নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

আমি জেনেছি অবশেষে

১৯ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:২৪

আমি তো জানতাম না এসবকেই প্রেম বলে

এই রাতের ভেতর তোমার কাছে

নিজের সবকিছু শর্তহীন তুলে দেয়ার নাম প্রেম

সে আমাকে কেউ বলে দেয় নি

আমি জানতাম না তোমার চোখের দিকে তাকিয়ে থাকা

তোমার হাসি দেখবো বলে পুরোটা বিকেল নিষ্ফল চেষ্টা

বৃষ্টি ভেজা কবিতার মত ভিজে জবজবে রাস্তায়

পাশাপাশি হেঁটে যাওয়া আর তারপর হঠাত

চুম্বনেচ্ছা আড়াল করে হাত ছুঁয়ে দেয়ার নাম প্রেম

আমি জানতাম না

তোমার তুমিকে আমার আমি করে ভেবে নেয়ার নাম প্রেম



আমি জেনেছি অবশেষে কাকডাকা এক ভোরে

যখন দীর্ঘ রাতজাগা ক্লান্তি নিয়ে তুমি ফিরে গেছো

আমার থেকে যোজন দূরে।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:০৭

:: নজরুল বলেছেন: ভালো লাগল... চালিয়ে যান ।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৩

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ নজরুল ভাই। রাতশুভেচ্ছা।

২| ১৯ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৩৩

আবু আমর বলেছেন: :: নজরুল বলেছেন: ভালো লাগল... চালিয়ে যান ।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৪

পাপতাড়ুয়া বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ নজরুল ভাই। রাতশুভেচ্ছা।

৩| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :)

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৪

পাপতাড়ুয়া বলেছেন: :|

৪| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২২

সায়েম মুন বলেছেন: কিছু বিষয় কাছে থাকলে সংজ্ঞাহীন। দূরে গেলে বাজে শুধু বীন।

ভাল লাগলো কবিতা।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৬

পাপতাড়ুয়া বলেছেন: কিছু ব্যপার আদায় করে নিতে হয়
নইলে পরে পস্তাতে হয়।

৫| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩

হাসান মাহবুব বলেছেন: আবার ছ্যাক খাইসো! :-<

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৮

পাপতাড়ুয়া বলেছেন: আমি সবসময় ছ্যাক খাই। যে ছ্যাক দিছে, সে কইয়া দিছে আপনারে বলতে, "হ! আবার ছ্যাক খাইছি'!

৬| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১০

সমুদ্র কন্যা বলেছেন: হাসান মাহবুব বলেছেন: আবার ছ্যাক খাইসো! :-<

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৮

পাপতাড়ুয়া বলেছেন: তুমারে কমু ক্যান?

৭| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৪

নেক্সাস বলেছেন: হাসান মাহবুব বলেছেন: আবার ছ্যাক খাইসো! :-<
সমুদ্র কন্যা বলেছেন: হাসান মাহবুব বলেছেন: আবার ছ্যাক খাইসো! :-

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৮

পাপতাড়ুয়া বলেছেন: :(

৮| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০১

মামুন রশিদ বলেছেন: বিরহ কাব্যে ভাললাগা +

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৯

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ।

৯| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কমেন্ট পড়ে =p~

২১ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৫

পাপতাড়ুয়া বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.