নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো ব্লগামি-২

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:০১

বুকের শহরে তেপান্তর নিয়ে চলে যারা, পীচ ঢালা রাজপথে যুগল ছায়ার নকশায় তাদের কি আসে যায়!



আমি দেখেছিলাম, সারা শহরে কোথাও কোনো কদম গাছ নেই। এই শহরে কদম ফোটে না। কদম দেখতে চাইলে যেতে হবে সেই গাছপালার গ্রামে। স্কুলের পাশেই তো ছিল একটা গাছ। এখন আছে কি না জানা নেই যে!



বরঙ আকাশের নাম হয়ে যাক নদী। চোখের নাম শাহিবজরা। ফেরার নাম ভ্রান্তি ধরে সমীকরণ মিলিয়ে নাও। সব সমীকরণ মেলে না। কিছু সমীকরণ মিলিয়ে নিতে হয়।

চোখের পর্দায় দেখাও ডকুমেন্টারি। আমি জানি এবং জানি না। বুঝতে গিয়ে না বুঝেই ফিরে আসি। পায়ের পাতায় কে গুঁজে রাখে এত এত পেরেক! শেকলে আটকানো পা। সাপের মত হিস হিস করে। আমি নতজানু পড়ে থাকি আমারই হাঁটুর কাছে।



সব ভুল। ইমোশনবাজি।



বৃষ্টি আমার ভুল হয়ে যায় বানানে

আমার শুদ্ধ বানান জানি না আমি

কেবল সে জানে, সে জানে ..





=============================================





[ভালো থেকো। যে তোমার জন্যে ব্লগপাতার লেখক আমি।]







মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: সব ভুল। ইমোশনবাজি।

২| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৩:৫৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল পুরোটাই

৩| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৭

হাসান মাহবুব বলেছেন: লিখে যাও তার জন্যে। একজন 'তুমি' থাকা দরকার আসলেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.