নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

ঘুমের গেলাস প্লীজ ফিরিয়ে দিয়ে যাস

১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৫



বাতাসের নাম দিয়েছিলি তুই বেপরোয়া। তোর হিসেবে বাতাস আমার জাত ভাই। আমি তারপর নদীটার নাম রেখেছিলাম বাতায়নবিলাস। নদীটা তোর জাত বোন।

কথা হচ্ছিলো গোবিন্দের সাথে। গোবিন্দের সাথে তোর পরিচয় নেই। অথবা আছে। আমার যাদের সাথে পরিচয় নেই, তাদের সাথেও তোর পরিচয় আছে। গোবিন্দের পদবি দাস। তিনি লিখে গেছেন,

যাহাঁ যাহাঁ নিকসয়ে তনু তনু জ্যোতি।

তাহাঁ তাহাঁ বিজুরি চমকময় হোতি।।



আমি এই পদের অর্থ জানি না। আমি বরঙ বিস্মিত, গোবিন্দ দাস সেই মধ্যযুগে কিসের আলোয় লিখে গেছেন এই পদ? এই পদ রাতে জন্মেছে সে আমি সুনিশ্চিত।



বাতাস শুকিয়ে গেছে। তোর চুল এলোমেলো করে দিয়ে ওড়নার ভাঁজ গলে ঢুকে পড়ার তার বেপরোয়া ইচ্ছা মরে গেছে গত শীতে। আর নদীতে এখন হাঁটুজল। আমি বিধাতা নই, হাঁটুজলের ভবিষ্যৎ জানি না।

ওহ হ্যাঁ, বাতাসের এলিজি শুনে নিস। ‘ যে শহরে তুই নেই, সেই শহরের সব রিকশা অপাঙক্তেয়, ব্রাত্য!’



*

আমার ভেতরে যে আটঘর মানুষ বাস করত, আমি তাদের উচ্ছেদ করে ফেলেছি। আমি ও আমরা যে সাড়ে চব্বিশ প্রকোষ্ঠে বেড়ে উঠছিলাম, তার বৃহদাংশ বেদখল হয়ে গেছে গত নির্বাচনী ডামাডোলে। এটা সত্য। তুই যতই বলিস, খেলাতে রাজনীতি নেই, কবিতাতে রাজনীতি নেই। আমি দেখি, সবখানেই রাজনীতি আছে। জীবনটাই একটা রাজনীতি। রিকশায় তোর হাত ধরেছিলাম, মনে আছে? সেই হাত ধরাটাও রাজনীতি। প্রেম বিয়ে সহবাস সবই রাজনীতি। আমি জানি। তুইও জানছিস।

*

কাল মদ্যপান করেছিলাম। তুই মদ্যপানের রেসিপি চেয়েছিলি। আমি মদ্যপানের রেসিপি জানি না।

মদ এক পেগ, লেবু পরিমাণমত, জল পরিমাণমত, আলুভাজা পরিমাণমত, বাদাম খোসা ছাড়ানো ও পেয়াজ মরিচ ধনেপাতা কুচি মেশানো পরিমাণমত, সিগারেট পরিমাণমত।



তুই কী মদ্যপান শুরু করে দিচ্ছিস? আমাকে ছাড়া শুরু করে দিবি? আর কিছু দিন অপেক্ষা কর। গল্পঘরের সব উপাখ্যান শেষ করেই আমি আসছি।



আচ্ছা, তোর শহরে রিকশা চলে?



*

আমি ঘুমিয়ে পড়ি ঘুমের বাইরে। আমার ঘুমের ভেতর কেউ এসে হানা দেয় না।

ঘুমের গেলাস কে যেন নিয়ে গেছে। আমি জানি, কে নিয়ে গেছে। তুই কী জানিস?



তোর রিকশাভ্রমণ, এলোমেলো চুলের ঘ্রাণ, হাতের পৃষ্ঠা, অনেক না বলা কথা ফিরিয়ে দিয়েছি, তুই শুধু আমার ঘুমের গেলাস প্লীজ ফিরিয়ে দিয়ে যাস!



মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪০

ডরোথী সুমী বলেছেন: এলোমেলো ভাবনার মেলা! ভাল লেগেছে।

১৩ ই মার্চ, ২০১৪ রাত ২:১০

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ সুমী। শুভরাত।

২| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ঘুমের গেলাস !!
ভালো লাগলো !

১৩ ই মার্চ, ২০১৪ রাত ২:১১

পাপতাড়ুয়া বলেছেন: শুভরাত অভি দা।

৩| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: দারুণ ভাল লাগলো ।

১৩ ই মার্চ, ২০১৪ রাত ২:১১

পাপতাড়ুয়া বলেছেন: শুভেচ্ছা সেলিম ভাই।

৪| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: রিকশাভ্রমণ, এলোমেলো চুলের ঘ্রাণ, হাতের পৃষ্ঠা, অনেক না বলা কথা ফিরিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু তাকে যে ভালোবাসেন সেটা মনে হয় এখনো বন্ধ করতে পারেন নাই বা ফিরিয়ে দিতে পারেন নাই। তাই নির্ঘুম রাত কাটছে। আপনার ঘুম যে সে কেড়ে নিয়েছে।
ভালোবাসার বহিঃপ্রকাশটা ভালো লাগলো।

১৩ ই মার্চ, ২০১৪ রাত ২:১২

পাপতাড়ুয়া বলেছেন: হা হা হা। নির্ঘুম রাত কাটাচ্ছি না।

সে আমার প্রেমিকা নয়।


ভালো থাকবেন।

৫| ১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

সুমন কর বলেছেন: ভাল লাগলো ।

১৩ ই মার্চ, ২০১৪ রাত ২:১২

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ সুমন কর।

৬| ১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

উদাস কিশোর বলেছেন: বেশ ভাল লাগলো

১৩ ই মার্চ, ২০১৪ রাত ২:১৩

পাপতাড়ুয়া বলেছেন: শুভেচ্ছা উদাস কিশোর হে!

৭| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩০

মামুন রশিদ বলেছেন: আহা ঘোরগ্রস্থ রাত আর ঘুমের গেলাস..



অসাধারণ!

১৩ ই মার্চ, ২০১৪ রাত ২:১৪

পাপতাড়ুয়া বলেছেন: হ্যাঁ, মামুন ভাই। ঘোরগ্রস্থ রাত। ঘুমের গেলাস নেই। ঘুমপান হয় না।

অনেকদিন কেউ বলে নি, ঘুমাস নাই এখনো?


হা হা হা। লাইফ ইজ আ ফ্যান্টাসি।

৮| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫২

মোহিত সোহাগ বলেছেন: সুন্দর প্রকাশ! ভাবনাকে গুছিয়ে এনে ঠিক ঠিক শব্দের কাঁধে চড়িয়ে দেয়াটা একেবারে সহজ নয়। আর এই জন্যই 'সকলেই কবি নয়, কেউ কেউ কবি'! গদ্যের ভাষায় কবিতা তাই সবাই লিখতে পারে না। আপনার ভাবনার প্রকাশটা আমার দারুন লেগেছে!

১৩ ই মার্চ, ২০১৪ রাত ২:১৫

পাপতাড়ুয়া বলেছেন: খুব ভালো লাগল আপনার মন্তব্য। যদিও আমি কবি নই। তবুও ভাবতে ভালো লাগে।

শুভেচ্ছা।

৯| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৫

হাসান মাহবুব বলেছেন: এক পেগ খায়াই এত ভাব উঠসে? তুমি বোতল ধরে খাও।

১৩ ই মার্চ, ২০১৪ রাত ২:১৭

পাপতাড়ুয়া বলেছেন: এক পেগে শুরু আর কি!

মদপানের রেসিপি এইরকমই তো! পেগের হিসেব থাকে। কিন্তু বাকি সব পরিমাণমত।

বোতল একলা ধরে শান্তি নাই। যৌথ প্রয়াস প্রয়োজন।

১০| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৯

অরুদ্ধ সকাল বলেছেন:
শহুরে রিকসা এখন থেমে আছে___
দারুন সব শব্দফুল
___________________________-
কোনটা ছেড়ে কোনটা যে ভালো বলি

২৭ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

পাপতাড়ুয়া বলেছেন: শুভেচ্ছা, সকাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.