নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

হিয়ার মাঝে বাস করে যে

২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০১

কার কাছে জমা রাখা যায় বেদনার ইতিহাস!

হঠাৎ লিখে ফেলা কবিতা নিজের দখলে নিয়ে

ঘোষণা করে দেবে আমার ঋণ

আর বলবে, এখন থেকে সব কবিতা আমার চাই!



কে করে দেবে গোপন কান্না অনুবাদ!

যা কিছু হারাবার, হারিয়ে গিয়ে হয়েছে ভালোই

বলে দেবে, ভুল মানুষের জন্য কবিতা

দীর্ঘকাল লিখতে নেই

বলবে, আমরাও একরাত চাঁদ দেখে কাটাবো

বৃষ্টিশহর ঘুরে বেড়াবো এক রিকশায়!



আমি ভুল চিনি না, মানুষ চিনি না

চিনি শুধু হিয়ার অনুরণন

হিয়ার মাঝে বাস করে যে হিয়াবাসিনী

চিনি তার হাতের রেখা - চন্দ্র হাসি

ভোরদেখা চোখ না বলা ভালোবাসি

জানি তার প্রণয়ের আয়োজন!



আর জানি সেখানে আমি নিষ্প্রয়োজনীয় ভীষণ!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭

শায়মা বলেছেন: সুন্দর!

২| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০

অনির্বাণ প্রহর বলেছেন: "কে করে দেবে গোপন কান্না অনুবাদ!
যা কিছু হারাবার, হারিয়ে গিয়ে হয়েছে ভালোই
বলে দেবে, ভুল মানুষের জন্য কবিতা
দীর্ঘকাল লিখতে নেই
বলবে, আমরাও একরাত চাঁদ দেখে কাটাবো
বৃষ্টিশহর ঘুরে বেড়াবো এক রিকশায়!"

আহ! কত দীর্ঘকাল লিখতে লিখতে খেরো খাতায় জমে গেছে ভাঁজ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.