নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

পাপতাড়ুয়া

আঁধার দুনিয়ার ছবি! ..... ছন্নছাড়ার পেন্সিল......সবার অন্ধকার থাকে না, অথবা অন্ধকার প্রিয় নয়। তাই সবাই কবিতা পড়তে পারে না, কবিতা পড়ার জন্য চোখের ভিতর সমুদ্র এবং বুকের ভিতর আদিগন্ত ধূ ধূ প্রান্তর লাগে। ..... কবি নির্ঝর নৈঃশব্দ্য *************************http://www.rabindra-rachanabali.nltr.org/node/2

পাপতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

সেসব ঘর অথবা অন্য কিছু

১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩

গ্রীবা পেরোলেই নিস্তব্ধ বাস স্ট্যান্ড
নীরবে টিকেট কেটে কেটে বাড়ি ফিরছে মানুষ
সস্তা সুরকি ইটের পরিচয়হীন ঘর
ক্ষণিকের আশ্রয় দেবে বলে গুণে যায় ক্ষণ

অথচ এখানে কেউ নোঙর ফেলে না

অথবা আশাহত নাবিক মদের দোকান সেরে
জলের ভাসার আগে মেপে যায় গভীরতা
তারপর ফের মশা উড়ে-মাছি উড়ে

গ্রীবার ইতিহাস কেউ লিখে রাখে না
আর শহরের পিচে পিচে ছায়া জমিয়ে
এক বেলার স্মৃতি অন্য বেলায় বিকিকিনি
এভাবেই হয়তো সুখ
এভাবেই হয়তো পাখিদের জন্ম হয়
ফুল কিছু ঝরে পড়ে আর বারুদে ভাসে
অনাকাঙ্ক্ষিত মুখ

ইতিহাস পাল্টায় মানুষের মুখের সারি
বাস স্ট্যান্ড থেকে সরে যায় ফিটনেসবিহীন গাড়িরা
আর টিকেট কাউন্টারে মাকড়সা ঝুল

কেবল সুরকি সস্তা ইটের ঘরগুলো
অনেকগুলো ক্ষণ গুণে কয়েকটা ক্ষণের জন্যে!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

পৌরাণিক এক মানুষ বলেছেন: পাপতাড়ুয়ার কবিতা। অনেক দিন পর খাইলাম গো.

২| ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০১

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । +

৪| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.