে সে খুজে নিয়ে যাবে।

ভালো কথা আপনে কি সুইডেনে আছিলেন না কি?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

পাকাচুল বলেছেন: ২ নাম্বার নির্ভেজাল।

কুড়িয়ে পাওয়া জিনিসের ব্যাপারে এত লজিক অনেক সময় কাজ করে না। তবে আইফোন নিয়ে আপনার ধারণা ঠিক।

সুইডেনে না, তার পাশে ছিলাম।

১৭| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



সরি টাকা পয়সা না । যদি বই হয় তবে সেটা আমার ঝুলিতে যাবে । বাকি সব লাগবে না ।

১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

পাকাচুল বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.