নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

আমি খুঁজছি অদল বদল ব্যাংক

২৮ শে জুন, ২০১৩ রাত ৯:০৮





আমি খুঁজছি অদল বদল ব্যাংক



প্যান্টের পকেটে আমার পড়ে থাকে অলস

কিছু বৃষ্টি, অ্যাক্রিলিক সন্ধ্যা, ভেজা নিকোটিন



অন্তর্বাসে লেপ্টে থাকা প্রেমিকার যৌনতা

কিংবা ছেঁড়াপাতায় লিখে রাখা কবিতার বিনিময়ে

উড়ালপাখির হারানো রেখাচিত্র



উড়ালপাখি উড়ে যাবার আগে সব চিহ্ণ মুছে ফেলে

স্যাঁতস্যাঁতে বিশ্বাসের বদলে আমি সেই নির্বানকৌশল

অথবা অ্যাক্রিলিক বৃষ্টির ভেজা সন্ধ্যায় কিছু নিকোটিন



আমি খুঁজছি অদল বদল ব্যাংক

বেখেয়ালি ব্যাংকিংয়ে কিছু যদি বদলে নেয়া যায়

মন্তব্য ১৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:১৪

সায়েম মুন বলেছেন: বদলানো কি এত সহজ হে পাপী। #:-S

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৪

পাপতাড়ুয়া বলেছেন: জানি না। বদলে ফেলতে চাওয়াটাও একটা ব্যপার।

২| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:২৮

লেডি বার্ড বলেছেন: অদল বদল ব্যাংক........থাকলে যাপিত জীবনের ব্যাংকিংয়ে ম্যালা সুবিধা হইত।

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৫

পাপতাড়ুয়া বলেছেন: যাপিত জীবনের ব্যাংকিং
অদল বদল ব্যাংক

আসলেই!

৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: তাহলে এমনকি জীবনটা বদলে নেওয়া যেত!

কবিতায় ভালো লাগা!

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:১০

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ।

৪| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: উড়ালপাখি উড়ে যাবার আগে সব চিহ্ণ মুছে ফেলে
উড়ালপাখি উড়ে যাবার আগে সব চিহ্ণ মুছে ফেলে
উড়ালপাখি উড়ে যাবার আগে সব চিহ্ণ মুছে ফেলে

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:১০

পাপতাড়ুয়া বলেছেন: সব চিহ্ণ মুছে ফেলে

৫| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৬

হাসান মাহবুব বলেছেন: অদল বদল ব্যাংক! খুঁজে দেখতে হবে তো!

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:১২

পাপতাড়ুয়া বলেছেন: সমুদ্র কন্যা বলেছেন: অদল বদল ব্যাংকটা আসলে তোমার নিজের কাছেই, তুমি চাইলেই বদলে নিতে পারো যা কিছু চাও। না চাইলে হাজারটা অদল বদল ব্যাংকেও কাজ হবে না কিন্তু!

৬| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৪

সমুদ্র কন্যা বলেছেন: অদল বদল ব্যাংকটা আসলে তোমার নিজের কাছেই, তুমি চাইলেই বদলে নিতে পারো যা কিছু চাও। না চাইলে হাজারটা অদল বদল ব্যাংকেও কাজ হবে না কিন্তু!

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:১২

পাপতাড়ুয়া বলেছেন: হাসান মাহবুব বলেছেন: অদল বদল ব্যাংক! খুঁজে দেখতে হবে তো!

৭| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭

সমুদ্র কন্যা বলেছেন: X( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.