নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা তো সবে শুরু , দৌড়াতে হবে বহু পথ । যেতে হবে পরপারে , ভালো কিছু করতে হবে এইতো শপথ ।

কাওসার রহমান পলাশ

স্বপ্নচারি মানুষের দলে আমি । স্বপ্নগুলোকে বাস্তবে রুপ দেয়ার প্রবল ইচ্ছা থাকলেও এলোমেলো চলাফেরায় আজও বেকারের দলে। আমি বাঁচতে ভালবাসি , যদি সে বাঁচা হয় সম্পৃতি আর সৌহার্দময় । আমি দেখতে ভালোবাসি, যদি সে দেখা হয় প্রিয় লাবন্যময় ।

কাওসার রহমান পলাশ › বিস্তারিত পোস্টঃ

ছেড়া তরী ছেঁড়া পাল

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৩

কত কাল আর বাইবি তরী,

নরম হাতে শক্ত হাল,

জীবন গেল স্বপ্ন দেখে,

কাটলো কত মহাকাল ।



শূন্য নাবিক শূন্য নাওয়ে,

নেইতো কোন মজুত মাল,

জোয়ার- ভাটায় এদিক ওদিক,

সম্বল শুধু ছেড়া পাল ।



ঘূর্নি ঝড়ে পড়বি কত,

রুখবি কত ধুম্রজাল,

চরিদিকে অথৈ পাথার,

হবি কত বেশামাল ।



আশায় বেঁচে থাকরে নাবিক,

ছাড়িস না তোর ভাঙা হাল,

একদিন তুই সফল হবি,

পাবিরে তুই সুখের তাল ।



°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.