নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

শহরতলীতে

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৩৪

শহরতলীতে মধ্যরাতে ঝুপঝুপ ট্রেন

কার নির্ঘুম চোখে কান্না নিয়ে আসে

কার মুঠোয় উড়ে বাসি সিগারেট ঘামে ভেজা

নির্ঘুম!

শহরতলীতে রাত বাড়ে চুপচাপ সড়কে

ধূলো ঢাকা আলো আঁধারে হেঁটে চলে

মায়াবী ঠোঁটে চুম!

এখানে মানুষ বাড়ে মানুষের সুত্র ভুলে

নির্ঘুম হাত খুঁজে রাখে নির্ঘুম রাত

আর পর তার ভোরের আওয়াজে

ফিরে আসে ঝুপঝুপ ট্রেন

নিঝুম!



শহরের প্রান্তে এখন কেউ দাঁড়ায়

সময়ের নাও চুপ দাঁড় বায়

বেওয়ারিশ যুবকের রুক্ষ চুল

উড়ে মেশে শহরের হাওয়ায়



শহরতলীতে কোনো বিষন্ন স্টেশান

ঘামবিক্রেতার শ্রমের ঘ্রাণ

অচেনা ট্রেন সব নিয়ে নিয়ে যায়

বেওয়ারিশ দিন!

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:২৬

সায়েম মুন বলেছেন: শহরতলীতে কোনো বিষন্ন স্টেশান
ঘামবিক্রেতার শ্রমের ঘ্রাণ
অচেনা ট্রেন সব নিয়ে নিয়ে যায়
বেওয়ারিশ দিন!
-----বেশ ভাল লাগলো পাপী। ছুঁয়ে গেল।

২| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:১৭

হাসান মাহবুব বলেছেন: বিষণ্ণ সুন্দর কবিতা।

৩| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:২৩

অপর্ণা মম্ময় বলেছেন: মধ্যরাতের কবিতা !
সুন্দর , বিষণ্ণ ।

শুভকামনা রইলো

৪| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৫৪

আমি সাজিদ বলেছেন: হাসান মাহবুব বলেছেন: বিষণ্ণ সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.