নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

শেষ হয়ে যাওয়া উপন্যাসের পরের গল্প

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৫

একজোড়া আহত পাখি



সূর্যের ঘর ভেঙে পালিয়ে যাই আর ফিরে আসি

অথচ সূর্যপথ ধরেই হেঁটে যাবার কথা ছিলো



যেসব বাতাস লিখে রাখে প্রণয়ের স্বীকারোক্তি

তাদের কাছে আশ্রয় চেয়ে চেয়ে ক্লান্ত চোখ

তারপর থেমে পড়ে কারো চোখের কার্ণিশে



এই শহরের সহস্র অচেনা চোখের ভীড়ে

এই একজোড়া চোখই কেবল চেনা হলো

জানা হলো তার গোপন কান্নার এপিটাফ

বিমর্ষ পৃথিবীর প্রকৃত রুপ অবিকল



জেনেছি সেখানে দীর্ঘযুগে হয়নি প্রকৃত বর্ষণ

কেউ ভালোবেসে করেনি চুম্বনের মৌলিক চাষাবাদ

কেবল কান্না – প্রতারিত চোখের পাতা ভরে নিমগ্ন নির্ঘুমরাত

কেউ জানতে চায় নি গভীরে তার আকাশ কতখানি

কতখানি আলো ঝলমল একটু প্রেমে –আলতো ছোঁয়ায়



বুনোহাঁস উড়ে গেলে জল টুপটুপ নামে অন্ধকার

বুনোগন্ধে আমি জেগে উঠে দেখি

কেউ ফেলে গেছে হাতের ক্যানভাসে চুলের সুবাস

পায়ের পাতায় বেখেয়ালি স্পর্শের চিহ্নরাজি



শেষ হয়ে যাওয়া উপন্যাসের পরেও থাকে অন্য গল্প

আমি জেনেছি এক সন্ধ্যার অন্ধকারে

প্রিয় সান্নিধ্যে – প্রিয় স্পর্শে – প্রিয় কান্নায়



এই যদি হয় প্রেম প্রকৃতার্থে

তবে আমি আবার বসে যাবো প্রার্থনায়



আরেক গল্পপাঠে!

মন্তব্য ০ টি রেটিং +৩/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.