নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক হয়েছে, আর না

পাকাচুল

অনেক হয়েছে, আর না

পাকাচুল › বিস্তারিত পোস্টঃ

পুনরায় পরীক্ষা নিতে হলে ঢাবির কর্তৃপক্ষের করণীয় এবং আর্থিক দায়

২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষার জন্য গুণগত মান বজায় রাখতে পারে নাই, সেহেতু এর দায় ঢাবি কর্তৃপক্ষকে নিতে হবে। এমন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় যদি পূনরায় পরীক্ষার আয়োজন করে, তবে এর জন্য সাধারণ ছাত্রছাত্রী কিংবা তাদের পরীবারের জন্য কোন আর্থিক দায় এ না পড়ে সেই অবস্থা নিশ্চিত করতে হবে। ঢাবির ভুলের জন্য কেন একজন সাধারণ ছাত্র কিংবা তার পরিবার দুইবার টাকা খরচ করবে?

কেউ কি একবার ভেবে দেখেছেন, রংপুর কিংবা কক্সবাজার থেকে একজন মেয়ে পরীক্ষার্থী ঢাবিতে পুনরায় পরীক্ষা দিতে আসার জন্য তার পরিবারের কত টাকা খরচ হয়?

পুনরায় পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে ঢাবির যা করণীয়:

১। ঢাকার বাইরে থেকে আসা সকল ছাত্রছাত্রীদের একজন অভিভাবক সহ ঢাকা শহরে আসা যাওয়ার যাবতীয় খরচ বহন করা উচিত। এক্ষেত্রে বাস/ ট্রেনের টিকেট এর সম পরিমাণ ভাড়া প্রদান করা উচিত পরীক্ষার হলেই। বাস টার্মিনাল, ট্রেন কিংবা লঞ্চ ঘাট থেকে ঢাবি পর্যন্ত যাওয়ার ভাড়াও দেওয়া উচিত।

২। পরীক্ষার আগের রাত্রে একরাত হোটেলে থাকা এবং খাওয়া দাওয়ার জন্য একটা নির্দিষ্ট হারে টাকা দেওয়া উচিত।

৩। ছাত্রছাত্রীদের, তাদের অভিভাবকদের পুনরায় পরীক্ষা নামক মানসিক যন্ত্রণায় ফেলার জন্য ঢাবির আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত


একটা আনুমানিক খরচ:

দুইজনের বাস ভাড়া ৭০০*২*২ =২৮০০ টাকা
হোটেল, খাওয়া দাওয়া = ১০০০ টাকা
ট্যাক্সি, সিএনজি, রিক্সা ভাড়া = ২০০ টাকা


সর্বসাকুল্যে ৪০০০ টাকা।

অভিভাবকের সময়ের দামের কোন হিসাব করা হলো না।


ছবি: ইত্তেফাক থেকে নেওয়া।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

মেহেদী হাসান হাসিব বলেছেন: লাভ নাই ভাই।

২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

পাকাচুল বলেছেন: অভিভাবকরা কেন এই অতিরিক্ত খরচ ঢাবির কাছে দাবী করবে না?

২| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: ফলাফল শূণ্য।

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৪৫

পাকাচুল বলেছেন: শুন্য তো একসময় ১০০ হতেও পারে।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৯

ঢাবিয়ান বলেছেন: প্রশ্নপত্র ফাশ হওয়া পরীক্ষা পুনরায় যে নিচ্ছে এটার জন্যই অনেক অনেক ধন্যবাদ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে।। অনশন করে মরতে বসা ছেলেটির জন্যই হয়ত এটা সম্ভব হয়েছে। এর বাইরে এইসব বাকী দাবীর আসলে কোন যৌক্তিকতা নাই।

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৪৮

পাকাচুল বলেছেন: কেন কোন যৌক্তিকতা থাকবে না। একটু ব্যাখ্যা করবেন কি?

যেসব অভিভাবক এর অতিরিক্ত খরচ হবে, এর দায় ঢাবি নিবে না কেন?

দায়মুক্তির এই সংস্কৃতি থেকে দেশকে বেরিয়ে আসতে হবে।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩২

টিয়া রহমান বলেছেন: হিসেবটা দারুণ ভাইয়া, কিন্তু ফলাফল শূণ্য
তবে পরীক্ষা যে আবার হচ্ছে এটাই অনেক

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ২:১৯

পাকাচুল বলেছেন: ধন্যবাদ।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:০৬

ফেইরি টেলার বলেছেন: বাজারে প্রচলিত আছে, "একটি বিশেষ শ্রেণীর " সন্তানদের সুযোগ দিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সিন্ডিকেট করে "সিলেক্টেড" দের ভর্তি করছে , ভর্তি পরীক্ষা কেবলই আনুষ্ঠানিকতা | রাজাকার মুক্ত ক্যাম্পাস গড়ার অভিপ্রায় থেকেই এমন সিদ্ধান্ত

২৫ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪২

পাকাচুল বলেছেন: সেটা আমি মনে করি না। কেউ যদি মেধাবী হয়, সে যতবারই পরীক্ষা নেওয়া হোক না কেন, টিকবে ঢাবিতে।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

পোস্টে ++++ দিলাম।

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৯

পাকাচুল বলেছেন: ভালো আছি। ধন্যবাদ

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার মানবিক পোস্টের জন্য কিন্তু অন্য সবার মতোই হয়তো বলতে হবে ফলাফল শূন্য! কিন্তু আপনার দাবী যদি অভিভাবকরা মাথায় নিত আর এ ধরণের দাবী উত্থাপন করতো হয়তো কর্তৃপক্ষ ভেবে দেখতো; যদিও এতে কোন লাভ হতো না। এ দেশে কোন সংস্কৃতির পরিবর্তন হবার সুযোগ খুব বেশী নাই কিন্তু আশাবাদী হতে ইচ্ছে করে। ভালো থাকুন।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

পাকাচুল বলেছেন: ধন্যবাদ। আজকে হয়ত হয় নাই, ভবিষ্যতে হবে। দায়ভার নেওয়ার কালচার টা তৈরী করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.