নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টিবিষয়ক বিভ্রমতালিকা!

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫০

*

রাতকানা চোখে ঘাসফড়িঙ ভেবেছি পাখি

অথচ পাখিদের কোলাহলে আমি বিব্রতবোধ করেছিলাম



মূলতঃ বৃষ্টি হলেই আমার যাওয়া হয় কাশবনে

ঘাসফড়িঙ দল পাখি সেজে আমাকে কি দারুণ বিভ্রান্ত করে ফেলে!





*

বৃষ্টির ফোঁটা ব্যবকলন করে দেখি

রোদের বীজ

তপ্ত ও স্নিগ্ধ



বৃষ্টিজলে কবে থেকে তবে তাপচাষ!





*

বৃষ্টির শরীর জুড়ে আল্পনা এঁকে গেছে রোদ

চকচকে কাক ডানার মিছিল

মিছিলের পরেই আকাশের দোটানা

বিভ্রান্ত মেঘ কেঁদে ফিরে গেছে শেষে



মেঘের মত যারা ফিরে ফিরে যায়

তাদের কথা আর কোথাও লেখা থাকে না

বৃষ্টির ইতিহাসে!





*

বেদনা আসুক!

বেদনা এসে বিমূর্ত করে তুলুক অনুভব

জল এসে ভাসিয়ে নিক খরাপীড়িত সব

বিতিকিচ্ছিরি জীবন

মেঘ নেই রোদ নেই

শুধুই নাতিশীতোষ্ণ!



নিকুচি করি জীবন তোমার

অনেক হয়েছে সন্ন্যাসযাপন

আমি শীতলতা চাই, আমি উষ্ণতা চাই

আমি আমার হারিয়ে যাওয়া প্রতিটা বিকেলের হিসেব চাই!





*

বৃষ্টি মানে মেঘে মেঘে স্বর্গীয় রতিসুখ

উৎসারিত জলের লোভে বেওয়ারিশ বিপন্নতা

বৃষ্টি মানেই স্মৃতি জলভারে বুক

অতল গহীনে থৈ থৈ শূন্যতা!











======



[বৃষ্টিপ্রেমি দুই বন্ধুকে। সনেট। মাফরুহা। যারা ভিনদেশী অতিশীতল বৃষ্টিতে ভিজতে পারছে না। ওদের বৃষ্টি তাপগ্রাহী হোক। ওরা একসাথে বৃষ্টিবিলাস করুক সারাজীবন ]

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: রাতকানা চোখে ঘাসফড়িঙ ভেবেছি পাখি
অথচ পাখিদের কোলাহলে আমি বিব্রতবোধ করেছিলাম

মূলতঃ বৃষ্টি হলেই আমার যাওয়া হয় কাশবনে
ঘাসফড়িঙ দল পাখি সেজে আমাকে কি দারুণ বিভ্রান্ত করে ফেলে!

সুন্দর +

১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৯

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার!

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৯

টুম্পা মনি বলেছেন: বেদনা আসুক!
বেদনা এসে বিমূর্ত করে তুলুক অনুভব
জল এসে ভাসিয়ে নিক খরাপীড়িত সব
বিতিকিচ্ছিরি জীবন
মেঘ নেই রোদ নেই
শুধুই নাতিশীতোষ্ণ!
সুন্দর!

বৃষ্টি মানে মেঘে মেঘে স্বর্গীয় রতিসুখ
উৎসারিত জলের লোভে বেওয়ারিশ বিপন্নতা
বৃষ্টি মানেই স্মৃতি জলভারে বুক
অতল গহীনে থৈ থৈ শূন্যতা!

অনেক ভালো লাগল।

১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৯

পাপতাড়ুয়া বলেছেন: শুভভোর টুম্পা মনি।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৯

মামুন রশিদ বলেছেন: বৃষ্টিস্নাত বিষাদের কবিতা ভাল লেগেছে ।

১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০০

পাপতাড়ুয়া বলেছেন: শুভভোর মামুন রশিদ।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১২

সাদরিল বলেছেন: জানালা দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি দেখতে দেখতে কবিতাটি মন্ত্রমুগ্ধ হয়ে পড়লাম

১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০০

পাপতাড়ুয়া বলেছেন: শুভেচ্ছা সাদরিল।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: লতঃ বৃষ্টি হলেই আমার যাওয়া হয় কাশবনে
ঘাসফড়িঙ দল পাখি সেজে আমাকে কি দারুণ বিভ্রান্ত করে ফেলে!



বৃষ্টিজলে কবে থেকে তবে তাপচাষ!

বৃষ্টি মানেই স্মৃতি জলভারে বুক
অতল গহীনে থৈ থৈ শূন্যতা!


বৃষ্টিবন্দনা হলো , শরত বন্দনা হলো ! বেদনাবিলাস ,ভ্রান্তিকথন ও হলো ! চমৎকার !

১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০১

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ :)

৬| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৫

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০১

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ হামা ভাই। :)

৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০২

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ব্যবকলন মানে যেনো কী??

প্রতিটাই অন্য রকম সুন্দর। সুখপাঠ!

১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৩

পাপতাড়ুয়া বলেছেন: হ্যালো মেইট!

ব্যবকলন হল ডিফারেন্সিয়েশান।

৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২২

সমুদ্র কন্যা বলেছেন: বৃষ্টি! সুন্দর...

১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৪

পাপতাড়ুয়া বলেছেন: তুমি বলেছো তাই সুন্দর। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.