নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

ঘুমের শহরে

১৯ শে জুন, ২০১৩ রাত ১০:১৯

ঘুমের শহরে রোদ আসে না অনেকদিন

অ্যালকোহলিক ঘোরের ঝুলবারান্দায়

জীবনবাবুর সোনালি ডানার চিলেরা ঘুরে ঘুরে যায়

সর্বশেষ পেগ ফুরিয়ে গেলেও



ঘুমের শহরে সব পাখি মাতাল

সব বিষাদের অনুবাদসংক্রান্ত আলোচনায়

খসে পড়ে কখন বেখেয়ালি গেলাস

আর শ্যাওলা জমে



ঘুমের শহরে

ঘোরগ্রস্ত ঘুমাক্রান্ত শরীরে

ছায়া ফেলে যায় লালচে জলের মায়াবী রাত

উৎসবে



শহরের শেষপ্রান্তে জমে উঠে ড্যানিয়েলস বাষ্প

আর মধ্যশহরে

সব ঘুম চোখ রোদের সড়কে উড়তে থাকে

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৩১

বোকামন বলেছেন:
“সব বিষাদের অনুবাদসংক্রান্ত আলোচনায়
খসে পড়ে কখন বেখেয়ালি গেলাস”

চমৎকার !! ভালো লাগলো :-)

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৪৬

পাপতাড়ুয়া বলেছেন: শুভ সন্ধ্যা, বোকামন।

২| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫

সোহাগ সকাল বলেছেন: শহরের শেষপ্রান্তে জমে উঠে ড্যানিয়েলস বাষ্প :) সুন্দর লিখেছেন!

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৪৭

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ, সোহাগ সকাল।

৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:২২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। ড্যানিয়েলের বাষ্পটা কী?

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৪৭

পাপতাড়ুয়া বলেছেন: জ্যাক ড্যানিয়েলস। :)

৪| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৪৭

আরজু পনি বলেছেন:

সুন্দর । :)

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৪৮

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ, আরজুপনি।

৫| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


সব বিষাদের অনুবাদসংক্রান্ত আলোচনায়
খসে পড়ে কখন বেখেয়ালি গেলাস
আর শ্যাওলা জমে


দারুন ++++++

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৪৮

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ, কান্ডারী অথর্ব।

৬| ২০ শে জুন, ২০১৩ রাত ১:২১

নাজিম-উদ-দৌলা বলেছেন: কবিতায় প্লাস। ++++++

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৪৮

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ, নাজিম-উদ-দৌলা।

৭| ২০ শে জুন, ২০১৩ রাত ১:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ব্লগে পাপতাড়ুয়ার কবিতা আসেনা অনেক দিন :)

কবিতা ভালা লাগছে, অনেক দিন পরে

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৫০

পাপতাড়ুয়া বলেছেন: হ্যাঁ, মাসুম ভাই। অনেক কম আসি।

সেই মোহ,সেই টান, কোথায় হারিয়ে গেছে। :(

৮| ২০ শে জুন, ২০১৩ রাত ২:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুন কবিতা! পড়তে পড়তে কেমন গলাটা শুকিয়ে গেল! :-B

তৃষ্ণা পাচ্ছে!

ঘুমের শহরে সব পাখি মাতাল
সব বিষাদের অনুবাদসংক্রান্ত আলোচনায়
খসে পড়ে কখন বেখেয়ালি গেলাস
আর শ্যাওলা জমে

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৫০

পাপতাড়ুয়া বলেছেন: তৃষ্ণা পাচ্ছে! :)

৯| ২০ শে জুন, ২০১৩ রাত ৩:২২

শ্রাবণ জল বলেছেন: বেশ সুন্দর লিখেছেন।

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৫১

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ, শ্রাবণ জল।

১০| ২০ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৬

মায়াবী ছায়া বলেছেন: চমৎকার লিখেছেন ।।

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৫১

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ,মায়াবী ছায়া।

১১| ২০ শে জুন, ২০১৩ রাত ১১:২৩

রেজোওয়ানা বলেছেন: ঘুমের শহরে সব পাখি মাতাল

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৫১

পাপতাড়ুয়া বলেছেন: আপুনি!

১২| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ওয়েলকাম ব্যাক!

কবিতা ভালো লাগলো। যদিও লাল কিছু ভালো লাগে না! পানিরঙ্গা পানিতে ঘোর বেশি মনে হয়! ;)

ড্যানিয়েলস বাষ্প = ??

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৫২

পাপতাড়ুয়া বলেছেন: পানিরঙ্গা পানি :)

আছেন কেমন?


উনার নাম জ্যাক ড্যানিয়েলস। ;)

১৩| ২৪ শে জুন, ২০১৩ ভোর ৫:০৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: সুন্দর! :)

হামা ভাইয়ের কোশ্চেন টা আমারো

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৫৩

পাপতাড়ুয়া বলেছেন: হ্যালো, ডাচম্যান।

জ্যাক ড্যানিয়েলস। ;)

১৪| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:১০

রাতুল_শাহ বলেছেন: ++++

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৫৩

পাপতাড়ুয়া বলেছেন: খবর কী, রাতুল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.