নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিশির কনা।

পলাশ মিয়া

আলো আঁধারী স্বপ্ন...

পলাশ মিয়া › বিস্তারিত পোস্টঃ

যেভাবে পর্ণোগ্রাফির হাত থেকে আপনার সন্তানকে রক্ষা করবেন...

২৫ শে জুন, ২০১৪ রাত ১২:২৩

নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণটা তীব্র। মানুষকে যদি কোন একটা কাজ করতে নিষেধ করা হয় তাহলে সে সেই কাজটাই আগে করবে। এটা মানুষের ন্যাচার। মানুষকে যদি বলি এই পথে না গিয়ে ঐ পথে যান তাহলে আপনার ভালো হবে কিন্তু সে সেই পথে না গিয়ে উল্টা পথেই যাবে, যে পথে তার সর্বনাশ বিদ্যমান।



বর্তমান যুগে ইন্টারনেট অনেক সহজলভ্য এবং সকলের হাতের কাছে। ইন্টারনেটের যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকেরও অভাব নেই। কোন প্রয়োজন ছাড়াই আপনি ঘণ্টার পর ঘণ্টা ইন্টারনেটে কাঁটিয়ে দিতে পারবেন। বাস্তব লাইফে আপনার বন্ধু না হলেও চলবে শুধু দরকার একটা ফেসবুক আই ডি। মুভি, নাটক, মিউজিক ভিডিও, গানের এ্যালবাম কেনার জন্য আপনাকে এখন আর বাজারে যেতে হয় না, শুধু একটা ক্লিক- পরক্ষনেই সেটি আপনার দখলে।



উঠতি বয়সী তরুণদের জন্য ইন্টারনেট খুবই খারাপ জায়গা। খারাপ বললাম এই অর্থে যে, তারা ইন্টারনেট ভালো কাজের চেয়ে খারাপ কাজেই বেশী লাগায়। ইন্টারনেট হচ্ছে পর্ণোগ্রাফির বিশাল বাজার আর যে বাজারের ক্রেতা সাধারণত এই উঠতি বয়সী তরুণেরাই। অনেক বাবা-মা’ই তার সন্তানকে পি সি কিনে দিয়েই ক্ষান্ত কিন্তু তার সন্তানটা দিনের পর দিন কিংবা রাতের পর রাত কি করে যাচ্ছে তার দিকে বিন্দুমাত্র খেয়াল নেই আবার আপনার অজান্তেই আপনার সন্তান আপনার পিসিতে কিংবা ল্যাপটপে পর্ণ এর সেই রঙ্গিন দুনিয়া ঘুরে আসতেছে যা কিনা আপনার চোখেই পড়ছে না। আবার আপনার ইন্টারনেট ডাটা সীমিত, আপনি চাচ্ছেন না যে, আপনার বন্ধু-বান্ধবরা আপনার পি সি কিংবা ল্যাপটপ হাতে নিয়েই বিভিন্ন সাইট ব্রাউজ করে আপনার ইন্টারনেট ডাটার বারোটা থেকে তেরোটা বাজিয়ে দিক।



তো সেই সমস্যা থেকে মুক্তি পাবার জন্য আপনি সেই সকল সাইটগুলোকে ব্লক করে দিতে পারেন যেগুলো আপনার সন্তানের জন্য ক্ষতিকর এবং বন্ধু-বান্ধবরা আপনার ল্যাপটপ কিংবা পি সি পেলে খুবই খুশি হয়। সেজন্য আপনাকে যা যা করতে হবে তা খুবই সহজ-



প্রথমে, আপনি আপনার মজিলা ফায়ারফক্সের Tools এ গিয়ে Add-ons ক্লিক করতে হবে। তারপর সেখানের সার্চ বক্সে BlockSite লিখে সার্চ দিলে BlockSite Add-ons টি চলে আসবে। তারপর সেই Add-ons টি Add to Firefox এ ক্লিক করে সেটি ফায়ারফক্সে ইন্সটল করে দিতে হবে। এরপর ফায়ারফক্স Restart চাইবে এবং Restart দিতে হবে।



এবার BlockSite Add-ons টির Option এ গিয়ে Add Option এ গিয়ে যেসকল ওয়েব সাইটকে আমি ব্লক করতে চাচ্ছি সেগুলোর ইউ আর এল একেক করে Add করে দিতে হবে। এবার Enable Authentication এর ঘরে টিক চিহ্ন দিয়ে New Password এর ঘরে পাসওয়ার্ড দিয়ে Ok Click করে বের হয়ে আসতে হবে। এবার আপনি এড্রেস বারে যেসকল ওয়েবসাইট ব্লক করে রেখেছেন তার যেকোন একটিতে ঢুকলে সেই ওয়েব সাইটে আর প্রবেশ করা যাবে না। সেখানে This web site, or elements thereof, are on the BlockSite blacklist (or not on the whitelist) and have not been loaded এই বার্তাটি দেখাবে।



এবার আপনি যদি ঐসকল ওয়েবসাইটে প্রবেশ করতে চান তাহলে আপনাকে আবারও Tools এ গিয়ে Add-ons ক্লিক করলে সেই পাসওয়ার্ডটি চাবে যেটি ব্লক করার সময় দিয়েছিলেন। পাসওয়ার্ডটি দিয়ে Ok দিলেই সেই BlockSite উইন্ডোটি ওপেন হবে। এবার আপনি এখানে আরো ওয়েব সাইট ব্লক করতে চাইলে Add Option টি মাধ্যমে এক এক করে ওয়েব সাইটগুলোকে ব্লক করে দিতে পারবেন। আবার আপনি যদি ব্লক করা ওয়েব সাইটগুলি আনব্লক করতে চান তাহলে যে যে সাইটগুলোকে আপনি ব্লক করে রেখেছেন সেগুলোতে এক এক করে ক্লিক করে Remove Option এ ক্লিক করে Ok দিয়ে BlockSite Add-ons টি Disable করে দিয়ে ফায়ারফক্সটি Restart দিয়ে আবারও সেই সকল সাইতগুলোতে প্রবেশ করতে পারবেন।



এভাবে আপনি আপনার ল্যাপটপ কিংবা ডেক্সটপের ফায়ারফক্সে বিভিন্ন ওয়েবসাইটগুলি ব্লক করে দিয়ে শিশু, নাবালক কিংবা যেসকল বন্ধু-বান্ধব পিসি পেলেই ফেসবুক, টুইটার কিংবা অন্য যেকোন সাইটে ঘুর ঘুর করে তাদের হাত থেকে সীমিত ইন্টারনেট ডাটা রক্ষা করতে পারবেন।



“পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ”

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৪ সকাল ৯:৩৮

নিজাম বলেছেন: ঠিক বলেছেন। আমার মনে হয় এর সাথে সন্তানদের ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা দিলে আরও ভাল হয়।

২৫ শে জুন, ২০১৪ বিকাল ৩:১২

পলাশ মিয়া বলেছেন: একদম খাঁটি কথা বলেছেন নিজাম ভাই।

২| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:২৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: উপকারী পোস্ট

২৫ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৪

পলাশ মিয়া বলেছেন: ধন্যবাদ লায়লা আপি...

৩| ২৬ শে জুন, ২০১৪ সকাল ১১:৪০

অপ্রকাশিত কাব্য বলেছেন: গুরুত্বপূর্ন পোস্ট

২৬ শে জুন, ২০১৪ রাত ১০:৫০

পলাশ মিয়া বলেছেন: ধন্যবাদ ভাই...

৪| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ১২:২২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: গুরুত্ব পূর্ণ পোস্ট ...
এই পোস্টে প্লাস না দেয়াটা অন্যায় ...
ভালোলাগা (+) জানবেন ...

০৫ ই জুলাই, ২০১৪ রাত ৩:১৭

পলাশ মিয়া বলেছেন: হা হা হা হা নাসিফ ভাই, ভালো লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.