নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রিমাষু

৩০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

কাঁপছো কেন, চন্দ্রিমা?

মেদহীন বাতাস হিমের রেণু এনে

তোমার দেহ তাপ নিচ্ছে বুঝি ছেনে

এই অবেলায়, এই প্রাক-শীতে

হিমেল হাওয়ায় কষ্ট কী হচ্ছে, চন্দ্রিমা

কাঁপছো যে খুব শীতল বহ্নিতে!



অথচ আমি তোমার যত জানি

শীতের সাথে মিতালি তোমার

অনেকখানি,

সেই যে তুমি গত পৌষে মেরুন হিমেলে

কানের মাকড়ি, নাকফুল ছুঁড়ে ফেলে

কিনেছিলে বালিহাঁস

কিনেছিলে একটা পাখির তোমার হয়ে উঠার

অনবদ্য ইতিহাস

শীতের শেষে সেই পাখিটা ঘরে ফিরে গেলে

তোমার চোখের কান্নার হিসেব

আমি জানি, তোমার নিশ্বাস

বেদনা পেলে কত দীর্ঘ হতে পারে!



চন্দ্রিমা, আমার জানতে ইচ্ছে করে

সেই বালিহাঁস এখনো কী

তোমার কম্পনাংক জানে,

কেমন সাথে কতখানি তোমার হিয়া কাঁপে

সেই পাখিটা এখনো কী জানে!



কাঁপছো কেন, চন্দ্রিমা!

এই শীতে আছি আমি - আমি আছি

তোমার কাছে, তোমার কাছাকাছি

চাইলে তুমি আমার বিনিময়ে

হ্যাঁ চন্দ্রিমা, আমার উষ্ণ রুধির বিক্রি হয়ে

একটা দুটো বালিহাঁস হতে পারে



কিংবা ধরো, অনুনাদ হয়ে গেলো

তোমার শরীর আমাকেও কাঁপালো

একই তালে, একই কম্পনে,

ভেঙে পড়ুক দেহের টানে কায়া

উড়ে যাক সব বালিহাঁসের ছায়া

চন্দ্রিমা, তুমি আমি মিলেই এবার

এই শীতকে উড়িয়ে দেবার

একটা গল্প সৃষ্টি হতে পারে



তুমি চাইলে মেদহীন বাতাস সাজবে দেখো

ফুলের রেণু। সেই রেণুতে স্পর্শখানি রেখো

আমার অধিকারে

তুমি চাইলে, এই শীতেই চন্দ্রিমাষু

তোমার আমার গল্প হতে পারে!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর হয়েছে।

৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ কাভা!

২| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন:




===========================================================
তুমি চাইলে মেদহীন বাতাস সাজবে দেখো
ফুলের রেণু। সেই রেণুতে স্পর্শখানি রেখো
আমার অধিকারে
তুমি চাইলে, এই শীতেই চন্দ্রিমাষু
তোমার আমার গল্প হতে পারে!
===========================================================

সুন্দর!
ভাললাগা জানবেন।
++++

৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ শোভন।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮

রোজেল০০৭ বলেছেন: চমৎকার !!

ভাললাগা জানবেন।

৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৬

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ রোজেল

৪| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

হাসান মাহবুব বলেছেন: সুখপাঠ্য। সুন্দর।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৯

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯

শায়মা বলেছেন: অনেক অনেক সুন্দর!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১:১০

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ শায়মা আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.