নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

মুখোশ খুলে দ্যাখ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

মুখোশ খুলে দ্যাখ

দেয়ালের খোপে গুঁজে রাখা ভাঙা আয়না

তোকে চিনতে পারে কি না!



ভেঙে গেলেও এই আয়না মিথ্যে বলে না

তোর মুখোশের আড়ালে লুকিয়ে রাখা

প্রতিটা বলিরেখার ইতিহাস জানে



জানে, এখানেই পথ শেষ নয়

এখানেই সব উত্তাপের মৃত্যু নয়



পথ আরো বাকি

সে পথে তপ্ত সূর্য - কী করে একলা যাবি



ভাঙা আয়নাটাই তোর চলার খবর রাখে

ভোগপন্থী কোনো মুখোশ রাখে না



মুখোশ খুলে দ্যাখ

গুঁজে রাখা ভাঙা আয়না

তোকে চিনতে পারে কি না!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২০

হাসান মাহবুব বলেছেন: মুখোশ তো এখন চামড়ার মতো সেঁটে আছে। খুলতে গেলে ব্যথা পামু।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪৬

পাপতাড়ুয়া বলেছেন: এই জন্যেই খুলছি না, ব্যথা পাওয়ার দরকার কী! কিন্তু মুখোশ খুলে গেলে? আপনা থেকেই?

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

মাক্স বলেছেন: হাসান মাহবুব বলেছেন: মুখোশ তো এখন চামড়ার মতো সেঁটে আছে। খুলতে গেলে ব্যথা পামু।
কথা সত্য /:) /:)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪৬

পাপতাড়ুয়া বলেছেন: কথা সত্য। :(

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লেগেছে মুখোশের কথা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪৭

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ। :)

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

সায়েম মুন বলেছেন: চিনতে মনে হয় পারবে না। /:)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪৮

পাপতাড়ুয়া বলেছেন: না চেনারই কথা। :(

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যে মুখোশটা পড়ে আছি সেটা খুললে নিজেই তো নিজেকে চিনবো না। বরং রেখে দেয়াই ভালো! /:)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪৮

পাপতাড়ুয়া বলেছেন: সেটাই। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.