নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

কয়েকজন হিয়াবাসিনী

৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

হিয়াবাসিনী-১। ০২০৮১৩। মধ্যরাত।



কে আমার গন্ধমাখা শার্টের গায়ে মেখে রেখেছে সুগন্ধি

বুকের ভেতর ওমপাখির পালকে সন্ধ্যাফুলের আল্পনা

কে এঁকেছে মুঠোভরা কান্নাগানের সুর বিজন টানে

সামনে এসো - হিয়াবাসিনী, জানি নও শুধুই কল্পনা!



হিয়াবাসিনী-৪। ১২০৮১৩। দিনসমাপ্তি।



কবে কখন ভালোবেসে ফেলেছি

সে কি আর আমি জানি!

চোখের জলে কার ছায়া ডানার মত ভাসে

সে না হয় পাখি জানে

জল জানে তার কতখানি!



হিয়াবাসিনী-৫। ১৮০৮১৩। রাত্রিশেষ।



আমার রাতজাগা চোখ কপাট খুলে রাখে

হিয়ার মালিকানা চাইতে কেউ যদি ফিরে আসে

চেয়ে চেয়ে চোখের উঠোন ভরলো শ্যাওলাদাগে

হিয়াবাসিনী-আগের মতই কী ভালোবাসে!



হিয়াবাসিনী-৬। ১৯০৮১৩। রোদবিকেল।



তুমি উন্মোচিত হও মরুভূমির মত

স্পর্শ করো;

আমি তৃষিত প্রাণে জাগাতে জানি

জলের গান!



হিয়াবাসিনী -৭। ২১০৮১৩। ক্লান্তছায়াদুপুর।




বাতাসের হিসেব লেখা থাকে রোদের কাগজে

আমি সেখানে আঁকি হিয়ার সুরলেখচিত্র

যে থাকে দূরে-সে আমার কেউ নয়

আমি কেবল জানি মুগ্ধতার কম্পন কিছুমাত্র!



হিয়াবাসিনী-৮। ২৩০৮১৩। বুড়োসন্ধ্যা।



নীলমেঘরাত-আধখানা চাঁদ-হেঁটে যাব বলে

জলজ বিষাদ-ধুয়ে মুছে হাত-যূথবদ্ধ দোলে

বিষাদনাশিনী-হিয়াবাসিনী-হিয়ার ছায়াতলে

হঠাৎ মায়ায়-বেয়াড়া আমায়-বশ করে ফেলে।



হিয়াবাসিনী-৯।৩০০৮১৩।আঁধার আলোর ভোর।



পুড়ে যাবে জেনেও হাত রেখেছি আগুনে

পাঁজরভাঙা শব্দগুলো খুব নীরবে

ভেবেছিলাম একটা দুটো কাব্য হবে

তাই হাত বাড়ালাম না বুঝে-না জেনে

সবশেষে পুড়ে গেছে হাত দুটো - আগুনে।





*

কথা ছিল চাঁদদেখা রাত পাশাপাশি কবিতায়

কথা ছিল আরেকবার বৃষ্টিসফর রিকশায়

কথা ছিল শাদা কাশফুল চিলতে বারান্দায়

কথা ছিল আলুভর্তা-ভাত এক কাপ চা সন্ধ্যায়।



হিয়াবাসিনী-১০। ০১০৯১৩। মেঘলাবিকেলবুড়ো।





*

আমার বিকেলগুলো স্থির হয়ে গেছে

বিষণ্নাহত গৃহকোণ

নিঃসঙ্গতার অসুখ বাড়ছে আবার

ঘুমিয়ে গেছে মুঠোফোন।



হিয়াবাসিনী-১১। ০২০৯১৩। নীরব একা সন্ধ্যা।





*

মেঘলা জলের পাড় ধরে তুই

আমার সাথে হাঁটবি কবে,

একটা পায়েল জল ছুঁয়ে বল

জলকথারা তোর আমার হবে?



হিয়াবাসিনী-১২। ০৩০৯১৩। মেঘলাদুপুর।



*

বরঙ তুমি তোমার বাতাসে হাত খুলে রাখো

মাতাল টানে যদি হিয়ার খোঁজ পাও!

আজ ঊড়ে গেছে আমার লেখা শেষ চিঠিটাও।



হিয়াবাসিনী-১৩। ০৪০৯১৩। ঝড়সন্ধ্যা।





*

শরৎ কুয়াশার কোনো ভোরে কাশফুলে বনে

দেখা হয়ে যায় কখনো আবার যদি,

হিয়াবাসিনী কথা দিলাম, লিখে দেব তোকে

আমার বাতায়নবিলাস নদী।



হিয়াবাসিনী-১৪।০৬০৯১৩। অপার্থিব রাতজাগা ভোর।



*

ঘুমভাঙা চোখের আলমিরায় উঠে আসা প্রথম রোদে

দুপুরের নির্জনতা আর শেষবিকেলের পাতাঝরা বাতাসে

আমি আছি তোর হাসি কান্নায়- আনন্দ ক্রোধে

আমি হারিয়ে যাই নি, যাবো না, আছি ছায়ারুপে তোর পাশে!



হিয়াবাসিনী ১৫। ০৭০৯১৩। গুমোট দুপুরের নির্জনতায়।



*

কে আমার কান্নার রঙে আপন বাসর সাজায়

আমি খুঁজি তার চোখের দেখা রোদের ভুলে

বুকের গহীন বেখেয়ালি কে এখনো সুর বাজায়

অপেক্ষাতেই একটা জীবন অবহেলায় যায় চলে।



হিয়াবাসিনী -১৬। ০৯০৯১৩। গুমোটদুপুর।



*

হিয়াবাসিনী মানে নিজেকে হারিয়ে ফিরে পাওয়া

একটা জীবনের সবগুলো ভুল - ভুলের কাটাকুটি

হিয়াবাসিনী মানে শুধুই ভালোবাসা

চাওয়া পাওয়ার ইশকুলে আজীবন ছুটি।



হিয়াবাসিনী-১৭। ১১০৯১৩। বিষাদবিকেল।





*

আহত যন্ত্রণা, নির্জন কবিতার মত আমায়

একা খুব একা করে ফেলে রোজ,

যে আকাশে আমার মুক্তির নিঃশ্বাস উড়ে যায়

তার হারানো নাগাল করি বেসামাল খোঁজ।



হিয়াবাসিনী-১৮।২০০৯১৩। কাশফুলরাত।





*

ঘুমের সুঁচ বিদ্ধ করে চোখের কপাট

বন্ধ হয়ে আসতে চায় চোখ

তবু আলগোছে চুকিয়ে দেই ঘুমবিভ্রাট

বরঙ কিছু প্রেমের কথা হোক।



হিয়াবাসিনী-১৯। ২২০৯১৩। ঘুমাক্রান্ত রাত্রিশেষ।



*

হিয়াবাসিনী মানে হিয়ার সিম্ফনী

মাতাল করা সর্বংসহা চন্দ্রহাসি,

হিয়াবাসিনী মানে হিয়ার ডাক শুনি

বুকের ক্ষতে পরম পরশ অযুত রাশি।



হিয়াবাসিনী-২০।২৩০৯১৩। কালো আলো মধ্যরাত।



*

তোর আঁখিঝরা অশ্রুফুল

আমি ধরে রাখি হৃদফুলদানিতে,

হিয়ার কান্না লুকিয়ে রেখেই ভুল

নিজের ভেতর মরি তবু কেউ পারে না জানিতে।



হিয়াবাসিনী-২১। ২৭০৯১৩। মধ্যমেঘলাদুপুর।



*

কে আমায় রোজ ভাঙে আর গড়ে

প্রেমে হাসায় - বিরহে কাঁদায়

পাবো না তারে তবু অপেক্ষা বাড়ে

রাতের কালোচোখে দিনের শাদায়!



হিয়াবাসিনী -২২। ২৮০৯১৩। রাতনির্জনে।



*

এত শব্দ এত কোলাহল তবু কেমন নির্জনতা

প্রাণের ভেতর- নীরবে যেখানে বয় বিরহসিন্ধু

এই শব্দ এই কোলাহল নয় - প্রাণ চায় যে কথা

হিয়াবাসিনী হেসে বলুক, 'কেমন আছিস, বন্ধু?'



হিয়াবাসিনী-২৩। ৩০০৯১৩। কোলাহলপূর্ণবিকেল। বিজয়স্মরণী।



*

বাতাসের গায়ে গায়ে হিমেল ছোঁয়া

উচাটন করে তোলে মন এই রাত্রি,

হিমেল হাওয়া পথে হেঁটে যাওয়া

চল হয়ে যাই অনন্ত সহযাত্রী!



হিয়াবাসিনী-২৪। ০৩১০১৩। ঠান্ডাহাওয়ারাত। লেকসিটি।



*

আজকাল সব পরিচয় অচেনা অচেনা লাগে

সব চেনা মানুষ বদলাচ্ছে ধীরে,

জলের মানুষ আমি আমার একলাই স্রোত জাগে

বাকী সব জলকেই দেখি যাচ্ছে ফিরে!



হিয়াবাসিনী-২৫। ০৩১০১৩। ভেজাবৃষ্টিদুপুর। বাতায়নবিলাসপাড়ে।



*

আমার কেন ঘুম আসে না রাত্রি দিন

আমার কেন ইচ্ছে করে ঘুমজড়ানো স্বর

সবকালেই তো আমি ছিলাম একা একা সঙ্গীহীন

আজকে তবে কে এসে ঘুমের গায়ে কাটে আঁচড়!



হিয়াবাসিনী-২৬। ০৫১০১৩। ভ্যাপসাবিকেল। লেকসিটি।



*

তোর লাল নীল হলুদে আলো মায়া

আমার ধূসরকেও রাঙিয়ে তোলে খুব,

পিয়ানোতে অলস জমে তোর আঙুল ছায়া

আমার নীরব সন্ধ্যা সুরে ভরিয়ে দেয় খুব।



হিয়াবাসিনী-২৭। ০৬১০১৩। একাকীসন্ধ্যা। বাতায়নবিলাসপাড়।



*



আমিই কেবল পুড়ছি অনলে বিরহে

নিকোটিন প্রেম ধীরে ধীরে ক্ষয়,

তরল ব্যথা দগ্ধে সমারোহে

কী করে আগলে রাখি এই সংশয়!



হিয়াবাসিনী-২৮। ০৬১০১৩। নির্ভাতি সন্ধ্যা। বাতায়নবিলাসপাড়।



*

জানতেই পারিনি কখন নীরবে

জড়িয়ে গেছে সব অনুভবে

ভাঙাঘুমে কারো কথার ঘ্রাণ

কিছু ব্যথা কিছু সুখ অভিমান

জানতেই পারিনি হঠাৎ হারিয়ে যাবে!



হিয়াবাসিনী-২৯। ০৬১০১৩। কষ্ট সন্ধ্যা। বাতায়নবিলাসপাড়।



*

কত অভিনয় কতই না শত ছলে

দিনযাপনটা সারতাম!

আজ মনে হয় ভুলে সংশয়

না বলা কথা বলে দিলেই পারতাম!



হিয়াবাসিনী-৩০। ০৬১০১৩। কষ্ট সন্ধ্যা। বাতায়নবিলাসপাড়।



*

ঝুপঝাপ জল অধিকার ভুলে গিয়ে

চিলতে আকাশ নিষিদ্ধ অভিলাষে

নিষিদ্ধ গাঙচিল তবু ঊড়ে দুর্বার!



হিয়াবাসিনী-৩১। ০৬১০১৩। কষ্ট সন্ধ্যা। বাতায়নবিলাসপাড়।



*

শহরের শীরে মেঘেরা ভিড়ে কালো ঘুম

আমি একা মেঘের রেখা খুঁজি বহুদূর,

এই সন্ধ্যায় ভীষণ দায় বসে থাকা নিঝুম

হিয়াবাসিনী আর আসেনি প্রিয় গানের সুর!



হিয়াবাসিনী- ৩২। ০৮১০১৩। অন্ধসন্ধ্যা। বিজয়স্মরণী।



*

একটা বিকেল লিখতে গেলে হাজারখানেক পৃষ্ঠা

একটা জীবন লিখবো কী করে!

একটা গল্পেই জমে গেছে হাজার জনমের তেষ্টা

জানি না ঠিক কি লিখবো এর পরে!



হিয়াবাসিনী-৩৩। ০৮১০১৩। কালিময়রাত। বিজয়স্মরণী।



*

কোথাও কোনো শব্দ নেই, এমনকি গুঞ্জরণ

কেবল গহীনে পাড় ভাঙছে আহত নদী,

ভাঙনের ব্যথা কেবল নদী জানে কী ভীষণ

একটু পরশ বুলিয়ে যেত প্রিয় হাত যদি!



হিয়াবাসিনী-৩৪। ০৯১০১৩। প্রথম প্রহর নির্জনে। লেকসিটি।





*

আমি এই শহরের নির্জন কোণে সবচেয়ে দিশেহারা

পাহারা দিয়ে রেখেছি এক শহরের অশ্রুজল

এই কান্না কেঁদে গেছে খুব গোপনে যারা

আমার কান্নার খোঁজ তারা নেয় নি এক পল,

তবুও কান্নার পাহারায় আমি নিমগ্ন অবিচল।



হিয়াবাসিনী-৩৫। ০৯১০১৩। বুড়োসকাল ঘুমচোখে। লেকসিটি।





*

আমার নাম লেখা থাকবে না কারো মনে, ইতিহাসে

আমি যে হেরে যাওয়া এক মানুষমাত্র,

আজ আমি প্রতীয়মান তবু দিনশেষে

কেউই লিখবে আমার নামে দু'চার ছত্র!

কি ভীষণ নিয়তি এই

কি প্রস্তরকঠিন তার নিয়ত সন্ধিপত্র!



হিয়াবাসিনী-৩৬। ০৯১০১৩। শেষপ্রহরে। লেকসিটি।



*

ক্রমাগত হেরে যাওয়ার নাম জীবন পরম্পরা

এই তথ্য জেনেছি পাখিদের কাছে, জীবনের ভেতরে কত হারানো গল্প আছে কত বৃষ্টিরাত প্রেমিকার উত্তাপে প্রবল খরা এই আমার জীবন জীবনীহীন এক অনুরণন

এই আমার জীবনের নিয়তধারা!



হিয়াবাসিনী-৩৭। ১০১০১৩। দ্বিতীয়প্রহর। লেকসিটি।





*

ঘুম আসে তবু জেগে থাকি

যদি ঘুমিয়ে গেলেই সব মিথ্যে হয়ে যায়,

আমি জানি আমি কিসের অনুরাগী

ঘুম কী জানে? আর কে জানে? কেউ কি জানতে চায়!



হিয়াবাসিনী-৩৮। ১০১০১৩।আলোআঁধারি ভোর। বাতায়নবিলাস।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১১

সালাহউদ্দীন জাহাঙ্গীর বলেছেন: ওরেব্বাপ! অনেক হিয়ার আনাগোনা দেখি। ভালো হয়েছে, সুন্দর হয়েছে প্রতিটি।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩২

পাপতাড়ুয়া বলেছেন: অনেক না, জাহাঙ্গীর ভাই। একজনই নানা ভাবে।

২| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪১

টুম্পা মনি বলেছেন: আমার ঘামের গন্ধ পছন্দ না। তাই প্রথম লাইন দেখে নাক শিটকালাম।

নীলমেঘরাত-আধখানা চাঁদ-হেঁটে যাব বলে
জলজ বিষাদ-ধুয়ে মুছে হাত-যূথবদ্ধ দোলে
বিষাদনাশিনী-হিয়াবাসিনী-হিয়ার ছায়াতলে
হঠাৎ মায়ায়-বেয়াড়া আমায়-বশ করে ফেলে।

চমৎকার লিখেছেন।

পুড়ে যাবে জেনেও হাত রেখেছি আগুনে
পাঁজরভাঙা শব্দগুলো খুব নীরবে
ভেবেছিলাম একটা দুটো কাব্য হবে
তাই হাত বাড়ালাম না বুঝে-না জেনে
সবশেষে পুড়ে গেছে হাত দুটো - আগুনে।

অসাধারণ।

আপনি ভালো কবি।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৪

পাপতাড়ুয়া বলেছেন: টুম্পা মনি, সবাই কী নাক সিঁটকায়?

৩| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২০

অনির্বাণ প্রহর বলেছেন: আহা!!
অনির্বাণ সুন্দরে ডুবে গেলাম।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪৯

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ কিন্তু বেশী ডুবাডুবি না করাই ভালো। পরে হিয়ায় সর্দি জমে যেতে পারে। :)

৪| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৮

হাসান মাহবুব বলেছেন: মুঠো ভরা স্নিগ্ধতা। ভালো লাগলো।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫০

পাপতাড়ুয়া বলেছেন: হামা ভাই, সেইসব ব্লগরাতাড্ডা মিস করি খুব। :(

৫| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আহ্‌ মধু মধু! হিয়াবাসিনীরা কবিকে ঘিরে রাখুক।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫১

পাপতাড়ুয়া বলেছেন: হিয়াবাসিনী একবচন জনাব। বহুবচন নহে। :)

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

সমুদ্র কন্যা বলেছেন: দিন রাত বিকেল দুপুর সন্ধ্যা ভোরে হিয়াবাসিনীর আনাগোণা খুব মায়াময় আর স্নিগ্ধ লাগল।

মুগ্ধ হলাম পড়ে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৫

পাপতাড়ুয়া বলেছেন: আসল ব্যপারটা তুমিই খেয়াল করেছো। দিন রাত বিকেল দুপুর সন্ধ্যা ভোর, হিয়াবাসিনী সবসময়।

তুমি প্রায়ই বলতে, অতীত ভুলে সামনে তাকাতে, নতুন করে ভালবাসতে। দ্যাখো, ভুলে যাই নি। :)

হিয়াবাসিনী আমার প্রেমিকা না। হিয়াবাসিনী আমার খোলা আকাশ, উড়াঊড়ির ইচ্ছাধীনতা। হিয়াবাসিনী কলুষমুক্ত ভালোবাসা।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন:
নীলমেঘরাত-আধখানা চাঁদ-হেঁটে যাব বলে
জলজ বিষাদ-ধুয়ে মুছে হাত-যূথবদ্ধ দোলে
বিষাদনাশিনী-হিয়াবাসিনী-হিয়ার ছায়াতলে
হঠাৎ মায়ায়-বেয়াড়া আমায়-বশ করে ফেলে

চমৎকার !

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৬

পাপতাড়ুয়া বলেছেন: হঠাৎ মায়ায়-বেয়াড়া আমায়-বশ করে ফেলে
বেয়াড়া আমায়-বশ করে ফেলে


ধন্যবাদ অভি।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

সমুদ্র কন্যা বলেছেন: আমি জানি!

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০২

শান্তির দেবদূত বলেছেন: আপনি ত অদ্ভুত কবিতা লেখেন ! হিয়াবাসিনী কবিতা বেশ লেগেছে। কিন্তু হিয়াবাসিনী-২ আর ৩ মিসিং এর মাজেজা বুঝলাম না!
নিজে ত আর কবিতা লিখতে পারি না তাই কবি দেখলেই হিংসা হয়। কি অবলীলায় চমৎকার ভাষা নিয়ে, শব্দ নিয়ে আবেগীখেলা!!

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

বোকামানুষ বলেছেন: বাতাসের হিসেব লেখা থাকে রোদের কাগজে
আমি সেখানে আঁকি হিয়ার সুরলেখচিত্র
যে থাকে দূরে-সে আমার কেউ নয়
আমি কেবল জানি মুগ্ধতার কম্পন কিছুমাত্র!


ভাল লাগলো হিয়াবাসিনী কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.