নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

জ্বরাক্রান্ত শব্দজঞ্জাল

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৫

*
মৃত সাপগুলো বিষাক্তরুপে জ্যান্ত হচ্ছে করোটির ভেতরে!


*
মদের গেলাসে মিশে যাচ্ছে প্রেমিকার পোড়া মাংসের ঘ্রাণ!

*
অধীকৃত ললনার বসন খুললেই উঠোনে ঘোরে গন্ধগোকুল।


*
নির্জন রেলপথ হিসেব রেখে দিয়েছে ইঞ্জিনের শীৎকার।


*
পায়ে সাপ ঘুমায় আর আমরা ঘুমাই হরিতকি বৃক্ষের যোনীঘরে।


*
সাবেক প্রেমিকারা হরিণী সেজে ঘোরে নিষিদ্ধবনে।


*
পায়রা পুষেছি অনিন্দিতার পদ্মগোলাপে; তারপর সেখানে অগ্নিকান্ড!


*
তোমার চুলের ঘ্রাণ আটকে গেছে নাকের সর্দিতে!

*
খুলে দাও দ্বার, ঘুমাবো বুকফুলবনে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
বিচ্ছিন্ন জঞ্জালগুলো নান্দনিক শব্দঘোরে ঝরে পড়ুক ৷

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২০

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ।

২| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৩

সাঈদ০০৭ বলেছেন: অত্যন্ত মাধুর্যপূর্ণ কিছু বাক্য। ভালো লাগল।

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২১

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ।

৩| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২১

পাপতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ।

৪| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫১

হাসান মাহবুব বলেছেন: তোমার ভেতরের অন্ধকার কুয়াশা বারবার দংশন করুক
দংশন করুক...

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২০

পাপতাড়ুয়া বলেছেন: আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা চায় না এই দংশন থাকুক। তাদের চাওয়ার মধ্যে ভেজাল নেই সে আমি জানি। আমাকে ভালোবাসে বলেই চায় তাও বুঝি। কিন্তু এই দংশন আমাকে এলোমেলো করে ও বাঁচিয়ে রাখে। এটা তাদের বুঝাতে পারি না।

আমার জন্যে আপনার মন্তব্যটাই যথার্থ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.