নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

আমার সন্ধ্যায় তুই বাতি জ্বেলে চুপ

২৭ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৫



একপশলা ঘরের ভেতর লুকিয়ে রেখেছি হাতের ভাঁজ

ভাঁজের সুরে তুই অনাদি পৃষ্ঠা

আর আমি চিনে রাখি চোখের কামড়

কামনাময়ী পিপীলিকার ভাঙা ডানায় একটা সন্ধ্যার ইশতেহার।



#

উড়তেই হবে অথচ আমার ডানা নেই

এই শহরে উড়ে যাওয়ার নামে সাফল্যের বই ফেরি হয় রোজ

উড়তেই হবে অথচ আমার

আমার কোনো উড়ার ইচ্ছে নেই।



#

আমার সন্ধ্যায় তুই বাতি জ্বেলে চুপ

জানি ভালোবাসিস অন্ধ দেহের অচেনা অলি গলি

তোর আঙিনায় আমার ছোঁয়া ঝরে পড়ে টুপ

হাওয়ায় ভাসে রাতবিনাশি চোখের দীপাবলি।



#

এবঙ জানি পাথরছুরি কাটে না আর তোর রাত্রি দিন

আমিই কেবল জমিয়ে রাখি বেহিসাবের সংখ্যারাজি

বাড়তে বাড়তে হঠাৎ ভাঙে রাতফুলের ঘুম

পাথরছুরি, তোমার সাথে আমিও পাথর সাজি।



#

নেমে যা

গোপন পথ ধরে

এই খরায় এক ফোঁটা জল

খুব গভীরে



নেমে যা তুই নেমে যা!



মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ৮:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: বাড়তে বাড়তে হঠাৎ ভাঙে রাতফুলের ঘুম
পাথরছুরি, তোমার সাথে আমিও পাথর সাজি।


বেশ লাগলো খন্ড কবিতা গুলো !

২৮ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ অভি।

২| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:১০

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।

২৮ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

পাপতাড়ুয়া বলেছেন: শুভেচ্ছা মামুন ভাই।

৩| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ২:২১

অদ্বিতীয়া আমি বলেছেন: খুব ভালো লেগেছে ।

২৮ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

পাপতাড়ুয়া বলেছেন: শুভ সন্ধ্যা।

৪| ২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: শিরোনামটাই টেনে রাখল শুরু থেকে শেষ পর্যন্ত। শব্দচাষ চমৎকার।

২৮ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

পাপতাড়ুয়া বলেছেন: হ্যালো প্রফেসর।

৫| ২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ২:০৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

৬| ৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: "উড়তেই হবে অথচ আমার ডানা নেই
এই শহরে উড়ে যাওয়ার নামে সাফল্যের বই ফেরি হয় রোজ
উড়তেই হবে অথচ আমার
আমার কোনো উড়ার ইচ্ছে নেই "

একদম আমার কথা বলেছেন । ভালো লাগলো খুব :)

৭| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ভালো লাগলো

৮| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৪

বকুল০৮ বলেছেন:
উড়তেই হবে অথচ আমার ডানা নেই
এই শহরে উড়ে যাওয়ার নামে সাফল্যের বই ফেরি হয় রোজ
উড়তেই হবে অথচ আমার
আমার কোনো উড়ার ইচ্ছে নেই।

------------------------
অসাধারন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.