নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

মুক্তগল্পঃ অনিন্দিতা ও হিয়াবাসিনীর দুইপাশে দুই গাঙচিল

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৩

অনিন্দিতা চিঠি লিখতে জানতো। অনিন্দিতার চিঠিগুলো ছিলো দৈনন্দিন খেরোখাতা। তার কখন কষ্ট হচ্ছে, কখন সে হাসছে, কখন খাচ্ছে কিংবা ঘুমাচ্ছে, কখন মা বকছে, লোডশেডিং হচ্ছে!

অনিন্দিতা একবার শতপাতার চিঠি লিখেছিলো। চিঠিতে কিছু লেখা ছিলো না। কিছু না লিখেও শতপাতার চিঠি লেখা যায়, এটা অনিন্দিতার পক্ষেই সম্ভব ছিলো।

আমি অনিন্দিতার কাছেই চিঠি লেখার কলাকৌশল শিখেছি।



*

কবিতাবন্ধু,

ভালো থাকিস।

ইতি,

হিয়াবাসিনী।



কবিতাবন্ধু ও হিয়াবাসিনীর গল্পের সাথে অনিন্দিতার গল্পের কোনো দৃশ্যত মিল থাকতো না, যদি 'হিয়াবাসিনী' সম্বোধনে একটা চিঠি লেখা না হত!

অনিন্দিতার কাছে শেখা কলাকৌশলের প্রয়োগেই হিয়াবাসিনীর কাছে চিঠিটা লেখা হয়েছিল।



*

হিয়াবাসিনী অনিন্দিতাকে ঘৃণা করে। অনিন্দিতা কবিতাবন্ধুকে ঘৃণা করে। হিয়াবাসিনী কবিতাবন্ধুকে ভালোবাসে। কাব্য হিয়াবাসিনীকে ভালোবাসে।



হিয়াবাসিনী কবিতাবন্ধুর চিরন্তন ভালোবাসা।

অনিন্দিতা কবিতাবন্ধুর চিরন্তন প্রেম।



প্রেম আর ভালোবাসার মধ্যে মৌলিক তফাত কী!



*

অনিন্দিতার জোছনার অসুখ ছিল। বৃষ্টির অসুখ ছিল। সে আমাকে শিখিয়েছিলো, প্রখর রোদে আকাশ দেখার কৌশল। আমি তার কৌশলে কৌশলী হয়ে হিয়াবাসিনীকে আকাশ দেখাই।

হিয়াবাসিনীর আকাশে ঝুলে থাকে কাব্য। কাব্য কবিতা জানে না। প্রেম জানে।



প্রেম জানা মানুষের কবিতা না জানা কী অপরাধ?

কাব্য খুব সম্ভবত অপরাধী।



*

-'তোমার হাত ... তুমি ... সুন্দর!'

কাব্য প্রেম আউড়ায়। আমি আড়াল থেকে আগ্রহ নিয়ে শুনি। শুনতে শুনতে আমি লিখে ফেলি তের অংকের আড়াল।



আর হিয়াবাসিনীর হাত থেকে একটা পাখি উড়ে ঊড়ে বসে অনিন্দিতার রেলিঙে। সেখানে অনিন্দিতার শাড়ি রোদে পুড়ে। কালো শাড়িতে কালো সুতার কাজ। সুতার ভাঁজে লেখা আছে বিস্মৃত ইতিহাস।



যারা বলে, ইতিহাস কথা বলে, তারা নিশ্চিত ভুল বলে।



*

অনিন্দিতার ঠোঁটের মানচিত্র আমি জানি। জানি তার প্রতিটা মুখোশের হিসাব। আমি কেবল জানতে পারিনি, বদলে যাবার সমীকরণ। প্রতিটা চলকের কাছে বিভ্রান্ত পরাজয়ে আমি মাথা নুয়ে থাকি আগামীর কথা ভেবে। জানি, আগামী আর আসবে না। তবুও অপেক্ষা শ্রীযুক্ত!



কাব্য কী জানে হিয়াবাসিনীর মানচিত্র? ভালোবাসলে মানচিত্র জানার প্রয়োজন নেই। কিন্তু প্রেমে অত্যাবশ্যক। প্রেম মানচিত্র মানে। জিতে। হারে।



*

অনিন্দিতার গল্প জানে হিয়াবাসিনী। হিয়াবাসিনীর গল্প জানে কাব্য। কাব্যের গল্প জানে কবিতাবন্ধু। কবিতাবন্ধুর গল্প জানে অনিন্দিতা।

কিন্তু অনিন্দিতা হিয়াবাসিনীর গল্প জানে না। অনিন্দিতা হিয়াবাসিনীর গল্প জানার যোগ্যতা রাখে না।



মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭

আমিনুর রহমান বলেছেন:




পুরো লিখাই একটা ঘোরলাগা :(

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৬

পাপতাড়ুয়া বলেছেন: ঘোর লেগে গেছে বিন্দুবাসীর চোখে
আমি কী এর চোখের হিসেব জানি!


ধন্যবাদ আমিনুর রহমান!

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাথার ১০ হাত উপর দিয়া গেছেরে ভাই !!!!!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৭

পাপতাড়ুয়া বলেছেন: সব কিছু মাথার ভিতর দিয়া যাবার দরকার নাই।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: পুনরায় পাঠ করার ইচ্ছা প্রকাশ করে গেলাম।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৮

পাপতাড়ুয়া বলেছেন: কিন্তু আমার মনে হচ্ছে আপনি আসবেন না প্রফেসর সাহেব :(

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৯

শুকনোপাতা০০৭ বলেছেন: কয়েকবার পড়লাম... এক কথায় চমৎকার! অন্যরকম ভালো লেগেছে :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৯

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ শুকনোপাতা!


শুকনোপাতা! সুন্দর!

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২

মামুন রশিদ বলেছেন: ভাল লেগেছে ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৯

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৪

টুম্পা মনি বলেছেন: অসাম! অন্নেক ভালো লাগল।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫০

পাপতাড়ুয়া বলেছেন: আসলেই!

ধন্যবাদ।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩০

রাফা বলেছেন: কেমনে কি, কার সাথে, কে , কি, কোথায়,...?
লেখকের সাথে কথা বলতে চাই।
মাথা পুরা আউলাইয়া গেলো।

ধন্যবাদ.পাপতাড়ুয়া।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫২

পাপতাড়ুয়া বলেছেন: গল্প নিয়ে লেখকের কৈফিয়ত !

যা বলার সব বলা হয়ে গেছে ভাই!

কেমনে, কার, কি,কেন এই প্রশ্নগুলো মাথা থেকে বের করে আবার পড়েন। মাথা আঊলাবে না আর। :)

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০১

সমুদ্র কন্যা বলেছেন: অনিন্দিতাকে নিয়ে তোমার আদিখ্যেতা অসহ্য। আর এরকম হিন্দি সিরিয়াল মার্কা প্যাঁচ দিসো কেন? এ তারে, সে এরে উফফফফ :|

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

পাপতাড়ুয়া বলেছেন: স্যরি! যাও, এর লিখবো না।

যা মন চায় তাই লিখি, ভালো হচ্ছে না আদিখ্যেতা হচ্ছে ভাবি না।

প্যাঁচ দেয়ার কারণ প্যাচ দিতে ভালো লাগে। :)

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

হাসান মাহবুব বলেছেন: নাহ... আউলায়া গেলো গা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১

পাপতাড়ুয়া বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.