নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

তারারন্ধ্রবাজি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

তারারন্ধ্রে ক্রমাগত দৃশ্যপট জমা করে করে হাঁটছি

দেখি

মানুষের মুখে বেয়ে উঠে যাচ্ছে সাদা কালো ধোঁয়ার বিলাপ

ক্ষয়ে যাওয়া জুতোগাড়ি টেনে নেয় আস্ত শরীর

পেছনে ফেলে প্রতিবিম্বের বিবমিষা



হয়তোবা এইসবের নামই গন্তব্য

বিবমিষাগুলোই ফিরে ফিরে আসে জীবন নামে



আমি পথিক

গন্তব্য নেই এবং জীবন নেই

মানুষ বোঝাই শহুরে বাস উন্মত্ত এসে থামে না আমার পায়ের ছাপে

বিপ্লবের শ্লোগানগুলো এখানে ওখানে

আমায় ঝাপটে ধরে না



তারারন্ধ্র খুলে রাখি মাংসহীন খুলির মতন

একে একে জমা হতে থাকে যাপনের দৃশ্যাবলি

এইসব দৃশ্যবলি আমার নয়

তবু সব জমা করে করে হাঁটি



গন্তব্যহীন!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ লাগলো , চমৎকার !

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৫

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ অভি ভাই।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৮

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে কবিতা । তারারন্ধ্র মানে কি চোখের কোটর?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৫

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।


কোটর না, মণি।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৮

পাঠক১৯৭১ বলেছেন: গন্তব্য ঠিক থাকতে হবে, না হয় শেষে নজরুল হয়ে যাবেন।

কবিতা মোটামুটি হয়েছে!

পিলখানা নিয়ে সবাই কাঁদছে, অফিসারদের ফিরায়ে আনার জন্য কোন কবিতা লেখা যায় না?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৪

পাপতাড়ুয়া বলেছেন: কবিতা লিখলেই কী অফিসাররা ফিরে আসবেন?

কবিতা কোনো কিছুর 'জন্য' লেখা হয় কী না, আমি জানি না।

বিদ্রোহীদের বিদ্রোহের কারণটাও ভেবে দেখা দরকার।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ভালো লিখেছেন । "মানুষের মুখে বেয়ে উঠে যাচ্ছে সাদা কালো ধোঁয়ার বিলাপ
ক্ষয়ে যাওয়া জুতোগাড়ি টেনে নেয় আস্ত শরীর" , সুন্দর !

০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:১৫

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ আদনান ভাই।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬

হাসান মাহবুব বলেছেন: গন্তব্য নিষ্প্রয়োজন।

০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:১৫

পাপতাড়ুয়া বলেছেন: সত্য, গন্তব্য নিষ্প্রয়োজন।

৬| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১০:৪১

এহসান সাবির বলেছেন: তারারন্ধ্র খুলে রাখি মাংসহীন খুলির মতন
একে একে জমা হতে থাকে যাপনের দৃশ্যাবলি
এইসব দৃশ্যবলি আমার নয়
তবু সব জমা করে করে হাঁটি

দারুন।

০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:১৬

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ এহসান সাবির।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.