নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

শীতার্ত শারীরিক

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৪

*
তোমার বুকের পাত্রে রাখা দুই গ্লাস দুধ
আমার স্পর্শের নির্ভেজাল লিকার
চুম্বনের চিনি মিশিয়ে আদিম রেস্তোরাঁয়
চল শুনি যুগলবন্দী শীতের ঝংকার।


*
কুয়াশার ভেতর ঢুকে পড়ে রোদের ছুরি
ফালি ফালি কাটে হিমবাতাস
আমার ছুরিও কাটে তোমার গিরিখাত
মাতাল করে আনে ওমের সুবাস।

*
লাল চায়ের গেলাসে লেবুর ঘ্রাণ
শীতের সকালে উষ্ণতা আর সুখের টান
দুপুরের রোদে জাগে ভেতরের অসুখ
তাপহীন রাতে ঘুচে দেহের ব্যবধান।

*
হিমবাতাস খুলে আনে পত্রঝরা বন
শীতার্ত হাতে আমি খুলি তোমার আবরণ
নগ্ন বৃক্ষের ডাকে নগ্ন তুমি
চেয়ে চেয়ে দেখি আমার মুগ্ধমরণ।

*
শীতের নিয়ম শেখো আর খুলে দাও গুপ্তঘর
প্রাকৃতিক সাপেদের সাথে ঐক্যজোটে
আমার একটিমাত্র সাপ মোটে
নিশ্চিন্তে শীতনিদ্রা দেবে তোমার ভেতর।

*
আগুন সাজাও দেহের উনুনে
সুখের রসে ভেজাও যৌবন চিতই
সঙ্গমের তাপে চলো শীতার্ত দুজনে
আকন্ঠ সুধাপানে তৃপ্ত হই।

মন্তব্য ৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩২

মামুন রশিদ বলেছেন: সুন্দর, :!> :#>

২| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২০

অপূর্ণ রায়হান বলেছেন: ১৬+ কি দেওয়া উচিৎ ছিল না ভ্রাতা !

এনিওয়ে , শুভেচ্ছা :)

৩| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালো লাগলো। কিন্তু কেন জানি প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক ঠেকল। :-B

৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ++++++++++++++

৫| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৬

শুভ্র শৈশব বলেছেন: ++++++++++

৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৪

কাব্য পূজারি বলেছেন: অসাধারণ !!! সুখের রসে ভেজাই যৌবন চিতই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.