নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

রোদের ভেতর ঘাম ঝরায় কালিবাউসের ডিম

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১০

যে দেয়ালে হেঁটে যেত টিকটিকি আর টিক টিক ঘড়িদৌড়

ইতিহাস ঘেঁটে দেখি সতেরো শো সাতষট্টি দিনের কালিঝুলি

জমে জমে ম্যুরাল!

যারা নির্মাণ করে ইমারত, তারাই ভাঙে পলেস্তারা

নির্মাণে-ভাঙনে একই ঘামের স্রোত অথচ অর্থগত তফাত



পলেস্তারা ভেঙে ম্যুরাল, ম্যুরাল ভেঙে জীবন, জীবন ভেঙে পরাজয়!



পরাজয়ের নাম রোদ হয়ে গেলে অথবা বৃষ্টি হয়ে গেলে

উঠে আসে কালিবাউসেরা

সারি সারি, একা একা, সারি সারি

তারপর শ্রমিকের ঘাটে ঘাটে নোঙর ফেলে রাখে ডিম



কালিবাউসের কোনো ইতিহাস থাকে না তবু ডিম রেখে যায়

রোদের নাম পরাজয় আর ঝরে ঝরে পড়ে ডিমে ডিমে



ম্যুরাল ভেঙে তুমি আমি আবারো একাকার

যে স্পর্শে শেষ, সেই স্পর্শেই শুরু আর রোদের তেজ বাড়ে



কালিবাউস ফিরে যায়, শ্রমিকেরা ফিরে যায়

কেবল রোদের ভেতর ঘাম ঝরায় কালিবাউসের ডিম।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৪

হাসান মাহবুব বলেছেন: কালিবাউশের উপমাটা বেশ আনকোরা। তবে তুমি কি ভেবে ব্যবহার করেছো তা অজ্ঞাত থেকে গেলো।

তোমাকে যেই গল্পটার কথা বলসিলাম ঐটা লিখে ফেলসি। দেইখো।

১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

পাপতাড়ুয়া বলেছেন: কালিবাউশ বিলুপ্তপ্রায় মাছ। এখন পাওয়াই যায় না। ডিম রেখে রেখেও তারা উঠে আসতে পারছে না।

কিছু মানুষ কালিবাউশের মত। হারিয়ে যাওয়া ঠেকাতেই পারছে না।

২| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:০২

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।

১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ মামুন ভাই

৩| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৭

আহসানের ব্লগ বলেছেন: শুভেচ্ছা রইলো। :)

১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ

৪| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধপাঠ্য! বেশ গভীর ভাবনার কবিতা, ভালো লাগা জানবেন!

১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ অভি দা।

৫| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:১০

সেলিম আনোয়ার বলেছেন: কালিবাউসের একটা আইটেম খুব টেস্টি ।কোপ্তা বোধ হয়। দারুন লাগলো ।

১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২১

পাপতাড়ুয়া বলেছেন: কালিবাউশ বিলুপ্তপ্রায়। খাওয়া বন্ধ রাখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.