নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

শব্দিতা ফিরে এসে

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫

শব্দিতা আমাদের প্রতিবেশী ছিলো। শব্দিতা আবার ফিরে এসেছে।
মদের গেলাসে শব্দিতা জড়িয়ে যাবার গেলাস ভেঙে গেলে শব্দিতা উঠে গেছে বিলবোর্ডে। আমরা ভেবেছিলাম, শব্দিতার সাথে ঘুমাবো। সে ঘুমায় নি। সারারাত বিলবোর্ডে হেসে হেসে আমাদের ব্যাচেলর মস্তিষ্কঘরে অহেতুক বিভ্রান্তি এনে সে সকালেও সজীব হাসি ধরে রাখতো। তারপর সারাদিন রোদে পুড়ে পুড়ে তার হাসি আরো বিস্তৃত হত। আমরা এভাবেই বুঝে গিয়েছিলাম, শব্দিতা আর শব্দিতারা ঘুমায় না।

তারপর শব্দিতা চলে যায়। বিলবোর্ডে ঋতু বদলায়। হাস্যময়ী থেকে যৌবনবতী, মননশীলা থেকে গ্রাম্যললনা, বিলবোর্ডে মুখের পর মুখ বদলায়। কেবল শব্দিতা আর আসে না।
আমাদের আড্ডা ভেঙে যায়। মদের গেলাসে ঝুল জমে। নৃত্যরতা বিবসনা নারীর যোনীপথে মাদকপাতার নির্যাসও দীর্ঘকাল আর বায়বীয় হয়ে আসে না।

আমরা শব্দিতার সাথে ঘুমাবো বলে দীর্ঘকাল জেগে থাকি। আমরা ঘুমাতে চেয়েছি বলে শব্দিতা আর আসে না।


মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: শব্দিতার কবিতায় ভালোলাগা !

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:



সুন্দর+++

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

রহস্যময়ী কন্যা বলেছেন: :|| :||

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ।

শুভেচ্ছা :)

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:০৯

সুমন কর বলেছেন: পাপতাড়ুয়ার শব্দিতা ফিরে অাসুক-এ কামনায়।
+

৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৮

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.