নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

উপড়ে ফেলো কবিতার শব্দ

০৭ ই জুন, ২০১৪ দুপুর ১:০৪





শরীরের ভেতর থেকে তীব্র সূর্য নিংড়ে আনে

লবণ ও পানি

গুলিস্তান থেকে ফার্মগেট

মানুষের ঘামের গন্ধে মগজের ক্যানভাসে উড়ে যাওয়া কাক

এবং তার ঘোলা চোখ এঁকে নিয়ে রোজ

বাড়ি ফেরা



মায়াময় যন্ত্রণা

এক গেলাস লেবুপানি আর আধসের লবণজল

ক্রমাগত মিনতির চাপে কুঁচকে উঠা কপালের আড়ালে

লুকিয়ে রাখা দীর্ঘশ্বাস...



কেউ ভাবেনি আগে এইসব সমীকরণ

নানাবিধ নামকরণ



কোনো কিছুই মিথ্যে নয়

তবু রেখে দিতে হবে ভুলে যাওয়া খাতায়



উপড়ে ফেলো তাহলে কবিতার শব্দ

ভেঙে দাও গন্তব্যহীন পথ চিত্রময়

এলোমেলো আমি খুব ক্লান্ত

পরিমিত দিনযাপন আমার হবার নয়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:১২

আহসানের ব্লগ বলেছেন: কেন নয় ?

২| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৫

হাসান মাহবুব বলেছেন: আমিও ক্লান্ত। আসো পানি খাই বেশি করে।

৩| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: উপড়ে ফেলো তাহলে কবিতার শব্দ
ভেঙে দাও গন্তব্যহীন পথ চিত্রময়
এলোমেলো আমি খুব ক্লান্ত
পরিমিত দিনযাপন আমার হবার নয়।


একমত !

৪| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:০৭

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.